Tag: কেন্দ্রীয় আ.লীগ নেতা

  • অসুস্থ কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের শয্যাপাশে ড. নদভী এমপি

    অসুস্থ কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের শয্যাপাশে ড. নদভী এমপি

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন হঠাৎ প্রেনক্রিয়াসের ব্যাথাজনিত কারণে অসুস্থতাবোধ করলে শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে তাঁকে চট্টগ্রাম নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

    একইদিন রাত সাড়ে ৭টার দিকে ম্যাক্স হাসপাতালে তাঁকে দেখতে যান সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

    এ সময় সাংসদ নদভী আমিনুল ইসলামের শয্যাপাশে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। এমপি নদভী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনের দ্রুত সুস্থতা কামনা করেন।

    উল্লেখ্য, আমিনুল ইসলাম আমিন সাতকানিয়ায় কয়েকটি অনুষ্টানে অংশ নিতে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। শুক্রবার সকালে হঠাৎ প্রেনক্রিয়াসের ব্যাথাজনিত কারণে অসুস্থতাবোধ করলে একইদিন সকাল ১০টার দিকে তাঁকে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

    ২৪ ঘণ্টা/আজাদ

  • লোহাগাড়ায় কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের রোগমুক্তিতে দোয়া মাহফিল

    লোহাগাড়ায় কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের রোগমুক্তিতে দোয়া মাহফিল

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতকানিয়া-লোহাগাড়ার গণমানুষের প্রিয় নেতা আমিনুল ইসলাম আমিনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৩ জুলাই) আছর নামাজের পর হানজ্বালা থানা রাস্তার মাথা জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

    দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম।

    এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, কার্যনির্বাহী সদস্য মো: রফিকুল ইসলাম, নুরুল আবছার, হারুনুর রশিদ রাসু, আওয়ামী লীগের লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ সিকদার, পুটিবিলা ইউনিয়ন সাধারণ সম্পাদক ফোরাত বিন হানিফ চৌধুরী শাকিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নুরুল কবির সলিল, সিনিয়র যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, আমিনুল ইসলামের ব্যাক্তিগত সহকারী সমাজসেবক মিরান হোসেন মিজান, আ.লীগ নেতা ইকবাল বাহাদুর, বেলাল উদ্দীন, উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মো : হোসেন মাসুম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক একেএম পারভেজ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চুনতি ইউনিয়ন সভাপতি ইরফান আলী, সাধারণ সম্পাদক শেখ ছোটন, কলাউজান ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক মুরাদ সিকদার, আমিরাবাদ ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম, আধুনগর ইউনিয়ন সভাপতি আতিকুর রহমান ফরহাদ, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক হোবাইর সিকদার, পুটিবিলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনসার, মোজাহিদ, যুবলীগ নেতা হারুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদ, সাহেদ, তারেকুল ইসলাম ইমন ও জুয়েলসহ দু’শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তবারুক বিতরণ করা হয়।

    এদিকে, ইতোপূর্বে কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের রোগমুক্তি কামনায় লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা শ্রমিক লীগ, দরবেশ হাট আওয়ামী পরিবার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চুনতি, কলাউজান, লোহাগাড়া সদর, চরম্বা ইউনিয়ন শাখা ও বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

    উল্লেখ্য, গত ২২ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম করোনা শনাক্ত হলে হোম আইসোলেশে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ