Tag: কোতোয়ালি থানা

  • চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার ১

    চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার ১

    ফার্স্ট সিকিউরিটিসহ অন্যান্য ব্যাংক ও ব্যক্তি পর্যায়ে পৃথক চারটি চেক প্রতারণা মামলায় কবির হোসেন সিদ্দিকী নামে একজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশ।

    শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে থানার ফলমণ্ডী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

    কবির হোসেন সিদ্দিকী বান্দরবান থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গু নামে একটি পত্রিকার সম্পাদক।

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, চারটি চেক প্রতারণা মামলার পরোয়ানার ভিত্তিতে কবির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • তাঁতী লীগ সভাপতি সহ ডাকাত চক্রের ৬ সদস্য আটক

    তাঁতী লীগ সভাপতি সহ ডাকাত চক্রের ৬ সদস্য আটক

    চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ব্যাংকের শাখা এবং এটিএম বুথকে টার্গেট করে টাকা লুটের পরিকল্পনা করতো সংঘবদ্ধ ডাকাত দল চক্র।

    সম্প্রতি নগরীর কোতোয়ালী থানার জমিয়াতুল ফালাহ মসজিদের পশ্চিম গেইটে ফারুক আহাম্মদ নামের এক ব্যক্তির কাছ থেকে ফিল্মি স্টাইলে ৫ লাখ টাকা লুট ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়ার ঘটনায় ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার ও তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ, ৩ টি টিপ ছোরা, দুটি মোটরসাইকেল ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

    অনুসন্ধানে জানাগেছে, এ চক্রের মূল নেতৃত্বে রয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আনোয়ারার এসএম মাসুদুর রহমান।

    গ্রেফতারকৃত ডাকাতের মধ্যে আনোয়ারার মাসুদুর রহমানও রয়েছেন। তার নির্দেশে এবং পরিকল্পনা মত ডাকাতি বাস্তবায়ন করতো অন্যরা। ডাকাতির কাজে ব্যবহৃত জব্দকরা মোটরসাইকেল দুটি তারই সরবরাহ করা বলে পুলিশ জানায়।

    আজ শনিবার (২৭ জুন) এক সংবাদ সম্মেলনে সিএমপি দক্ষিণের ডিসি মেহেদী হাসান এই ডাকাত চক্রকে গ্রেফতার ও তাদের ডাকাতির বিভিন্ন পরিকল্পনার কথা জানান।

    গ্রেফতারকৃত ৬ ডাকাত হলেন-আনোয়ারা উপজেলার এসএম মাসুদুর রহমান (৪০), কুমিল্লার মো. কামাল হোসেন (৩০), পাঁচলাইশের মোক্তার হোসেন (২২), চাঁন্দগাওয়ের সাদ্দাম (২৬), ফটিকছড়ির শের আলী (৩২) ও সীতাকুণ্ডের মো. এরশাদ (৩৩)।

    সংবাদ সম্মেলনে ডিসি মেহেদী হাসান বলেন, বিভিন্ন ব্যাংকের সামনে ছদ্মবেশে ঘোরাঘুরি করে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে পিছু নেয় চক্রটি। এ কাজে তাদের নির্দিষ্ট একজন ব্যক্তি সোর্স এর ভূমিকায় থাকে একপর্যায়ে টার্গেটকৃত ব্যক্তিকে অস্ত্র ছোরার ভয় দেখিয়ে তার কাছ থেকে সব কিছু লুট করে।

    তিনি জানান, গ্রেফতারকৃত এ ডাকাত চক্রটিই গত ১৬ জুন কোতোয়ালী থানাধীন জামিয়াতুল ফালাহ পশ্চিম গেইটে ফারুক আহাম্মদ নামের এক ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক ফিল্মি স্টাইলে ৫ লাখ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। মুলত এ ঘটনায় দায়ের করা মামলার তদম্তে নেমে চক্রটির সন্ধান পায় টিম কোতোয়ালী তদন্তের একপর্যায়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতারকৃত ডাকাত দলটি ফিল্মি স্টাইলে নগরীতে ডাকাতি করে। ভূক্তভোগী একজনের দায়ের করা মামলার তদন্তের চক্রটির সন্ধান মিলে। গ্রেফতার ৬ ডাকাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা মহসিন।

    সংবাদ সম্মেলনে এ ডি সি (দক্ষিণ)এস এম শাহ্ আব্দুর রউফ, এসি কোতোয়ালী জোনের নোবেল চাকমা, পুলিশ পরিদর্শক(তদন্ত) মো:কামরুজ্জামানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সিআরবিতে ধর্ষণে বাধা দেয়ায় খুন হন মালেকা,আটক ৩

    সিআরবিতে ধর্ষণে বাধা দেয়ায় খুন হন মালেকা,আটক ৩

    বন্দর নগরী চট্টগ্রামের সিআরবি এলাকায় নিজ বাসায় খুন হওয়া মালেকা বেগম (৪৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে কোতোয়ালী থানা পুলিশ।

    ধর্ষণে বাধা দেওয়ায় মালেকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। খুনের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তারও করেছে তারা।

    বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

    গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রুবেল প্রকাশ ভোলাইয়া (২৭), মো. সুমন (২০) ও মাইকেল বড়ুয়া (৩২)।

    তাদের কাছ থেকে নিহত মালেকা বেগমের ব্যবহার করা মোবাইল সেটটি উদ্ধার করেছে পুলিশ।

    এর আগে গত ২৩ জুন বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন সিআরবি রেলওয়ের একটি পরিত্যক্ত বাংলোর ভেতর থেকে মালেকা বেগম (৪৫) এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃতের বোন ফাতেমা বেগম (৪০) এসে লাশটি শনাক্ত করেন।
    নিহত মালেকা বেগম লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রাখালিয়া বাজার খন্দকারপুর মুন্সি বাড়ীর আবুল হোসেন প্রকাশ সুমনের স্ত্রী।

    মালেকা তার প্রথম স্বামী আব্দুল জলির মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন আবুল হোসেনকে। নগরের বিআরটিসি ফলমন্ডিতে শ্রমিকের কাজ করেন আবুল হোসেন।

    অন্যদিকে সিলেট জেলাধীন শায়েস্তাগঞ্জে এক বছরের ছোট ছেলেসহ বসবাস করে আসছিলেন মালেকা। মাঝে মধ্যে আবুল হোসেন সিলেটে বেড়াতে যেতেন। গত ১৮ জুন মালেকা তার স্বামীর সাথে সিলেট থেকে চট্টগ্রাম শহরে আসে। শহরে আসার পর মালেকা তার বোনের টাইগারপাস এলাকার বাসায় উঠে। অন্যদিকে আবুল হোসেন তার মা-বাবার সাথে বিআরটিসির বাসায় উঠে।
    মালেকার সঙ্গে তার স্বামীর মাঝেমধ্যে ঝগড়া বিবাদ হত। গত ২২ জুন সকাল সাড়ে ১০টার দিকে আবুল হোসেন তার ছেলের জন্য দুধ নিয়ে টাইগারপাসের বাসায় যায়। সে সময় মালেকার সাথে ঝগড়া হয়। তখন মালেকা বাসা থেকে বেরিয়ে একদিকে তার স্বামী অন্যদিকে চলে যায়।

    এরপর মালেকা পুণরায় বাসায় গিয়ে তার স্বামীর আনা দুধ সাথে নিয়ে তা ফেরত দিতে ফলমন্ডিতে স্বামীর কর্মস্থলে যান। কিন্তু স্বামীকে না পেয়ে দুধগুলো এক দোকানদারের কাছে রেখে চলে যান। একইদিন রাত ১০টার দিকে আবুল হোসেন মালেকার ছোট বোনকে ফোন করে মালেকা বাসায় আছে কিনা জানতে চান। তখন মালেকা বাসায় নেই বলে জানানো হয়। দুই ঘন্টা পর রাত ১২টার দিকে মালেকা পুণরায় ফলমন্ডিতে গিয়ে তার স্বামীকে খোঁজ করে। না পেয়ে স্বামীর এক বন্ধুর কাছ থেকে রিকশাভাড়া নিয়ে চলে যায়।

    পরবর্তীতে গত ২৩ জুন বিকেলে কোতোয়ালী থানা পুলিশ সিআরবি রেলওয়ের পরিত্যক্ত বাংলো নং-ই-৪১ এর ভেতরে ঘরের মধ্যে মেঝেতে একজন অজ্ঞাত নারীর লাশ পায়। এরপর ছোট বোন ফাতেমা বেগম (৪০) উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেঝেতে শোয়া অবস্থায় লাশটি দেখে তার বোন মালেকা বেগমকে শনাক্ত করে।

    কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, উক্ত ঘটনার সাথে জড়িত রুবেল প্রকাশ ভোলাইয়াকে গতকাল বুধবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে কোতোয়ালী থেকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যমতে ঘটনায় জড়িত অপর আসামি সুমনকে একইদিন রাত ৮টায় জামতলার বস্তি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সুমনের তথ্যমতে মালেকার মোবাইলটির ক্রেতা মাইকেল বড়ুয়াকে এনায়েতবাজারের গোয়ালপাড়া এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

    তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল ও সুমন জানিয়েছে, মালেকা বেগমকে নেশা করিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল তারা। এ সময় মালেকার সাথে ধস্তাধস্তি হয়। তখন গলায় বোরকা দিয়ে পেঁচিয়ে মালেকাকে শ্বাসরোধে হত্যা করে তারা। এরপর মালেকার মোবাইল সেটটি নিয়ে পালিয়ে যায়। পরে মোবাইলটি তারা মাইকেলের কাছে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি করে দেয়।

    ওসি মহসীন বলেন, মোবাইল বিক্রির টাকা দিয়ে রুবেল ও সুমন ইয়াবা সেবন করে বলে জানিয়েছে। গ্রেপ্তার সুমন ছিনতাইয়ের ঘটনা নিয়ে আগে পুলিশের হাতে কয়েকবার গ্রেপ্তার হয়েছিল।
    ২৪ ঘণ্টা/এম আর

  • কোতোয়ালী থানার উদ্যোগে “আমার ফার্মেসি” সেবা চালু

    কোতোয়ালী থানার উদ্যোগে “আমার ফার্মেসি” সেবা চালু

    চট্টগ্রামে করোনায় ব্যবহৃত ওষুধ নিয়ে ব্যবসায়ীদের দৌরাত্ম্য এবং নগরবাসীর দুশ্চিন্তা বন্ধে নগরীতে চালু হয়েছে ‘আমার ফার্মেসি’।

    হটলাইনে ফোন করলেই ১৫ শতাংশ ছাড়ে বাসায়ই ওষুধ পৌঁছে দিবেন স্বেচ্ছাসেবকরা।

    কোতোয়ালী থানার তত্ত্বাবধানে ‘বিএম রাইডার্স’ এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

    আজ মঙ্গলবার (১৬ জুন) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার এস এম মেহেদী হাসান বিপিএম (বার), পিপিএম (বার)।

    উদ্বোধন শেষে এস এম মেহেদী হাসান বলেন, ‘নগরবাসীর ওষুধ নিয়ে দুশ্চিন্তা দূর করতেই মানবিক এই উদ্যোগ। আশা করি, এই উদ্যোগ ওষুধ নিয়ে অসাধু ব্যবসায়ীদের নৈরাজ্য দূর করার পাশাপাশি নগরবাসীকে এই করোনায় স্বস্তি দেবে।’

    কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নগরবাসীর ওষুধ নিয়ে ভোগান্তি দূর করতেই ‘আমার ফার্মেসি’। এটা পুরো চট্টগ্রামবাসীর ফার্মেসি হিসেবে কাজ করবে।

    হটলাইন ০১৮৭০ ৭০০ ৭০০ নাম্বারে ফোন করলেই বাসাতেই চলে যাবে ওষুধ। ১৫ শতাংশ কম দামে এই ওষুধ সরবরাহ করা হবে।

    ভর্তুকির মাধ্যমে বর্ধিত টাকা সমন্বয় করা হবে। স্বেচ্ছাসেবক হিসেবে থেকে এই পুরো উদ্যোগ বাস্তবায়ন করবে বাইক স্টান্ট গ্রুপ ‘ বিএম রাইডার্স’। তাদের ২০ জন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে সার্বক্ষণিক নিযুক্ত আছেন।

    ওষুধ নেওয়ার সময় অবশ্যই ডাক্তারের ব্যবস্থাপত্র দেখাতে হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার থেকে ৭শ ইয়াবাসহ গ্রেফতার ১

    চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার থেকে ৭শ ইয়াবাসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭শ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

    ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার আশিকুল ইসলাম প্রকাশ আশিক (২০) কক্সবাজারের চকরিয়া উপজেলার ৭নং বরইতলী ইউনিয়নের মছনীয়াকাটা এলাকার মোস্তাক আহমেদের ছেলে বলে জানা গেছে।

    সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের এসআই মো. শাহ জালাল চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতার আশিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সিআরবি থেকে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার :  চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

    সিআরবি থেকে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার : চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেল চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ।

    গত মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লাল রংয়ের একটি চোরাই হোন্ডা (চট্টমেট্রো-ল-১৫-৬৯৭৯) মোটর সাইকেল।

    গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলো বোয়ালখালী উপজেলার পশ্চিম গুমদণ্ডি বশির তালুকদার বাড়ির হাজী মো. আব্দুল হকের ছেলে মঈনুল হক বাবু (২২), নগরীর বায়েজিদ থানা হাজিরপুল বড় মসজিদ হাবিব বলি বাড়ির মো. নাজিম উদ্দিনের ছেলে মো. আরমান (২২) ও একই থানা এলাকার মাওলানা খলিলুর রহমান বাড়ির মো. মোক্তারের ছেলে মো. রাসেল (২৮)।

    পুলিশ জানায়, মোবারক হোসেন বাধন নামে এক শিক্ষার্থী নগরীর সিআরবি এলাকা থেকে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তার ব্যবহৃত মোটরসাইকেল চুরির একটি অভিযোগ করেন কোতোয়ালি থানায়। অভিযোগের সূত্র ধরে ওই এলাকার সিসিটিভি ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ।

    ফুটেজে দেখা যায়, বাধনের বন্ধু মঈনুল হক বাবু অপর এক সঙ্গীর সহায়তায় কৌশলে মোটর সাইকেলটি চুরি করে। এরপর মঙ্গলবার রাতেই মঈনুল হক বাবুকে পুলিশ গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে বুধবার রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল চুরির সাথে যুক্ত মো. আরমান ও মো. রাসেল নামে আরো দুজনকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য মতে মোবারক হোসেনের চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

    এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. মহসীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গ্রেফতার তিনজনই চোরাই মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পরের যোগ সাজশে নগরীর বিভিন্ন ষ্টেশন, পার্ক, রেস্তোরার সামনে আড্ডাবাজি করার আড়ালে মোটরসাইকেল চুরির ছক কষে এবং ঘটনাস্থলের চারপাশে রেকি করে।

    টার্গেটকৃত মোটর সাইকেলের বাহকের সাথে তারা কৌশলে বন্ধুত্ব করে তার সাথে আড্ডা দেন এবং দৃষ্টি মোটর সাইকেল থেকে অন্যদিকে ঘুরিয়ে নেন। এ সুযোগে এ চক্রের অন্য সদস্যরা মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। চুরির পর মোটর সাইকেলটি গোপন স্থানে রেখে সুযোগ বুঝে তা অন্যত্র বিক্রি করে দেন।

    গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

  • চট্টগ্রামের চোরাই মার্কেটে বিক্রি করতে এসে ১৮টি মোবাইলসহ গ্রেফতার ঢাকার সজীব

    চট্টগ্রামের চোরাই মার্কেটে বিক্রি করতে এসে ১৮টি মোবাইলসহ গ্রেফতার ঢাকার সজীব

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঢাকা থেকে চুরি ছিনতাইয়ের মোবাইল নিয়ে চট্টগ্রামের চোরাই মার্কেটে বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছে সাইফুল ইসলাম নজীব (২৮) নামে এক যুবক।

    বুধবার রাতে গোপন তথ্যমতে নগরীর পুরাতন রেলস্টেশন বাগদাদ হোটেল গলির প্রবেশ মুখ থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তার কাছ থেকে চুরি ছিনতাইয়ের ১৮টি মোবাইল সেট ও ১৩ হাজার নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

    গ্রেফতার সাইফুল কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া থানা ষাটশালা এলাকার কাজী আব্দুল বারীর ছেলে। বর্তমানে ঢাকার উত্তরখান থানার দোবাদিয়া এলাকায় তার বসবাস।

    তথ্যটি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন। তিনি বলেন, বুধবার রাতে ঢাকার চোর ছিনতাইকারীদের কাছ থেকে কম দামে মোবাইল সংগ্রহ করে চট্টগ্রামের চোরাই মার্কেটে বিক্রি করতে আসে সজীব। গোপনে তথ্য পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে ১৮টি চোরাই মোবাইলসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

    তাকে জিজ্ঞাসাবাদ করে এ চক্রে আর কোন সদস্য জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বললেন ওসি মহসীন।

  • চট্টগ্রামে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ১৫০

    চট্টগ্রামে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ১৫০

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভা চলাকালীন দু পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

    মঙ্গলবার গভীর রাতে কোতয়ালী থানার এসআই সঞ্জয় পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয়েছে ১২০ থেকে ১৫০ জন। তবে সবাই অজ্ঞাত হিসেবেই দেখানো হয় মামলায়।

    তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন। তিনি বলেন, পুলিশের বাধা দান, ভাংচুর, পুলিশ সদস্যদের আহত করা, সম্পদের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মঙ্গলবার গভীর রতে থানার এসআই সঞ্জয় পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

    তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দায়েরকৃত মামলাটিতে কোন আসামি গ্রেফতার হয়নি বলে জানান ওসি মো. মহসীন।

    যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে নগরীর লালদিঘীর মাঠে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে চট্টগ্রাম মহানগর যুবলীগ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে রাখা হলেও তিনি সভাস্থলে উপস্থিত ছিলেন না।

    সমাবেশ চলাকালীন বিকাল সাড়ে চারটার দিকে যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বক্তব্য রাখার সময় লালদীঘি মাঠে একটি মিছিল প্রবেশ করে।

    এসময় এমইএস কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ওয়াসিম উদ্দিন এবং সাত নম্বর ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মোবারক আলীর সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ঢিল ছোড়াছুড়ি শুরু হয়।

    পরে ঘটনাস্থল থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সমাবেশস্থল ত্যাগ করলে সমাবেশ পণ্ড হয়ে যায়।

  • শিশুদের প্যাম্পাসকে লাশের ছবি বলে গুজব ছড়ানো সাঈদ গ্রেফতার

    শিশুদের প্যাম্পাসকে লাশের ছবি বলে গুজব ছড়ানো সাঈদ গ্রেফতার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : ছিল শিশুদের প্যাম্পাস। কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমে অসংখ্য নবজাতকের লাশ উল্লেখ করে মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ মানুষ ও প্রশাসনের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছিলো মোঃ সাঈদ হোসাইন কানন(২৭) নামে এক যুবক।

    সাঈদ যে উদ্দেশ্যে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে লাইভ করেছিলো তার উদ্দেশ্য অনেকটা সফল। মুহুর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়ে যায়। বেশ আলোচিতও হয়েছে এ যুবক। তবে এ ক্ষেত্রে প্রশাসন হয়েছে সমালোচিত। অবশেষে কোতোয়ালি পুলিশের জালে আটকা পড়েছে সেই আলোচিত ভাইরাল বয়।

    গতকাল সোমবার রাত পৌণে ১১ টার সময় নগরীর পুরাতন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন হোটেল এলিনার সামনে থেকে এ ভাইরাল বয়কে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাছাড়া তার এ কাজে সহযোগী অপর যুবকের তথ্য দিয়েছে গ্রেফতার সাঈদ।

    গ্রেফতার মো সাঈদ হোসাইন কানন (২৭), কুমিল্লা জেলার লাকসাম কান্দিরপাড় ইউনিয়নের হামিরাবাগ পশ্চিম পাড়ার মো. কোরবান আলীর ছেলে। বর্তমানে সে নগরীর রিয়াজউদ্দিন বাজার বানিয়াটিলা ইব্রাহিম কমিশনারের বিল্ডিং এর ৩য় তলায় ব্যাচেলর বাসা নিয়ে থাকতেন এবং পলাতক আসামি মো. পারভেজ একই জেলার মনোহরগঞ্জ আমতলী ট্যুর হামিরাবাগ এলাকার আব্দুল বারেকের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. মহসীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সম্প্রতি নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের দক্ষিণ পার্শ্বের পাহাড়ে অসংখ্য নবজাতকের লাশ ফেলে দেয়া হয়েছে মর্মে ফেসবুক লাইভের মাধ্যমে মিথ্যা বিভ্রান্তিক তথ্য প্রচার করেছে যুবক মোঃ সাঈদ হোসাইন কানন(২৭)।

    ওসি বলেন, ফেসবুকে কুৎসা রটানো, উস্কানি দেওয়া, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে সাঈদসহ একটি চক্র দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে এ ফেসবুক লাইভকারীকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারের পর সাঈদের কাছ থেকে তথ্য নিয়ে মিথ্যা তথ্য পাচারের সাথে জড়িত তার অপর সহযোগী মো. পারভেজকেও গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে জানিয়ে গ্রেফতার সাঈদ ও পলাতক পারভেজের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মহসীন।

    কোতোয়ালী থানা পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর রবিবার বিকেল সাড়ে ৪টার সময় বৃষ্টির পানিতে ফুলে ফুলে জেলি আকৃতি ধারণ করা কিছু প্যাম্পাসের ভিডিও ধারণ করেন পারভেজ এবং সাঈদ। পরে সন্ধ্যা ৬টার দিকে সেগুলো অবৈধ বাচ্চার ভ্রুন উল্লেখ করে মিথ্যা বিভ্রান্তমূলক তথ্যসহ নিজেদের ফেসবুক লাইভে ছড়িয়ে দেন এ দুই যুবক।

    মিথ্যা তথ্য সম্বলিত, উসকানিমূলক, আক্রমাত্বক পোস্টটি মুহুত্বেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫ হাজার শেয়ারসহ বিষয়টি নিয়া ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এমনকি মিডিয়াতেও আলোচনা সমালোচনায় বিষয়টি নিয়ে শুরু হয় ঝড়। রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করে পোস্টটি।

    প্রকৃত ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা যায়, কোতোয়ালী থানা জামিয়াতুল ফালাহ মসজিদ কমপ্লেক্স এর দক্ষিণ পাশ্বের সহকারী ইমাম মোয়াজ্জিমদের জন্য তৈরিকৃত টিনসেড ঘরের দক্ষিণ পাশের জামিয়াতুল ফালাহ কমপ্লেক্স এর কম্পিউটার অপারেটর মো. ইলিয়াছ থাকতেন সেখানকার একটি বাসায়। তিনি দীর্ঘদিন ধরে তার বাচ্চার ব্যবহৃত প্যাম্পাসগুলো বাসার পেছনের ময়লা আবর্জনার মধ্যে ফেলে আসছেন। প্যাম্পাসগুলো বৃষ্টির পানি পড়ে ফুলে জেলি আকৃতি ধারণ করে।

    কিন্তু ঘটনার দিন বিকেলে এ দুই যুবক রেডিসন হোটেলের উত্তর পাশের মাঝখানে পাহাড়ের ভেতর ফ্লাইওভারের নিচের গেইট দিয়ে আসার সময় এ বিষয়টি দেখতে পান।

    তখন তারা দুজনে ভিডিও ধারণ করে ফেসবুকের লাইভে এসে ফেসবুক ইউজারদের উদ্দ্যেশে বলেন, অনেকগুলো অবৈধ বাচ্চা, অবৈধ না বৈধ সেটা আমরা সঠিক জানতে পারতেছি না, নড়াচড়া করিয়া দেখায় যে সবগুলো অবৈধ বাচ্চার ছবি”। ভিডিও প্রকাশের পর বিভিন্ন শ্রেনী সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃনা বা বিদ্বেষ সৃষ্টিসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি উপক্রম হয়।

    এদিকে ঘটনাটি তাৎক্ষণিকভাবে পুলিশের নজরে আসলে ফেসবুক ব্যবহারকারী সাঈদের আইডি তথ্য প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে ফেসবুকে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে দুই যুবককে খুঁজতে থাকে পুলিশ। কিন্তু ঘটনার প্রচার পাওয়ার পরপরই দুজন চট্টগ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় তাদের গ্রেফতারে প্রশাসনকে কিছুটা বেগ পেতে হয়। এমনকি তাদের দুজনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধসহ ফেইসবুক আইডিটি ডিএকটিভ করে দেয়।

    তবে গতকাল রাত পৌণে ১১ টার সময় নগরীর পুরাতন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন হোটেল এলিনার সামনে সাঈদকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের একটি টিম গিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিডিও ধারণ এবং ধারা বর্ণনার বিষয়টি স্বীকার করে নেন। এবং তার অপর সহযোগী পারভেজ (২৫) জড়িত থাকার বিষয়টি স্বীকার করে নেন।

  • এবার চোরাই ৪ গরুসহ গরুচোর ধরলো কোতোয়ালি পুলিশ

    এবার চোরাই ৪ গরুসহ গরুচোর ধরলো কোতোয়ালি পুলিশ

    মোবাইল চোরের পর এবার গরু চোর ধরলো কোতোয়ালি থানা পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টায় আহম্মদ হোসেন প্রকাশ জাপান নামে এক ব্যক্তি গরু চুরির অভিযোগ দায়েরের পর শাহ আমানত ব্রিজ (নতুন ব্রিজ) এলাকা থেকে পুলিশ ওই গরু চোরকে গ্রেফতার করে।

    এসময় তার কাছ থেকে চোরাইকৃত দুই লাখ টাকা মুল্যের চারটি গরু উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেন পুলিশ।

    গ্রেফতার গরুচোর ফয়সাল আহমেদ (৬০) ভোলা জেলার দৌলতখাঁ মিঝির হাট সিকদার বাড়ির মৃত স্বজন আলীর ছেলে।

    তথ্যটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. মোহসিন। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সোমবার বিকেলে এক বয়স্ক রাখাল এসে অভিযোগ করেন নগরীর কোতোয়ালী থানা ফিরিঙ্গী বাজারের ব্রীজঘাটস্থ খেঁয়া পারাপার ঘাটের সামনের মাঠ থেকে তার চারটি গরু চুরি হয়।

    অভিযোগ পেয়ে থানা পুলিশের একটি টিম নতুন ব্রিজ এলাকায় যায়। সেখানে চারটি গরু নিয়ে ট্রাক ভাড়া করার উদ্দ্যেশে দাড়িয়ে আছে বয়স্ক এক লোক। জিজ্ঞাসাবাদে গরু চুরির কথা স্বীকার করলে চোরাই গরুগুলো সহ গরুচোরকে থানায় নিয়ে আসে।

    পরবর্তীতে গরুগুলো মালিককে বুঝিয়ে দিয়ে গরুচোরকে দায়ের করা চুরির অভিযোগে গ্রেফতার দেখানো হয়।

  • চুরি হওয়া শিশু উদ্ধার, নবজাতক শিশু চোর চক্রের মূলহোতাসহ ৩ জন গ্রেফতার

    চুরি হওয়া শিশু উদ্ধার, নবজাতক শিশু চোর চক্রের মূলহোতাসহ ৩ জন গ্রেফতার

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় চুরি হওয়া এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এসময় নবজাতক শিশু চোর চক্রের মূলহোতাসহ ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    শনিবার দিবাগত রাতে শিশুটি উদ্ধারের পর রবিবার ভোররাত পর্যন্ত কোতোয়ালি থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে শিশু চোর চক্রটিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    তথ্যটি নিশ্চিত করেছেন নগরীর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মোহসিন। তিনি বলেন, এ বিষয়ে আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় কোতোয়ালি থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিস্তারিত গণমাধ্যমের কাছে তুলে ধরবেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

  • ডাকাতির পর পাহাড়ের গুহায় আশ্রয় নিতেন ওরা ১১ জন

    ডাকাতির পর পাহাড়ের গুহায় আশ্রয় নিতেন ওরা ১১ জন

    ওরা এগারো জন। দেশের স্বার্থে বড় কোন অসাধারণ কর্মযজ্ঞে এদের কোন ভুমিকা না থাকলেও এ ১১ জনের রয়েছে মানুষ থেকে সর্বস্ব লুটে নেওয়ার প্রতিভা। বাস ও ট্রেন যাত্রীদের নিঃস করে পথে বসিয়ে তার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পাহাড়ের গুহায় আত্মগোপনে থাকাটা ছিলো তাদেও কৌশল।

    চট্টগ্রাম নগরীর টাইগারপাস, পাহাড়তলী ও জেলার সীতাকুণ্ড, মিরসরাই, লাকসাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় সুযোগ বুঝে বাস ও ট্রেনযাত্রীদের উপর ঝাপিয়ে পড়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা। যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও ল্যাপটপসহ দামী জিনিসপত্র লুট করে নিমিষেই পাহাড়ের গুহায় জাদুকরের মতোই হারিয়ে যায় এ ডাকাত চক্রটি।

    ফলে আইনশৃঙ্খলা বাহিনীর নানা অভিযানেও তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়ে উঠেনা। তবে গত ২ থেকে আড়াই মাস আগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া এ ডাকাতচক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে পুলিশ বেশ কিছু তথ্য পায়। তথ্যের ভিত্তিতে গত দুমাসে জামিনপ্রাপ্ত ডাকাত দলের সদস্যদের উপর পুলিশ নজরদারি বাড়ায়।

    আর পুলিশের নজরদারির জালে আটকা পড়ে চক্রের ১১ সদস্য। শনিবার ভোরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার টাইগার পাস এলাকায় অভিযান চালিয়ে ওরা ১১ জনকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে দুইজন ‘গরীবের ডাক্তার’ খ্যাত সীতাকুণ্ডের আলোচিত চিকিৎসক শাহ আলম হত্যার আসামী।

    এসময় তাদের কাছ থেকে কাঠের বাটযুক্ত লোহার তৈরী দুটি দেশীয় এলজি, দুটি কার্তুজ, ২ টি কালো রংয়ের টিপ ছোরা, ১ টি লোহার তৈরী ছেনি, ৬ টি কাঠের বাটযুক্ত কিরিচ, ১ টি সাদা রংয়ের পিকআপ (ঢাকা মেট্রো-ঠ- ১১-২১৯১) ও ১টি সিলভার রংয়ের প্রাইভেট কার (চট্টমেট্রো-খ-১১-০১৫০) জব্দ করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, সীতাকুণ্ড জলিল টেক্সটাইল কুতুব মেম্বার বাড়ির শো. শফির ছেলে মো. সালাউদ্দিন (২৪), ভোলা জেলার চরফ্যাশন গোর আলা মুক্ষি বাড়ির নুরনবী সিকদারের ছেলে মো. রাজু (১৯), কুমিল্লা চৌদ্দগ্রাম বাসন্ডা পশ্চিম পাড়ার মৃত মো. ফরিদের ছেলে ইসরাফিল হোসেন আলম (২২), নোয়াখালী জেলার সোনাইমুরি নাটোর শহরের মৃত আলী আহাম্মদের ছেলে মো. আকবর হোসেন (২২), জি বাড়িয়া নবীনগর জাফরপুর জব্বার পুলিশের বাড়ির মো. কামালের ছেলে মো. সেলিম (২৮), নোয়াখালী মাইজদি নালা নগরের মৃত আবুল কাশেমের ছেলে মো. টিটু (২৫), সীতাকুণ্ড উপজেলার ইমাম নগরের কাশেম মাস্টার বাড়ির ইব্রাহিমের ছেলে মো. ইয়াসিন (২৩), কুমিল্লা চান্দিনার জোয়ার হালাল বাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে মো. ফজর আলী (৩৫), নগরীর আকবর শাহ থানা মিরপুর আবাসিকের রাজা কমিশনারের ভাড়াটিয়া আব্দুল মালেকের ছেলে মো. সুমন (২৫), নোয়াখালি সুধারামপুর সুন্দরপুরের চেয়ারম্যান বাড়ির মো. মানিকের ছেলে মো. রহিম প্রকাশ হৃদয় (২২) ও কুমিল্লা জেলার নাঙ্গলকোটের দাউদপুর মজুমদার বাড়ির মৃত আবুল কালামের ছেলে মো. পলাশ হোসেন (২৫)।

    শনিবার দুপরে নগরীর মোমিন রোডে মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) শাহ মো.আব্দুর রউফ, এসি কোতোয়ালি নোবেল চাকমা। এর আগে শনিবার সকালে নগরীর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মোহসিন ওরা ১১ জনের গ্রেফতার তথ্যটি নিশ্চিত করলেও বিস্তারিত জানানো হয় সংবাদ সম্মেলনে।

    সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, গ্রেফতারের পর ওরা ১১ জনই চট্টগ্রাম নগরীর সাগরিকায়, সীতাকুণ্ডের পন্থিছিলায়, মিরসরাই, ফেনীর মহিপালে, নোয়াখালী, লাকসাম ও কুমিল্লাসহ অন্তত দুশটি ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছে।

    তিনি বলেন, ডাকাতরা প্রতিদিন ভোরে প্রাইভেট কার ও পিকআপ ভ্যান নিয়ে নগরী ও জেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো। দোকান ও প্রতিষ্ঠান টার্গেট করতো। দোকান ভাঙার বিভিন্ন সরঞ্জাম সাথে নিয়ে রাতে টার্গেটকৃত দোকান বা প্রতিষ্ঠানের তালা কৌশলে ভেঙ্গে সব লুট করে পালিয়ে যেতো।

    এছাড়াও এ ডাকাত দলের সদস্যরা বাস বা ট্রেনের সময়সূচি টার্গেট করে পাহাড়ের কাছাকাছি অস্ত্রসস্ত্র নিয়ে অবস্তান করতো। সময় সুযোগ বুঝে ঝাপিয়ে পড়ে যাত্রীর সর্বস্ব লুটে নিয়ে আবার পাহাড়ের গুহায় আশ্রয় নিতেন।

    পুলিশ কর্মকর্তা মেহেদী বলেন, আড়াই বছর জেল কেটেছে এদের দলনেতা মো. সালাউদ্দিন। সম্প্রতি সে জামিনে বেরিয়ে ফের ডাকাতি চক্রের লিড দিচ্ছে। কোতোয়ালি থানা পুলিশের বিচক্ষনতায় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান এবং প্রাইভেটকারসহ এ চক্রের ১১জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

    কোতোয়ালি থানার ওসি মো. মোহসিন জানান, সশস্ত্র ডাকাত দলটি ডাকাতির উদ্দ্যেশে পিকআপ ও একটি প্রাইভেটকার নিয়ে নগরীর টাইগারপাস এলাকার জসিমের চায়ের দোকানের সামনে অস্ত্রসস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছে। এ খবরে দিবাগত রাত সাড়ে তিনটার সময় অভিযানে যায় কোতোয়ালি থানা পুলিশের একটি টিম। এসময় পুলিশের গাড়ি দেখে ডাকাতদল তাদের ব্যবহৃত গাড়িসহ পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ঘেরাও করে গাড়িসহ তাদের গ্রেফতার করে।

    ওসি বলেন, গ্রেফতারকৃতরা শুধু ডাকাতি নয় তারা ছিনতাই কাজেও খুব পারদর্শী। এরা প্রতিদিন ভোরে বাস ও ট্রেন যাত্রীদের কাছ থেকে ছিনতাই করে থাকে। এছাড়াও নগরীর বিভিন্ন নির্জন সড়কে অস্ত্রের মুখে যাত্রীদের রিকশা ও সিএনজি আটকে তাদের দামী জিনিসপত্র হাতিয়ে নেন। এমনকি তাদের সাথে থাকা পাসপোর্ট ও ভিসাও হাতিয়ে নিয়ে পরবর্তীতে তা ফেরৎ নিতে বিকাশের মাধ্যমে টাকাও আদায় করেছে বলে অনেক ভুক্তভোগী অভিযোগ করেছে।

    ওসি মো. মোহসিন বলেন, সম্প্রতি নগরীর টাইগারপাস মোড়ে প্রাইভেট কার ব্যবহার করে দুটি ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে শনিবার মধ্যরাতে চক্রটির অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে ১১ সদস্যকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

    এদের মধ্যে সীতাকুণ্ড জলিল টেক্সটাইল কুতুব মেম্বার বাড়ির শো. শফির ছেলে মো. সালাউদ্দিন (২৪) ও নোয়াখালী মাইজদি নালা নগরের মৃত আবুল কাশেমের ছেলে মো. টিটু (২৫) সীতাকুণ্ডের আলোচিত ডা. শাহ আলম হত্যাকাণ্ডের আসামি। সীতাকুণ্ড থানা পুলিশের বরাতে এ তথ্যটিও নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি মো. মোহসীন।