Tag: কোভিড-১৯

  • চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু, শনাক্ত ৪৩৮

    চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু, শনাক্ত ৪৩৮

    ২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৭৯ এবং উপজেলা পর্যায়ে ১৫৯ জন। একই সময়ে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (১৭ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২২৫০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৩৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৫ হাজার ৫১৬ জন। এর মধ্যে নগরে ৭০,০৫৪ জন এবং উপজেলা পর্যায়ে ২৫,৪৬২ জন।

    তিনি বলেন, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৬৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৩২ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

    কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এন্টিজেন টেস্টে ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ২১২ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ২১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন ইমপেরিয়াল হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালী ১১ জন, আনোয়ারা ১৫ জন, চন্দনাইশ ৪ জন, পটিয়া ৫ জন, বোয়ালখালী ২৯ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ৪৯ জন, ফটিকছড়ি ৩ জন, হাটহাজারী ৬ জন, সীতাকুণ্ড ৩১ জন, মিরসরাই ২ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১৩৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৫৩ এবং উপজেলায় ৪৮৬ জন।

  • করোনায় আরও ১৭৪ জনের মৃত্যু

    করোনায় আরও ১৭৪ জনের মৃত্যু

    ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৯ জনে।

    এক দিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৫৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে।

    সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    এর আগে রোববার ১৮৭, শনিবার ১৭৮, শুক্রবার ১৯৭, বৃহস্পতিবার ২১৫, বুধবার ২৩৭ ও মঙ্গলবার ২৬৪ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এরপর থেকে প্রায় এক মাস প্রতিদিন ২ শতাধিক মানুষের মৃত্যু হয়। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামে।

    সোমবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন।

    ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ৮০৪ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৪১ হাজার ৫৩৬টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।

    বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭০ জন। এছাড়া চট্টগ্রামে ৩৭, রাজশাহীতে ১৭, খুলনায় ১৯, বরিশালে ৭, সিলেটে ৬, রংপুরে ৭ এবং ময়মনসিংহে ১১ জন মারা গেছেন।

    নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯০ জন পুরুষ এবং ৮৪ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৪ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৩ জন এবং নারী ৮ হাজার ৩১৬ জন।

    বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৯৬ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া, ৫১ থেকে ৬০ বছরের ৪১, ৪১ থেকে ৫০ বছরের ২১, ৩১ থেকে ৪০ বছরের ১২, ২১ থেকে ৩০ বছরের ৩ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন।

    গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ২৩০

    চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ২৩০

    ২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৬৩ এবং উপজেলা পর্যায়ে ৬৭ জন। একই সময়ে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে।

    সোমবার (১৬ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৭৮৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৩০ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৫ হাজার ৪৪ জন। এর মধ্যে নগরে ৬৯,৭৭৫ জন এবং উপজেলা পর্যায়ে ২৫,২৬৯ জন।

    তিনি বলেন, গতকাল রোববার বিআইটিআইডিতে ৯৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩২৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এন্টিজেন টেস্টে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ১৯৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ এবং আরটিএলে নমুনা পরীক্ষা হয় নি।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ৪ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ২ জন, চন্দনাইশ ১১ জন, পটিয়া ৪ জন, বোয়ালখালী ২১ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ১ জন, ফটিকছড়ি ১৭ জন, হাটহাজারী ২ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ২ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১২৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৪৯ এবং উপজেলায় ৪৭৯ জন।

  • চট্টগ্রামে ৪৯৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

    চট্টগ্রামে ৪৯৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৭৪ এবং উপজেলা পর্যায়ে ২২৪ জন। একই সময়ে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

    রবিবার (১৫ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৩০১ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৯৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৪ হাজার ৮৪৮ জন। এর মধ্যে নগরে ৬৯,৬১২ জন এবং উপজেলা পর্যায়ে ২৫,২৩৬ জন।

    তিনি বলেন, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যবে ৩২২ জনের নমুনা পরীক্ষা করে ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৮৩০ জনের নমুনা পরীক্ষা করে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩২৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

    কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এন্টিজেন টেস্টে ২০৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ১৮০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন ইমপেরিয়াল হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ২৪ জন, সাতকানিয়ায় ৩৪ জন, বাঁশখালী ৪ জন, আনোয়ারা ১৩ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ১০ জন, বোয়ালখালী ৩ জন, রাঙ্গুনিয়া ৩১ জন, রাউজান ৫০ জন, ফটিকছড়ি ৭ জন, হাটহাজারী ৩৬ জন, সীতাকুণ্ড ৯ জন, মিরসরাই ৭ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১২১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৪৭ এবং উপজেলায় ৪৭৪ জন।

  • করোনায় আরও ১৭৮ জনের মৃত্যু

    করোনায় আরও ১৭৮ জনের মৃত্যু

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৯৮৮ জনের।

    শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার টানা ১৯ দিন পর মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামে। এদিন ১৯৭ জনের মৃত্যু হয়েছে।

    একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৮৫ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৩ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৬৬ শতাংশ।

    ২৪ ঘন্টায় সুস্থ ৭ হাজার ৮০৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।

  • ২০০ এর নিচে নামল করোনায় মৃত্যু

    ২০০ এর নিচে নামল করোনায় মৃত্যু

    করোনায় দেশে টানা ১৮ দিন পর মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামল। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮১০ জনে। একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৬৫ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন।

    শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    এর আগে বৃহস্পতিবার (১২ আগস্ট) করোনায় মৃতের সংখ্যা ছিল ২১৫ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১০ হাজার ১২৬ জন।

  • চট্টগ্রামে এক দিনে আরও ৮ মৃত্যু, শনাক্ত ৬১৬

    চট্টগ্রামে এক দিনে আরও ৮ মৃত্যু, শনাক্ত ৬১৬

    ২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬১৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৬৭ এবং উপজেলা পর্যায়ে ২৪৯ জন। একই সময়ে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (১৩ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৫৪৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৬১৬ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৩ হাজার ৮৮৪ জন। এর মধ্যে নগরে ৬৯,০৪১ জন এবং উপজেলা পর্যায়ে ২৪,৮৪৩ জন।

    সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৫৭ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৩৩ জনের নমুনা পরীক্ষায় ৮৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ২৭৭ জনের নমুনা পরীক্ষায় ১০২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৬৯ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

    কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

    এন্টিজেন টেস্টে ২৯২ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ২ জন, সাতকানিয়ায় ২৪ জন, বাঁশখালী ৪ জন, আনোয়ারা ২৪ জন, চন্দনাইশ ৭ জন, পটিয়া ১৮ জন, বোয়ালখালী ২৮ জন, রাঙ্গুনিয়া ১২ জন, রাউজান ৩৬ জন, ফটিকছড়ি ১০ জন, হাটহাজারী ৬৭ জন, সীতাকুণ্ড ৭ জন, মিরসরাই ১০ জন এবং সন্দ্বীপে শূণ্য জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১১১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৪৩ এবং উপজেলায় ৪৬৮ জন।

  • ২৪ ঘন্টায় আরও ২১৫ জনের মৃত্যু

    ২৪ ঘন্টায় আরও ২১৫ জনের মৃত্যু

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬১৩ জনের।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার দেশে করোনায় একদিনে ২৩৭ জনের মৃত্যু হয়।

    একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১০ হাজার ১২৬। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৬ শতাংশ।

    ২৪ ঘন্টায় সুস্থ ১৩ হাজার ৯৯০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।

  • চট্টগ্রামে একদিনে আরও ৯ মৃত্যু, শনাক্ত ৫৮৯

    চট্টগ্রামে একদিনে আরও ৯ মৃত্যু, শনাক্ত ৫৮৯

    ২৪ ঘন্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৮৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৩৬ এবং উপজেলা পর্যায়ে ২৫৩ জন। একই সময়ে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (১২ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৮৮৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৮৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৩ হাজার ২৩৪ জন। এর মধ্যে নগরে ৬৮,৬৭৪ জন এবং উপজেলা পর্যায়ে ২৪,৫৯৪ জন।

    সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৯০৮ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৪২৪ জনের নমুনা পরীক্ষায় ১২৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৪০ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

    কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫২ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এন্টিজেন টেস্টে ৩৬০ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ১১২ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় শূণ্য, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালী ১৪ জন, আনোয়ারা ৬ জন, চন্দনাইশ ৪ জন, পটিয়া ১০ জন, বোয়ালখালী ৭৮ জন, রাঙ্গুনিয়া ২৩ জন, রাউজান ৪০ জন, ফটিকছড়ি ১৪ জন, হাটহাজারী ৪১ জন, সীতাকুণ্ড ১২ জন, মিরসরাই ৭ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১০৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৪০ এবং উপজেলায় ৪৬৩ জন।

  • করোনায় আরও ২৩৭ জনের প্রাণহানি

    করোনায় আরও ২৩৭ জনের প্রাণহানি

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৩৯৮ জনের।

    বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার দেশে করোনায় একদিনে ২৬৪ জনের মৃত্যু হয়।

    একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪২০। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৩ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৪৫ শতাংশ।

    ২৪ ঘন্টায় সুস্থ ১৩ হাজার ৩১৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।

     

  • চট্টগ্রামে মৃত্যুর মিছিলে আরও ১২ জন, শনাক্ত ৭৭২

    চট্টগ্রামে মৃত্যুর মিছিলে আরও ১২ জন, শনাক্ত ৭৭২

    ২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৭২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪৪৪ এবং উপজেলা পর্যায়ে ৩২৮ জন। একই সময়ে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে।

    বুধবার (১১ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৮৮৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৭২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯২ হাজার ৬৭৯ জন। এর মধ্যে নগরে ৬৮,৩৩৮ জন এবং উপজেলা পর্যায়ে ২৪,৩৪১ জন।

    সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৩৭ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৯২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৪১৬ জনের নমুনা পরীক্ষায় ১৪৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৮০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

    কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এন্টিজেন টেস্টে ৫০৬ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৩ জন, সাতকানিয়ায় ২৪ জন, বাঁশখালী ৮ জন, আনোয়ারা ৩৫ জন, চন্দনাইশ ৮ জন, পটিয়া ৮ জন, বোয়ালখালী ৫৩ জন, রাঙ্গুনিয়া ২ জন, রাউজান ৬২ জন, ফটিকছড়ি ২৬ জন, হাটহাজারী ৭৫ জন, সীতাকুণ্ড ১৭ জন, মিরসরাই ৭ জন এবং সন্দ্বীপে শূণ্য জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং মেডিকেল সেন্টার হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১০৯৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৩৯ এবং উপজেলায় ৪৫৫ জন।

  • করোনায় আরও ২৬৪ জনের মৃত্যু

    করোনায় আরও ২৬৪ জনের মৃত্যু

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৬১ জনে।

    এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে।

    মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    এর আগে সোমবার ২৪৫, রোববার ২৪১, শনিবার ২৬১, শুক্রবার ২৪৮, বৃহস্পতিবার ২৬৪ (সর্বোচ্চ), বুধবার ২৪১ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এ দিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে প্রায় প্রতিদিনই করোনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

    স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।

    ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৪১৬ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ৪২৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮২ লাখ ১২ হাজার ৪১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ।

    বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৯২ জন। এছাড়া চট্টগ্রামে ৬০, রাজশাহীতে ২৫, খুলনায় ২৭, বরিশালে ১১, সিলেটে ১৭, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ১৮ জন মারা গেছেন।

    নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৫৪ জন পুরুষ এবং ১১০ জন নারী। এদের মধ্যে ১০ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৩৮৪ জন এবং নারী ৭ হাজার ৭৭৭ জন।

    বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৫, ৮১ থেকে ৯০ বছরের ১২, ৭১ থেকে ৮০ বছরের ৪৮, ৬১ থেকে ৭০ বছরের ৮৫, ৫১ থেকে ৬০ বছরের ৬৬, ৪১ থেকে ৫০ বছরের ২৫, ৩১ থেকে ৪০ বছরের ১৬, ২১ থেকে ৩০ বছরের ৬, ১০ বছরের নিচের একজন মারা গেছেন।

    গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।