Tag: কোটি টাকার

  • চট্টগ্রামের টাইগারপাসে ১৫ কোটি টাকার কোকেন উদ্ধার : গ্রেফতার ১

    চট্টগ্রামের টাইগারপাসে ১৫ কোটি টাকার কোকেন উদ্ধার : গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা টাইগারপাস এলাকায় অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের কোকেন উদ্ধার করেছে র‌্যাপিড একশান ব্যাটেলিয়ান (র‌্যাব-৭)। এসময় মো. বখতেয়ার হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোকেনসহ তাকে গ্রেফতার করে র‌্যাবের অভিযানিক টিম।

    গ্রেফতার বখতেয়ার চট্টগ্রামের রাউজান উপজেলার জুইপাড়া এলাকার জাফর আহমদের ছেলে। বর্তমানে সে নগরীর আগ্রাবাদ হাজিপাড়া এলাকায় বসবাসের সূত্রে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন বলে র‌্যাব জানায়।

    র‌্যাব-৭’র সহকারি পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, তাদের কাছে আগে থেকেই গোপন সংবাদ ছিলো নগরীর টাইগার পাস এলাকায় কোকেনের একটি বড় চালান নিয়ে মাদক ব্যবসায়িরা অবস্থান করছে। এ খবরে বুধবার রাতেই সেখানে অবস্থান নেয় র‌্যাবের একটি অভিযানিক টিম।

    তথ্য মতে গভীর রাতে এক ব্যাক্তিকে ওই এলাকায় ব্যাগ হাতে দাড়ানো দেখে তাকে আটক করার পর তার ব্যাগ তল্লাশী করলে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৮২০ গ্রাম কোকেন পাওয়া যায়।

    র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে বখতেয়ার মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে তাকে গ্রেফতার করা হয়।

    তার সাথে আর কে কে জড়িত আছে সে ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নগরীর কোতোয়ালি থানায় উদ্ধারকৃত কোকেনসহ হস্তান্তর করার কথা জানিয়েছেন র‌্যাব-৭’র সহকারি পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ।

  • ডাল ছাঁটাইয়ের নামে সীতাকুণ্ড মহাসড়ক থেকে কাটা হচ্ছে কোটি টাকার সরকারি গাছ

    ডাল ছাঁটাইয়ের নামে সীতাকুণ্ড মহাসড়ক থেকে কাটা হচ্ছে কোটি টাকার সরকারি গাছ

    ২৪ ঘন্টা ডট নিউজ। কামরুল দুলু, সীতাকুণ্ড : গাছের ডাল ছাঁটাইয়ের নামে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মহাসড়কের পাশের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে সরকারি গাছ। সড়ক বিভাগের কিছু অসাধু কর্মকর্তার নির্দেশে এই গাছ কাটা হচ্ছে বলে জানান স্থানীয় এলাকাবাসী।

    সরজমিনে ঘুরে দেখা যায়, সীতাকুণ্ড পৌরসভা এলাকার ইকো-পার্কের গেইট থেকে বাড়বকুণ্ড ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের সরকারি গাছের ডাল ছাঁটাইয়ের নামে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার পাশের সরকারি গাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। এতে আপত্তি তুলেছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।

    ওই এলাকার স্থানীয় বাসিন্দা মো. আলা উদ্দিন ও মো. জামশেদ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নুয়ে পড়া ডাল কেটে ফেলার নামে বহু পুরনো কড়ই, আকাশ মনি, আম, কাঁঠাল গাছসহ বিভিন্ন প্রকারের ফলজ ও বনজ গাছের মূল শাখা কেটে উজার করে ফেলা হচ্ছে।

    যেভাবে গাছের ডাল ছাঁটায় করছে এতে বেশির ভাগ গাছ মারা যেতে পারে। সড়ক বিভাগের কিছু অসাধু কর্মকর্তার নির্দেশে এই গাছ-নিধন কর্মযজ্ঞে মেতেছেন ঠিকাদার কর্মীরা। ডাল ছাঁটায়ের নামে বৃক্ষ নিধন করে লক্ষ লক্ষ টাকার গাছ বেআইনিভাবে বিক্রি করে দিচ্ছেন।

    বাড়বকুণ্ড মান্দারীটোলা এলাকা হতে ঢালীপাড়া পর্যন্ত মহাসড়কের পূর্ব পাশের সকল প্রকার গাছের প্রায় একি রকম চিত্র লক্ষনীয়। ডাল গুলো সাথে সাথে ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এতে ছাঁটায়ের নামে গাছ নিধনে সড়কের সৌন্দয্য নষ্ট হচ্ছে। ক্ষতি হচ্ছে পরিবেশের।

    এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়ের কাছে জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

    এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রকৌশলী জুলফিকার ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, গাছের ডাল ছাঁটায়ের নামে মূল ডাল-পালা কাটার বিষযটি আমি শুনেছি। ডাল ছাটায়ের জন্য কে নির্দেশ দিয়েছে তা আমার জানা নেই।

  • চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণবারসহ যাত্রী আটক

    চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণবারসহ যাত্রী আটক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় কোটি টাকার ২০টি স্বর্ণবারসহ দুবাই ফেরত এক বিমান যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ ও এনএসআই সদস্যরা।

    ৮ ডিসেম্বর রবিবার সকালে দুবাই থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে আসা যাত্রী অহিদুল আলম (৩০)’র কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করার পর তাকে আটক করা হয়। অহিদুল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারি ম্যানেজার খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অহিদুল যে ফ্লাইটে চট্টগ্রাম আসেন সেটি ছিলো কানেক্টিং ফ্লাইট। এটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় যাবার কথা। অহিদুল চট্টগ্রামের ছেলে হয়েও সে ঢাকা যাওয়ার উদ্দ্যেশে ফ্লাইটে অবস্থান করছিলো।

    এদিকে গোপন সংবাদের ভিত্তিতে দোতলার বোর্ডিং লাউঞ্জে তল্লাশির সময় অহিদুল আলমের জ্যাকেটের ভেতর কৌশলে লুকানো ২০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন দুই কেজি ৩শ ৪০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

    উদ্ধারকৃত স্বর্ণের কোন বৈধ কাগজপত্র না তাকায় বিমান যাত্রী অহিদুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান বিমানবন্দরের সহকারি ম্যানেজার খায়রুল কবির।

  • বান্দরবানে কোটি টাকার হেরোইনসহ ২ মাদকব্যবসায়ি র‌্যাবের হাতে ধরা

    বান্দরবানে কোটি টাকার হেরোইনসহ ২ মাদকব্যবসায়ি র‌্যাবের হাতে ধরা

    বান্দরবান জেলার সদর থানাধীন ধনেশ পাখি চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

    আজ ৩ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭টার সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, বান্দরবান জেলা সদরের কালাগাতা গ্রামের মৃত চাইলাপ্রো মারমার ছেলে মংসাও মারমা (২৮) ও একই জেলার রোয়াংছড়ি কচ্ছতলী গ্রামের থুইবওেঁ মারমার ছেলে পাইনসাসিং মারমা (৪০)।

    তথ্যটি নিশ্চিত করে র‌্যাব-৭’র সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র ধনেশ পাখি চত্বর এলাকায় মাদকদ্রব্য (হেরোইন) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানে যায় র‌্যাবের একটি টিম।

    এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে কৌশলে লুকানো অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি টাকা জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।