Tag: ক্রিকেট

  • সাকিব নৈপুণ্যে বাংলদেশের সহজ জয়

    সাকিব নৈপুণ্যে বাংলদেশের সহজ জয়

    মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। এই জয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তামিম ইকবালের নেতৃত্বাধীন দল।

    স্থায়ী অধিনায়ক হিসেবে তামিমের প্রথম ম্যাচের মাধ্যমে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছেন সাকিব আল হাসানও। তাই ম্যাচ শুরুর আগেই ছিল বাড়তি উন্মাদনা।

    সেই উন্মাদনা আরও বাড়িয়ে তোলেন সাকিব, রেকর্ডগড়া বোলিং ফিগারে। টস হেরে ব্যাট করতে নেমে সাকিব ছাড়াও অভিষিক্ত হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে পড়ে সফরকারীরা। শুরুতেই জোড়া আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। প্রত্যাবর্তনে আলো ছড়ানো সাকিবের চোখ ধাঁধানো বোলিংয়ের দিনে পেস অ্যাটাককে স্বস্তি দিয়েছেন হাসান। মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতি বোঝা যায়নি হাসান-মুস্তাফিজদের কারণেই।

    টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩২.২ ওভারেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা, সংগ্রহ করে মাত্র ১২২ রান। কাইল মায়ার্সের ৫৬ বলে ৪০ ও রভম্যান পাওয়েলের ৩১ বলে ২৮ রানের দুই ইনিংস ছাড়া বলার মত স্কোর নেই আর কারও। বাংলাদেশের পক্ষে সাকিব একাই শিকার করেন চারটি উইকেট; ৭.২ ওভার বল করে ৮ রান খরচের দিনে দুটি ওভারই ছিল মেডেন। এছাড়া হাসান মাহমুদ তিনটি, মুস্তাফিজুর রহমান দুটি এবং মেহেদী হাসান মিরাজ একটি উইকেট শিকার করেন।

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে সাবধানী শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ৮০ বলে ৪৭ রান করার পর থামে উদ্বোধনী জুটি। ৩৮ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন লিটন। ঝুঁকিহীন ব্যাটিং চালিয়ে যান তামিম। তবে তিনে নামা নাজমুল হোসেন শান্ত ৯ বলে ১ রান করে আউট হয়ে যান। সাকিব ক্রিজে এসে উপভোগ করেন তামিমের সঙ্গ।

    তামিম জয়ের ভিত গড়ে দিলেও অর্ধশতকের দেখা পাননি। ৬৯ বলে ৭টি চার হাঁকিয়ে ব্যক্তিগত ৪৪ রানের মাথায় সাজঘরে ফেরেন স্ট্যাম্পিং হয়ে। তামিমের মত জয় নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হন সাকিবও। দেখেশুনে খেললেও ৪৩ বলে ১৯ রান করে আকিলের তৃতীয় শিকার হিসেবে বোল্ড হন তিনি।

    তবে দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। মুশফিকের ৩১ বলে ১৯ ও রিয়াদের ১৬ বলে ৯ রানের অপরাজিত দুই ইনিংসে বাংলাদেশ জয় পায় ৯৭ বল বাকি রেখেই। এই জয়ে ওয়ানডে সুপার লিগেও শুভসূচনা হল টাইগারদের।

    সংক্ষিপ্ত স্কোর

    টস : বাংলাদেশ

    ওয়েস্ট ইন্ডিজ ১২২/১০ (৩২.২ ওভার)
    মায়ার্স ৪০, পাওয়েল ২৮, জেসন ১৭, ম্যাককার্থি ১২
    সাকিব ৭.২-২-৮-৪, হাসান ৬-১-২৮-৩, মুস্তাফিজ ৬-০-২০-২, মিরাজ ৭-১-২৯-১

    বাংলাদেশ : ১২৫/৪ ( ওভার)
    তামিম ৪৪, মুশফিক ১৯*, সাকিব ১৯, লিটন ১৪, রিয়াদ ৯*, শান্ত ১
    আকিল ১০-১-২৬-৩, জেসন ৮-০-১৯-১

    ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

  • দেশে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ ঘোষণা

    দেশে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ ঘোষণা

    প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সবধরণের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দেন।

    বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে করোনা। বিশ্বের এক তৃতীয়াংশ দেশের গণ্ডি পেরিয়ে তা আছড়ে পড়েছে বাংলাদেশেও। স্বভাবতই আতঙ্কিত দেশের মানুষ। এর কালো ছায়া পড়েছে ক্রীড়াঙ্গনেও।

    পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) খেলা বন্ধ করে বিসিবি। এরই ধারাবাহিকতায় এবার সবধরণের ক্রিকেট বন্ধের ঘোষণা দিলেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান।

    তিনি বলেন, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মাঠে ক্রিকেট ফেরার সম্ভাবনা নেই। তাই অনির্দিষ্টকালের জন্য সবধরনের ক্রিকেট বন্ধ থাকছে।

    করোনা রুদ্রমূর্তি ধারণ করায় স্থগিত করা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফরও। শুধু তাই নয়, আগামী মে মাসে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সিরিজও স্থগিত করার চিন্তা-ভাবনা করছে বিসিবি।

    ওই সময় ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে সফরে যাওয়ার কথা টাইগারদের। সেখানে ওডিআই সিরিজ শেষে ইংল্যান্ডের মাটিতে ৪টি টি-টোয়েন্টি খেলার কথা দুদলের। কিন্তু করোনার কারণে ইংল্যান্ডের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেটি না হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

  • এশিয়া কাপ দুবাইতে অনুষ্ঠিত হবে

    এশিয়া কাপ দুবাইতে অনুষ্ঠিত হবে

    আরব আমিরাত প্রতিনিধি : এশিয়া কাপ দুবাইতে অনুষ্ঠিত হবে এবং দ্বি-বার্ষিক টুর্নামেন্টে ভারত-পাকিস্তান উভয়ই অংশ নেবে, শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি এ কথা জানিয়েছেন।

    শুক্রবার ইডেন গার্ডেনে সৌরভ সাংবাদিকদের বলেন, “দুবাইতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে এবং ভারত ও পাকিস্তান উভয়ই খেলবে।”

    অনুষ্ঠানটি এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে।

    এ বছর পাকিস্তান এশিয়া কাপের আয়োজক হওয়ার কথা ছিল তবে দু’দেশের মধ্যে উত্তেজনা ও পাকিস্তানের নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যে বিসিসিআই বলেছে যে ভারতীয় দল সেখানে ভ্রমণ করবে না।

    ভারত ও পাকিস্তান সর্বশেষ আইসিসি বিশ্বকাপ ২০১২ খেলেছিল যেখানে মেন ইন ব্লু ৯৯ রানে জয়ী হয়েছিল।

    বৃহস্পতিবার মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন রানের জয়ে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জনকারী প্রথম দল হওয়ার জন্য ভারতীয় দলকেও অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

    গাঙ্গুলি বলেছিলেন, “তারা কিছু দুর্দান্ত ক্রিকেট খেলছে এবং যোগ্যতা অর্জন করেছে। বিশ্ব টুর্নামেন্টে কেউই পছন্দ করে না।

  • বিশ্বকাপ জিততে যুবাদের লক্ষ্য ১৭৮ রান

    বিশ্বকাপ জিততে যুবাদের লক্ষ্য ১৭৮ রান

    দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে শরিফুল-অভষেকদের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে মাত্র ১৭৭ রানে অল আউট করেছে বাংলাদেশ যুব দল। ফলে প্রথমবারের মত কোন বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা জিততে বাংলাদেশের দরকার ১৭৮ রান।

    টসে জিতে বোলিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই বাংলাদেশি পেসার শরি ও সাকিব। প্রথম ৬ ওভারে ফেন মাত্র ৮ রান। এরপর নিজের প্রথম ওভারে এসেই উইকেট তুলে নেন ফাইনালে একাদশে আসা অভিশেক দাস। ফিরিয়ে দেন ভয়ঙ্কর সাক্সেনাকে।

    তবে জেসওয়াল ও তিলাক ভার্মার ৯৬ রানের জুটিতে ম্যাচে ফেরার প্রয়াস চালায় ভারত। তবে নিজের দ্বিতীয় স্পেলে এসে তিলাক ভার্মাকে ৩৮ রানে ফিরিয়ে দেন সাকিব। ফলে আবারও চাপে পড়ে ভারত। এর দুই ওভার পরেই ভারতীয় শিবরে আঘাত হানেন রকিবুল। ভারতীয় অধিনায়ক প্রিয়াম গার্গকে ৭ রানে ফিরিয়ে দেন তিনি।

    তবে দুর্দান্ত খেলে ভারতের ইনিংস একাই টেনে নিয়ে যাচ্ছিলেন জেসওয়াল। দারুণ খেলে তুলে নেন নিজের অর্ধশতক৷ এগিয়ে যাচ্ছিলেন নিজেত শতকের দিকে। তবে ব্যক্তিগত ৮৮ রান করে শরিফুলের দুর্দান্ত এক ডেলিভারিতে ফিরে যান তিনি। এরপরের বলেই উইকেটে আসা ভিরকে ০ রানে ফিরিয়ে ভারতকে আবার ব্যাকফুটে ঠেলে দেন শরিফুল।

    এরপরের ওভারেই দুর্দান্ত ফিল্ডিংয়ে সেট ব্যাটসম্যান জুরেলকে রান আউটের ফাদে ফেলে ফিরিয়ে দেয় বাংলাদেশ।

    যুব বিশ্বকাপ টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টানা ৯ ম্যাচ জিতে নিজেদের টানা জয়ের রেকর্ড নতুন করে লিখেছেন আকবর আলি-মাহমুদুল হাসান জয়রা।

    অন্যদিকে ভারত তাদের শেষ ১৮ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে হেরেছে। চলতি টুর্নামেন্টে তারাও বাংলাদেশের মতোই অপরাজিত। যে কারণে, শিরোপা জেতার জন্য টাইগারদের সামর্থ্যের শেষ বিন্দুটুকু দিয়ে খেলতে হবে তাদের।

    ফাইনালে আজ এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। হাসান মুরাদের জায়গায় দলে এসেছেন পেসার অভিষেক দাস।

    বাংলাদেশ একাদশ:
    তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদত হোসেন, শামিম হোসেন, আকবর আলি, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান, অভিষেক দাস, শরিফুল ইসলাম।

    ভারত একাদশ:
    ইয়াসভাসি জেসওয়াল, দিবায়ানস সাক্সেনা, তিলাক ভার্মা, প্রিয়াম গার্গ, ধ্রুব জুরেল, সিদ্ধেশ ভির, অথর্ব অঙ্কলেকার, আকাশ সিং, কার্তিক তিয়াগি, রভি বিষ্ণুই, শাস্বত রাওয়াত

  • প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট বাংলাদেশ

    প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট বাংলাদেশ

    পাকিস্তান সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানের বিপক্ষে মিঠুনের অর্ধশতকে প্রথম ইনিংসে ২৩৩ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।

    এদিন টসে হেরে আগে ব্যাটিং করার আমন্ত্রণে ইনিংসের গোড়াপত্তন করতে এসে ইনিংসের তৃতীয় বলে স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেন অভিষিক্ত সাইফ হাসান। এর পরের ওভারে আব্বাসের বলে লেগ বিপরের ফাঁদে পরে ফিরেন আরেক ওপেনার (৩) তামিম ইকবাল।

    দলের এমন বিপর্যয়ে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। তাদের দু’জনে ৫৯ রানের জুটিতে দলীয় অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশ। তবে উইকেটে থিতু হয়ে নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসার অভ্যাসটা রয়েই গেল বাংলাদেশি ব্যাটসম্যানদের।

    আজ একই ভুল করলেন টাইগার অধিনায়ক মমিনুল হক। অফস্টাম্পের অনেক বাইরের বল চেজ করতে যেয়ে কিপারের হাতে ক্যাচ দিয়ে ব্যাক্তিগত ৩০ রানে ফিরে যান মমিনুল। এরপর মাহমুদউল্লাহ ও শান্ত ৩৩ রানের জুটি গড়লেও ৬ চারে ৪৪ রান করে আব্বাসের বলে ফিরেন নাজমুল হোসেন শান্ত। শান্ত ফিরলে দাঁড়াতে পারেনি মাহমুদউল্লাহ। আফ্রিদির বলে ২৫ রান করে ফিরেন তিনি।

    এরপর ষষ্ঠ উইকেটে লিটন ও মিঠুনের মধ্যকার ৫৪ রানের দারুণ জুটি গড়লেও। ৪৬ বলে ৭ চারে ৩৩ রান করে হারিস সোহেলের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন লিটন।

    লিটন ফিরলেও সপ্তম উইকেট জুটিতে ৫৩ রান তুলেন মিঠুন ও তাইজুল। তবে ২৪ রান করে তাইজুল ফিরলেও দুর্দান্ত অর্ধশতক তুলে নেন মোহাম্মদ মিঠুন। ১ ছক্কা ও ৭ চারে ৬৩ রান করে মিঠুন ফিরলে সবকয়টি উইকেট হারিয়ে ২৩৩ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।

    পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন আফ্রিদি। এছাড়া হারিস ও আব্বাস নেন দুটি করে উইকেট।

    পরবর্তীতে আলো স্বল্পতায় আর ব্যাট করতে নামে নি পাকিস্তান।

    সংক্ষিপ্ত স্কোর:(প্রথম দিন শেষে) –
    বাংলাদেশ: ২৩৩/১০ (৮২.৫)
    মিথুন ৬৩, শান্ত ৪৪
    আফ্রিদি ৪/৫৩, হারিস ২/১১

    বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

    পাকিস্তান একাদশ: শান মাসুদ, আবিদ আলি, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শান ও শাহীন শাহ আফ্রিদি।

  • জয়ের সেঞ্চুরিতে যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

    জয়ের সেঞ্চুরিতে যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

    প্রথমবারের মত কোনো বিশ্বকাপের ফাইনালে ওঠে ইতিহাস রচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশের যুবারা। টাইগারদের জয়ে মূল অবদান ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়ের।

    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পচেফস্ট্রুমে আসরের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২১১ রান। শুরুতে কিউইদের দারুণভাবে চেপে ধরলেও শেষদিকে বেকহাম হুইলার গ্রিনঅলের দৃঢ়চেতা ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ জড়ো করে কিউইরা।

    দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান আসে গ্রিনঅলের ব্যাট থেকে। ৮৩ বলের মোকাবেলায় ৫টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে এই ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এছাড়া নিকোলাস লিডস্টোন ৪৪ ও ফার্গুস লেলম্যান ২৪ রান করেন।

    বাংলাদেশের পক্ষে পেসার শরিফুল ইসলাম ৩টি উইকেট শিকার করেন। এছাড়া দুই স্পিনার শামিম হোসেন ও হাসান মুরাদ ২টি করে এবং আলোচিত স্পিনার রকিবুল হাসান ১টি উইকেট শিকার করেন।

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৩ রানেই তানজিদ হাসান তামিমকে (৯ বলে ৩) হারায় বাংলাদেশের যুবারা। ওয়ান ডাউনে নামা মাহমুদুল হাসান জয়কে দর্শক হিসেবে রেখেই বিদায় নেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন (২৯ বলে ১৪)। ৩২ রানে দুই ওপেনারকে হারিয়ে দল চাপে পড়ে গেলে খোলস ছেড়ে বেরিয়ে আসেন মাহমুদুল। কিউই বোলারদের ভোগানোর পাশাপাশি আগলে রাখছিলেন দলকেও।

    তৌহিদ হৃদয়ের সাথে তৃতীয় উইকেটে গড়েন ৬৮ রানের পার্টনারশিপ। জুটি ভাঙে হৃদয় ৪৭ বলে ৪০ রান (৪টি চার) করে বিদায় নিলে। তবে শাহাদাত হোসেনের ধৈর্যশীল ব্যাটিং দারুণ সঙ্গ দেয় মাহমুদুলকে। শাহাদাতের সঙ্গ পেয়ে শতক তুলে নিতে ভুল করেননি মাহমুদুল।

    তবে ম্যাচ জয়ের নায়ক দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। দলীয় ২০১ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। তার আগে ১২৭ বলের মোকাবেলায় ১০০ রান করেন ১৩টি চারের সাহায্যে। শাহাদাতের সাথে তার ১০১ রানের জুটি ভাঙলেও শাহাদাত অধিনায়ক আকবর আলীকে সঙ্গে নিয়ে দ্রুত জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। শাহাদাত ৫১ বলে ৪০ ও আকবর ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ জয় পায় ৩৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই।

    নিউজিল্যান্ডের পক্ষে ১টি করে উইকেট শিকার করেন ক্রিশ্চিয়ান ক্লার্ক, ডেভিড হ্যানকক ও আদিত্য অশোক।

    ৯ জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিতব্য ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

    দ্বিতীয় সেমিফাইনাল, সংক্ষিপ্ত স্কোর

    টস: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

    নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯: ২১১/৮ (৫০ ওভার)
    গ্রিনঅল ৭৫*, লিডস্টোন ৪৪, লেলম্যান ২৪
    শরিফুল ১০-২-৪৫-৩, শামিম ৬-১-৩১-২, মুরাদ ১০-১-৩৪-২, রকিবুল ১০-১-৩৫-১

    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২১২/৪ (৪৪.১ ওভার)
    মাহমুদুল ১০০*, হৃদয় ৪০, শাহাদাত ৪০*, ইমন ১৪, আকবর ৫*, তামিম ৩
    হ্যানকক ৭-০-৩১-১, ক্লার্ক ৯-০-৩৭-১

    ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী।

  • ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সফরে আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

    ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সফরে আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

    ফেব্রুয়ারি মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

    রবিবার (২৬ জানুয়ারী) জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সফরে এবার একটি টেস্ট, তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা।

    আইসিসির এফটিপি অনুযায়ী জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল মার্চ মাসে। তবে বিসিবি আগেই জানিয়েছিল এগিয়ে আসছে সিরিজটি। শেষ পর্যন্ত তাই হলো। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে।

    বাংলাদেশের মাটিতে পা রেখে শুরুতেই একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। একমাত্র টেস্টের আগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি। দু’দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ২২-২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দু’দলের মধ্যকার একমাত্র টেস্ট। মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

    টেস্টের পর চট্টগ্রামে পাড়ি জমাবে উভয় দল। সেখানে ১, ৩ ও ৬ মার্চ তিনটি ওয়ানডেতে লড়বে দুই দল। দিবারাত্রির সবকয়টি ওয়ানডেই অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

    বন্দরনগরীতে ওয়ানডে সিরিজ শেষে করে আবারও ঢাকায় ফিরে আসবে দু’দল। এরপর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজে লড়বে উভয় দল। হোম অব ক্রিকেটে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯ ও ১১ই মার্চ।

    প্রায় মাসব্যাপী সফর শেষে ১২ই মার্চ নিজ দেশে ফিরে যাবে সফরকারীরা।

    জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের সূচি-

    ১৮-১৯ ফেব্রুয়ারি- দুই দিনের প্রস্তুতি ম্যাচ।
    ২২-২৬ ফেব্রুয়ারি- একমাত্র টেস্ট; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

    ১ মার্চ- প্রথম ওয়ানডে; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
    ৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
    ৬ মার্চ- তৃতীয় ওয়ানডে; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

    ৯ মার্চ- প্রথম টি-টোয়েন্টি; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
    ১১ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

  • সহজ জয়ে সিরিজ জয় পাকিস্তানের

    সহজ জয়ে সিরিজ জয় পাকিস্তানের

    লাহোরে টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিল পাকিস্তান। আগামী সোমবার তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় জিততে না পারলে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

    পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে গতকাল মাত্র ১৪১ রান করতে পেরেছিল বাংলাদেশ। এরপর আজকে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতেছিল টাইগাররা। টসে জিতে একইভাবে আগে ব্যাটিং করে আরো করুণ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন টাইগার বাহিনী। চরম দুর্ভোগের দিনে আজকে পাকিস্তানকে মাত্র ১৩৭ রান টার্গেট দিতে পেরেছে বাংলাদেশ। একইসঙ্গে পরপর দুইদিন টানা লজ্জার রেকর্ড গড়েছেন তামিমরা।

    পাকিস্তানে এমনিতেই সহজে কেউ খেলতে যেতে চায় না। তাই দেশটির ঘরের মাঠে খুব কম ম্যাচ আয়োজিত হয়। তারপরও কখনো এতো কম রান স্কোর করেনি কোনো দল। আজকে বাংলাদেশের করা ১৩৬ রানই হচ্ছে লাহোরের স্টেডিয়ামে করা সর্বনিম্ন দলীয় স্কোর। গতকাল পর্যন্ত সর্বনিম্ন স্কোর ছিল ১৪১ রান। আর সেই লজ্জার রেকর্ডেরও মালিক বাংলাদেশ।

    দুইম্যাচেই তামিমদের মন্থর গতির ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন তাঁরা ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন। পাকিস্তান এমনিতেই ভালোভাবে ফিল্ড সেটআপ করে রেখেছিল। আর বাংলাদেশিরাও প্রচুর ডট বল দিয়ে নিজেরাই নিজেদের ওপর চাপ সৃষ্টি করে নিয়েছিলেন। ফলশ্রুতিতে অহেতুক উইকেটও পড়েছে। এছাড়াও অলস্যতার কারণে রানআউট হওয়ার প্রবণতাও দেখা গিয়েছে। আর খুব কমই সাহসী শট খেলতে পেরেছেন বাংলাদেশিরা। যে কারণে আজো ভালো অবস্থানে নেই টাইগাররা।

    এদিন বাবর ও হাফিজের হার না মানা ইনিংসে ৯ উইকেটে জিতল পাকিস্তান। এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪৪ বল মোকাবেলায় বাবর ৬৬ ও ৪৯ বল মোকাবেলায় ৬৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হাফিজ।

    সংক্ষিপ্ত স্কোর

    বাংলাদেশ: ২০ ওভারে ১৩৬/৬ (তামিম ৬৫, আফিফ ২১, মাহমুদউল্লাহ ১২, মেহেদী ৯, আমিনুল ৮*, লিটন ৮, সৌম্য ৫*, হাসনাইন ২/২০)।

    পাকিস্তান: ১৬.৪ ওভারে ১৩৭/১ (হাফিজ ৬৭*, বাবর ৬৬*)।

    ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী।

  • অবশেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ

    অবশেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ

    নানান নাটকীয়তার পর অবশেষে পাকিস্তানের মাটিতে পূর্নাঙ্গ সিরিজ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ।

    পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পিসিবির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী বাংলাদেশের সফর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে ঐক্যমতে পৌঁছেছেন।

    জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো আজ (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

    Bangladesh will play three T20Is in Lahore from 24-27 January, with the first Test to be held in Rawalpindi from 7-11 February.

    After the PSL, the one-off ODI will take place in Karachi on 3 April, with the second Test to be played from 5-9 April.

    — ESPNcricinfo (@ESPNcricinfo) January 14, 2020

    সূচি অনুযায়ী, প্রথম ধাপে পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। চলতি মাসের ২৪ থেকে ২৭ জানুয়ারি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে লাহোরে।

    টি-টোয়েন্ট সিরিজ শেষ করে দেশে ফিরে আসবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই টেস্ট খেলে দেশে ফিরে আসবে টাইগাররা।

    পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে বাংলাদেশ দল আবারো যাবে পাকিস্তান সফরে। ৩ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে একমাত্র ওয়ানডে। এরপর একই ভেন্যুতে ৫-৯ এপ্রিল টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

    অনেক জলঘোলার পর বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত হওয়ায় উচ্ছ্বসিত পিসিবি। পাকিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি ও প্রধান নির্বাহী প্রকাশ করেছেন স্বস্তি। সূচি চূড়ান্ত হওয়ার পেছনে ভূমিকা রেখেছেন খোদ আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর।

  • এসএ গেমস ক্রিকেটে নারীদের পর পুরুষ দলও স্বর্ণ জিতলো

    এসএ গেমস ক্রিকেটে নারীদের পর পুরুষ দলও স্বর্ণ জিতলো

    নারী দলের পর সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণ জিতলো বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলও।

    আজ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ৭ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। গতকাল নারীদের ফাইনালে শ্রীলংকাকে ২ রানে হারায় সালমা খাতুন-জাহানারা আলম-নিগার সুলতানারা।

    নেপালের কীর্তিপুরে টস জিতে আজ প্রথমে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন শ্রীলংকার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও নিশান মাধুশকা। ৪ দশমিত ৪ ওভারেই ৩৬ রান তোলেন তারা। বাংলাদেশের পেসার সুমন খান শ্রীলংকার উদ্বোধনী জুটি ভাঙ্গেন। ১৬ রান করা মাধুশকাকে শিকার করেন তিনি।

    এরপর একই ওভারে শ্রীলংকার দুই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন ডান-হাতি পেসার হাসান মাহমুদ। ফলে ৪১ রানে ৩ উইকেট হারায় শ্রীলংকা। এই চাপ থেকে আর ঘুড়ে দাঁড়াতে পারেনি শ্রীলংকা। ফলে পুরো ২০ ওভার ব্যাট করে মাত্র ১২২ রানে অলআউট হয় লংকানরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন শাম্মু আসান। এছাড়া নিশাঙ্কা ২২ করে ফিরেন। বাংলাদেশের হাসান ২০ রানে ৩ ও তানভীর ইসলাম ২৮ রানে ২ উইকেট নেন।

    জবাবে ভালো শুর করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। বলের সাথে পাল্লা দিয়েই রান তুলছিলেন তারা। অষ্টম ওভারে দলীয় ৪৪ রানে ভাঙ্গে বাংলাদেশের প্রথম জুটি। ৪টি চারে ২৮ বলে ২৭ রান করে ফিরে যান সৌম্য।

    সৌম্যর বিদায়ে ক্রিজে ওপেনার সাইফের সঙ্গী হন অধিনায়ক নাজমুল। জুটি বেঁধেই মারমুখী মেজাজ দেখান দু’জনে। তাতে বাংলাদেশের জয়ের পথ সহজ হয়ে যায়। দ্বিতীয় উইকেটে ২২ বলে ৩৯ রান যোগ করেন সাইফ-শান্ত।

    ৩টি চার ও ২টি ছক্কায় ৩০ বলে ৩৩ রান করে আউট হন সাইফ। তার বিদায়ে শান্ত’র সাথে জুটি বেঁধে বাংলাদেশকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন ইয়াসির আলি। কিন্তু দলের জয় থেকে ১৫ দূরে থাকতে আউট হন ইয়াসির। ১টি করে চার-ছক্কায় ১৬ বলে ১৯ রান করেন তিনি।

    তবে আফিফ হোসেনকে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শান্ত। ১১ বল বাকী রেখেই এসএ গেমসে স্বর্ণ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

    ২টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে অপরাজিত ৩৫ রান করেন শান্ত। ৭ বলে অপরাজিত ৫ রান করেন আফিফ।

  • সীতাকুণ্ডে শেখ রাসেল স্মৃতি দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

    সীতাকুণ্ডে শেখ রাসেল স্মৃতি দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে শেখ রাসেল স্মৃতি দিবারাত্রি শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

    মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার বার আউলিয়াস্থ সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস।

    মাসব্যাপী এই দিবারাত্রী ক্রিকেট টুর্নামেন্টে মোট ৩২টি টিম অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় অংশ নেয় বি.এফ.সি ফাইটার্স বনাম অপরাজয়া ক্রীড়া সংঘ।

    ছাত্রনেতা মোঃ সাদেকের সঞ্চলনায় উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. ইসমাইল, সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরুল আলম বাবুল, সাধারণ সম্পাদক অহিদুল আলম চৌধুরী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, ইউপি সদস্য নাছির উদ্দিন, ছাত্রনেতা জসিম উদ্দিন, নিজাম উদ্দিনসহ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

    বক্তরা বলেন, খেলাধুলা ছেলেদের শারীরিক গঠন বৃদ্ধি করতে সহায়তা করে। তাদের মন মানসিকতা প্রফুল্ল রাখে।

    পড়ার পাশাপাশি ছেলেদের খেলাধুলার প্রয়োজন রয়েছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।

  • টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

    টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

    ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নয়াদিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

    প্রথমবারের মতো ভারতের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। আর ঐতিহাসিক এই সফরে নেই টাইগার দুই পাণ্ডব সাকিব আল হাসান ও তামিম ইকবাল। খেলছেন না তরুন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ম্যাচে টাইগারদের আরো এক প্রতিপক্ষ দিল্লির দুষণ।

    ৩ পেসার ও ১ স্পিনার নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আজকের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে মোহাম্মদ নাইমের।

    ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ের, রিশাব পান্ত (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুযবেন্দ্র চাহাল, দিপক চাহার ও খলীল আহমেদ।

    বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।