Tag: কোয়ারেন্টিনে

  • করোনা আক্রান্ত অভিনেত্রী নুসরাত’র বাবা, মা-বোন কোয়ারেন্টিনে

    করোনা আক্রান্ত অভিনেত্রী নুসরাত’র বাবা, মা-বোন কোয়ারেন্টিনে

    ২৪ ঘণ্টা বিনোদন ডেস্ক || জ্বর নিয়ে গত রবিবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বাবা মহম্মদ শাহজাহান।

    শোনা যায়, জ্বরের সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল তার। পরদিন নুসরাতের বাবার লালারসের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা, রিপোর্ট পজিটিভ আসে।

    রিপোর্টে করোনা পজিটিভ পাওয়ার পরই তা পাঠানো হয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে। এরপরই সরকারি নির্দেশিকা মেনে নায়িকার মা ও বোনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

    এর আগে গত সোমবার সকালে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ডিজিটালকে নুসরাত জানিয়েছেন, তার বাবার এমন কোনও লক্ষণ ছিল না। তিনি বলেন, “মিডিয়াতে লেখা হয়েছে, জ্বরের সঙ্গে তাঁর শ্বাসকষ্টও ছিল, বাস্তবে শ্বাসকষ্ট ছিল না, সাধারণ জ্বর।

    যেহেতু বয়স হয়েছে, তাই পরিবারের তরফ থেকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাবা ডায়াবিটিসের রোগী কিন্তু কোনওদিন ইনসুলিন নিতে হয়নি তাঁকে।”

    নুসরাত এও জানিয়েছেন, এখন সরকারি নিয়ম অনুযায়ী, হাসপাতালে ভর্তি হলে বেশির ভাগ রোগীদেরই কোভিড ১৯ পরীক্ষা করা হচ্ছে।

    কিন্তু করোনা পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ আসায় বাবা ও পরিবারকে নিয়ে দুশ্চিন্তায় আছেন ভারতীয় এ চিত্রনায়িকা।

    চিকিৎসকরা জানিয়েছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তারপরই করোনা চিকিৎসা শুরু করবেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

    অভিনেত্রী জানান, তাঁর বাবার বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। এমনকি সম্প্রতি কলকাতার বাইরেও যাননি তিনি। তবে তার বাবা যে বাজারে গিয়েছিলেন তা জানিয়েছেন নুসরত জাহান।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • স্ত্রীর থেকে আলাদা চিত্রনায়ক ফেরদৌস, সন্তানরা কথা বলছে ভিডিও কলে

    স্ত্রীর থেকে আলাদা চিত্রনায়ক ফেরদৌস, সন্তানরা কথা বলছে ভিডিও কলে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বিনোদন ডেস্ক : পরিবারকে সুখে রাখতেই মানুষ কঠোর পরিশ্রম করেন। চিত্রনায়ক ফেরদৌসও ব্যতিক্রম নন।

    পরিবারের সকলের মঙ্গলের জন্য স্ত্রী তানিয়া রেজার কাছ থেকে গত সপ্তাহ ধরে আলাদা থাকছেন বাংলা সিনেমার অন্যতম চিত্রনায়ক ফেরদৌস।

    মূলত স্ত্রী তানিয়া রেজা ও দুই কন্যা নুজহাত ফেরদৌস ও নামিরা ফেরদৌসকে নিয়ে তার সুখের সংসারে বাঁধা হয়ে দাড়িয়েছে করোনা ভাইরাস। পরিস্থিতির কারণে স্ত্রীকে কোয়ারেন্টিনে রেখে তিনি আলাদা থাকছেন সন্তানদের নিয়ে।

    ফেরদৌস জানান, স্ত্রী তানিয়া পেশায় একজন বৈমানিক। পেশাগত কারণে তাকে বিশ্বের বিভিন্ন দেশে যেতে হয়। গত সপ্তাহে লন্ডনের এক ফ্লাইটে ঢাকায় ফেরেন তানিয়া।

    এরপর থেকে গুলশানের একটি বাসায় কোয়ারেন্টাইনে আছেন তিনি। সন্তানদের নিয়ে বনানীর বাসায় থাকছেন ফেরদৌস।

    হঠাৎ বৃষ্টিখ্যাত এই নায়ক বললেন, ‘আমার স্ত্রী পেশায় পাইলট, তাই বাধ্য হয়েই তাকে যেতে হয় দেশের বাইরে। গত সপ্তাহে লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টাইনে আছে। আমি সন্তানদের নিয়ে বাসায় থাকছি।

    ওরা মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলে। এটা সবার জন্য আমাদের ত্যাগ। করোনাভাইরাস একজন থেকে হাজার মানুষের মধ্যে ছড়িয়ে যায়। সাবধানতায় রক্ষা করতে পারে আমাদের। এই সময় সবার ঘরে থেকেই সচেতন হতে হবে।’

    সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশে মোট ১৩ লাখ ৪৮ হাজার ২০৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৪ হাজার ৭৯৫ জন।

    বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • জ্বর, কাশি নিয়ে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি রোগী আইসোলেশনে,অতঃপর মৃত্যু

    জ্বর, কাশি নিয়ে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি রোগী আইসোলেশনে,অতঃপর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। খাগড়াছড়ি প্রতিনিধি : জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত এক রোগী গত ৯ মার্চ ভর্তি হয়েছিলো খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে।

    ২৫ মার্চ বুধবার দুপুর ২টার দিকে শ্বাসকষ্ট, গলা ব্যথাসহ তার শারিরীক অবস্থা নিয়ে সন্দেহজনক হওয়ায় তাকে রাখা হয় হাসপাতালটির আইসোলেশনে। রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

    লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় তার মৃতদেহ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

    খাগড়াছড়ির সিভিল সার্জন নূপুর কান্তি দাশ তথ্যটি নিশ্চিত করে বলেন, জ্বর, কাশিতে আক্রান্ত হয়ে ৩০ বছর বয়সী রোগীটি গত ৯ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হয়। এরপর তিনি শ্বাসকষ্টে ভুগতে থাকলে সন্দেহ হওয়ায় তাকে দুপুরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

    তিনি বলেন, তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হবে। রাতেই যথাযথ নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে মরদেহ মৃত ব্যক্তির গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

    এদিকে রোগীটির মৃত্যুর পর ওই হাসপাতালে রোগীর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার, দুই জন নার্স ও এক আয়াকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • চট্টগ্রামে কোয়ারেন্টিনে ৯৭৩, দু-একদিনের মধ্যে আসতে পারে করোনা শনাক্তের কিট

    চট্টগ্রামে কোয়ারেন্টিনে ৯৭৩, দু-একদিনের মধ্যে আসতে পারে করোনা শনাক্তের কিট

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : বন্দর নগরী চট্টগ্রামে মোট ৯৭৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি কোয়ারেন্টিনে থাকা সকলকে কোয়ারেন্টিনের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে।

    এদিকে, করোনা শনাক্তের কিট আগামী দুই এক দিনের মধ্যে চট্টগ্রাম আসতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির।

    জানা যায়, ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস- বিআইটিআইডি এর মাইক্রোবায়োলজি বিভাগের একজন ডাক্তার এবং দুইজন টেকনিশিয়ানকে প্রশিক্ষণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    তারা প্রশিক্ষণ শেষ করে কিট নিয়ে আসবেন। এরপরই চট্টগ্রামে করোনা রোগের পরীক্ষা শুরু হবে। এছাড়া করোনা মোকাবিলায় বিভিন্ন স্থানে আইসোলেশন বেডের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান স্বাস্থ্য পরিচালক।

    ২৪ ঘন্টা/ আর এসপি

  • কোয়ারেন্টিনে থাকা সৃজিতের জন্য চিন্তা হচ্ছে মিথিলার! প্রসেনজিৎও কোয়ারেন্টিনে

    কোয়ারেন্টিনে থাকা সৃজিতের জন্য চিন্তা হচ্ছে মিথিলার! প্রসেনজিৎও কোয়ারেন্টিনে

    ২৪ ঘন্টা ডট নিউজ। বিনোদন ডেস্ক : দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশে ফিরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে গেলেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি।

    ১৪ দিনের জন্য ঘরে আবদ্ধ স্বামী সৃজিত মুখার্জির জন্য চিন্তা হচ্ছে তার স্ত্রী রাফিয়াদ রশিদ মিথিলার। করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে ঢাকায় বাড়িতে বসেই কাজ করতে হচ্ছে এই অভিনেত্রীকে।

    এ বিষয়ে মিথিলা গণমাধ্যমকে বলেন, হুম তার জন্য খুব চিন্তা করছি। সৃজিতের বাড়িতে কেউ আসছেন না। ওর গাড়ির চালকেরও আসতে মানা। খাবার দিয়ে যাওয়া হচ্ছে ও ডিসপোজেবল প্লেটে খাচ্ছে।’সব বন্ধ! ওর মা আলাদা বাড়িতে।

    তবে ঘনঘন ভিডিও কল করে তাকে দেখছি, কথা হচ্ছে। তাছাড়া করোনার বিষয়ে কতোটা সাবধানতা অবলম্বন করতে হবে তা মেয়ে আয়রাই বুঝিয়ে দিয়েছে।

    কাকাবাবুর প্রত্যাবর্তন’‌ ছবির একটি অংশের শুটিং সেরে দক্ষিণ আফ্রিকা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় জোহানেসবার্গ থেকে দুবাই হয়ে কলকাতায় ফেরেন সৃজিত। একই বিমানে একই স্থান থেকে ফিরেন ছবিটির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।সৃজিত,চিন্তা মিথিলার প্রসেনজিৎও

    ফিরেই এই দুই তারকা স্বেচ্ছায় চলে যান হোম কোয়ারেন্টিনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরাই এ তথ্য ছড়িয়ে দিয়েছেন।

    গতকাল কলকাতায় ফিরে মুখে মাস্ক লাগিয়ে সৃজিত গণমাধ্যমকে জানিয়েছেন, করোনায় আক্রান্ত ১৬ দেশের মধ্যে আফ্রিকা নেই। এ কারণে তার আইসোলেশন সেন্টরে যাওয়ার প্রয়োজন হয়নি।

    তবে পরবর্তী দুই সপ্তাহের জন্য তিনি নিজেই হোম কোয়ারেন্টিনে থাকবেন। পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষের করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের পরীক্ষাতেই প্রাথমিকভাবে পাশ করেছেন তিনি।

    সৃজিতের সঙ্গী অভিনেতা প্রসেনজিৎ জানালেন, শুটিং দলের সবাই সুস্থ আছেন এবং ফিরে এসেছেন। কিন্তু সামনের দিনগুলোতে আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। সে কারণেই আমি বাড়িতে প্রায় ৮ থেকে ১০ দিন সেল্ফ কোয়ারেন্টিনে থাকব।

    ২৪ ঘন্টা/আর এস পি…