Tag: কোটি টাকার ক্ষতি

  • মিরসরাইতে আগুনে পুড়ল ১০ বসতঘর, কোটি টাকার ক্ষতি

    মিরসরাইতে আগুনে পুড়ল ১০ বসতঘর, কোটি টাকার ক্ষতি

    চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১০টি বসতঘর আগুনে পুড়ে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারের।

    রবিবার রাতে ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার হৈয়া মিয়া বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

    আগুন লাগার খবর পেয়ে মিরসরাই ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা নিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আমান উল্লাহ, লিয়াকত আলী, শহিদুল উল্লাহ, মফিজুল হক, গোলাম কাদের, ইঞ্জিনিয়ার হামিদ হক, কামাল উদ্দিন, শাফায়েত উল্লাহ ও মকসুদ আহম্মেদের ১০টি কাঁচা ও আধাপাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়।

    আগুনে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে ক্ষতিগ্রস্থরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্ত্বেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশ। এতে একটি ঘরে থাকা গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হলে আগুনের লেলিহান শিখা আরো প্রকট হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছালে হয়তো ক্ষয়ক্ষতির পরিমান কিছুটা কম হতো বলে মনে করেন ক্ষতিগ্রস্থরা।

    মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তানভির আহম্মদ জানায়, রবিবার রাতে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের একটি টিম রওনা দেন। তবে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় এবং রাস্তাটি সরু হওয়ায় ঘটনাস্থলে পৌছাতে একটু দেরি হয়। এরপরও স্থানীয়দের সহায়তায় কোন হতাহত ছাড়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

    ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শণ করেন সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী। তিনি জানান, ইউনয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষণিক সাহায্য প্রদান করা হয়েছে।