Tag: কোভিড-১৯

  • চট্টগ্রামে এক দিনে ১২ মৃত্যু, শনাক্ত ৮৪৮

    চট্টগ্রামে এক দিনে ১২ মৃত্যু, শনাক্ত ৮৪৮

    ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮৪৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫৮০ এবং উপজেলা পর্যায়ে ২৬৮ জন। একই সময়ে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে।

    সোমবার (২৬ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২২৮২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭৬ হাজার ৩২৬ জন। এর মধ্যে নগরে ৫৭,৫৮৯ জন এবং উপজেলা পর্যায়ে ১৮,৭৩৭ জন।

    সিভিল সার্জন জানান, গতকাল রবিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১১৯ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১১৮ জনের করোনা শনাক্ত হয়ছে।

    এন্টিজেন টেস্টে ১০৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাব ২৪৬ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ৩২২ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮২ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতাল ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১৬ জন, সাতকানিয়ায় ৭ জন, বাঁশখালী ৯ জন, আনোয়ারা ৩ জন, চন্দনাইশ ৩০ জন, পটিয়া ৪৩ জন, বোয়ালখালী ৩৮ জন, রাঙ্গুনিয়া ৩২ জন, রাউজান ৪ জন, ফটিকছড়ি ১৪ জন, হাটহাজারী ১০ জন, সীতাকুণ্ড ১৭ জন, মিরসরাই ১২ জন এবং সন্দ্বীপে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮৯৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫৪৭ এবং উপজেলায় ৩৫০ জন।

  • আরও ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১

    আরও ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১

    গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৪ জনে।

    এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনে।

    রোববার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    এর আগে শনিবার ১৯৫, শুক্রবার ১৬৬, বৃহস্পতিবার ১৮৭, বুধবার ১৭৩, মঙ্গলবার ২০০ ও সোমবার ২৩১ (সর্বোচ্চ) জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

    গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • দেশে করোনায় মৃত্যু ১৯৫, শনাক্ত ৬৭৮০

    দেশে করোনায় মৃত্যু ১৯৫, শনাক্ত ৬৭৮০

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৯৫ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৪৬ জনে।

    একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ছয় হাজার ৭৮০ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জনে।

    শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

  • চট্টগ্রামে ৬ মৃত্যু, শনাক্ত ৩০১

    চট্টগ্রামে ৬ মৃত্যু, শনাক্ত ৩০১

    ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩০১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৫৮ এবং উপজেলা পর্যায়ে ৪৩ জন। একই সময়ে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

    শনিবার (২৪ জুলাই) সকাল  চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৩০৪ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭৪ হাজার ৫৬২ জন। এর মধ্যে নগরে ৫৬,৪৪০ জন এবং উপজেলা পর্যায়ে ১৮,১২২ জন।

    সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১২ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭২২ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়ছে।

    এন্টিজেন টেস্টে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ১৬০ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৩ জন, সাতকানিয়ায় ১ জন, বাঁশখালী ১ জন, পটিয়া ৩ জন, বোয়ালখালী ৩ জন, রাঙ্গুনিয়া ৪ জন, রাউজান ৩ জন, ফটিকছড়ি ৫ জন, হাটহাজারী ১৩ জন, সীতাকুণ্ড ৬ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাব, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮৭৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫৩৯ এবং উপজেলায় ৩৩৫ জন।

  • করোনায় মৃত্যু ১৬৬, শনাক্ত ৬৩৬৪

    করোনায় মৃত্যু ১৬৬, শনাক্ত ৬৩৬৪

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৬৬ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৮৫১ জনে।

    একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ছয় হাজার ৩৬৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৪৬হাজার ৫৬৪ জনে।

    শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

  • চট্টগ্রামে ৫৪১ জনের করোনা শনাক্ত,মৃত্যু ৬

    চট্টগ্রামে ৫৪১ জনের করোনা শনাক্ত,মৃত্যু ৬

    ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪৫১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৩৭ এবং উপজেলা পর্যায়ে ২১৪ জন। একই সময়ে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (২৩ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১২৬৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৫১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭৪ হাজার ২৬১ জন। এর মধ্যে নগরে ৫৬,১৮২ জন এবং উপজেলা পর্যায়ে ১৮,০৭৯ জন।

    সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৮০ জনের নমুনা পরীক্ষায় ১৯৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এন্টিজেন টেস্টে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ১৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাব, মেডিকেল সেন্টার হাসপাতাল এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮৬৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫৩৬ এবং উপজেলায় ৩৩২ জন।

  • দেশে করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু

    দেশে করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৬৮৫ জন।

    এ সময়ে করোনায় নতুন শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৪০ হাজার ২০০ জন।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৮৬টি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ।

    ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা রোগী ৯ লাখ ৬৯ হাজার ৬১০ জন।

    গত ২৪ ঘণ্টায় মৃত ১৮৭ জনের মধ্যে ঢাকায় ৭৫, খুলনায় ৪৪, চট্টগ্রামে ২৩, রাজশাহীতে ১০, বরিশালে ১১, সিলেটে ৪, রংপুরে ১৫ এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন মারা গেছেন।

    গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • চট্টগ্রামে আরও ৪২৮ জনের করোনা শনাক্ত,মৃত্যু ২

    চট্টগ্রামে আরও ৪২৮ জনের করোনা শনাক্ত,মৃত্যু ২

    ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩০২ এবং উপজেলা পর্যায়ে ১২৬ জন। একই সময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (২২ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৬৬১ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪২৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭৩ হাজার ৮১০ জন। এর মধ্যে নগরে ৫৫,৯৪৫ জন এবং উপজেলা পর্যায়ে ১৭,৮৬৫ জন।

    সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৯৩৫ জনের নমুনা পরীক্ষায় ১৩৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ২৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

    কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১১ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন এন্টিজেন টেস্ট, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাব, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮৬২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫৩০ এবং উপজেলায় ৩৩২ জন।

  • ঈদের দিন ১৭৩ জনের মৃত্যু

    ঈদের দিন ১৭৩ জনের মৃত্যু

    গত কয়েক দিন দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী ছিল। তবে ঈদুল আজহার দিন এসে সংক্রমণ ও মৃত্যু দুটোই নিম্নমুখীর খবর এল।

    বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সারা দেশে আরও ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৪৯৮ জনে।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৭ হাজার ৬১৪ জন। এর আগের দিন ১১ হাজার ৫৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।

    এর আগে মঙ্গলবার করোনায় ২০০ জন, সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল। আর রোববার ২২৫ ও শনিবার ২০৪ জন মারা গিয়েছিল।

    বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

  • চট্টগ্রামে আরও ৭৯০ জন করোনায় আক্রান্ত,মৃত্যু ৪

    চট্টগ্রামে আরও ৭৯০ জন করোনায় আক্রান্ত,মৃত্যু ৪

    ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৯০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫৬১ এবং উপজেলা পর্যায়ে ২২৯ জন। একই সময়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

    বুধবার (২১ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ৩৩২৫ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৯০ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে নগরে ৫৫,৬৪৩ জন এবং উপজেলা পর্যায়ে ১৭,৭৩৯ জন।

    সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১১২০ জনের নমুনা পরীক্ষায় ১৩৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১০৩ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এন্টিজেন টেস্টে ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৪৪০ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮৬০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫২৯ এবং উপজেলায় ৩৩১ জন।

  • করোনায় আরও ২০০ জনের মৃত্যু

    করোনায় আরও ২০০ জনের মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৫ জনে।

    এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জনে।

    মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    এর আগে, সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়। রোববার ২২৫ ও শনিবার ২০৪ জন মারা যান। শুক্রবার ১৮৭, বৃহস্পতিবার ২২৬, বুধবার ২১০, মঙ্গলবার (১৩ জুলাই) ২০৩, সোমবার ২২০ ও রোববার ২৩০ জন মারা যান। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

    স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৫১ হাজার ৩৪০ জন।

    ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪০ হাজার ৯৮২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৫১০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৩৯ হাজার ৯০৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৫১ জন। এছাড়া খুলনায় ৫০, চট্টগ্রামে ৪৯, রাজশাহীতে ১২, বরিশালে ৭, সিলেটে ১১, রংপুরে ১২ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ৮৯ জন নারী। এদের মধ্যে ৬ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ হাজার ৬৬১ জন এবং নারী ৫ হাজার ৬৬৪ জন।

    বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০৬ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৮, ৪১ থেকে ৫০ বছরের ২৭, ৩১ থেকে ৪০ বছরের ১২, ২১ থেকে ৩০ বছরের ৬ এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

    গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড  ১৫ মৃত্যু,শনাক্ত ৯২৫

    চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫ মৃত্যু,শনাক্ত ৯২৫

    ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯২৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫৫৩ এবং উপজেলা পর্যায়ে ৩৭২ জন। একই সময়ে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (২০ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৫৩৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৯২৫ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭২ হাজার ৫৯২ জন। এর মধ্যে নগরে ৫৫,০৮২ জন এবং উপজেলা পর্যায়ে ১৭,৫১০ জন।

    সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬০২ জনের নমুনা পরীক্ষায় ১৪৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৬৯ জনের নমুনা পরীক্ষা করে  জনের করোনা শনাক্ত হয়েছে।

    কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এন্টিজেন টেস্টে ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৫২ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হয় নি।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮৫৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫২৬ এবং উপজেলায় ৩৩০ জন।