২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৭৯ এবং উপজেলা পর্যায়ে ১৫৯ জন। একই সময়ে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২২৫০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৩৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৫ হাজার ৫১৬ জন। এর মধ্যে নগরে ৭০,০৫৪ জন এবং উপজেলা পর্যায়ে ২৫,৪৬২ জন।
তিনি বলেন, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৬৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৩২ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ২১২ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ২১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন ইমপেরিয়াল হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালী ১১ জন, আনোয়ারা ১৫ জন, চন্দনাইশ ৪ জন, পটিয়া ৫ জন, বোয়ালখালী ২৯ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ৪৯ জন, ফটিকছড়ি ৩ জন, হাটহাজারী ৬ জন, সীতাকুণ্ড ৩১ জন, মিরসরাই ২ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১৩৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৫৩ এবং উপজেলায় ৪৮৬ জন।