Tag: কেরানীগঞ্জ

  • কেরানীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

    কেরানীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

    কেরানীগঞ্জের হজরতপুরে মাইক্রোবাস, অটো-রিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মঙ্গলবার চারজন নিহত ও চারজন আহত হয়েছেন।

    নিহতদের মধ্যে কেরানীগঞ্জের রুস্তম খানের ছেলে আসলামের (৪২) পরিচয় জানা গেলেও বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হেমায়েতপুর থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে একটি অটোরিকশার ধাক্কা লাগে। পরে অটোরিকশাটি একটি মোটারসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও পাঁচজন।

    আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা আরেকজনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭

    কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭

    কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জন।

    তাদের নাম মুস্তাকিম (২২), আবু সাইদ (১৭) ও আবদুর রাজ্জাক(৪৫)।

    ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, চিকিৎসাধীন থাকা মুস্তাকিম ভোর সাড়ে ৬টায় ও সাড়ে ৯টায় রাজ্জাক মারা যান। তারা দুজনই লাইফ সাপোর্টে ছিলেন। মুস্তাকিমের শরীরের ২০ শতাংশ ও রাজ্জাকের শতভাগ দগ্ধ ছিলো। এছাড়া সাড়ে ১২টার দিকে আবু সাঈদ মারা যান

    তিনি আরও জানান, আইসিইউতে এখন আরও ৭জন ভর্তি আছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। এ ছাড়া ৮জন ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি আছেন।

    এর আগে শনিবার সকাল সাড়ে ৭টায় ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান অপর অগ্নিদগ্ধ মো. আসাদ (১৪)।

    গত বুধবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ঘটনাস্থলে আর ১৬ জন হাসপাতালে মারা যান।

    এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত আলম ও রাজ্জাকের ছোট ভাই মো. জাহাঙ্গীর বাদী হয়ে কারখানা মালিক মো. নজরুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ১০-১২জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

    দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • কেরানীগঞ্জে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯

    কেরানীগঞ্জে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯

    রাজধানীর অদূরে কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকায় ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও আটজনের মৃত্য হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৯ শ্রমিকের মৃত্যু হলো।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়।

    ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন (আরএস) ডা. আরিফুল ইসলাম নবীন জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অগ্নিদগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আটজনের মৃত্যু হয়েছে।

    গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- ইমরান, বাবুল, রায়হান, খালেক, সালাউদ্দিন, সুজন, জিনারুল ইসলাম, আলম ও জাকির হোসেন।

    এর আগে বুধবার বিকাল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় আগুন লাগে। ঘটনার সময় শ্রমিকরা কাজ করছিলেন। তখন হঠাৎই গ্যাস রুম থেকে আগুনের সূত্রপাত হয়।

    এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ হাজার স্কয়ার ফিট কারখানাটির ভেতরের সব মালামাল ও যন্ত্রাংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ধ্বংসস্তুপের ভেতর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা জাকির হোসেন (২২) নামে একজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় প্রায় ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্য থেকে রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে আট জনের মৃত্যু হয়।

    ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন জানান, কিভাবে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে।

    তবে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, প্লাস্টিক গলানোর যে মেশিন (বয়লার মেশিন) সেটি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

    ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, দগ্ধদের সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানার গত দুই বছরে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার দুটোই ঘটেছে চলতি বছরে। প্রতিটি অগ্নিকাণ্ড ছিল ভয়াবহ।

    ২০১৬ সালের ২৮ নভেম্বর কারখানাটিতে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর চলতি বছরের ২৫ এপ্রিল দ্বিতীয়বারের মতো আগুন লাগে। তবে ওই দুটি অগ্নিকাণ্ডে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সর্বশেষ গতকাল বুধবার (১১ ডিসেম্বর) তৃতীয়বারের মতো আগুন লাগে কারখানাটিতে।

  • কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন:নিহত ১,দগ্ধ ২৮

    কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন:নিহত ১,দগ্ধ ২৮

    ঢাকার কেরানীগঞ্জে ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ অবস্থায় একজনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া দগ্ধ হয়েছেন অন্তত ২৮ জন। আগুন নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের ১০ ইউনিট কাজ করছে।

    বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    উদ্ধারকারী মো. জাহিদ সংবাদমাধ্যমকে জানান, আগুনে দগ্ধ হয়ে ২৮ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধের সংখ্যা আরও বাড়তে পারে।

    একজনের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রামানন্দ সরকার। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

    এদিকে এ ঘটনার পরপরই ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ছুটে এসেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। বর্তমানে তিনি সেখানে রয়েছেন।