Tag: কোতোয়ালিতে

  • চট্টগ্রামে কোতোয়ালিতে ৮৮ ভরি স্বর্ণসহ পাচারকারী আটক

    চট্টগ্রামে কোতোয়ালিতে ৮৮ ভরি স্বর্ণসহ পাচারকারী আটক

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে ৮৮ ভরি স্বর্ণসহ জোসেফ উদ্দিন রুবেল নামের ২২ বছর বয়সী এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণসহ পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

    আটক রুবেল রাঙ্গুনিয়ার উত্তর পদুয়ার জহির আহমদের ছেলে। তথ্যটি নিশ্চিত করে কোতোয়ালি থানা ওসি মোহাম্মদ মহসিন।

    তিনি জানান, চট্টগ্রাম থেকে বিপুল স্বর্ণ নিয়ে পাচারকারীরা ঢাকার উদ্দ্যেশে রওনা দিতে চট্টগ্রাম স্টেশন রোডে অবস্থান করছে এমন খবরে অভিযান চালানো হয়। এসময় রুবেল নামের ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে পুলিশ।

    রুবেল নিজেকে মোবাইল সেটের ব্যবসায়ি দাবি করলেও তার দেহ তল্লাশী করে ৮টি স্বর্ণের বার, দুইটি স্বর্ণের চেইন ও দুইটি কানের দুল পাওয়া যায়। যার আনুমানিক ওজন প্রায় ৮৮ ভরি।

    ওসি বলেন আটকের পর রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে মোবাইল সেটের ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সাথে স্বর্ণ পাচারের চক্রে আরো কয়েকজন সদস্যের নাম প্রকাশ করে।

    তাদেরকে আটকের চেষ্টা চলছে বলে জানায় ওসি মহসীন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • কোতোয়ালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

    কোতোয়ালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে সড়ক দুর্ঘটনায় মো. রফিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সোয়া ৯টার সময় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার সড়কের মুসলিম হলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত রফিক কিশোরগঞ্জ জেলার সিরাজ মিয়ার ছেলে এবং নগরীর বিভিন্ন বাজারে শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন বলে জানা গেছে।

    ঘটনার সত্যতা স্বীকার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, শুক্রবার সকাল সোয়া ৯টার সময় রেয়াজউদ্দিন বাজারে যাওয়ার পথে নগরীর কোতোয়ালি থানা মুসলিম হলের সামনে তিন চাকার একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয় রফিক।

    পরে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।

  • কোতোয়ালিতে পথচারীর মোবাইল ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়ল তিন যুবক

    কোতোয়ালিতে পথচারীর মোবাইল ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়ল তিন যুবক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে এক পথচারীকে মারধর করে তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়েছে তিন যুবক। পরে কোতোয়ালি থানা পুলিশের হাতে তিনজনকে সোপর্দ করা হয়।

    মঙ্গলবার ৩ ডিসেম্বর রাত ১০টার সময় পথচারীদের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন কোতোয়ালি তুলাতলি লিজা বিল্ডিংয়ের আব্দুর রহমান রকি ও সৎপিতা মো. রুবেলের ছেলে মো. মেহেরাজ রহমান রাকিব (১৯), নগরীর আলকরণ দোভাষ কলোনীর মামুনের ভাড়াটিয়া মো. আলমগীরের ছেলে মো. রানা ও ফিরিঙ্গিবাজার বংশাল রোডের শাহজাহান ড্রাইভার বাড়ির মো. জামাল হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৯)।

    পুলিশ জানায়, নগরীর জেল রোডস্থ রিফাত রেক্সিন নামক একটি দোকানের কর্মচারী মো. নাছির মঙ্গলবার রাতে ডিউটি শেষ করে নিজ বাড়ি পটিয়ার উদ্দ্যেশে যাচ্ছিলেন। রাত ১০ টার সময় সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে নাছিরের পথরোধ করে অপরিচিত তিন যুবক।

    কিছু বুঝে উঠার আগেই তারা তিনজনে মিলে নাছিরকে মারধর করে তার মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এসময় নাছিরের সাথে থাকা তার অপর দুই বন্ধু পথচারীদের সহায়তায় তিনজনকেই ধরে ফেলে। পরে পাশ্বস্থ কোতোয়ালি থানা পুলিশ ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

    সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোতোয়ালি থানা পুলিশ আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে গ্রেফতার দেখায়।

  • কোতোয়ালিতে চোরাই মোবাইল,ল্যাপটপ ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

    কোতোয়ালিতে চোরাই মোবাইল,ল্যাপটপ ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে মো. জাহেদ প্রকাশ জাহিদ (২৩) নামে এক যুবক। এসময় তার কাছ থেকে ২৩টি চোরাই মোবাইল, ৩টি আইপ্যাড, একটি ল্যাপটপ ও ২শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

    পুলিশ জানায়, গতকাল রবিবার রাতে কয়েকজন যুবক বেশ কিছু চোরাই মোবাইল ও মাদকদ্রব্য নিয়ে রেয়াজউদ্দিন বাজারের এসএম টাওয়ারের ৫ম তলার ৬ নং রুমে অবস্থান করছে। এমন গোপন সংবাদ পেয়ে অভিযানে নামে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।

    এসময় রুম থেকে জাহিদকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে চোরাই মালামাল রাখার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যমতে রুমে লুকানো ২৬টি চোরাই মোবাইল ও ট্যাব, ১টি ল্যাপটপ এবং তার শরীর তল্লাশী করে পকেটে থাকা ২শ ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে চোরাই মালামালসহ পুলিশ জাহিদকে গ্রেফতার করে।

    গ্রেফতার জাহিদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পদুয়া তেলী পুকুর পাড় এলাকার লাল মিয়া বাড়ির মো. আব্দুল আজিজের ছেলে। বর্তমানে সে রেয়াজউদ্দিন বাজারের এসএম টাওয়ারের ৫ম তলার ৬ নং রুমটি ভাড়া নিয়ে একজন রুমমেটসহ এসব চোরাই মোবাইলের এবং মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানিয়েছে পুলিশ।

    চোরাই মোবাইল ও ইয়াবাসহ গ্রেফতারের তথ্যটি স্বীকার করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারের পর জাহিদ পুলিশের জিজ্ঞাসাবাদে তার আরো একজন রুমমেট এ ব্যবসার সাথে জড়িত জানিয়ে পুলিশের কাছে তার পরিচয়ও প্রকাশ করেছে।

    পুলিশ গ্রেফতারের জাহিদের অপর সহযোগী কলিন প্রকাশ খলিল(২৫)কে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া জাহিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক দুটি ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে জানালেন ওসি মহসীন।