Tag: কোতোয়ালি থানা পুলিশ

  • অনলাইন জুয়ার মাধ্যমে টাকা পাচার,আটক ১৬

    অনলাইন জুয়ার মাধ্যমে টাকা পাচার,আটক ১৬

    সারাদেশে হাইকোট অর্থের বিনিময়ে জুয়া খেলা নিষিদ্ধ করার পর ফের জুয়ার বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ প্রশাসন।

    অনলাইন জুয়া খেলার ওয়েব সাইট বেট থ্রি সিক্সটি ফাইভের মাধ্যমে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পৃথিবীর বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    সর্বশেষ গত তিন মাসে এধরণের জুয়া খেলায় দু’শ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ। এ জুয়া খেলায় কোটি টাকা হারিয়ে নিঃস্ব হয়েছে অনেকে।

    বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়ে ১৬ জনকে আটকের পর চাঞ্চল্যকর এসব তথ্য বের হয়ে আসছে।

    গতকাল গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তামাকুমিন্ড লেইন থেকে শুরু হয় অন লাইন জুয়ারীদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান। দু’টি জুয়ার স্পট থেকে আটক করা হয় ১৬ জনকে।

    পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে ১১ জন সাধারণ জুয়াড়ি হলেও ৩ জন হলো এজেন্ট। যারা দ্বিতীয় একটি পক্ষের হয়ে এসব সাধারণ জুয়াড়িদের কাছ থেকে বাংলাদেশি টাকা নিয়ে তা ডলারে কনভার্ট করে জুয়ায় অংশ গ্রহণের সুযোগ করে দিতো। মূলত তাদের আন্তজাতিক একাউন্টের মাধ্যমে সাধারণ জুয়াড়িরা টাকা বিনিয়োগের সুযোগ পেয়েছে। আর বাকি দু’জন হলো জুয়ার স্পটের মালিক।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের-সিএমপি দক্ষিণ জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমাদের কাছে খবর আসছিলো অন লাইনে জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। সে অনুযায়ী অনুসন্ধানে নামে কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ টিম। প্রথমে তামাকুন্ডি লেইনের জুয়াড়িদের আটক করা হয়।

    পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আটক করা হয়েছে দলের বাকি সদস্যদের। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কেউ’ই কিন্তু জুয়ায় টাকা বিনিয়োগ করে জিততে পারেনি। তাতে বুঝা যায় টাকাগুলো বিদেশ চলে যাচ্ছে। আরেকটি বিষয় হলো এই বিট থ্রি সিক্সটি ফাইভ ওয়েব সাইটটি নিয়ন্ত্রন হচ্ছে দেশের বাইর থেকে।’

    আটককৃতের তথ্য এবং পুলিশের অনুসন্ধানে বের হয়ে আসছে, গত এক বছর ধরেই চলছে বিট থ্রি সিক্সটি ফাইভের মাধ্যমে জুয়া খেলা। আর গত ৩ মাসে অন্তত দু’শ কোটি টাকা লেনদেন হয়েছে এই সাইটে। বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জুয়া নিয়ন্ত্রন হলেও চট্টগ্রামের জুয়ারীরা তৃতীয় এবং চতুর্থ পাটি হিসাবেই পরিচিত ছিলো।

    আটক ইমান আলী মিঠু জানান, তারা সরাসরি এই জুয়ায় অংশ নিতেন পারেন না। অন্যজনের একাউন্ট দিয়ে তাদের জুয়া খেলতে হয়। তবে এক জুয়াড়ি স্বীকার করেছে, গত এক বছরে তার অন্তত এক কোটি ক্ষতি হয়েছে এই জুয়ায়।

    জুয়াড়িদের কাছ থেকে উদ্ধারকৃত মোবাইলে হিসাব দেখে অনেকটা বিস্মিত পুলিশ প্রশাসন।

    কোটি টাকা লেনদেনের তথ্য রয়েছে এসব একাউন্টে। অধিকাংশ জুয়ারীই এখানে টাকা হারিয়েছে। এমনকি কোটি টাকা হারানোর নজির রয়েছে। গত কয়েকমাস আগে জুয়া হেরে আত্মহত্যা করেছেন হাজারী গলির এক যুবক।

    কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন বলেন, ‘এসব জুয়ারীরা বুঝে না বুঝে এর সাথে জড়িয়ে যাচ্ছে। অন লাইনের এই জুয়া খেলে লাভবান হয়েছে এমন কোনো নজির নেই।’

    পুলিশ জানায়, ভারতের আইপিএল, বাংলাদেশের বিপিএলের পাশাপাশি অষ্ট্রেলিয়ার বিগব্যাশ নিয়েও জুয়া খেলেছে তারা। মূলত টেলিভিশনে লাইভ দেখানো ফুটবল এবং ক্রিকেট ম্যাচ নিয়ে চলে এসব জুয়া। নগরীর অন্তত ১০টি পয়েন্ট রয়েছে যেখানে নিয়মিত অন লাইনে এধরণের জুয়া খেলা চলছে। বিভিন্ন চাকরিসহ ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্তরা লোভের বশীভূত হয়ে এই জুয়া খেলা জড়িয়ে পড়ছে।

    অভিযানে অংশ নেয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার দাশ জানান, জুয়াড়িরা বিট থ্রি সিক্সটি ফাইভ ওয়েব সাইটের পাশাপাশি টাকা বিনিময়ের জন্য আরো কয়েকটি অ্যাপস এবং সফটওয়্যার ব্যবহার করছে।

     

  • ইয়াবা কারবারে জড়িত চন্দনাইশের সাবেক জনপ্রতিনিধি, ২ সহযোগীসহ আটক

    ইয়াবা কারবারে জড়িত চন্দনাইশের সাবেক জনপ্রতিনিধি, ২ সহযোগীসহ আটক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে চন্দনাইশ উপজেলার সাবেক এক জনপ্রতিনিধিকে তার দুই সহযোগীসহ আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুর ১টার সময় কোতোয়ালী থানা এলাকার হোটেল মার্টিনের সামনে রাস্তার উপর থেকে ইয়াবাসহ দুজনকে এবং তাদের দেয়া তথ্যমতে চন্দনাইশ থেকে আরো একজনকে আটক করে পুলিশ।

    আটককৃতরা হলেন, চন্দনাইশ উপজেলার ৬ নং ওয়ার্ড জামিরজুরির সাবেক ইউপি মেম্বার ও একই এলাকার মৃত হরিশ চন্দ্র ধরের ছেলে চন্দন ধর (৪৮), একই উপজেলার দক্ষিণ জেয়ারা আনু মিয়া বাড়ির আনোয়ার হোসেনের ছেলে মো. সাহেদ (৩৩) ও মাওলানা ওমর আলী মৌলভীর বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে মো. মোরশেদুল আলম (৩০)।

    পুলিশ জানায়, মাটিন হোটেলের সামনে রাস্তার উপরে ইয়াবা বিক্রির উদ্দ্যেশে কয়েকজন লোক অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় পুলিশ। এসময় দুজনকে আটক করে দেহ তল্লাশী করলে সাবেক জনপ্রতিনিধি চন্দন ধরের কাছ থেকে ৪ হাজার পিস এবং মো. সাহেদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুজনের প্যান্টের ব্যাল্টে বিশেষ কায়দায় লুকানো ছিলো ইয়াবা গুলো।

    আটকে পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা কারবারে তাদের সাথে জড়িত মূল হোতা মো. মোরশেদুল আলমের তথ্য পেয়ে চন্দনাইশ উপজেলার দক্ষিণ জেয়ারা মাওলানা ওমর আলী মৌলভীর বাড়িতে অভিযান চালিয়ে তাকেও আটক করতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

    এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. মহসীন জানায়, আটক তিনজনই ইয়াবা কারবারে সক্রিয়ভাবে জড়িত। মঙ্গলবার ইয়াবাসহ তিনজনকে আটকের পর কোতোয়ালি থানার এসআই আব্দুর রব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

  • ভোলার সহিংস ঘটনায় সিএমপি কমিশনারকে নিয়ে গুজব! জাপা নেতা আটক

    ভোলার সহিংস ঘটনায় সিএমপি কমিশনারকে নিয়ে গুজব! জাপা নেতা আটক

    ভোলায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সহিংস ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের ছবি জড়িয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এক জাপা নেতাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    গতকাল সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর লালদীঘি এলাকার আবাসিক হোটেল ফৌজিয়ার সামনে থেকে তাকে আটক করা হয়।

    আটক এমএইচ রবিউল আলম (২৮) বাঁশখালী থানার পূঁইছড়ি ইউনিয়নের পূর্ব পূঁইছড়ি গ্রামের আফলাতুন সিকদার বাড়ির আহমদ হোসেনের ছেলে। কোরানে হাফেজ রবিউল সীতাকুণ্ড জোড়াআমতল (বারআউলিয়া) এলাকায় অবস্থিত ফোরস্টার শিপিং নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী এবং সে নিজেকে জাতীয় পার্টির সহযোগী সংগঠন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাইবার পার্টির প্রধান সমন্বয়ক বলে দাবী করেছেন এমন তথ্য জানিয়েছেন পুলিশ।

    ২৪ ঘন্টা ডট নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন। তিনি বলেন, ভোলার বোরহানউদ্দিনে সহিংস ঘটনা নিয়ে সিএমপি কমিশনারকে জড়িয়ে ফেইসবুকে ‘উস্কানিমূলক পোস্ট’ দেওয়ায় রবিউলকে আটক করা হয়েছে।

    তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সম্প্রতি ইসকনের একটি প্রতিনিধি দলের সাথে সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমানের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের একটি ছবি ফেসবুক টাইমলাইনে পোস্ট করে ছবিটিতে কমিশনার স্যারকে মার্ক করে দিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছে রবিউল আলম। সঙ্গে ভোলার এসপির একটি ছবিও জুড়ে দেওয়া হয়।

    এছাড়াও একই পোস্টে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরীর ছবি ব্যবহার করে হাটহাজারী মাদ্রাসা পুলিশ ঘিরে রেখেছে ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে বলেও একটি মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকের মাধ্যমে গুজব ছড়িয়ে জিহাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান রবিউল।

    ওসি মোহসীন বলেন, মিথ্যে বিভ্রান্তিকর মন্তব্য লিখে ফেসবুকে টাইমলাইনে ছড়িয়ে দিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে রবিউল ও তার সহযোগীরা। এ চক্রে রবিউলের সাতে আর কে কে আছে তা সনাক্ত করতে রবিউলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    আটক রবিউল ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি মো. মোহসীন।

  • চট্টগ্রামে দুটি মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, শতাধিক দোকান পুড়ে নিঃস ব্যবসায়ি

    চট্টগ্রামে দুটি মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, শতাধিক দোকান পুড়ে নিঃস ব্যবসায়ি

    চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক জহুর হকার্স মার্কেট ও জালালাবাদ মার্কেটের ভয়াবহ আগুন প্রায় আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন নিয়ন্ত্রণের আগে দুটি মার্কেটের অন্তত ১৩০টির মত ছোট বড় কাপড়ের দোকান ও গোডাউন পুড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে জহুর হকার্স মার্কেট সংলগ্ন জালালাবাদ মার্কেটে।

    ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (মিডিয়া) মো. জসীম উদ্দীন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে প্রথমে নগরীর আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ষ্টেশন থেকে ১৩টি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুনের ভয়াবহতা দেখে কালুরঘাট ফায়ার স্টেশনের আরো দুটি গাড়ি ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    তিনি বলেন, মার্কেটের বিভিন্ন কাপড়ের দোকান ও গোডাউন ছাড়াও দাহ্য বস্তুু রয়েছে। ধারণা করা হচ্ছে জহুর হকার্স মার্কেটের কোন একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। তবে এ ব্যাপারে কমিটি গঠন ও অনুসন্ধ্যানের পর আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হবে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দিন জানান।

    এদিকে আগুনে শতাধিক দোকান পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশকা করছেন জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন বাবুল। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, প্রায় আড়াই ঘন্টার আগুনে জুহুর হকার্স মার্কেট ও জালালাবাদ মার্কেটের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এবং কাপড়ের গোডাউন পুড়ে নিঃস্ব হয়ে গেছে অনেক ব্যবসায়ি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের জন্য শনিবার মার্কেট বন্ধ থাকবে বলে ঘোষণা দেন তিনি।

    অন্যদিকে মধ্যবিত্তদের বৃহৎ ঐতিহ্যবাহি এ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার পর চুরি ও কৌতুহলী মানুষের ভিড় ঠেকাতে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন কোতোয়ালি থানা পুলিশের একাধিক টিম।

    এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় জহুর হকার্স মার্কেট ও জালালাবাদ মার্কেটের অন্তত ১৩০টির মতো দোকান আগুনে পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে দুটি মার্কেটের শত শত দোকান মালিক ও কর্মচারিরা আসতে শুরু করে।

    এতে কে দোকান কর্মচারী কে মালিক বোঝা কষ্টসাধ্য। তাই অগ্নিকাণ্ডের ঘটনায় চোরের উপদ্রপ ঠেকাতে এবং কৌতুহলী মানুষের ভিড় রোধে থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার দায়িত্ব পালন করা হচ্ছে।

    আরো খবর : চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে আগুন