কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বন্য শুকরের কবল থেকে সবজি ক্ষেত রক্ষা করতে গিয়ে শুকর মারার ফাঁদে আটকা পড়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষকের নাম নুর উদ্দিন (৪৫)। তিনি সীতাকুণ্ড পৌরসভাস্থ উত্তর মহাদেব পুরের ২ নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের পুত্র।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০ টা বাজে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত নুর উদ্দিন তার সবজি ক্ষেত বন্য শুকর থেকে রক্ষার জন্য বাগানের চারপাশে বিদ্যুৎতের তার দিয়ে ফাঁদ পাতে। সে রাতে ওই ক্ষেতে প্রবেশ করলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। এসময় তার চিৎকারে পাশ্ববর্তী লেকজন এগিয়ে এসে গুরুত্বর আহতবস্থায় তাকে উদ্ধার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১১ টার সময় তার মৃত্যু হয়।
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ গিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ২নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন।
২৪ ঘণ্টা/রিহাম