Tag: কেনিয়া

  • করোনা সন্দেহে সংসদ থেকে বের করে দেওয়া হল দুই এমপিকে!

    করোনা সন্দেহে সংসদ থেকে বের করে দেওয়া হল দুই এমপিকে!

    করোনা আতঙ্কে এবার কেনিয়ায় পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে আদানান কেইনানা এবং নাওমি রানমি সাবান নামে দুই সাংসদকে। এই দুজনের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকায় স্থানীয় সময় মঙ্গলবার পার্লামেন্টে অধিবেশন চলাকালে তাদেরকে বাইরে বের করে দেওয়া হয়।

    কেনিয়ার জাতীয় সংসদের স্পিকার আইনসভার অধিবেশন জানান, দুই সংসদ সদস্য সবেমাত্র বিদেশ থেকে দেশে এসেছেন এবং এতে করে তারা ২০০ জনেরও বেশি মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছেন। স্পিকারসহ বাকি এমপিরাও এই বিষয়ে সম্মতি জানিয়েছে।

    উল্লেখ্য, গত শনিবার কেনিয়ায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই রোগী ছিলেন লন্ডন ফেরত।

    চারদিনের ব্যবধানে দেশটিতে চারজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • কেনিয়ায় ভূমিধসে ৩৭ জন নিহত

    কেনিয়ায় ভূমিধসে ৩৭ জন নিহত

    কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়েস্ট পোকোট জেলায় শুক্রবার রাতে প্রবল বৃষ্টিপাতের পরে ভূমিধসে ৩৭ জন প্রাণ হারিয়েছে। শনিবার কেনিয়া কর্তৃপক্ষ একথা জানায়।

    কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা এক শোক বার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিখোঁজ সকল লোক খুঁজে বের করার এবং এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন ।

    কেনিয়ার ইনটেরিয়র এন্ড কোঅর্ডিনেশন বিষয়ক কেবিনেট সেক্রেটারি ফ্রিড ম্যাটেঙ্গি বলেছেন,ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্ত গ্রামটিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

    তিনি জানান, উদ্ধার কার্যক্রম জোরদারে ঘটনাস্থলে সেনা সদস্য এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে।