Tag: কোতোয়ালী

  • চট্টগ্রামে কোটি টাকার হাতির দাঁতসহ যুবক গ্রেপ্তার

    চট্টগ্রামে কোটি টাকার হাতির দাঁতসহ যুবক গ্রেপ্তার

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার থেকে ২ কেজি বন্য হাতির দাঁতসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার মো. শাহনেওয়াজ বাবলু (৩৫) কক্সবাজারের রামু থানার মেরংলোয়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে।

    র‌্যাব জানায়, কক্সবাজার থেকে বন্য হাতির দাঁত সংগ্রহ করে বিক্রির জন্য চট্টগ্রামের নিয়ে আসা হচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার বিকেলে ফিরিঙ্গি বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এসময় চেকপোস্ট থেকে কৌশলে পালিয়ে যাওয়ার সময় মো.শাহনেওয়াজ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ থেকে ২টি বন্য হাতির দাঁত উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে আসছে। উদ্ধার করা ২টি বন্য হাতির দাঁতের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। গ্রেপ্তার আসামিকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

  • চট্টগ্রামে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, গ্রেপ্তার ১০

    চট্টগ্রামে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, গ্রেপ্তার ১০

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী।

    বুধবার (৫ জুলাই) রাত ৯টার দিকে নগরীর স্টেশন রোডের হোটেল হিলটাউন থেকে তাদের আটক করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে স্টেশন রোড এলাকায় হোটেল হিলটাউন নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হয়েছে।

  • কোতোয়ালীতে সাড়ে ৬ লাখ টাকার ইয়াবা নিয়ে ধরা ২ যুবক

    কোতোয়ালীতে সাড়ে ৬ লাখ টাকার ইয়াবা নিয়ে ধরা ২ যুবক

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন দিদার মার্কেটের সামনে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ২২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    গতকাল রবিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার সময় ইয়াবা বিকিকিনির গোপন খবরে অভিযান চালিয়ে পুলিশ ইয়াবাসহ তাদের আটক করে।

    আটককৃতরা হলেন, আব্দুল হালিম (৩৪) ও আরফাতুল ইসলাম (২৮)। আটকের তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন।

    তিনি বলেন, দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘন্টা/রাজীব

  • কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী ও অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সোমবার (৭ ডিসেম্বর) বাদে মাগরিব আন্দরকিল্লা কদম মোবারক শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

    দোয়া মাহফিলে ভারতে চিকিৎসাধীন কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী ও আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিল প্রার্থী নূর মোহাম্মদ লেদুর সুস্থতা কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ একরাম।

    মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ সভাপতি মোঃ হারুন জামান, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন,আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আলী নূর, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, সহ সভাপতি হাফিজুল ইসলাম মজুমদার মিলন,ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ওসমান গণি, জসিম উদ্দিন, মোঃ জামাল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ফিরোজ, মহানগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মোঃ আলাউদ্দিন, মোঃ সালাউদ্দিন, যুবদল নেতা আরশাদ মোমেন আশু, মোঃ আনিসুল হক, মহানগর ছাত্রদল নেতা বিপ্লব চৌধুরী বিল্লু, মোহাম্মদ হানিফ, মঈনুদ্দিন খান রাজীব, ইয়াকুব আলী জুয়েল, আরশে আজিম আরিফ, মোঃ আব্দুল হামিদ, মঈনুল ইসলাম মজুমদার আরমান, মোঃ আলাউদ্দিন, ফয়সাল মাহমুদ, শাহনেওয়াজ তুষাণ, রায়হান চৌধুরী বাদশা, মোঃ কামরুল ইসলাম, মোঃ মহসিন প্রমূখ।

  • কোতোয়ালীতে শিশুর পায়ুপথে লাঠি দিয়ে নির্যাতন,আনসার সদস্য আটক

    কোতোয়ালীতে শিশুর পায়ুপথে লাঠি দিয়ে নির্যাতন,আনসার সদস্য আটক

    চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটায় পায়ুপথে লাঠি দিয়ে ১২ বছরের শিশুকে নির্যাতনের দায়ে এক আনসার সদস্যকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পাথরঘাটার গঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

    আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরী ভিত্তিতে তার অপারেশনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

    কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, অঙ্গিভুত আনসার সদস্যরা একটি সম্পত্তি পাহারায় নিয়োজিত আছে। সেখানে কয়েকজন কিশোর গেলে এক কিশোরকে নির্যাতন করে আনসার সদস্য রুবেল সর্দার।

    প্রাথমিকভাবে জানতে পেরেছি, লাঠি দিয়ে তার মলদ্বারে আঘাত করেছে। ঘটনায় জড়িত আনসার সদস্য রুবেলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
    শিশুটির পরিবার থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাইলে সহযোগিতা করা হবে।
    ২৪  ঘণ্টা/রিহাম

  • সার্সন রোডে ডেভেলপার কোম্পানীর চুক্তিবদ্ধ জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ

    সার্সন রোডে ডেভেলপার কোম্পানীর চুক্তিবদ্ধ জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ

    চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন সার্সন রোডে বহুতল ভবন নির্মাণের জন্য ডেভেলপমেন্ট কোম্পানীর সাথে চুক্তিবদ্ধ হওয়া একটি জয়াগার সীমান প্রচীর রাতের অন্ধকারে ভেঙ্গে দিয়ে জায়গাটি অবৈধভাবে দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

    এ ঘটনায় মঙ্গলবার কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করেছে জে. এস কন্সট্রাকশন লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। জিডি নং-১৬১৮।

    খোঁজ নিয়ে জানা যায়, কোতোয়ালী থানাধীন সার্সন রোডের উত্তর আসকারদীঘির পড়ের ডা: ফউজুল আজিমের ছেলে মেজবাউদ্দৌলা তার মালিকানাধীন জায়গায় বহুভবন নির্মাণের জন্য ১০৮৭১ ও ১০৯৭২ নং দলিলমূলে চুক্তিবদ্ধ হয় জে. এস কন্সট্রাকশন লিমিটিডে এর সাথে।

    পরবর্তীতে জে. এস কন্সট্রাকশন লি: ভবন নির্মানের জন্য সিডিএ কর্তৃক অনুমতির জন্য আবেদন করে। কিন্তু এই বিষয়ে মেজাবউদ্দৌলার ভাই মৃত মঈনুদ্দৌলা’র ওয়ারিশ ফয়সাল আজিম উক্ত বিষয়ে সিডিএ বরাবর অনাপত্তিপত্র দাখিল করে ও আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করে। আদালত জে. এস কন্সট্রাকশনের পক্ষে রায় দিলে মামলাটি নিস্পত্তি হয় ও জায়গাটিতে জে এস কন্সট্রাকশন ভবন নির্মাণের ক্ষেত্রে কোন বাঁধা নেই বলে আদালত রায় দেয়।

    জানা যায়, তফসিলভুক্ত জায়গাটিতে যৌথ বিল্ডিং নির্মাণ হবে বিধায় সিডিএ কর্তৃক বিশষজ্ঞ প্রকৌশলী দিয়ে ডিজাইন ও চুয়েট কর্তৃক ভেনটিং করার জন্য জে. এস কন্সট্রাকশন লিমিটেডকে আদেশ দেয়।

    পরবর্তীতে চুয়েট কর্তৃক ডিজাইন ২৩/০৬/২০১ ইং তারিখে সিডিএ’তে দাখিল করে জে এস কন্সট্রাকশন লিমিটেড।

    এরপর গত ০৮/০৮/২০১৯ ইং তারিখে এক শুনানিতে সিডিএ কর্তৃপক্ষ তফসিলভুক্ত জায়গাটির বিল্ডিং অপসারণের আদেশ দিলে জে. এস কন্সট্রাকশন বিল্ডিংটি অপাসারণ করে ২৫/১০/২০২০ ইং তারিখে সিডিএ’তে প্রতিবেদন দাখিল করে জায়গাটি দখলে নেয়।

    এবিষয়ে জানতে চাইলে জে এস কন্সট্রাকশন লি: এর চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ বলেন, আমরা সকল আইনি জটিলতা নিরসন করে সিডিএ কর্তৃপক্ষের সকল শর্ত মেনে জায়গাটি দখল নিয়েছিলাম। কিন্তু মহামারী করোনার কারণে সিডিএ থেকে নকশা সংগ্রহ করে নির্মাণ কাজ শুরু হতে দেরি হচ্ছিল। কিন্তু গতকাল মঙ্গলবার রাতের অন্ধকারে একটি প্রভাবশালী মহল আমাদের তফসিলভুক্ত জায়গার সীমানা প্রচীর ভেঙ্গে দিয়ে জায়গাটি অবৈধভাবে দখলের চেষ্টা করছে। আমরা এই বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।

    তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি একটি প্রভাবশালী মহল আমার চুক্তিদাতার সাথে জোগসাজসে এই জায়গাটি বেআইনিভাবে দখলের চেষ্টা করছে।

    তিনি বলেন, চুক্তিদাতা যদি জায়গাটি অন্যত্র বিক্রি করে দিতে চায় তাহলে আগে আমার সাথে হওয়া চুক্তিপত্র ও পাওয়ার অব অ্যাটর্নির বিষয়ে একটি সমাধান করে তারপারই বিক্রি বা জায়গাটি তাদের দখলে নিতে পারে। কোন আইনি প্রক্রিয়া ছাড়া এভাবে রাতের অন্ধকারে সীমান প্রচীর ভেঙ্গে দেওয়া আইনের পরিপস্থী।

    ২৪ ঘণ্টা/আবরার

  • কোতোয়ালী থেকে ২৫টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩

    কোতোয়ালী থেকে ২৫টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩

    চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে বিভিন্ন নামী দামী ব্র্যান্ডের চোরাই মোবাইলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের ২৫টি মোবাইল উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কোতোয়ালী থানার বানিয়টিলাস্থ বাবুল জমিদারের বাড়ীর দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।

    গ্রেপ্তাররা হলেন- সন্দ্বীপ থানার কালাপানিয়ার মো. ইউছুফের ছেলে মো. সাইফুল (৩৩), নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার বাংলাবাজারের মো. হারুনুর রশীদের ছেলে মো. সাজ্জাদ (২৩) ও লালখান বাজার মতিঝর্ণা এলাকার আতাউর মিয়ার ছেলে মো. সুমন প্রকাশ রুবেল (২৪)।

    কোতোয়ালী থানার এসআই সজল কান্তি দাশ জানান, গ্রেপ্তার ৩ যুবক মূলত একটি মোবাইল চোর চক্রের সদস্য। এরা বিভিন্ন সময় নগরীর বিভিন্ন স্থান থেকে মোবাইল চুরি করে। গ্রেপ্তার রুবেল তার সহযোগী সাজ্জাদকে নিয়ে ঘুরে বেড়ায়। বিশেষ করে কোন বাস বা ট্রাক টার্মিনাল বা মার্কেট এলাকার বাস যাত্রীদের পাশে অবস্থান করে কৌশলে মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে এসব চোরাই মোবাইল সাইফুলের কাছে নিয়ে যায়। সাইফুল মূলত চোরাই মোবাইল ক্রেতা। সে বিভিন্ন চোরদের কাছ থেকে এসব মোবাইল কিনে বেশি দামে বিক্রি করে।

    বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার বানিয়টিলার বাবুল জমিদারের বাড়ীর দ্বিতীয় তলা সাইফুলের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মূলত ভ্রাম্যমাণ মোবাইল চোর চক্রের সদস্য বলে জানায়। গ্রেপ্তার সাজ্জাদ ও রুবেলের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর