Tag: কেএসআরএম

  • কেএসআরএম অষ্টম গলফ টুর্নামেন্ট সম্পন্ন

    কেএসআরএম অষ্টম গলফ টুর্নামেন্ট সম্পন্ন

    চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুক্রবার অষ্টম গলফ টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে। টুর্নামেন্টের আয়োজন করে দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম।

    সকালে প্রধান অতিথি ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম এবং কেএসআরএমের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. জসিম উদ্দিন, বিজনেস রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) মো. আশফাকুল ইসলাম, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম, ভাটিয়ারি গলফ অ্যান্ড কাট্রি ক্লাব ভাইস প্রসিডেন্ট (এডমিন অ্যান্ড ফিনেন্স) বিগ্রেডিয়ার জেনারেল কাজী ইফতেখারুল আলম, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

    সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বলেন, ‘প্রতিবছর আমরা কেএসআরএমের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করে থাকি। যা অত্যন্ত আনন্দের ও দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতা। এজন্য কেএসআরএম কর্তৃপক্ষের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ। আমরা আশা করছি, কেএসআরএমের সাথে আমাদের ধারাবাহিক এ সম্পর্ক আগামীতে অব্যাহত থাকবে’।

    আঞ্চলিক পর্যায়ের এসব গলফ টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জিওসি মিজানুর রহমান শামীম।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএসআরএমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ব্রান্ড) শাহেদ পারভেজ, উপ-ব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ, সহকারী ব্যবস্থাপক ডেনিয়েল দেওয়ান, জ্যেষ্ঠ কর্মকর্তা মিজান উল হক, মিথুন বড়ুয়া, মিজানুল ইসলাম, আশরাফুল ইসলাম।

    শেষে গলফ টুর্নামেন্টে ১৭০ জন প্রতিযোগী গলফারের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র’র মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সিলেটে দুর্গত এলাকার ৫০০ পরিবার পেল কেএসআরএমের ত্রাণ

    সিলেটে দুর্গত এলাকার ৫০০ পরিবার পেল কেএসআরএমের ত্রাণ

    সম্প্রতি বন্যা কবলিত সিলেটে ত্রাণ সামগ্রি বিতরণ করেছে দেশের অন্যতম ইস্পাত নির্মাণ শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম। গত ২৬-৩১ মে বন্যা দুর্গত এলাকার শ্রমজীবী প্রায় ৫০০ পরিবারের কাছে কেএসআরএমের ত্রাণ সামগ্রি পৌঁছে দেওয়া হয়।

    সিলেট বিভাগের বন্যা কবলিত কানাইঘাট, জগন্নাথপুর, গোবিন্দগঞ্জ, দরগাপাশা, সুনামগঞ্জ ও সিলেট সদরের বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্থ শ্রমজীবী মানুষের মাঝে কেএসআরএমের পক্ষে এসব ত্রাণ সামগ্রি বিতরণ করেন সিলেট বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক চৌধুরী, সহকারী ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলামসহ কর্মকর্তারা।

    সহকারী মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক চৌধুরী এ সময় বলেন, কেএসআরএম দেশের যেকোনো সংকটময় মুহুর্তে শ্রমজীবী সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। এবারও ব্যতিক্রম হয়নি। সিলেট অঞ্চলে হঠাৎ প্লাবনে বেকায়দায় পড়া শ্রমজীবী মানুষের মাঝে কেএসআরএম ত্রাণ সামগ্রি উপহার দেওয়ার মাধ্যমে সাহায্যের হাত প্রসারিত করেছে। আমাদের এমন মানবিক কর্মকা- আগামীতেও অব্যাহত থাকবে।

  • কেএসআরএম’র বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ, নথি জব্দ

    কেএসআরএম’র বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ, নথি জব্দ

    বিপুল ভ্যাট ফাঁকি সন্দেহে কবির স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (কেএসআরএম) অফিস থেকে কম্পিউটারসহ বেশকিছু নথিপত্র জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের প্রিভেন্টিভ শাখা।

    গত ২২ জুন চট্টগ্রামের সীতাকুণ্ড কারখানা অফিস থেকে এসব নথি জব্দ করা হয়। অভিযান পরিচালনাকারী দলের এক সদস্য জানান, ভ্যাট ফাঁকির তথ্য পেয়েই কেএসআরএমের নথি জব্দ করা হয়েছে। ভ্যাট ফাঁকির পরিমাণ জানতে অন্তত ১৫-১৬ দিন সময় লাগবে।

    অভিযোগ রয়েছে, সীতাকুণ্ডের কারখানায় রড উৎপাদন কম দেখিয়ে প্রতিষ্ঠানটি ভ্যাট অফিসে যে তথ্য দিয়েছে তার চেয়ে অনেক বেশি বিক্রির তথ্য পেয়েছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের প্রিভেন্টিভ শাখা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, বড় অঙ্কের ভ্যাট ফাঁকি দিয়েছে কেএসআরএম। এর আগেও কেএসআরএম বিভিন্ন সময় ভ্যাট ফাঁকি দিয়েছে। পরে তদন্তে প্রমাণিত হওয়ায় তা পরিশোধে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। ফলে ভ্যাট কর্মকর্তাদের সন্দেহের তালিকায় থাকে প্রতিষ্ঠানটি।

    আজ চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন গণমাধ্যমকে বলেন, ভ্যাট ফাঁকি দেয়ার সন্দেহে কেএসআরএমের নথিপত্র জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ঠিক কত টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে তা জানতে জব্দ করা নথিপত্রগুলোর পর্যালোচনা চলছে।

  • কেএসআরএম ৬ষ্ঠ গলফ টুর্নামেন্ট সম্পন্ন

    কেএসআরএম ৬ষ্ঠ গলফ টুর্নামেন্ট সম্পন্ন

    ডেস্ক নিউজ : সম্পন্ন হয়েছে কেএসআরএম ৬ষ্ঠ গলফ টুর্নামেন্ট। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এয়ার ভাইস মার্শাল এ.এস.এম ফখরুল ইসলাম।

    অনুষ্ঠানে শাহীন গলফ্ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি ও এয়ার অফিসার কমান্ডিং, বি এ এফ বেস জহুরুল হক ছাড়াও বিশেষ অতিথি ছিলেন দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম। এসময় কেএসআরএম গ্রুপের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

    শনিবার দুপুরে চট্টগ্রামের অদূরে ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে দুদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এয়ার ভাইস মার্শাল এ.এস.এম ফখরুল ইসলাম বলেন, এ ধরনের গল্ফ টুর্নামেন্ট জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    তিনি বলেন, টানা ৬ষ্ঠ বারের মতো কেএসআরএম এ টুর্নামেন্ট আয়োজন করায় আমরা খুবই আনন্দিত। কেএসআরএম’র উত্তরোত্তর সমৃদ্ধি ও টুর্নামেন্ট আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি এ আয়োজনে কেএসআরএমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    আলোচনা পর্ব শেষে র‌্যাফেল ড্র, লাঞ্চ এবং খেলোয়ারদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    এর আগে গত ১২ মার্চ (শুক্রবার) একই স্থানে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মো. ফখরুল আহসান।

    বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মিলিটারি একাডেমী এবং প্লান্ট ডিরেক্টর কমোডোর (অব.) শামসুল কবির ও কেএসআরএম এর মার্কেটিং অ্যান্ড সেলসের জেনারেল ম্যানেজার মো. জসিম উদ্দিন।

    শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম এর পক্ষে আরো উপস্থিত ছিলেন জিএম, সৈয়দ নজরুল আলম, এ্যাসিটেন্ট ম্যানেজার মোঃ আবু সুফিয়ান ও সিনিয়র অফিসার, ব্রান্ড মিজান-উল-হক প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • কেএসআরএম ভবিষ্যৎ স্থপতি পুরস্কার পেল তিন মেধাবী

    কেএসআরএম ভবিষ্যৎ স্থপতি পুরস্কার পেল তিন মেধাবী

    ভবিষ্যৎ স্থপতিদের উৎসাহ দিতে দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম ও ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর যৌথ উদ্যোগে অ্যাওয়ার্ড ফর ফিউচার আর্কিটেক্ট শিরোনামে দ্বিতীয় বারের মতো তরুণ স্থপতিদের থিসিস প্রকল্পের উপর এক প্রতিযোগিতার আয়োজন করেছে।

    এ উপলক্ষে গত ২০ ডিসেম্বর অনলাইনে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং প্রদর্শনীর আয়োজন করা হয়।

    ২০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৬দিন ব্যাপি অনলাইনে ভার্চুয়াল গ্যালারির মাধ্যমে এ অভিনব প্রদর্শনী চলবে। মূলত নবীন স্থপতিদের উৎসাহ দিতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস : বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস’ শিরোনামে এই অ্যাওয়ার্ড চালু করে উদ্যোক্তারা।

    ওইদিন অনলাইনে প্রদর্শনীর উদ্বোধন করেন আইএবির সভাপতি স্থপতি জালাল আহমেদ ও কেএসআরএমের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শহীদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.)।

    প্রদর্শনীতে আইএবি অন্তর্ভুক্ত দেশের অন্যতম ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্থপতি বিভাগের শেষ বর্ষের ছাত্রদের সেরা তিনটি করে মোট ৩০ টি প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।

    প্রজেক্ট নির্বাচনে জুরি বোর্ডে ছিলেন স্থপতি হারুন-অর-রশিদ, স্থপতি জালাল আহমেদ, ড. নাসরিন হোসাইন, স্থপতি আশিক ভাস্কর মান্নান, স্থপতি রাশেদ হাসান চৌধুরী।

    জুরি বোর্ড ৩০ প্রকল্প থেকে সেরা তিনটি প্রকল্পকে সেরা এবং দুটি প্রকল্পকে বিশেষভাবে প্রশংসিত হিসেবে নাম ঘোষণা করে।

    প্রতিযোগিদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে হুমায়রা আনান (বুয়েট), সৈয়দ আফেজ উল মাহমুদ (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক) ও নাজমুজ সাকিব (বুয়েট) এবং বিশেষভাবে প্রশংসিত হয়েছেন দেবাশীষ রায় (বুয়েট) ও উম্মে তাহমিনা হক (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক)।

    সেরা তিন বিজয়ীর মধ্যে প্রথম বিজয়ীকে এক লাখ টাকার চেক, দ্বিতীয় বিজয়ী ৭৫ হাজার টাকার চেক, তৃতীয় বিজয়ীকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হবে। এছাড়াও দেওয়া হবে বিজয়ী এবং বিশেষভাবে প্রশংসিত দুই অংশগ্রহণকারীকে প্রশংসাপত্র ও সম্মাননা ক্রেস্ট।

    প্রতিযোগীদের গবেষণাপত্র ও মডেল অনলাইনে প্রদর্শিত হবে এই লিংকে : https://artspaces.kunstmatrix.com/en/exhibition/3601201/kafa-2020

    ২৪ ঘণ্টা/রাজীব

  • সাতকানিয়া থানা পুলিশের সুরক্ষায় কেএসআরএমের পিপিই

    সাতকানিয়া থানা পুলিশের সুরক্ষায় কেএসআরএমের পিপিই

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের করোনা ‘হটস্পট’ খ্যাত সাতকানিয়া থানা পুলিশের সুরক্ষায় পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিলো ইস্পাত উৎপাদনকারী শিল্প গ্রুপ কেএসআরএম।

    সম্প্রতি সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফিউল কবীরের কাছে পিপিই হস্তান্তর করেন কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ।

    কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বলেন, চট্টগ্রাম জেলার মধ্যে সাতকানিয়া উপজেলা হচ্ছে করোনা প্রবণ এলাকা। কারণ এ অঞ্চলের মানুষ দেশ বিদেশের বিভিন্ন এলাকায় ব্যবসার সঙ্গে জড়িত। জেলার মধ্যে এখন পর্যন্ত সাতকানিয়া উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সবচেয়ে বেশি।

    আক্রান্ত এসব রোগীর বাসাবাড়ি লকডাউনসহ বিভিন্ন কাজে পুলিশের সম্পৃক্ততা রয়েছে। তাই তাদের সুরক্ষা প্রয়োজন। তা নাহলে এলাকার নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হবে।

    এসব বিষয় বিবেচনায় নিয়ে কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান পিপিইর ব্যবস্থা করেছেন সাতকানিয়া থানা পুলিশের জন্য।

    সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফিউল কবীর বলেন, আমরা শিল্প গ্রুপ কেএসআরএমের কাছ থেকে অতীতে যেকোনো প্রয়োজনে সহযোগিতা পেয়েছি। বর্তমান প্রেক্ষাপটে আমাদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

    আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা আক্রান্তদের বাড়িঘর ও আশপাশের এলাকায় লকডাউন নিশ্চিত করতে হয় চরম ঝুঁকি নিয়ে।

    কেএসআরএমের পক্ষ থেকে দেওয়া পিপিই করোনাকালে আমাদের এসব ঝুঁকিপূর্ণ কাজে সুরক্ষা নিশ্চিত করবে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী দিলো কেএসআরএম

    সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী দিলো কেএসআরএম

    নিজস্ব প্রতিনিধি:::ইস্পাত নির্মাণকারী শিল্প গ্রুপ কেএসআরএম সাতকানিয়া বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সুরক্ষা সরঞ্জাম (পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড ওয়াশ ও ক্যাপ) প্রদান করেছে।

    করোনার প্রভাবে ঝুঁকিরমুখে থাকা গণমাধ্যমকর্মীদের জন্য এসব সরঞ্জাম দিয়ে পাশে দাঁড়িয়েছে কেএসআরএম।

    বরিবার (৩ মে) দুপুরে কেএসআরএমের পক্ষে সাংবাদিক প্রতিনিধিদের হাতে এসব সুরক্ষা সরঞ্জাম তুলে দেন প্রতিষ্ঠানের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম।

    তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। পেশাগত দায়িত্ব পালন ও দায়বদ্ধতার কারণে লকডাউনের সময়ও ঘরে বস থাকার সুযোগ নেই গণমাধ্যমকর্মীদের। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি গণমাধ্যমকর্মীদের তাড়া করে বেড়ায় প্রতিনিয়ত। তবুও সঠিক তথ্য উপস্থাপনের জন্য তাদের ছুটাছুটি করতে হয় সবসময়। তাই কেএসআরএম সুরক্ষা সরঞ্জাম দিয়ে সাতকানিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের পাশে দাঁড়িয়েছে।

    প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানের পক্ষ থেকে এসব সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়।

    এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সুকান্ত বিকাশ ধর, মনজুর আলম, মো. নাজিম উদ্দিন প্রমুখ।

    তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনে এসব সুরক্ষা সরঞ্জাম আমাদের কাজের জন্য সহায়ক হবে। অতীতের মতো এবারও কেএসআরএম দুর্যোগকালীন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। আশা করছি ভবিষ্যতেও পাশে থাকবে।
    ২৪ ঘণ্টা/এম আর

  • জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেতনের ৩০ লাখ টাকা দিলেন কেএসআরএম কর্মকর্তা-কর্মচারিরা

    জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেতনের ৩০ লাখ টাকা দিলেন কেএসআরএম কর্মকর্তা-কর্মচারিরা

    নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া মানুষের সহায়তায় এগিয়ে এসেছে দেশের স্বনামধন্য শিল্পগ্রুপ কেএসআরএমের কর্মকর্তা কর্মচারিরা।

    এরই পরিপ্রেক্ষিতে তাদের বেতনের একটি অংশ ৩০ লাখ টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে।

    বোরবার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেনের হাতে ওই টাকার প্রতিকী চেক হস্তান্তর করা হয়।

    কেএসআরএম কর্মকর্তা-কর্মচারিদের পক্ষে চেক হস্তান্তর করেন মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জেনারেল ম্যানেজার সৈয়দ নজরুল আলম।

    এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কেএসআরএমকে আমরা সবসময় কাছে পেয়েছি। দেশে বা সমাজে আরও যারা বিত্তবান আছে তাদেরও এভাবে এগিয়ে আসা উচিত। কেএসআরএমের কর্মকর্তা কর্মচারিদের এমন মহানুভবতা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা প্রাপ্ত অর্থ জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় বণ্ঠন করবো ত্রাণ সহায়তা হিসেবে।

    কেএসআরএমের জেনারেল ম্যানেজার সৈয়দ নজরুল আলম বলেন, আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এসেছি সাধারণ মানুষের দুরবস্থা অনুধাবন করে। চেষ্টা করেছি আমাদের বেতন ভাতার একটি অংশ তুলে দিয়ে জেলা প্রশাসকের হাতকে প্রশারিত ও শক্তিশালী করার। এ পদক্ষেপ আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। অসহায় মানুষের কল্যাণে আমরা সহায়তা করতে পরে আনন্দিত ও গর্বিত।

    এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) মো. মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, লতিফা রুনা প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • গণমাধ্যমকর্মীদের পিপিই দিল কেএসআরএম

    গণমাধ্যমকর্মীদের পিপিই দিল কেএসআরএম

    চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়ে এগিয়ে এলো ইস্পাত নির্মাণকারী শিল্পগ্রুপ কেএসআরএম।

    বুধবার (৮ এপ্রিল) বিকালে টিভি জার্নালিস্টস এসোসিয়েশন (টিজেএসি) চট্টগ্রাম’র সভাপতি ও বাংলাভিশনের ব্যুরো প্রধান নাসির উদ্দিন তোতার হাতে কেএসআরএমের পক্ষে এসব পিপিই তুলে দেন প্রতিষ্ঠানের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম।

    এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসোসিয়েশনের সহ-সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী ও এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাসুদুল হক।

    এ প্রসঙ্গে কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বলেন, দেশ ও দেশের মানুষের সংকট ও সমস্যায় সবসময় এগিয়ে আসে কেএসআরএম। সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় এগিয়ে এসেছে দেশের বৃহত্তর ইস্পাত প্রস্তুতকারী শিল্পগ্রুপ কেএসআরএম। সাংবাদিকরা দেশের যেকোনো যুদ্ধ, বিগ্রহ ও দুর্যোগকালীন পরিস্থিতিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে সঠিক তথ্য ও পরিস্থিতি তুলে ধরেন জাতির সামনে। নানা প্রতিকূলতায় তাদেরকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে হয়। অথচ বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে যেখানে পুরো বিশ্ব থমকে আছে, ঘরে থাকার বাধ্যবাধকতা রয়েছে এমন পরিস্থিতিতেও গণমাধ্যমকর্মীরা ঝুঁকি নিয়ে ঘটনার পেছনে ছুটছে নিরন্তর। তাই তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েছে কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান। মূলত তাঁর উদ্যোগ ও আন্তরিকতায় এ অঞ্চলের গণমাধ্যমকর্মীদের জন্য এসব পিপিই দেওয়া হয়েছে।

    টিভি জার্নালিস্টস এসোসিয়েশন চট্টগ্রাম’র সভাপতি নাসির উদ্দিন তোতা বলেন, করোনা পরবর্তী বিশ্ব পরিস্থিতি কেমন হবে তা অনুমান করা যাচ্ছে না। দিনদিন পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে উঠছে। প্রতিনিয়ত বড় হচ্ছে লাশের মিছিল। কিন্তু এ অবস্থায়ও গণমাধ্যমকর্মীদের ঘরে থাকার কোনো সুযোগ নেই। সকাল সন্ধ্যা ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করতে হচ্ছে। দেশের যেকোনো পরিস্থিতির আপডেট কিন্তু আমরাই দিয়ে থাকি। প্রতিনিয়ত আমাদের পেশাগত ঝুঁকির মধ্যে থাকতে হয়। এমন পরিস্থিতিতে যে কয়েকটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে তাদের মধ্যে কেএসআরএম অন্যতম। অতীতেও আমরা আমাদের যেকোনো প্রয়োজনে কেএসআরএমকে পাশে পেয়েছি। আমরা আশা করছি গণমাধ্যমকর্মীদের প্রতি এমন আন্তরিক সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

  • চট্টগ্রামে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ও মাস্ক দিলো কেএসআরএম

    চট্টগ্রামে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ও মাস্ক দিলো কেএসআরএম

    নিজস্ব প্রতিবেদক ::: চট্টগ্রামের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) ও মাস্ক (ফেস কভার) দিয়েছে ইস্পাত নির্মাণকারী শিল্পগ্রুপ কেএসআরএম।

    রবিবার (৫ এপ্রিল) বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের হাতে কেএসআরএমের পক্ষে এসব পিপিই ও মাস্ক তুলে দেন প্রতিষ্ঠানের মিডিয়া অ্যাডভাইজর মিজানুল ইসলাম।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

    এ প্রসঙ্গে কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজর মিজানুল ইসলাম বলেন, দুর্যোগকালীন সময় ছাড়াও দেশ ও দেশের সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকে কেএসআরএম। সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে কেএসআরএম বর্তমান পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ও মাস্ক প্রদান করেছে। এসব অত্যাবশ্যকীয় উপকরণ হস্তান্তর করা হয় প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানের পক্ষ থেকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী কেএসঅঅরএম প্রয়োজনে আরও পিপিই ও মাস্ক সরবরাহ করবে।

    তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানের সঙ্গে জেলা প্রশাসকের কথা হয়েছে। ওই সময় আশ্বস্থ করা হয়েছে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চট্টগ্রামের যেসব বস্তিতে অর্থ ও খাদ্য সংকট দেখা দেবে সেখানে নগদ অর্থ ও ত্রাণ সরবরাহ করার জন্য প্রস্তুত রয়েছে কেএসআরএম। পাশাপাশি নগরী ও নগরীর বাইরে কেএসএসএমের মালিকানাধীন যেসব খালি প্লট রয়েছে সেখানে সরকার ও প্রশাসনের চাহিদা অনুসারে কোয়ারেন্টাইন চালু করার জন্য সর্বাত্মক সহায়তা করা হবে। তবে এসবের সব কিছুই করা হবে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে।

    পিপিই ও মাস্ক হস্তান্তরের সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, কেএসআরএম দেশের যেকোনো কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এ অঞ্চলের যেকোনো দুর্যোগে আমরা তাদের কাছে পেয়ে থাকি। আমরা ইতিমধ্যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পিপিই সরবরাহ নিশ্চিত করেছি সির্ভিল সার্জনের মাধ্যমে।

    তিনি বলেন,কেএসআরএমের দেওয়া পিপিই চট্টগ্রামের চিকিৎসকদের চিকিৎসা প্রদানে সহায়তা করবে। যেসব চিকিৎসক পিপিই না থাকার কারণে চিকিৎসা দিতে ভয় পাচ্ছেন, তাদের ভয় দূর হবে। সরকারি-বেসরকারি প্রতিটি হাসপাতালে পিপিই সরবরাহ করা হবে পর্যায়ক্রমে। প্রত্যেক চিকিৎসক পিপিই পরিধান করে চিকিৎসা দিতে পারবেন। এর ফলে করোনাভাইরাস সংক্রমণের শংকা থাকবে না চিকিৎসকদের।

  • কেএসআরএম’র সহায়তা : ৩ হাজার পরিবারে ক্রাণ বিতরণ শুরু করেছে সিএমপি’র দক্ষিণ জোন

    কেএসআরএম’র সহায়তা : ৩ হাজার পরিবারে ক্রাণ বিতরণ শুরু করেছে সিএমপি’র দক্ষিণ জোন

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : দেশের শীর্ষ স্থানীয় লোহার রড প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেএসআরএম’র সহায়তায় নগরীর ৩ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) দক্ষিণ জোন।

    প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, দেড় কেজি পেয়াজ-রসুন, আধা কেজি লবন, ১ লিটার তেল ও ১টি সাবানসহ সর্বমোট ১৯ কেজি খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

    আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় নগরীর লাভলেইনস্থ একটি কমিউনিটি সেন্টারে এই কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার মাহবুবর রহমান।

    এসময় তিনি করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকার নির্ধারিত কর্মসূচি সবাইকে মেনে চলতে আহ্বান জানিয়ে বলেন, সরকার যে কয়দিন সাধারণ ছুটি ঘোষনা সবাইকে ঘরে অবস্থান করতে বলেছেন তা মেনে চললে সম্ভাব্য ক্ষতি থেকে আমরা রক্ষা পাবো।

    তিনি শিল্পগ্রুপ কেএসআরএম’র প্রশংসা করে সমাজের অন্যান্য যারা বিত্তশালী আছেন তাদেরকে গরীব, অসহায়, কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

    সিএমপি কমিশনার বলেন, আমরা চাইলে সবাইকে ডেকে একসাথে ত্রাণ সামগ্রী তাদের হাতে তুলে দিতে পারতাম। কিন্তু নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি বিবেচনায় আমাদের ফোর্স কষ্ট করে আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আপনারা ঘরে থাকুন। নিরাপদ থাকুন, দেশকে নিরাপদ রাখুন।কেএসআরএম ৩ হাজার পরিবারে সহায়তা

    সিএমপিতে চালু করা ভ্রাম্যমাণ বাজার নিয়ে তিনি বলেন, আমরা ২৪ ঘন্টা হটলাইন সেবা চালু রেখেছি। প্রতিটি থানায় একটি করে হটলাইন আছে। তাছাড়া নগর পুলিশের একটি হটলাইন আছে, যার নাম্বার ০১৪০৪০০৪০০। আপনারা ইতোমধ্যে জেনেছেন হটলাইনে ফোন পেয়ে আমাদের থানার ওসির গাড়ি গিয়ে রোগীকে হাসপাতাল পৌঁছে দিয়েছে।

    যার যেখানে যা প্রয়োজন আমাদের বলুন। তবুও ঘরে অবস্থান করুন। করোনার প্রাদুর্ভাব রোধে সাধারণ ছুটি ঘোষণা কর্মহীন ৩ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

    জানা গেছে, কেএসআরএম সরকার সাধারণ ছুটি ঘোষণা করার পর সাতকানিয়া কর্মহীন ২ হাজার ৩শ পরিবারের কাছে মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে প্রতিটি পরিবারকে ১ হাজার টাকা করে প্রেরণ করেছে। এর আগে ঘরে ঘরে গিয়ে কেএসআরএম প্রতিনিধরা সবার মোবাইলে নগর একাউন্ট চালু করে ডাটাবেইজ প্রস্তুত করেছিল।

    ত্রাণ বিতরণের বিষয়ে কেএসআরএম’র মিডিয়া এডভাইজর মিজানুল ইসলাম বলেন, কেএসআরএম কর্তৃপক্ষ নীরবে দান করতে অভ্যস্থ। নগর পুলিশ প্রস্তাব দেওয়ার সাথে সাথেই কেএসআরএম ত্রাণের ব্যবস্থা করেন। চার দিকে সব বন্ধ। কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে থাকতে পেরে কেএসআরএম ধন্য।

    ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফ, জোনের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • পঞ্চম গলফ টুর্নামেন্ট সম্পন্ন : কেএসআরএমের প্রশংসা করলেন চট্টগ্রামের জিওসি

    পঞ্চম গলফ টুর্নামেন্ট সম্পন্ন : কেএসআরএমের প্রশংসা করলেন চট্টগ্রামের জিওসি

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পঞ্চম কেএসআরএম গলফ টুর্নামেন্ট-২০২০ সম্পন্ন হয়েছে।

    টুর্নামেন্ট আয়োজন সার্বিক সহযোগিতা করেছে দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান, এএফডব্লিউসি, পিএসসি। কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

    রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল এসএম মতিউর রহমান বলেন, টানা পঞ্চম বার কেএসআরএম টুর্নামেন্ট আয়োজন করাতে আমি আনন্দিত, এ ধরনের গলফ টুর্নামেন্ট জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এসময় তিনি কেএসআরএমের উত্তরোত্তর সমৃদ্ধি ও টুর্নামেন্ট আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি এ আয়োজনে কেএসআরএমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    এ সময় উপস্থিত ছিলেন কেএসআরএমের মার্কেটিং অ্যান্ড সেলস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শহিদুর রহমান, এনডিসি, পিএসসি, প্লান্ট ডিরেক্টর কমোডোর (অব.) শামসুল কবির, এনডিসি, পিএসসি, মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) জসিম উদ্দিন, মহাব্যবস্থাপক (মার্কেট রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইং) কর্নেল (অব.) আশফাকুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক শাহেদ আলম, ব্রান্ড বিভাগের সমন্বয়ক আবু সুফিয়ান, জেষ্ঠ্য কর্মকর্তা মিজান-উল-হক, সাদ মোহাম্মদ আফতাব হোসেইন প্রমুখ।

    পরবর্তীতে গজল সন্ধ্যা, র‌্যাফেল ড্র, ডিনার এবং খেলোয়ারদের পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।