Tag: ক্রিকেট

  • শ্রীলঙ্কা ক্রিকেটকে নিষিদ্ধ করলো আইসিসি

    শ্রীলঙ্কা ক্রিকেটকে নিষিদ্ধ করলো আইসিসি

    শ্রীলঙ্কা ক্রিকেটে বড় দুঃসংবাদ। বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে তাৎক্ষণিক সিদ্ধান্তে লঙ্কান ক্রিকেটে নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি।

    বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘আইসিসি বোর্ড আজ বৈঠকে বসে ঠিক করেছে যে, শ্রীলঙ্কা ক্রিকেট একটি সদস্য হিসেবে তার প্রতিশ্রুতির গুরুতর লঙ্ঘন করছে। বিশেষ করে, স্বায়ত্তশাসিতভাবে তার বিষয়গুলো পরিচালনা করার প্রয়োজনীয়তা এবং শাসন, প্রবিধান এবং প্রশাসনে কোনও সরকারি হস্তক্ষেপ নেই তা নিশ্চিত করতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট।’

    যার ফলশ্রুতিতে লঙ্কান ক্রিকেটের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তারা আরও জানিয়েছে, নিষেধাজ্ঞার শর্তগুলো আইসিসির বোর্ড সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে যথাসময়ে জানাবে।

    এর আগে বিশ্বকাপে ভরাডুবির কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সকল সদস্যকে বরখাস্ত করেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাদের পুনরায় স্বপদে পুর্নবহাল করেছিলেন লঙ্কান আদালত।

    তবে দুইদিন পর সংসদে সরকারি দল ও বিরোধী দলের সর্বসম্মতিক্রমে বোর্ড সদস্যদের বরখাস্ত করার প্রস্তাব পাস করায়।

    বৃহস্পতিবার (৯ নভেম্বর) ‘দুর্নীতিগ্রস্থ এসএলসি (শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড) ম্যানেজমেন্ট প্রত্যাহার’ নামে একটি বিল উত্থাপন করেন প্রধান বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। পরে উত্থাপন করা বিলে সম্মতি প্রদান করেন সরকারদলীয় নেতা নিমাল সিরিপালা ডি সিলভা। এরপর চূড়ান্ত প্রস্তাব পাস হয়।

    পরে এ বিষয়ে প্রেমাদাসা জানান, জনগণকে ক্রিকেট বোর্ডের প্রশাসনিক পর্যায়ে দুর্নীতি বিষয়ে সচেতন করা এবং লঙ্কান ক্রিকেটকে দুর্নীতিবাজদের কবল থেকে রক্ষা করাই এই প্রস্তাবের লক্ষ্য। আবেগী ভক্তদের জন্য খেলাকে বাঁচাতে সম্মিলিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন প্রেমাদাসা।

    বিশ্বকাপে লঙ্কান ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সের কারণে বোর্ডের কর্তাদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। পরে সমালোচনার মুখে পড়ে সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়ান মোহন ডি সিলভা। এর পরেই দিনই বোর্ডের সবাইকে পদত্যাগে বাধ্য করেন রোশান রানাসিংহে।

     

  • কারাবন্দিদের সঙ্গে ক্রিকেট খেললেন মাশরাফি

    কারাবন্দিদের সঙ্গে ক্রিকেট খেললেন মাশরাফি

    ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নিয়ে মাসব্যাপী বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বুধবার (৪ অক্টোবর) কেরানীগঞ্জে প্রায় ১০ হাজার বন্দি নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানে উদ্বোধন করেন তিনি।

    মাশরাফি শুধু টুর্নামেন্ট উদ্বোধন করেছেন এমন নয়, তিনি একটি দলেরে হয়ে ক্রিকেটও খেলেছেন। উদ্বোধনী দিনে বন্দিদের কেইস টেবিল রাইটার্স ও স্টাফদের কিংস সুপার স্টারের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে কেইস টেবিল রাইটার্সদের পক্ষে বোলিং ও ব্যাটিং করেছেন মাশরাফি।

    টুর্নামেন্টের ধরন টি-টোয়েন্টি। এই উদ্বোধনী অনুষ্ঠানের সময় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রি. জেনারেল এ এস এম আনিসুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের আগে বন্দিদের সঙ্গে এক আলোচনা সভায় মিলিত হন মাশরাফি।

    আলোচনা সভায় বিভিন্ন সংশোধনমূলক এবং মাদকবিরোধী কার্যক্রম ও কারাগারে চলমান কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

  • গুজরায় রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্টিত

    গুজরায় রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্টিত

    রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের কাঁঝর দীঘির পাড় পার্শ্বস্থ মাঠে রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ও ফাইনাল খেলা অনুষ্টিত হয়।

    গতকাল (৭ মার্চ) সোমবার বিডিআর লিটন ফুটবল একাদশের আয়োজনে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করেন রাউজান উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফ।

    ইউপি সদস্য জগদীশ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান সোহেল, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হোসেন, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, হাটহাজারীর আলিফ হাসপাতালের পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন, ওয়াশিংটন বড়ুয়া হিরু, প্রকৌশলী মোরশেদুল হক বাবলু, প্রকৌশলী আনোয়ারুল আজিম, ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন তৌহিদ।

    রাসেল বড়ুয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন লিটন বড়ুয়া, পুলক বড়ুয়া, মো. হারুণ, নুরুল আলম খোকন, আকবর আলী জয়, রনব্রত বড়ুয়া, রণি বড়ুয়া, কাকন বড়ুয়া, আজম, রিদবি, রায়হান, রানা, সাগর, লিটন, মুন্না,টমাস প্রমুখ।

    ফাইনাল খেলায় পশ্চিম গহিরা ক্রিকেট টিমকে ৪ উইকেটে হারিয়ে কমলাদীঘির পার ক্রিকেট টিম চ্যাাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।

    প্রথমবারের মতো আয়োজিত টুর্ণামেন্টে ১৬টি দল অংশ নেন।

    ২৪ ঘন্টা/নেজাম রানা/রাজীব

  • দ্রুতই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হবে, বললেন ইমরান খান

    দ্রুতই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হবে, বললেন ইমরান খান

    সম্প্রতি নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফর বাতিল করায় ক্ষোভে ফুঁসছেন পিসিবির কর্মকর্তারা। এই হতাশাকে শক্তিতে পরিণত করে মাঠে জ্বলে উঠতে ক্রিকেটাদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

    আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিও টিভির খবরে জানা গেছে, সম্প্রতি নিজ বাসভবনে ক্রিকেটারদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বিশ্বকাপের জন্য শুভ কামনা জানান তিনি।

    ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলে অধিনায়ক ছিলেন ইমরান খান। তিনি বলেন, ‘আহত বাঘের মতো বিশ্বকাপের মঞ্চে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্প্রতি আমাদের হতাশ করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে এই হতাশাকে শক্তি পরিণত করতে হবে।’

    তিনি আরও বলেন, ‘পাকিস্তানের এই দল বিশ্বকাপের মঞ্চে ভালো করার সামর্থ্য রাখে। বিশ্বকাপে ভালো করতে হলে সবাইকে পারফরর্ম করতে হবে। নিজেদের পারফরম্যান্সের দিকে নজর দিতে হবে ক্রিকেটারদের।’

    নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করলেও, খুব দ্রুতই দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট হবে বলে জানান ইমরান। তিনি বলেন, ‘পাকিস্তান খুবই সুরক্ষিত দেশ। খুব শিগগিরই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে।’

    ইমরানের মতো একই সুরে কথা বলেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা। বিশ্বকাপের মঞ্চে সাফল্যকে সঙ্গী করতে বাবরদের উদ্দেশ্যে বার্তা দেন রমিজ।

    আগামী ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করবে পাকিস্তান।

    এন-কে

  • ক্রিকেটারদের পরিবারের জন্য পেনশন চালু করতে চান সৌরভ

    ক্রিকেটারদের পরিবারের জন্য পেনশন চালু করতে চান সৌরভ

    ভারতের অবসর নেয়া ক্রিকেটাররা আগ থেকেই পেনশন পেতেন। এবার অবসর নেওয়া ক্রিকেটারদের পরিবারের জন্য পেনশন চালুর ব্যবস্থা করতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলী।

    বিসিসিআইর সভাপতির পক্ষ থেকে এমন একটি প্রস্তাব আসতে পারে বলে জানান ভারতের সাবেক ওপেনার, কোচ এবং ক্রিকেটারদের প্রতিনিধি অংশুমান গায়কোয়াড়।

    তিনি জানান, নতুন পেনশন প্রস্তাব আনতে পারে বোর্ড। এত দিন অবধি ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটাররা পেনশন পেতেন। নতুন প্রস্তাবে ক্রিকেটারদের অবর্তমানে তার স্বামী বা স্ত্রীর জন্য পেনশনের ব্যবস্থা চালু করা হতে পারে।

    গায়কোয়াড় বলেন, ‘শেষ বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। সৌরভ আশ্বস্ত করেছেন, আগামী বৈঠকে এই প্রস্তাব পেশ করবেন। এতদিন ২৫টি ম্যাচ খেলা ক্রিকেটাররা পেনশন পেতেন, সেটা কমে ১০টি ম্যাচ হতে পারে।’

    এন-কে

  • ক্রিকেট থেকে উঠে গেল ‘ব্যাটসম্যান’!

    ক্রিকেট থেকে উঠে গেল ‘ব্যাটসম্যান’!

    উঠে গেল ক্রিকেটের জনপ্রিয় শব্দ ব্যাটসম্যান। এখন থেকে ক্রিকেটে আর ব্যবহৃত হবে না শব্দটি। ব্যাটসম্যানদের ডাকা হবে ব্যাটার বলে। ছেলে ও মেয়ে উভয়ের ক্রিকেটে ব্যবহৃত হবে শব্দটি। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

    এমসিসির এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেট থেকে উঠে গেল ব্যাটসম্যান শব্দটি। এখন থেকে তাদের ডাকা হবে ব্যাটার বলেই।

    মূলত লিঙ্গ বৈষম্য দূর করতেই ক্রিকেটের অত্যন্ত জনপ্রিয় ব্যাটসম্যান শব্দ থেকে ‘ম্যান’-এর পরিবর্তে লিঙ্গ নিরপেক্ষ কিছু ব্যবহারের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে তা পূরণ হলো।

    অবশ্য এমসিসি বলছে, ‘ফিল্ডার’ বা ‘বোলার’ শব্দের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ব্যাটার’ শব্দটিই বেছে নেয়া হয়েছে।

    ইতোমধ্যেই তাদের অনলাইন সংস্করণে ব্যাটসম্যানের পরিবর্তে ব্যাটার শব্দের ব্যবহার এনেছে এমসিসি। ধীরে ধীরে প্রিন্ট সংস্করণেও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

    এমসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, খেলাটির প্রতি এমসিসির বৈশ্বিক দায়িত্ববোধের অপরিহার্য অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। এমসিসি বিশ্বাস করে, ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং আধুনিক যুগে খেলাটির বদলে যাওয়া চিত্রকেই তুলে ধরছে এই পদক্ষেপ।

    সেখানে আরও বলে হয়, “ক্রিকেটের আইনে ‘বোলার’ ও ‘ফিল্ডার’ শব্দের সঙ্গে ‘ব্যাটার’ ব্যবহার করাটা একটা স্বাভাবিক উন্নতির ফল। ‘ব্যাটার’ শব্দটির ব্যবহার আমাদের ক্রিকেট পরিভাষায় একটি সহজাত বিবর্তন এবং খেলাটার সঙ্গে সম্পৃক্ত অনেকে ইতোমধ্যে এটি গ্রহণ করে নিয়েছে।”

    এর আগে ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং নারী ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর মেয়েদের ক্রিকেটে ছেলেদের মতো ‘ব্যাটসম্যান’ এবং বহুবচনের ক্ষেত্রে ‘ব্যাটসমেন’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেটের এই আইনপ্রণেতা সংস্থাটি।

    এন-কে

  • নিজেকে ভাগ্যবান মনে করছেন শামীম

    নিজেকে ভাগ্যবান মনে করছেন শামীম

    তরুণ ক্রিকেটার শামীম হোসেন পাটওয়ারীকে বেশ ভাগ্যবান বলা যেতে পারে। খুব বেশি দিন হয়নি বাংলাদেশ জাতীয় দলে নাম লিখিয়েছেন। দেশের জার্সিতে খেলেছেন মোটে সাতটি ম্যাচ। তাতেই জায়গা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের দলে জায়গা হয়েছে তরুণ এই ক্রিকেটারের। এত অল্প দিনে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন শামীম।

    চলতি বছর ২৩ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় শামীম হোসেনের। ওই ম্যাচে ১৩ বলে ২৯ রানের ছোট্ট ইনিংস খেললেও, নিজের ব্যাটিং স্টাইল দিয়ে মুগ্ধ করেছিলেন তিনি। এরপর থেকে দলের সঙ্গেই রাখা হয়েছে তাঁকে। নিউজিল্যান্ড সিরিজে মাত্র এক ম্যাচে খেলা হলেও দলে ছিলেন তরুণ এই ব্যাটসম্যান। এবার তাঁর জায়গা হয়ে গেল বিশ্বকাপ দলেও।

    গতকাল সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসে গণমাধ্যমকে শামীম বলেন, ‘নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। টানা তিনটা সিরিজ জিতলাম, পাশাপাশি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছি। ইনশাআল্লাহ বিশ্বকাপে আমরা অনেক আশাবাদী যে ভালো কিছু করব।’

    বিশ্বকাপ খেলতে যাওয়ার রোমাঞ্চ নিয়ে শামীম বলেন, ‘এখানে অনেক বড় বড় খেলোয়াড়রা থাকবেন। আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে। যেহেতু আমি প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছি, আমি এখনও ওইভাবে বিশ্বকাপে আমার লক্ষ্য ঠিক করিনি। দলের সাথে যাচ্ছি, এটাই আমার কাছে বড় কিছু। সিনিয়রদের কাছে অনেক কিছু শেখার আছে।’

    শামীম আরো বলেন, ‘বিশ্বকাপে উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। আপনারা দেখেছেন এখানে এবারের উইকেটটা একটু ভিন্ন ছিল। বিশ্বকাপের উইকেটটা কিন্তু ভালো হওয়াটাই স্বাভাবিক। আমাদের সিনিয়র ক্রিকেটাররা আছেন, আমি অনেক আশাবাদী উনারা ওখানে অনেক ভালো করবেন‌। যদি দেখেন, আমাদের মূল ব্যাটসম্যানরা কিন্তু সফল হতে পারেননি এখানে। তো ওখানে সবাই ভালো করবে ইনশাআল্লাহ।’

    এন-কে

  • ওমরাহ পালন করতে ঢাকা ছাড়লেন সাত ক্রিকেটার

    ওমরাহ পালন করতে ঢাকা ছাড়লেন সাত ক্রিকেটার

    পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সাত ক্রিকেটার। তারা হলেন- নাঈম শেখ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব। সঙ্গে আছেন আরেক ক্রিকেটার জাকির হাসান ও তাসকিন আহমেদের বাবা আবদুর রশিদ।

    ওমরাহ পালন করতে যাওয়া সবাই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা নাগাদ সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তারা। বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের মতে, ওমরাহ শেষ করে ২১ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন ক্রিকেটাররা। এরপর কয়েক দিনের বিশ্রাম শেষে উড়াল দিতে বিশ্বকাপ মঞ্চে নিজেদের মেলে ধরতে।

    কথা রয়েছে আগামী ৪ অক্টোবর দেশ ছাড়বে জাতীয় দল। ওমান পৌঁছার পর সেখানে শুরু হবে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। লক্ষ্য প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। বিশ্বকাপের প্রথম পর্বে তিন প্রতিপক্ষের বিপক্ষে খেলে যোগ্যতা অর্জন করতে হবে মূল পর্ব তথা সুপার টুয়েলভে।

    সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে আগামী ১৭ অক্টোবর। ১৯ অক্টোবর ওমানের বিপক্ষে খেলবে সাকিব-মাহমুদউল্লাহরা। আর কোয়ালিফায়ারের সর্বশেষ ম্যাচে ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।

    প্রথম পর্বে বাংলাদেশের তিন প্রতিপক্ষের স্কোয়াড:

    স্কটল্যান্ড: ডকাইল কোয়েৎজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন (সহ-অধিনায়ক), ডিলান বাজ, জশ ডেভি, ক্রিস গ্রিভস, অ্যালেসডার এভান্স, ওলি হেয়ারস, ম্যাথু ক্রস (উইকেটকিপার), মাইকেল লিস্ক, ক্যালাম ম্যাকলাউড, সাফয়ান শরিফ, ক্রিস সোল, জর্জ মুনসি, হামজা তাহির, ক্রেইগ ওয়ালেস (অতি: উইকেটকিপার), মার্ক ওয়াট এবং ব্র্যাড হুইল।

    ওমান: যীশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, মোহাম্মদ নাদিম, আয়ান খান, জতিন্দর সিং, খাওয়ার আলী, সুরজ কুমার, সন্দিপ গোউড, নেস্টার ধাম্বা, কলিমউল্লাহ, বিলাল খান, ফায়াজ বাট, খুররম খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ।

    পাপুয়া নিউগিনি: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, কিপ্লিং ডরিগা, টনি উরা, হিরি হিরি, গডি টোকা, লেগা সিয়াকা, নরম্যান ভানুয়া, নোসাইনা পোকানা, সেসে বাউ, ড্যামিয়েন রাভু, কাবুয়া ভাগি-মোরিয়া, চাঁদ সপার, জ্যাক গার্ডনার, সাইমন আটাই, জেসন কিলা।

    এন-কে

  • টেইলরের বিদায়ী ম্যাচে জিম্বাবুয়ের হার

    টেইলরের বিদায়ী ম্যাচে জিম্বাবুয়ের হার

    আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো মাঠে নামলেন ব্রেন্ডন টেইলর। কিন্তু ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখতে পারলেন না এই মারকুটে ব্যাটসম্যান। আয়ারল্যান্ডের কাছে মার মানতে হয়েছে জিম্বাবুয়েকে। টেইলর নিজেও মনে রাখার মতো কিছু করতে পারেননি।

    সোমবার (১৩ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৭ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। তবে তিন ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। আর প্রথম ওয়ানডে জিম্বাবুয়ে জিতেছিল ৩৮ রানে।

    বিদায়ী ম্যাচ খেলতে নামা ব্রেন্ডন টেইলরকে ‘গার্ড অব অনার’ দেন সতীর্থরা। অভিজ্ঞ এই ব্যাটসম্যান শেষটা রাঙাতে পারেননি। মাত্র ৭ রান করেই তিনি বোল্ড হয়ে যান লিটলের বলে।

    বেলফাস্টে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টি বাধায় ৩৮ ওভারে নেমে আসে। টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ৩৪ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায়। অধিনায়ক ক্রেইগ আরভিন ৬৫ বলে ৫৭ রান করেন। বিদায়ী ম্যাচে ওপেন করতে নেমে ১২ বলে ১ চারে ৭ রান করেন টেইলর। আইরিশদের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নেন জশ লিটল ও অ্যান্ডি ম্যাকব্রাইন।

    লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে স্বাগতিকরা ৫৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয়। সর্বোচ্চ ৪৩ রান করেন পল স্টার্লিং। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক অ্যান্ডি বালবার্নি।

    ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। আর সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন উইলিয়াম পোর্টারফিল্ড।

    সংক্ষিপ্ত স্কোর:

    জিম্বাবুয়ে: ৩৪ ওভারে ১৩১ (টেইলর ৭, চাকাভা ৫, আরভিন ৫৭, মাধেভেরে ১৬, উইলিয়ামস ৪, রাজা ৯, বার্ল ৫, জঙ্গুয়ে ১০, মাসাকাদজা ৭*, মুজারাবানি ০, এনগারাভা ৩; অ্যাডায়ার ৫-১-১০-০, লিটল ৮-০-৩৩-৩, সিমি ৮-০-৩৫-২, গেটকেট ৫-০-২৫-১, ম্যাকব্রাইন ৮-২-২৬-৩)।

    আয়ারল্যান্ড: ২২.২ ওভারে ১১৮/৩ (পোর্টারফিল্ড ১৬, স্টার্লিং ৪৩, বালবার্নি ৩৪, টেক্টর ১৩*, ডকরেল ০*; মুজারাবানি ৭-২-১৩-১, এনগারাভা ৬-০-৩৩-১, জঙ্গুয়ে ৫-০-৪০-০, বার্ল ২.২-১-১৪-০, মাসাকাদজা ২-০-৯-১)।

    উল্লেখ্য, ওয়ানডে সিরিজের আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দুই দল। যা ৩-২ ব্যবধানে জিতেছিল আইরিশরা।

    এএইচ/

  • জমকালো আয়োজনে খায়ের আহমদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

    জমকালো আয়োজনে খায়ের আহমদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

    খেলাধুলা ডেস্ক : খেলাধূলায় মনোনিবেশ মাদকমুক্ত করবো দেশ-এই স্লোগানকে সামনে রেখে ভিংরোল তরুণ সংঘ কর্তৃক আয়োজিত মরহুম খায়ের আহমদ চৌধুরী স্মৃতি শর্টপিচ গোল্ডকাপ ক্রিকেট টুুর্ণামেন্ট -২১ইং এর জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    ফাইনাল খেলায় হরিণ খাইন ক্রিকেট একাদশ ২৩ রানের জয় পায়। দৌলতপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন হরিণ খাইন।

    খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়ার মোহাং রাব্বী। খেলা পরিচালনা করেন ভিংরোল তরুণ সংঘের ক্রীড়া সম্পাদক মো. রাসেল।

    এর আগে টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজিম কম্পিউটার এন্ড প্রিন্টার্স এর সত্বাধিকারী আলহাজ্ব মো নাসির উদ্দীন। আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সা. সম্পাদক এম জাফর ইকবাল তালুকদার ছিলেন সম্মানিত অতিথি।

    ভিংরোল তরুণ সংঘের সভাপতি এম আবু বক্কর লিটন এর সভাপতিত্বে ও ভিংরোল তরুণ সংঘের সাধারণ সম্পাদক এম ফোরকান উদ্দীনন এর পরিচালনায় ভিংরোল তেমহনি মাঠে অনু্ষ্ঠিত এ আয়োজনের উদ্ভোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ মো হাসান জিয়াউল ইসলাম চৌধুরী।

    তাছাড়া অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ভিংরোল তরুণ সংঘের উপদেষ্ঠা মোস্তাক আহমেদ টিপু, অতিথি ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী জমির উদ্দীন, বিশেষ অতিথি সমাজসেবক ও রাজনীতিবীদ মো আবু তাহের, বিশিষ্ট ছাত্রনেতা মো নুরুল ইসলাম, ভিংরোল তরুণ সসংঘের সাবেক সহ-সভাপতি মো নাজিম উদ্দীন, গ্লোবাল ইসলামী ব্যাংক বন্দর শাখার অফিসার মামুনুর রশিদ মামুন।

    বক্তব্য রাখেন পরৈকোড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো আল আমিন, সংগঠনের প্রাক্তন সভাপতি চ্যানেল সিক্স চট্রগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক জাহাঙ্গীর আলম, ভিংরোল তরুণ সংঘের সি. সহ-সভাপতি রাশেদ ইমরান হিরু, সি. যুগ্ম-সম্পাদক রিয়াদুল ইসলাম রুবেল, সহ-সাধারণ সসম্পাদক খোরশেদ আলম খোকন, সাংগঠনিক সসম্পাদক সোহেল আলম, মোজাম্মেল হক, প্রচার সম্পাদক ওসমান আলী বাবু, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাসেল, আবদুল আহাদ, রাশেদুল ইসলাম, রাজিন হাসান রাফি, মো. ইলিয়াছ।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনার টিকা নিলেন ক্রিকেটাররা

    করোনার টিকা নিলেন ক্রিকেটাররা

    আজ জাতীয় দলের ক্রিকেটারদের করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। সবার প্রথমে টিকা নিয়েছেন টাইগার টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। তার পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টিকা নিয়েছেন ওয়ানডে দলপতি তামিম ইকবাল।

    বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়। এখন টিকা নেয়ার অপেক্ষায় আছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাসিম আহমেদ ও নাঈম শেখ।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া তথ্যমতে, বৃহস্পতিবার ও শনিবার শুধুই নিউজিল্যান্ডে সিরিজ খেলতে যাওয়া জাতীয় দলের ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া হবে। দুই দিনে ৩৬ ক্রিকেটারকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে।

    আজকে টিকা গ্রহণ করছেন মোট ২৮ ক্রিকেটার। বাকিরা আগামী পরশু নেবেন। তবে কোনো ক্রিকেটার ভ্যাকসিন নিতে আগ্রহী নন এমন তথ্য এখনো পাওয়া যায়নি।

    এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ব্যাটিং কোচ জন লুইস, ফিজিও জুলিয়ান ক্যালেফাতে, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার নিকোলাস ট্রেভর লিকে টিকা নিতে হাসপাতালে আসেন।

    এরপর একে একে হাসপাতালে প্রবেশ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, অপারেশন ম্যানেজার সাব্বির খান ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তাদের সঙ্গে সৌম্য সরকারকেও টিকা নেবার জন্য হাসপাতালে আসতে দেখা যায়। এরপর আসেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও তামিম ইকবাল। বাকি ২২ ক্রিকেটার পর্যাক্রমে আসবেন এবং প্রাণঘাতী করোনার প্রতিরোধক টিকা নেবেন।

  • আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন রাজ্জাক-নাফিস

    আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন রাজ্জাক-নাফিস

    আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন আব্দুর রাজ্জাক এবং শাহরিয়ার নাফিস। শনিবার (১৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজন বিরতির সময় আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন আবদুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস।

    এ সময় তাদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

    আন্তর্জাতিক সম্ভাবনা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছিলেন রাজ্জাক ও নাফিস। হয়তো খেলতে পারতেন আরও কিছুদিন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে অফিসিয়ালি যুক্ত হওয়ার কারণে এখানেই বিদায় জানাতে হলো তাদের।

    আব্দুর রাজ্জাক দায়িত্ব পেয়েছেন নির্বাচকের। আর শাহরিয়ার নাফিস কাজ করবেন ক্রিকেট অপারেশন্স বিভাগে। তাই সব ধরনের ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় জানাতে হলো তাদের।

    বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট শিকার করেছেন আব্দুর রাজ্জাক। তার উইকেট সংখ্যা এখন ৬৩৪। ৫ উইকেট নিয়েছেন ৪১ বার, ১০ উইকেট ১১ বার। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিয়েছেন ৪১২ উইকেট। সেরা বোলিং ইনিংস ১৭ রানের বিনিময়ে ৭ উইকেট।

    এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটেও তার সাফল্য অনেক। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম দুইশ উইকেট শিকারি বোলার তিনিই। এই ফরম্যাটে ১৫৩ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ২০৭ উইকেট। ১৩ টেস্টে তার শিকার ২৮ উইকেট। আর ৩৪ টি-টোয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ৪৪ উইকেট।

    এদিকে বাঁহাতি ব্যাটসম্যান নাফিস জাতীয় দলের হয়ে ২৪ টেস্ট, ৭৫ ওয়ানডে এবং ১ টি-টোয়েন্টি খেলেছেন। সব মিলিয়ে তিন ফরম্যাটে তার রান ৩ হাজার ৪৬৮।