Tag: কোচ

  • দুই ম্যাচ নিষিদ্ধ বার্সা কোচ

    দুই ম্যাচ নিষিদ্ধ বার্সা কোচ

    লিওনেল মেসিকে হারিয়ে বার্সেলোনার সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না। মাঠে বাজে পারফরম্যান্সের পাশাপাশি দলের কোচ রোনাল্ড কোম্যানের ছাঁটাইয়েরও গুঞ্জন চলছে।

    এরমধ্যেই এবার নতুন করে যোগ হলো কোচের নিষেধাজ্ঞা। ২৩ সেপ্টেম্বর কাদিজের বিপক্ষে শেষ মুহূর্তে ডাগ আউটে লাল কার্ড দেখেন কোম্যান।

    এই ঘটনার শাস্তি হিসেবেই দুই ম্যাচ ডাগ আউটের বাইরে থাকতে হবে বার্সা কোচকে। মূলত নিষেধাজ্ঞাটি বাড়তি এক ম্যাচের। কেননা লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ বাইরে থাকতে হতো কোম্যানকে।

    এই ম্যাচেই চতুর্থ রেফারির সঙ্গে বাজে ব্যবহারের কারণে বাড়তি নিশেধাজ্ঞার মুখে পড়ছেন কোম্যান। ম্যাচ শেষে এসব বিষয় নিয়ে ক্ষোভপ্রকাশ করে কোম্যান বলেছেন, এই দেশে (স্পেনে) তারা কিছু না করতেই আপনাকে (লাল কার্ড দেখিয়ে) বের করে দেয়। আমি জিজ্ঞেস করলাম কেনো? সে (রেফারি) বললো, ‘এটিচ্যুড! এটিচ্যুড!’ যাই হোক আমরা এটি নিয়ে আর কথা বাড়াতে চাই না।

    এন-কে

  • বিশ্বকাপের পর সরে যাচ্ছেন শাস্ত্রীও

    বিশ্বকাপের পর সরে যাচ্ছেন শাস্ত্রীও

    আসন্ন বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। রবি শাস্ত্রীও বিশ্বকাপের পর ছাড়ছেন ভারতীয় দলের প্রধান কোচের পদ। এমন সিদ্ধান্ত নিজেই জানিয়েছেন শাস্ত্রী।

    ভারতের সংবাদমাধ্যমকে শাস্ত্রী বলেন, ‘মনে হয়, ভারতের কোচ হিসেবে আমার সব পাওয়া হয়ে গেছে। তাই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচ হিসেবে থাকছি।’

    ভারতের কোচ হিসেবে তৃপ্ত শাস্ত্রী। কোচ হিসেবে নিজের সাফল্যগুলো তুলে ধরে শাস্ত্রী বলেন, ‘পাঁচ বছর টেস্ট ক্রিকেটে এক নম্বর দল ছিলো ভারত। অস্ট্রেলিয়াতে দু’বার সিরিজ জয়। ইংল্যান্ডের লর্ডস এবং ওভালে টেস্ট জয়। আমার কাছে এগুলোই সব। আমি তৃপ্ত।’

    ২০১৪ সালের অগাস্টে ভারতের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান শাস্ত্রী। তিন বছর পর ২০১৭ সালের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে ভারতের কোচের দায়িত্ব নেন তিনি। ২০১৯ বিশ্বকাপের সময় সাময়িকভাবে তার মেয়াদ বাড়ানো হয় দেড় মাস। ঐ বছরের আগাস্টে আবারও দুই বছরের জন্য নতুন চুক্তি করেন তিনি। যার মেয়াদ এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

    শাস্ত্রীর অধীনে সাফল্য চোখে পড়ার মত হলেও, আইসিসির ইভেন্টগুলোতে ভারতের সাফল্য শুন্য। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় ভারতকে। নিউজিল্যান্ডের কাছে হেরেছিলো তারা। আর গত জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই নিউজিল্যান্ডের কাছেই হারে ভারত। তবে সীমিত ওভারের ক্রিকেটে নিজের সময়কে দারুণ সফল বলেই মনে করেন শাস্ত্রী। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই শেষ করতে চান তিনি।

    শাস্ত্রী বলেন, ‘সাদা বলের ক্রিকেটে সব দেশকে আমরা তাদের মাঠে গিয়ে হারিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে সেটা আরও আনন্দের হবে। আর কিছু চাই না। আমার মনে হয়, কখনও এক জায়গায় বেশি দিন থাকা উচিত নয়। দলের থেকে যা চেয়েছি সেটাই পেয়েছি। যা চেয়েছি তার থেকে অনেক বেশিই পেয়েছি।’

    শাস্ত্রীর মতে, ক্রিকেটে ভারতকে কোচিং করা, ফুটবলে ব্রাজিল বা ইংল্যান্ডকে কোচিং করানোর মতো। সব সময় জয়ের জন্য একটা বাড়তি চাপ থাকে। তিনি বলেন, ‘করোনা আছে না নেই, সেটা নিয়ে দল ভাবেনি। তারা জিততে চেয়েছে, রান করতে চেয়েছে। মনে হয়েছে, ব্রাজিল বা ইংল্যান্ডের ফুটবল দলকে কোচিং করাচ্ছি। সব সময় আমার দিকে কটা বন্দুক তাক করা ছিলো। টানা ছ’মাস ভালো খেলার পর একটা ইনিংসে ৩৬ রানে অলআউট। সাথে-সাথে গুলি করে দিলো। সাথে-সাথে পরের ম্যাচ জিততে হবে। না হলে আমাকে আরও চাপে পড়তে হবে।’

    তাইতো অনাকাঙ্খিত কিছু ঘটে যাবার আগেই দায়িত্ব ছাড়তে চান শাস্ত্রী। দুর্দান্ত এই ধারাভাষ্যকার বলেন, ‘আমি বিশ্বাস করি, অনাকাঙ্খিত কিছু ঘটার আগেই সরে যাওয়া উচিত। সঙ্গে যুক্ত করতে চাই, এই দলকে নিয়ে আমি যা করতে চেয়েছি সব পেরেছি। ফলে নিজেকে সফল হিসেবে দাবি করতেই পারি।’

    এন-কে

  • বায়ার্নের বিপক্ষে প্রতিশোধ নিতে মুখিয়ে বার্সা কোচ

    বায়ার্নের বিপক্ষে প্রতিশোধ নিতে মুখিয়ে বার্সা কোচ

    ২০১৯-২০ মৌসুমে বায়ার্নের বিপক্ষে বড় হারের লজ্জা নিয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছিল বার্সেলোনা। এবারের আসরেও ঘুরে ফিরে বায়ার্নকে পেয়েছে কাতালান ক্লাবটি। তাই এবারের মৌসুমে আগের হারের প্রতিশোধ নিতে মুখিয়ে আছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান।

    গেল মৌসুমে বার্সার সঙ্গে বায়ার্নের দেখা হয় কোয়ার্টার ফাইনালে। এক লেগের ওই কোয়ার্টারে বার্সার জালে গুনে গুনে আট বার বল পাঠায় বায়ার্ন। জার্মানির ক্লাবটির কাছে ৮-২ ব্যবধানে হেরে স্রেফ উড়ে যায় বার্সেলোনা। যে পরাজয়টা ছিল ১৯৫১ সালের এপ্রিলের পর বার্সার সবচেয়ে বড় হার।

    এবার আর কোয়ার্টার ফাইনালে নয়, গ্রুপ পর্বেই বায়ার্নকে পাচ্ছে বার্সা। চ্যাম্পিয়নস লিগের ড্র হওয়ার পর থেকে তাই আলোচনায় বায়ার্ন ও বার্সার ম্যাচ। কাতালান ক্লাবটির কোচের মতে, বায়ার্নকে আঘাত করার বড় সুযোগ এটি।

    ১১ মাস পর চ্যাম্পিয়নস লিগে আজ মঙ্গলবার দিবাগত রাত ১টায় প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। ম্যাচের আগে বার্সেলোনার সংবাদ সম্মেলনে বার্সা কোচ কোম্যান বলেন, ‘আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা ওই রাতে অনেক কষ্ট পেয়েছিল। এটাকে পরিবর্তনের সুযোগ হিসেবে দেখতে হবে। আর অন্যদের জন্য, এটা বায়ার্নকে আঘাত করার সুযোগ। আমরা তা করতে পারি, এখন শুধু সঠিক উপায় খুঁজে বের করতে হবে। আমরা জানি ব্যক্তিগত মানের দিক থেকে এবং অভিজ্ঞদের নিয়ে তারা দুর্দান্ত একটা দল…আমরা ঘরের মাঠে খেলব। আমরা ভালো ফল পাওয়ার চেষ্টা করব।’

    এন-কে

  • ঢাকায় ডোমিঙ্গো-ভেট্টোরিরা

    ঢাকায় ডোমিঙ্গো-ভেট্টোরিরা

    জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে কাজ করার জন্য বাংলাদেশে এসে পৌঁছেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। এছাড়া তার সাথে বাংলাদেশে পা রেখেছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও সীমিত ওভারের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি।

    শুক্রবার (২৫ অক্টোবর) সকালে তাদের বহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

    ডমিঙ্গোর অধীনে টাইগাররা ইতোমধ্যে একটি সিরিজ খেললেও কোচিং স্টাফে নিয়োগ পাওয়ার পর ভেট্টোরি এবারই প্রথম বাংলাদেশে এলেন।

    ডমিঙ্গো-ভেট্টোরি-ম্যাকেঞ্জির বাংলাদেশে পৌঁছানোর দিন থেকেই থেকেই শুরু হচ্ছে জাতীয় দলের ভারত সফরের প্রস্তুতি। সেই প্রস্তুতিতে যোগ দিচ্ছে টি-টোয়েন্টি দল। আগেই জানা গিয়েছিল, ভারত সফরের প্রস্তুতিতে দলের সাথে যোগ দেবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

    বিসিবিতে রিপোর্টিং শেষে ভেট্টোরিসহ সব কোচ খেলোয়াড়দের সাথে দেখা করবেন বলে জানা গেছে।

    গত জুলাইয়ে বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে ভেট্টোরির নাম ঘোষণা করা হয়। চলতি মাস থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব-মিরাজদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

    নিউজিল্যান্ডের কিংবদন্তী স্পিনিং অলরাউন্ডার ভেট্টোরি ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অবসরের আগে নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ। নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে গণ্য করা হয় তাকে।

    অলরাউন্ডার হিসেবে ব্যাটসম্যানের ভূমিকায়ও থাকতেন দুর্দান্ত। তাকে স্পিন কোচ হিসেবে পেলে তাই ব্যাটিং অভিজ্ঞতার ভাগীদারও হবেন ক্রিকেটাররা।

    তার বামহাতি অর্থোডক্স স্পিনের ঘূর্ণিতে টেস্টে ৩৬২টি, একদিনের ক্রিকেটে ৩০৫টি ও সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে ৩৮টি উইকেট শিকার করেন। অবসর নেওয়ার সময়ে ভেট্টোরি ছিলেন অষ্টম টেস্ট ক্রিকেটার যিনি ৩০০ উইকেট শিকারের পাশাপাশি ৩০০০ এর অধিক রান করেন। সাকিব আল হাসানের উত্থানের সময়ে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ভাবা হত ভেট্টোরিকে।