Tag: ক্রিকেটার

  • বর ফুটবলার কনে ক্রিকেটার

    বর ফুটবলার কনে ক্রিকেটার

    মাহবুবর রহমান সুফিল হলেন জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার, অন্যদিকে জিনাত আসিয়া অর্থি হলেন জাতীয় নারী দলের ক্রিকেটার। ক্রীড়াজগতে দুজনের পথ আলাদা হলেও দুজনার জীবন বাঁদা পড়লো একই সুতোয়। গাঁটছড়া বাঁধলেন সুফিল ও অর্থি।

    সোমবার রাতে কনের বগুড়ার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের কাছের সদস্যরা এতে উপস্থিতি ছিলেন।দুজনের বিয়ের সাজে ক্রিকেট ব্যাট ও ফুটবল হাতে তোলা ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

    মাত্রই বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব খেলে কাতার থেকে ফিরেছেন সুফিল। তার আগে ঘরের মাটিতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দৃষ্টিনন্দন গোল করে আলোচনায় এসেছিলেন। সুফিলের বাড়ি সুনামগঞ্জে। অন্যদিকে অর্থী রাজশাহী বিভাগের হয়ে ক্রিকেট খেলছেন। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলা এই তরুণী ডাক পেয়েছিলেন প্রমীলাদের ইমার্জিং দলের ক্যাম্পেও।

    বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সুফিল নিজেই সংবাদমাধ্যমকে বলেছেন, “অবশেষে বিয়েটা করেই ফেললাম। আড়াই বছর আগে অর্থির সঙ্গে পরিচয় এক বন্ধুর মাধ্যমে। এখন সুযোগ মিলতেই অর্থিকে জীবনসঙ্গী করে নিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

    বিয়ের আগে দুইজন পা রাখেন অর্থির জেলা বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। অর্থির সতীর্থরা এ সময় নতুন জুটিকে সংবর্ধনা জানান। এরপর সুফিল ফুটবল ও অর্থী ব্যাট হাতে ফটোসেশনে অংশ নেন।

  • পাকিস্তানের তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত

    পাকিস্তানের তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত

    পাকিস্তান ক্রিকেটে আবারও করোনার হানা। তিন পাকিস্তানি ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

    সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, হায়দার আলী, হারিস রউফ ও শাদাব খানের করোনার টেস্ট পজিটিভ ধরা পড়েছে। তিনজনেরই আসন্ন ইংল‌্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে।

    রোববার পর্যন্ত এ তিন ক্রিকেটারের করোনা উপসর্গ ছিল না। ইংল‌্যান্ড সফরের জন‌্য তাদের রাওয়ালপিন্ডিতে করোনা টেস্ট করানো হয়েছিল। সোমবার তাদের করোনার রিপোর্ট হাতে পায় পিসিবি। পিসিবির মেডিকেল টিম এরই মধ‌্যে তিন ক্রিকেটারকে সেল্ফ আইসোলেশনে পাঠিয়েছে।

    এছাড়া ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারির করোনা পরীক্ষা করানো হয়েছিল। তাদের টেস্টের ফল নেগেটিভ এসেছে। আগামী ২৪ জুন তারা লাহোরে দলের সঙ্গে যোগ দেবেন।

    ইংল‌্যান্ড সফরের আগে ২৯ জন ক্রিকেটারসহ মোট ৪৩ জনের দুই দফা করোনা টেস্ট করানোর পরিকল্পনা পিসিবির। প্রথম দফাতেই তিন ক্রিকেটার আক্রান্ত হলেন। সোমবার অলরাউন্ডার শোয়েব মালিক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনুসের লাহোর ও পেশওয়ারের করোনা টেস্ট করানো হয়েছে। মঙ্গলবার তাদের ফল জানাবে পিসিবি। আগামীকালও চলবে ক্রিকেটারদের করোনা টেস্ট।

    ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ জুন উড়াল দেবে পাকিস্তান ক্রিকেট দল। করোনাভাইরাসের কথা মাথায় রেখে চার্টার্ড বিমানে যাবে পাকিস্তানের ৪৩ সদস্যের সেই বহর।

    ২৪ ঘণ্টা/এম আর

  • এক দিনে তিন ক্রিকেটার করোনা আক্রান্ত

    এক দিনে তিন ক্রিকেটার করোনা আক্রান্ত

    মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) থাবা দিন দিন বিস্তৃত হচ্ছে। এতে আক্রান্ত হচ্ছে নানা শ্রেণি-পেশার মানুষ। এবার ক্রিকেটাঙ্গনে থাবা বসিয়েছে প্রাণঘাতী ভাইরাসটি। একদিনেই আক্রান্ত হয়েছেন জাতীয় দলের বর্তমান-সাবেক তিন ক্রিকেটার।

    শনিবার সকালে খবর আসে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত। দুপুরে খবর পাওয়া গেল নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দেহেও মিলেছে করোনা ভাইরাস। আর সন্ধ্যায় খবর এলো জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু করোনায় আক্রান্ত। এর আগে ক্রিকেটার আশিকুর রহমান ও সজিব দাস আক্রান্ত হয়েছেন বলে খবর এসেছে।

    বাংলাদেশে বৈশ্বিক মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রথম উপস্থিতি শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যায় যোগ হচ্ছে নতুন মাত্রা। সারা বিশ্বের পাশাপাশি প্রতিদিন বাংলাদেশেও মারা যাওয়া এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে।

    মাশরাফির করোনা ফলাফল পজিটিভ আসে শুক্রবার। তবে বিষয়টি গণমাধ্যমে প্রচারে আসে শনিবার। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি সুস্থ আছেন। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

    সূত্র জানায়, গত কয়েকদিন তার শরীরে জ্বর ছিল। তাই গত ১৮ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। পরে শুক্রবার ফলাফলে করোনা পজিটিভ শনাক্ত হয়।

    এর আগে গত ১৫ জুন নমুনা পরীক্ষার ফলাফলে মাশরাফির শাশুড়ি হোসনেয়ারা সিরাজের শরীরে করোনা শনাক্ত হয়।

    নাফিস ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হলেও শারীরিকভাবে এখনো সুস্থ রয়েছেন। তিনি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই। তামিম ইকবাল করোনা মহামারির শুরু থেকেই দুস্থদের জন্য কাজ করে যাচ্ছেন। তার বড় ভাই নাফিস ইকবালও মানুষের পাশে দাঁড়িয়েছেন।

    জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর শরীরে গত সপ্তাহে করোনার উপসর্গ দেখা দেয়। গত বুধবার করোনা পরীক্ষা করিয়ে আজ দুপুরে তার করোনা ধরা পড়ার বিষয়টি নিশ্চিত হয়। এখন তিনি নারায়ণগঞ্জের নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তার বাবা-মাও করোনা পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • টাইগার হার্ড হিটার সাব্বির’র বিরুদ্ধে এবার পরিচ্ছন্নতাকর্মী পেটানোর অভিযোগ!

    টাইগার হার্ড হিটার সাব্বির’র বিরুদ্ধে এবার পরিচ্ছন্নতাকর্মী পেটানোর অভিযোগ!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। স্পোর্টস ডেস্ক : শৃঙ্খলা ভঙ্গ নতুন কিছু নয়। নারী কেলেঙ্কারি, দর্শক পেটানোর কারণে বহুবার পত্রিকার শিরোনাম হয়েছেন। আবারো নেতিবাচক খবরের শিরোনাম হলেন টাইগার হার্ড হিটার সাব্বির রহমান রুম্মন।

    ব্যাড বয় খ্যাত সাব্বির রহমানের দিকে এবার পরিচ্ছন্নতাকর্মী পেটানোর অভিযোগ উঠেছে! এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    রোববার (৩১ মে) বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী মহানগরীর বেলদারপাড়া এলাকায় সিটি করপোরেশনের কর্মচারীকে পেটানোর ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের দাবী।

    তবে এ বিষয়ে জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন দাবী করছে ওই পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে ‘বাগবিতণ্ডা’য় জড়ালেও গায়ে হাত তোলার কোনো ঘটনা ঘটেনি। উল্টো ওই পরিচ্ছন্নতাকর্মীই তাকে ‘চোখ রাঙিয়েছেন’।

    সংবাদমাধ্যমকে সাব্বির বলেন, একটা কথা রটেছে যে আমি কোনো পরিচ্ছন্নতাকর্মীকে মেরেছি। না। এরকম কিছুই না। একটা মানুষকে মারা এত সহজ না। তিনি বলেন,এর আগে যেসব অন্যায় করেছি, সেখান থেকে নিজেকে শুধরে নিয়েছি। আমার ক্যারিয়ার আছে। অতএব ওর গায়ে হাত তোলার প্রশ্নই উঠে না।

    বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, সাব্বির বাদশার গায়ে হাত তুলেছে, এটা যেমন তিনি দেখেননি, তেমনি কেউ এ অভিযোগও করেনি। এমনকি বাদশাও কোনো অভিযোগ করেননি।

    প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে ওসি আরও বলেন, বিকেল পৌনে পাঁচটার দিকে ক্রিকেটার সাব্বির রহমান প্রাইভেটকারে চড়ে তার বাড়ির কাছে পৌঁছেন। এসময় বাড়ির রাস্তার সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের ময়লা বহনকারী ভ্যান দেখে তিনি ভ্যানটি সরাতে বলেন।

    তবে পরিচ্ছন্নতাকর্মী বাদশা প্রতিউত্তরে বলেন, ‘আমাদের কাজই তো ময়লা সরানো। ময়লা নিয়েই চলে যাবো।’ কিন্তু সাব্বির পাল্টা ওই পরিচ্ছন্ন কর্মচারীকে বলেন, এটা কি তোর বাপের রাস্তা।’

    এ নিয়ে কথাকাটাকাটির জের ধরে বাদশার সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন সাব্বির। পরে অন্য পরিচ্ছন্নতাকর্মীরা খবর পেয়ে ছুটে এলে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    স্থানীয় কয়েকজন গণমাধ্যমকে বলেন, স্ত্রীকে নিয়ে বাইরে বেড়িয়ে বাসায় ফিরছিলেন টাইগার হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রাহমান। কিন্ত বাসার সামনে এসে দেখেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী তার বাসার ঠিক গেটের সামনে ময়লার ভ্যান দাঁড় করিয়ে রেখেছেন। সাব্বির বারবার তাকে ভ্যান সরাতে বললেও তিনি ভ্যান সরাননি। এ নিয়ে দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে।

    স্থানীয়রা দাবি করেন, রাসিকের পরিচ্ছন্নতাকর্মী বাদশার গায়ে হাতও তুলেছেন সাব্বির। এ নিয়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্য কর্মচারীদের মাঝে। তারা খবর পেয়ে তৎক্ষণাৎ মহানগরীর বেলদারপাড়া এলাকায় গিয়ে সাব্বিরের বাড়ির কাছে হাজির হন। এতে বিপাকে পড়েন সাব্বির। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    প্রসঙ্গত : দুই বিপিএলেই আম্পায়ারকে গালি দিয়ে জরিমানা গুনেছিলেন, ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। ২০১৭ সালের ডিসেম্বরে রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে জাতীয় লীগের শেষ রাউন্ডের ম্যাচ চলাকালীন এক কিশোর দর্শককে বেধড়ক পেটান সাব্বির।

    দর্শককে পেটানোর অভিযোগে ছয় মাসের জন্য জাতীয় দল থেকে বহিস্কার হয়েছিলেন ক্রিকেটার সাব্বির রহমান। পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানা করা হয় তার।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • বাঙালি মাছের ঝোল এখনো মিস করি : পাকিস্তানি সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম

    বাঙালি মাছের ঝোল এখনো মিস করি : পাকিস্তানি সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম

    ২৪ ঘণ্টা ডট নিউজ। স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের ড্যাসিং ওপেনার তামিম ইকবালের নিয়মিত ফেসবুক লাইভে যোগ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

    লাইভে তিনি বলেন বাংলাদেশ ক্রিকেটের উন্নতির প্রশংসা করেন। বাংলাদেশের ক্রিকেটারদের সাথে খেলাধুলার নানান স্মৃতিচারণ করেন তিনি। এক পর্যায়ে তিনি বলেন, বাঙালি সেই মাছের ঝোল (ফিশ ব্রোথ) আমি এখনো খুব মিস করি।’

    আজ ২০ মে, তামিম ইকবালের নিয়মিত ফেসবুক লাইভে পাকিস্থানি সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ছাড়াও যোগ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক মিনহাজুল আবেদীন, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট।

    এসময় ওয়াসিম আকরাম বলেন,তিনি বলেছেন, ‘ক্রিকেটে বাংলাদেশ দীর্ঘ পথ এগিয়েছে এবং অনেক উন্নতি করেছে। আমি (মিনহাজুল, আকরাম ও পাইলট) সাথে অনেক ক্রিকেট খেলেছি এবং অবশ্যই আমি তাদের খুব ভালো করে জানি।

    আমি যখন আবাহনীর হয়ে বাংলাদেশে খেলি তখন তাদের সাথে খেলতাম, আমি তাদের বিপক্ষেও খেলেছি। মাঠে এবং মাঠের বাইরে আমরা সবসময়ই খুব ভালো বন্ধু ছিলাম। আমি যখন বাংলাদেশে ধারাভাষ্য দিতে আসি তখন তাদের সাথে আড্ডা দেই। বাংলাদেশ সবসময় আমার হৃদয়ের খুব কাছাকাছি ছিল।’

    তিনি আরো বলেন, ‘বাংলাদেশে যাওয়া সবসময়ই সুন্দর ছিল। ক্রিকেটে বাংলাদেশের বিপুল উন্নতি আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। গত দশ থেকে ১২ বছরে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। এখন, তারা বিশ্বের শীর্ষ দলের মতো খেলে। তোমার মতো (তামিম) অনেক ভালো খেলোয়াড় আছে যেমন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান।’

    তিনি বাংলাদেশের সাবেক তিন অধিনায়কের সাথে মজা করে বলেন, ‘তারা যখন বাংলাদেশের হয়ে খেলেন তখন তাদের ফিল্ডিং তেমন দুর্দান্ত ছিল না, তবে এখন বাংলাদেশের ফিল্ডিং সত্যই দুর্দান্ত। ‘বাংলাদেশ এখন বিশ্বের সেরা ফিল্ডিং দলের একটি।’

    ১৯৯৫ সালে বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো তেমন উন্নত না থাকলেও ওয়াসিম ঢাকা লীগে আবাহনীর হয়ে খেলেন। বিশ্বের সেরা ক্রিকেটার হওয়া সত্ত্বেও ওয়াসিম বাংলাদেশে এসে খেলার কারণ জানতে চাওয়া ছিল তামিমের প্রথম প্রশ্ন।

    ওয়াসিম বলেন, ‘প্রথমত আমি দেখতে চেয়েছিলাম বাংলাদেশিরা ক্রিকেটে কেমন আগ্রহী। আর্থিক লাভের কোনো চিন্তা ছিল না। আমি এসেছি কারণ কয়েকজন বাংলাদেশি বন্ধু আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং তাদের কথার না করা অসম্ভব ছিল।

    আমি আবাহনীর হয়ে প্রথম যখন খেলি (মিনহাজুল, আকরাম এবং পাইলট সবাই আমার সতীর্থ ছিল)। আমি দেখলাম দর্শকে মাঠ ভরে গেছে। আমি কখনই ভাবিনি যে বাংলাদেশে ক্রিকেটের এত উন্মাদনা।’

    সতীর্থ মুশফিকুর রহিমের সাথে প্রথম ফেসবুক লাইভ শুরু করেছিলেন তামিম। আর তাতে যোগ দেয়া চতুর্থ বিদেশি ক্রিকেট ব্যক্তিত্ব ছিলেন ওয়াসিম আকরাম। ফাফ ডু প্লেসি ছিল প্রথম বিদেশি ক্রিকেটার, এরপর রোহিত শর্মা, বিরাট কোহলিও এই শোতে অংশ নেন।

    তামিমের পরের লাইভ শোতে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে কথা বলবেন। অনুষ্ঠানটি বৃহস্পতিবার বিকেল ৩ টায় (বাংলাদেশ সময়) প্রচারিত হবে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • করোনা’য় অসহায়দের সেবায় নিজের প্রিয় দ্বিশতক ব্যাট নিলামে তুললেন মুশফিক

    করোনা’য় অসহায়দের সেবায় নিজের প্রিয় দ্বিশতক ব্যাট নিলামে তুললেন মুশফিক

    ২৪ ঘণ্টা ক্রীড়া ডেস্ক || প্রাণঘাতী করোনা ভাইরাসে লকডাউনে ঘরবন্দি দেশের অসহায় মানুষের পাশে এবার বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

    করোনা পরিস্থিতিতে কাজ না থাকায় অসহায় হয়ে পড়া খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাড়িয়েছেন বাংলাদেশের উইকেট রক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

    এবার নিজের প্রিয় ও ঐতিহাসিক দ্বিশতক হাঁকানো সেই ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন তিনি। নিলাম থেকে পাওয়া অর্থ তিনি অসহায়-দুস্থদের সহায়তায় ব্যয় করবেন।

    ডাবল সেঞ্চুরির ব্যাটের নিলামে ভালো সাড়া পেলে, দুস্থদের সহায়তায় আরো কিছু স্মারক নিলামে তুলবেন মুশফিকুর রহিম।

    বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা ব্যাটসম্যান ধরা হয় এ মুশফিকুর রহিমকে। দেশের টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিও এসেছিল তার ব্যাট থেকে। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে তিনি লিখেছিলেন সেই ইতিহাস।

    এরপর আরো দুটি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিক। কিন্তু প্রথম দ্বিশতক হাকানো ব্যাটটি বরাবরই তাঁর প্রিয়। অসহায়দের জন্য কিছু করার প্রত্যয়ে এবার তার সে প্রিয় ব্যাটটি নিলামে তুলনেন।

    এর আগেও জাতীয় দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে নিজের বেতনের অর্ধেকটা অনুদান তহবিলে জমা দিয়েছিলেন মুশফিক। এছাড়া বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য ২০০ পিপিই, ২০০ গ্লাভস ও ২০০ মাস্কও পাঠান তিনি।

    মুশফিক ছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় অসহায়দের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

    মানবতার জয়গান তুলে সেবায় নিয়োজিত রয়েছেন ড্যাশিং ওপেনার দলনায়ক তামিম ইকবা।

    ২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স

  • ফের ছেলে সন্তানের বাবা হলেন জাতীয় তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ

    ফের ছেলে সন্তানের বাবা হলেন জাতীয় তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। খেলা ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও তারকা খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদের ঘরে এসেছে নতুন অতিথি।

    মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে নিজের ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করে বলা হয় আবারো ছেলে সন্তানের বাবা হয়েছেন তিনি।

    তবে পোস্টে তিনি নবজাতক কিংবা মায়ের ছবি তেয়নি। হাসপাতালের রেজিস্ট্রির একটি ছবির পোস্ট করে তাতে তিনি জানিয়েছেন, গত রাতে তাদের দ্বিতীয় ছেলে সন্তান জন্ম নিয়েছে। নতুন অতিথির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহমুদুল্লাহ।

    পোস্টে সন্তান জন্মের খবর দেয়ার পাশাপাশি আরবি ও ইংরেজিতে অর্থসহ একটি দোয়া লিখে দিয়েছেন। দোয়াটি হলো, ‘আল্লাহুম্মা ইন্না নাজ’আলুকা ফি নুহুরিহিম, ওয়া না’উজু বিকা মিন শুরুরিহিম।’

    Alhamdulillah, last night we are blessed with our second baby boy. Please keep him in your your prayers.

    اَللّٰهُمَّ إنَّا نَجْعَلُكَ فِيْ نُحُوْرِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

    ২০১১ সালের ২৫ জুন জান্নাতুল কাওসার মিষ্টিকে বিয়ে করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২০১২ সালের ৩ জুন তাদের ঘর আলো করে প্রথম পুত্র সন্তান মোহাম্মদ মাহরুজ উল্লাহ রাঈদের জন্ম হয়।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনা মোকাবিলায় ক্রিকেটারদের ৩০ লাখ টাকার তহবিল

    করোনা মোকাবিলায় ক্রিকেটারদের ৩০ লাখ টাকার তহবিল

    করোনা মোকাবিলায় এগিয়ে এলেন দেশের প্রথম সারির ক্রিকেটাররা। বেতন ভাতার ৫০ শতাংশ দিয়ে তহবিল গঠন করেছেন তারা। এখন পর্যন্ত তহবিলে জমা হয়েছে ৩০ লাখ ১৫ হাজার টাকা।

    নিজেদের এ উদ্যোগের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ক্রিকেটাররা। সেখানে একটা তালিকাও দেয়া হয়। বিভিন্ন সময় জাতীয় দলে খেলা ২৭ জন তাদের বেতন ভাতার অর্ধেক তহবিলে জমা দিয়েছেন।

    এর মধ্যে আছেন, মাশরাফী, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহসহ সব তারকা ক্রিকেটার। ফেসবুক অ্যাকাউন্টে মুশফিকুর রহিম লিখেছেন, করোনার বিরুদ্ধে জিততে তাদের এ উদ্যোগ মোটেও যথেষ্ট নয়।

    তারপরও সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যদি তাদের সামর্থ্য অনুযায়ি এগিয়ে আসে তাহলে এ লড়াইয়ে যেতা সম্ভব। ২৭ জন ক্রিকেটারের পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসার অনুরোধ করেন মুশফিক।

  • হরিণের চামড়ার উপর সৌম্যের আশীর্বাদ, পড়বেন শাস্তির মুখে!

    হরিণের চামড়ার উপর সৌম্যের আশীর্বাদ, পড়বেন শাস্তির মুখে!

    বিয়ের আশীর্বাদে হরিণের চামড়ার আসন বানিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। এবার পড়তে পারেন আইনি ঝামেলায়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানিয়েছে, অপরাধ প্রমাণিত হলে সৌম্যর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) কুমারী প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে সাতপাকের বন্ধনে জড়াবেন সৌম্য। তার আগে গত ২১ ফেব্রুয়ারি তার আশীর্বাদ সম্পন্ন হয়। আশীর্বাদ অনুষ্ঠানে তাকে এবং তার পরিবারের সদস্যদের একটি হরিণের চামড়ার ওপর বসে এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকটি ছবি প্রকাশ হয়।

    এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এদিকে সাতক্ষীরায় বেশ কয়েকজন সংবাদমাধ্যমকর্মী জানিয়েছেন, তারা সৌম্য সরকারের বাড়ির দেয়ালে হরিণের একটি মাথাও ঝুলন্ত অবস্থায় দেখেছেন।

    বিষয়গুলো সামনে আসার পর সৌম্য সরকারকে নিয়ে ফেসবুকে রিরূপ মন্তব্য করেন তার ভক্তরা। কেউ কেউ এটাকে বাড়াবাড়ি বলেও উল্লেখ করছেন।

    কেননা, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারা ৬ অনুযায়ী, লাইসেন্স ও পারমিট প্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য কারো কাছে কোনো বন্যপ্রাণী, বন্যপ্রাণীর অংশ পাওয়া যায় অথবা তা থেকে উৎপন্ন দ্রব্য ক্রয়, বিক্রয়, আমদানি-রপ্তানি করেন আর যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ এক বছরের সাজা অথবা ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে তিন বছরের সাজা অথবা সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা।

    সে হিসেবে অনেকে সৌম্য সরকারের অপরাধ যদি সত্যি হয়; তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত বলে অনেক মন্তব্য করেছেন। তারা উদাহরণ হিসেবে ভারতে সালমান খান, আর্জেন্টিনায় ম্যারাডোনাকে সামনে নিয়ে আসছেন। তারা এ ধরনের অপরাধে জেল খেটেছেন।

    এ বিষয়টি নিয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি ওই চামড়া পূর্বপুরুষদের হাত বদল হয়ে তাদের কাছে এসেছে। বিয়ের আশীর্বাদে এভাবে চামড়ার ব্যবহার তাদের পারিবারিক ঐতিহ্য। এই চামড়াটাও অনেক পুরনো। তারপরেও জাতীয় পর্যায়ের একজন খেলোয়াড় হিসেবে এটা করা তাদের উচিৎ হয়নি।

    তবে হরিণের চামড়া ইস্যুতে শক্ত অবস্থানে বন বিভাগ। তারা এ বিষয়ে কোনরকম ছাড় দিতে নারাজ।

    এ বিষয়ে জানতে চাইলে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এস এম জহির উদ্দিন আকন জানান, তথ্য পেয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বন বিভাগ। প্রাথমিক কিছু তথ্যও পাওয়া গেছে। দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

  • স্থগিত আন্দোলন, মাঠে ফিরছেন ক্রিকেটাররা

    স্থগিত আন্দোলন, মাঠে ফিরছেন ক্রিকেটাররা

    সংবাদ সম্মেলন করে ১৩ দফা দাবি জানানোর পর বিসিবি সভাপতির সাথে বৈঠক করেছে আন্দোলনরত ক্রিকেটাররা। বৈঠক শেষে এসেছে আন্দোলন স্থগিতের ঘোষণা।

    আন্দোলন স্থগিতের ঘোষনা দিয়েছেন সাকিব আল হাসান। বিসিবি কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাকিব। ক্রিকেটাররাও ফিরছেন মাঠে। শনিবার থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড এবং ২৫ তারিখ থেকেই হবে ভারত সফরের জন্য অনুশীলন ক্যাম্প।

    বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সোমবারের ১১ দফা নিয়ে আলোচনা হয়েছে। বোর্ডের আয়ের ভাগ ক্রিকেটারদের দেওয়া সহ নতুন যোগ হওয়া ২ টি দাবি নিয়ে কোনো আলোচনা হয়নি।

    আগের ১১ দফার মধ্যে প্রথম দাবি ছিল কোয়াবের অনতিবিলম্বে পদত্যাগ। এ নিয়ে বিসিবির কিছু করার নেই এবং ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ খেলার ক্ষেত্রে ক্রিকেটারদের সর্বোচ্চ সংখ্যা দুই না সরানো হলেও কেউ সুযোগ পেলে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

  • ১৩ দফা দাবি উপস্থাপন ক্রিকেটারদের

    ১৩ দফা দাবি উপস্থাপন ক্রিকেটারদের

    দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন। দিনভর গুঞ্জন ও নাটকীয়তার পর ক্রিকেটাররা গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে জড়ো হন।

    এ সময় তারা ১৩ দফা দাবি উপস্থাপন করেন। এর আগে ধর্মঘট ডেকেছিলেন ১১ দফা দাবিতে।

    ক্রিকেটারদের ১৩ দফা দাবি উপস্থাপন করে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সংবাদমাধ্যমের সামনে কথা বলেন ক্রিকেটারদের আইনি পরামর্শক ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান।

    উপস্থিত খেলোয়াড় এবং সাংবাদিকবৃন্দ

    এ সময় যেসব দাবি উপস্থাপন করা হয়, সেগুলো হল-

    ১. ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সবার পদত্যাগ ও প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন গঠন।

    ২. ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের পছন্দ অনুযায়ী দল পছন্দ করা ও পারিশ্রমিক নিয়ে আলোচনা করা (যে নিয়ম প্লেয়ার ড্রাফট ব্যবস্থা শুরুর আগে ছিল)।

    ৩. বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগের সিস্টেমে ফিরে যাওয়া ও বিদেশি খেলোয়াড়দের সাথে দেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের বৈষম্য কমানো।

    ৪. প্রথম শ্রেণিতে ম্যাচ ফি ১ লাখ টাকা করার পাশাপাশি দৈনিক ভাতা বাড়ানো, প্রতি বছর পর্যালোচনা।

    ৫. প্রথম শ্রেণির ও পেশাদার ক্রিকেটারদের জন্য সারা বছর কোচ-ফিজিও নিয়োগ।

    ৬. কেন্দ্রীয় চুক্তিতে অন্তত ৩০ জন ক্রিকেটারকে রাখা।

    ৭. স্থানীয় কোচ ও ক্রিকেট স্টাফদের পারিশ্রমিক বিদেশের সাথে তাল মিলিয়ে বৃদ্ধি করা।

    ৮. লিস্ট ‘এ’ ও প্রথম বিভাগ-দ্বিতীয় বিভাগে ম্যাচ সংখ্যা বাড়ানো ও ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এনে এই ফরম্যাটের পরিসর বাড়ানো।

    ৯. ঘরোয়া ক্রিকেটের সূচি করে তা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা।

    ১০. ঘরোয়া টুর্নামেন্ট ও লিগের পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ করা।

    ১১. দুইটার বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা যাবে না- এই নিয়ম বাদ দেওয়া।

    ১২. বোর্ডের লভ্যাংশের হিসাব দেওয়া ও লভ্যাংশ থেকে ভাগ দেওয়া।

    ১৩. নারী ক্রিকেটারদেরও এসব নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করা।

    গত সোমবার (২১ অক্টোবর) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জড়ো হয়ে ক্রিকেটাররা ১১ দফা দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন।

    যদিও বোর্ড ক্রিকেটারদের ধর্মঘটকে ভালোভাবে নেয়নি। মঙ্গলবার (২২ অক্টোবর) সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের উপর তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন বিসিবি সভাপতি। এ সময় তিনি ক্রিকেটারদের এমন কার্যক্রমের পেছনে তৃতীয় কোনো পক্ষের চক্রান্ত হচ্ছে বলেও সন্দেহ প্রকাশ করেন।

    এতে অবশ্য হিতে বিপরীত হয়েছে। বোর্ড দফায় দফায় ক্রিকেটারদের সাথে আলোচনায় বসার চেষ্টা করলেও বোর্ড সভাপতির অসন্তোষ উল্টো ক্রিকেটারদেরই অসন্তোষ বাড়িয়ে তুলেছে।

  • সংবাদ সম্মেলন ডেকেছেন ক্রিকেটাররা

    সংবাদ সম্মেলন ডেকেছেন ক্রিকেটাররা

    সংবাদ সম্মেলন ডেকেছেন আন্দোলনরত ক্রিকেটাররা। রাজধানীর সিক্স সিজন হোটেলে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন ক্রিকেটাররা।

    ক্রিকেটারদের বেতন বৃদ্ধিসহ চলমান দাবি-দাওয়া নিয়ে আলোচনায় বসতে আজ বুধবার সকাল থেকে মিরপুরে অপেক্ষায় বিসিবির বোর্ড কর্মকর্তারা। আলোচনায় বসতে বারবার ফোনও করেছেন তারা।

    কিন্তু বিসিবির ডাকে সাড়া দেননি সাকিব-তামিমরা।

    এদিকে মিরপুরে বিসিবির কার্যালয়ে ক্রিকেটারদের জন্য এখনো অপেক্ষা করছেন বিসিবির সভাপতিসহ বোর্ড কর্মকর্তারা।

    এরআগে ক্রিকেটারদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফিরে যান সভাপতি নাজমুল হাসান পাপন। বিকেল ৫টার দিকে মিরপুরে ক্রিকেটারদের সঙ্গে তাঁর আলোচনায় বসার কথা থাকলেও ক্রিকেটাররা নির্ধারিত সময়ে যাননি। এমনকি বিসিবি সভাপতির ফোনও নাকি ধরেননি ক্রিকেটাররা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এমনটাই বলেন বিসিবি সভাপতি।

    আজ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেটারদের দাবি নিয়ে আলোচনা করতে গণভবনে যান পাপন। এ সময় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি নাইমুর রহমান দুর্জয়ও ছিলেন।

    সাক্ষাৎ শেষে পাপন বলেন, ‘আমরা খেলোয়াড়দের সব দাবি মেনে নিতে রাজি আছি। কিন্তু তারা ফোনই ধরছে না। শুধু টাকার কারণে এমনটা করছে না তারা। এখানে অন্য কোনো কারণ থাকতে পারে।’

    ক্রিকেটারদের ১১ দফা দাবিতে চলমান ধর্মঘটের বিষয়ে প্রধামন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘বিষয়টি জানিয়েছি।’ এরই মধ্যে তিনিও বিষয়টি জেনেছেন।

    এর আগে আজ বুধবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, আন্দোলন নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে নিজেদের আগ্রহের কথা। ক্রিকেটারদের দাবি-দাওয়া নিয়ে আলোচনায় বসতে আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি।

    এ প্রসঙ্গে নিজাম বলেন, ‘আমাদের বোর্ড সভাপতির নির্দেশে আমরা খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। আমার সঙ্গে এরই মধ্যে তামিম ইকবালের কথা হয়েছে। আমরা তাকে অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব বিষয়টি নিষ্পত্তি করতে। আমরা তাদের বোর্ডের অবস্থান জানিয়েছি। দলের বাকি সদস্যদের সঙ্গে কথা বলে সে আমাদের জানাবে।’

    নিজাম উদ্দিন চৌধুরী আরো জানান, বিসিবির সঙ্গে আলোচনায় বসার আগে ক্রিকেটাররা নিজেদের মধ্যে আলোচনায় বসবেন।

    সিইও বলেন, ‘আমরা যতটা শুনেছি, তারা আজ আগে নিজেরা কোথাও আলোচনায় বসবে। তাদের সঙ্গে আলোচনায় বসতে বিকেল ৫টা পর্যন্ত আমরা আছি। তারা চাইলে যেকোনো জাগায় আমরা আলোচনায় বসতে রাজি আছি।’