Tag: কোতয়ালী থানা পুলিশ

  • সামাজিক দূরত্ব নিশ্চিত ও আড্ডাবাজি বন্ধে উড়ছে ড্রোন

    সামাজিক দূরত্ব নিশ্চিত ও আড্ডাবাজি বন্ধে উড়ছে ড্রোন

    করোনা ভাইরাসের কারণে দেশে বিরাজমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত ও অহেতুক আড্ডাবাজি বন্ধে বাংলাদেশে প্রথমবারের মতো ব্যবহার হতে যাচ্ছে ড্রোন।

    রোববার (১২ এপ্রিল) চট্টগ্রামের কোতোয়ালি থানা পরীক্ষামূলকভাবে থানা সংশ্লিষ্ট বিভিন্ন এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি করা হয়েছে। ড্রোনের মাধ্যমে প্রাপ্ত ছবি ও ভিডিও ফুটেজ দেখে ঘর থেকে অহেতুক বের হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

    এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আমরা বিভিন্ন উপায়ে মানুষকে সচেতন করেছি। তবুও অনেকে অহেতুক ঘোরাফেরা করছে। তাই টহল দেওয়া শুরু করি। কিন্তু তাতে দেখা যায়, অনেকেই আমরা গেলে গায়েব হয়ে যায়। আমরা চলে এলে আবারও আড্ডাবাজি শুরু করে। তাই এখন ড্রোন ব্যবহার করছি। এর মাধ্যমে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, সামাজিক দূরত্ব নিশ্চিত এবং গলি উপগলিতে অহেতুক আড্ডাবাজি বন্ধে চট্টগ্রামে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করা হয়। বিকেলে কোতোয়ালি থানা এলাকার জামালখান,কাজীর দেউরি, ব্যাটারি গলি,পাথরঘাটা, আলকরণ এলাকায় পরীক্ষামূলকভাবে ড্রোন উড়ানো হয়।

    ড্রোনে থাকা ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও করা হয়। এসব ফুটেজ যাচাই বাছাই শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সোমবার থেকে নিয়মিতভাবে আকাশে উড়বে ড্রোন। পাহারা দেবে চট্টগ্রাম। নিশ্চিত করবে সামাজিক দূরত্ব।

  • মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেফতার ৪

    মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেফতার ৪

    চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে মোটর সাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি টিপ ছোরা উদ্ধার উদ্ধার করা হয়।

    বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদর ভিত্তিতে পুরাতন ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন।

    গ্রেফতারকৃতরা হলেন- লোহাগাড়ার আমিরাবাদের জাকোয়া বীরপাড়ার সাজ্জাদ হোসেন প্রঃ রাজু (২৫), আমিরাবাদের আকমল মুন্সির বাড়ীর মোঃ ওসমান গনি প্রঃ ডালিম (২৪), আমিরাবাদের মাহালদার বাড়ীর মোজাম্মেল হক মজনু (৩০), ফটিকছড়ির মোঃ শাকিউল বশর মিনহাজ (৩৩)।

    ওসি জানান, গ্রেফতারের পর রাজুর দেহতল্লাশী করে একটি পিস্তল ও ডালিমের প্যান্টের পকেট থেকে একটি ছোরা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় তারা মূলত সংঘবদ্ধ ভাবে নগরীর বিভিন্ন ব্যস্ততম এলাকা থেকে নামী-দামী বিভিন্ন মোটরসাইকেল চুরি করে।

    গ্রেফতারকৃত মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা মূলত নগরীর বিভিন্ন স্থান থেকে কৌশলে মোটর সাইকেল চুরি করে মঞ্জুর আলম মুন্না (৩২) এর সহায়তায় চোরাই মোটরসাইকেল বিক্রয়ের উদ্দেশ্য কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যায়।

    নগরীর বিভিন্ন স্থানের মোটরসাইকেল চুরির ভিডিও ফুটেজে ইতিমধ্যে আসামীদের সনাক্ত করা হয় বলে জানান ওসি মহসিন।