এম জুনায়েদ,ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির ঐতিহ্যবাহী কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান সমুহের একক সংগঠন কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফটিকছড়ি (ক্যাফ) ‘র ব্যবস্থাপনায় ক্যাফ গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা’১৯ এর ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ক্যাফের অফিস কক্ষে এ ফলাফল ঘোষনা করা হয়।
এসময় চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দুল আজাদ, মহাসচিব মাসুদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ফজলুল করিম উপস্হিত ছিলেন।
ক্যাফ চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দুল আজাদ বলেন, দেশের এ দুর্যোগপূর্ণ ক্রান্তিকালে সকলের উম্মুক্ত উপস্হিতি উম্মুক্ত উপস্হিতি উম্মুক্ত উপস্হিতি উম্মুক্ত উপস্হিতি উপেক্ষা করে চরম বাস্তবতা উপলব্ধি করে” ক্যাফে গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা ২০১৯ এর ফলাফল বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে (অনলাইন) প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেহেতু, এখন সকল বিদ্যালয় সাধারণ ছুটিতে রয়েছে তাই আপনারা প্রত্যেক প্রতিষ্ঠানের পক্ষে স্ব স্ব প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের ফলাফল ফোনে অথবা ব্যক্তিগত মাধ্যমে পৌঁছে দেয়ার জন্যে অনুরোধ করা যাচ্ছে। এসময় তিনি আগামী ঈদের পর সুবিধামত তারিখে পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করার প্রতিও ইঙ্গিত দেন।
উল্লেখ্য, এবারের পরিক্ষায় হেয়াঁকো বনানী উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট ৫টি কেন্দ্রে প্রায় ১৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৩৭৯ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে। তন্মধ্যে, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১০ জন গোল্ড মেডেলিষ্ট ৪৪ জন ট্যালেন্টপুল ১১৮ জন ব্রিলিয়ান্ট ও ২০৭ জেনারেল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়।