Tag: কৃষকের মৃত্যু

  • সীতাকুণ্ডে বন্য শুকরের জন্য পাতা ফাঁদে আটকা পড়ে কৃষকের মৃত্যু

    সীতাকুণ্ডে বন্য শুকরের জন্য পাতা ফাঁদে আটকা পড়ে কৃষকের মৃত্যু

    কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বন্য শুকরের কবল থেকে সবজি ক্ষেত রক্ষা করতে গিয়ে শুকর মারার ফাঁদে আটকা পড়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষকের নাম নুর উদ্দিন (৪৫)। তিনি সীতাকুণ্ড পৌরসভাস্থ উত্তর মহাদেব পুরের ২ নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের পুত্র।

    বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০ টা বাজে এ ঘটনা ঘটে।

    জানা যায়, নিহত নুর উদ্দিন তার সবজি ক্ষেত বন্য শুকর থেকে রক্ষার জন্য বাগানের চারপাশে বিদ্যুৎতের তার দিয়ে ফাঁদ পাতে। সে রাতে ওই ক্ষেতে প্রবেশ করলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। এসময় তার চিৎকারে পাশ্ববর্তী লেকজন এগিয়ে এসে গুরুত্বর আহতবস্থায় তাকে উদ্ধার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১১ টার সময় তার মৃত্যু হয়।

    খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ গিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ২নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • মিরসরাইতে পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু, আহত ৬

    মিরসরাইতে পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু, আহত ৬

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইতে পৃথক সড়ক দুর্ঘটনায় দীপক চন্দ্র নাথ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

    রবিবার সকাল সাড়ে ৭টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার এলাকায় এবং দুপুর ২টার সময় জোরারগঞ্জের সোনাপাহাড়ে পৃথক সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৭টার সময় বড়তাকিয়া বাজার বাইপাস রোডে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান সামনে থাকা একটি সবজিবাহী রিকশাভ্যানকে চাপা দেয়। এতে রিকশায় থাকা কৃষক দীপক চন্দ্র নাথ (৫০) ঘটনাস্থলেই মারা যান এবং একই ঘটনায় রিকশা ভ্যান চালক গুরুতর আহত হয়।

    নিহত দীপক চন্দ্র উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পূর্ব খৈয়াছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এস এম নুরুল আবছার।

    অন্যদিকে একই দিন দুপুর ২টার সময় মিরসরাইয়ের জোরারগঞ্জের সোনাপাহাড়ে চট্টগ্রামগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকামেট্রো-ব-১৪-৮২৮২) ওমেরা গ্যাসবাহী একটি লরির পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে বাসের ৫ যাত্রী আহত হয়।

    আহতদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে এবং ক্ষতিগ্রস্থ বাসটি উদ্ধার করে পুলিশ জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

  • হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছে আবদুল আলম নামের এক কৃষক।

    আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জঙ্গল আমুচিয়ার বড়খীল এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে।

    নিহত প্রবাসী আবদুল আলম উপজেলার উত্তর কড়লডেঙ্গার ছদর আলী চৌকিদার বাড়ীর মৃত হাকি মিয়ার ছেলে। তিনি ৪ কন্যার সন্তানের জনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    স্থানীয়রা জানান আবদুল আলম গত ৫ বছর আগে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসেন এবং ব্রুনাইয়ের যাওয়ার জন্য ভিসা আসায় আগামী মাসে আবারো বিদেশ যাওয়ার কথা ছিলো।

    আজ বুধবার ভোরে নিজের জমি দেখতে গিয়ে হাতির পালের কবলে পড়ে যান। হাতির পদদলিত হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

    তথ্যটি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন জানান হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘন্টা/পুজন সেন/রাজীব..