Tag: কুয়েত

  • কুয়েতে রাউজানের এক প্রবাসীর মৃত্যু

    কুয়েতে রাউজানের এক প্রবাসীর মৃত্যু

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে স্ট্রোকে গোলাম মোহাম্মদ (৬২) নামের এক রাউজান প্রবাসীর মৃত্যু হয়েছে।

    গত সোমবার বুকে ব্যাথা অনুভব করার পর প্রবাসী গোলাম মোহাম্মদের এক পরিচিতজন তাকে স্থানীয় আমেরি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ।

    গোলাম মোহাম্মদ রাউজানের ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের ছমদ আলী সিকদার পাড়ার মরহুম হাজী আব্দুস সাত্তারের কনিষ্ঠ পুত্র। বিবাহিত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

    গোলাম মোহাম্মদের স্বজনরা জানান, তিনি দীর্ঘ ৩৫/৪০ বছর ধরে প্রবাস জীবনে ছিলেন। নগরীর চকবাজার এলাকায় পরিবার-পরিজন নিয়ে থাকতেন।

    গোলাম মোহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, গোলাম মোহাম্মদ খুবই শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। দীর্ঘ সময় ধরে প্রবাস জীবনে ছিলেন। তার লাশ বর্তমানে কুয়েতের হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। সেখানে গোলাম মোহাম্মদের স্বজনরা লাশ দেশে আনার ব্যাপারে চেষ্টা করছেন।

  • বাংলাদেশসহ ১০ দেশের নাগরিকদের কুয়েত প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ

    বাংলাদেশসহ ১০ দেশের নাগরিকদের কুয়েত প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ

    চীনে উৎপত্তি হওয়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১০ দেশের নাগরিকদের কুয়েত প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে সে দেশের সরকার।

    মঙ্গলবার (৪ মার্চ) কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ টুইটারে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে গাল্ফ নিউজ।

    বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশসহ আরও ১০টি দেশের নাগরিকরা উক্তদেশগুলোর কুয়েত দূতাবাসকর্তৃক ছাড়পত্র দেখাতে না পারলে কুয়েতে প্রবেশ করতে পারবে না।

    আগামী ৮ মার্চ থেকে বাংলাদেশসহ ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মিসর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, জর্জিয়া ও লেবাননের নাগরিকদের ওপর এ কড়াকড়ি আরোপ করা হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।

    গাল্ফ নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কুয়েতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার পর্যন্ত এ ভাইরাস আক্রান্তের সংখ্যা ৫৬ ছিল। তবে মঙ্গলবার দেশটিতে নতুন করে কোনও ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হননি।