Tag: কেন্দ্রীয় কমিটি

  • আ’লীগের কেন্দ্রীয় কমিটিতে খোকন

    আ’লীগের কেন্দ্রীয় কমিটিতে খোকন

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য করা হয়েছে।

    আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে মোহাম্মদ সাইদ খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

    আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন বর্তমান মেয়র সাঈদ খোকন। তার পরিবর্তে দলীয় মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।

  • বিপ্লব বড়ুয়ার পদোন্নতি, আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে উপ দপ্তর থেকে এখন দপ্তর সম্পাদক

    বিপ্লব বড়ুয়ার পদোন্নতি, আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে উপ দপ্তর থেকে এখন দপ্তর সম্পাদক

    ২৪ ঘন্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম সম্মেলনের নব গঠিত কমিটিতে পদোন্নতি পেয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এর আগের কমিটিতে উপ দপ্তর সম্পাদক এর দায়িত্ব পালন করলেও নতুন কমিটিতে তাকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

    শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের ২১তম সম্মেলনের শেষ দিনে এ সিদ্ধান্ত গৃহিত হয়। তিনি আগামী তিন বছরের জন্য দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে দলের উন্নয়ন মূলক কর্মকাণ্ডে ভুমিকা রাখবেন।

    আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক থাকাকালে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সরকারের উপ সচিব পদমর্যাদায় গ্রেড-৫ ভুক্ত হন।

    এর আগে আওয়ামী লীগের ২১তম সম্মেলনের শেষ দিনে নবম বারের মতো সভাপতি পদে নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এসময় সভাপতিমণ্ডলীর আরেক সদস্য পীযুষ ভট্টাচার্য তা সমর্থন করলে পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়।

    এরপর জাহাঙ্গীর কবির নানক ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। সমর্থন করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। টানা দ্বিতীয় বারের মতো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদটিও ধরে রাখলেন ওবায়দুল কাদের।

    রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রায় সাত হাজার কাউন্সিলর এতে যোগ দিয়ে তাদের মতামত প্রকাশ করে দলের নেতা নির্বাচন করছেন। নতুন কমিটিতে নির্বাচিত নেতারাই আগামী তিন বছর দলটির নেতৃত্ব দিবেন।