মো. জাবেদুল ইসলাম, আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অধিকাংশ বাড়িতেই ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পরিণত হয়েছে ধান কাটার মহোৎসবে। হেমন্তের শেষে ধান কাটার যে রেওয়াজ রয়েছে তা অনুসরণ করেই জমিনে ফলিত আমন ধান কেটে ঘরে তুলতে মহাব্যস্থ কৃষকরা।
উপজেলার বৈরাগ, বটতলী, হাইলধর, বারখাইন, বরুমচড়া, জুঁইদন্ডিসহ প্রায় প্রতিটি ইউনিয়নের বাড়িতে বাড়িতে চলছে আমন ধান কাটার উৎসব। আমন ধানের ঘ্রাণে মিস্টি হাসি বইছে কৃষকের মুখে। কাজের জন্য চাতরী চৌমুহনী, বটতলী রুস্তমহাট, জয়খালীর হাঁটসহ আনোয়ারার বিভিন্ন হাট থেকে দিনমজুর লোক আনা হয়েছে ধান কেটে ফলন ঘরে তুলতে।
বৈরাগ ইউনিয়নের স্থানীয় কৃষক মাহবু আলমের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানায়, ধান গাছ রোপন করার পর সঠিক ভাবে পরিচর্যা এবং পানি ও সার ছিটিয়ে জমিতে নিয়মিত ব্যবস্থা গ্রহণ করার ফলে ভাল ফলন হয়েছে। তিনি বলেন, এসব ফলন ঘরে তুলতে বেশ কয়েকজন দিনমজুর নিয়োগ করতে হয়েছে। একজন দিনমজুরের বেতন দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা সাথে খাবার এবং থাকার ব্যবস্তা করতে হয়। এরপরও যদি ধানের দাম কম হয় তবে বেশি ক্ষতিগ্রস্ত হবো।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকরা যাতে ফলনে লাভবান হয় তার জন্য ৪৫০জন কৃষককে উন্নত জাতের বীজ সহায়তা দেওয়া হয়েছে। এবারে আমন রোপনের পরিকল্পনার নির্ধারিত ছিল প্রায় ৬ হাজার ৯০০ হেক্টর জমি। আমনের যে লক্ষমাত্রা ছিল তা এবার লক্ষমাত্রা ছাড়িয়ে গেল। এবার আমনের যে পরিমান চাষাবাদ হয়েছে প্রাকৃতিক কোন দুর্যোগ না ঘটলে উৎপাদিত ফসল হবে প্রায় ৪১ হাজার মেট্রিকটন।
আমনের বাম্পার ফলন নিয়ে কথা হয় উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামানের সাথে। ।তিনি বলেন, অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ, অনাবৃষ্টি ও খরার কারণে ফসলে সমস্যা দেখা দেয়। এবার কিন্তু প্রাকৃতিক তেমন কোন দুর্যোগ ছিলনা। আমন রোপন থেকে পরিবেশ ভাল ছিল, বৃষ্টির পরিমান ভারসাম্য ছিল যার ফলে আশাকরি এবার উপজেলায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা থাকবে।
তিনি আরো বলেন, এখন স্থায়ী বেড়ীবাঁধ হয়েছে বন্যার তেমন প্রভাব নাই, খাল খনন হওয়ায় পানি নিষ্কাশন দ্রুত হচ্ছে আর আমরা মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের সচেতন করে যাচ্ছি যার ফলে ফসলের ব্যাপক উন্নতি হচ্ছে। সব মিলিয়ে আশা করা যায় আনোয়ারায় আমনে এবার ব্যাপক সাফল্য পাওয়া যাবে।