Tag: ক্রিকেট

  • সবার সমর্থন থাকলে আগের থেকে শক্তিশালী হয়ে ফিরব : সাকিব

    সবার সমর্থন থাকলে আগের থেকে শক্তিশালী হয়ে ফিরব : সাকিব

    বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান জুয়াড়িদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করলেও বিষয়টি আইসিসি কিংবা বিসিবির কাছে বিষয়টি গোপন করায় তাকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

    তবে, দোষ স্বীকার করার কারণে, তার ১ বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি। সাকিবকে যে শাস্তি দিয়েছে তা মেনে নিয়ে তিনি বলেছেন, সবার সমর্থন থাকলে এই সময়ের মধ্যে আগের থেকে শক্তিশালী হয়ে ফিরবেন।

    আইসিসির রায় ঘোষণার পর মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপনের সঙ্গে সংবাদ সম্মেলনে এসে লিখিত বক্তব্যে এ কথা বলেন সাকিব।

    তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে আইসিসির যে অবস্থান এবং সেজন্য আমার বিরুদ্ধে যে শাস্তি তা আমি মাথা পেতে নিচ্ছি। সবার সমর্থন থাকলে নিষেধাজ্ঞা শেষে আগের থেকে শক্তিশালী হয়ে ফিরব।

    সাকিব বলেন, আমার ভালোবাসার খেলাটি থেকে নিষিদ্ধ হওয়ায় আমি অত্যন্ত বিষণ্ণ। তবে (আইসিসিকে) রিপোর্ট না দেয়ায় আমার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেটা আমি মেনে নিচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা পালনের জন্য আইসিসির এসিইউ খেলোয়াড়দের ওপর আস্থা রাখে। কিন্তু আমি এক্ষেত্রে আমার দায়িত্ব পালন করতে পারিনি।

    তিনি বলেন, বিশ্বব্যাপী ক্রিকেটার এবং ফ্যানদের মতো আমিও চাই দুর্নীতিমুক্ত ক্রিকেট। আমি আইসিসির এসিইউ টিমের শিক্ষা প্রোগ্রামে অংশ নিয়ে তাদের সহযোগিতা করতে চাই এবং আমি যে ভুলটি করেছি তা যেন আর কোনো তরুণ ক্রিকেটার না করেন সেটি নিশ্চিত করতে সহযোগিতা করতে চাই।

    এর আগে সন্ধ্যায় জুয়াড়ির সঙ্গে কথোপকথন গোপন করার অপরাধে সাকিবের বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়ে রায় ঘোষণা করে আইসিসি। তবে ঘোষিত রায়ের এক বছরের শাস্তি স্থগিতও করা হয়েছে। একই অপরাধে না জড়ালে আগামী বছরের ২৯ অক্টোবর থেকে মাঠে ফিরতে পারবেন তিনি।

    বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একটি নয়, আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার তিনটি আইন লঙ্ঘনের অপরাধে এ শাস্তি দিয়েছে আইসিসি।

  • দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব

    দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব

    অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো। জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও সে বিষয়ে কর্তৃপক্ষকে না জানানোয় সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

    আইসিসির কোড অব কন্ডাক্টে বলা আছে, বাজিকরদের কাছ থেকে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেলে সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হবে। না হয় আইসিসির দুর্নীতি দমন সংস্থা- আকসুকে অবহিত করতে হবে। সে খবর নিজে লুকিয়ে রাখলে সেটা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। সাকিব তার কোনোটাই করেননি।

    সাকিব মূলত এক বছর নিষিদ্ধ থাকবেন। পরবর্তী এক বছর স্থগিত নিষেধাজ্ঞায় থাকবেন। ওই এক বছরে সাকিব পুনরায় একই অভিযোগে অভিযুক্ত হলে সাকিবকে আবার শাস্তি দেবে আইসিসি।

    আজ থেকেই সাকিবের নিষেধাজ্ঞা শুরু হবে। ২০২০ সালের ২৯ অক্টোবর মাঠে ফিরতে পারবেন তিনি। অর্থাৎ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ফিরতে পারবেন সাকিব।

    আইসিসির ওয়েবসাইটে সাকিবের নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তটি জানানো হয়েছে। ম্যাচ ফিক্সিং-এর প্রস্তাব পাওয়ার পর সেটা গোপন করার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছে।

    আইসিসি বলছে, আগামী এক বছর তিনি খেলতে পারবেন না, কিন্তু তিনি যদি সাজার সব শর্ত মেনে চলেন তাহলে তিনি ২০২০ সালের ২৯শে অক্টোবর থেকে মাঠে ফিরে আসতে পারবেন।

    ২০১৮ সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও ২০১৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্নীতির প্রস্তাব দেয়া হয় সাকিব আল হাসানকে।

    সাকিব সেটা যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ আইসিসির এ্যান্টি করাপশন ইউনিটকে জানায়নি।

    ২০১৮ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের একটি ম্যাচে সাকিব দুর্নীতির প্রস্তাব পান।

    আইসিসির বিবৃতি অনুযায়ী ২০২০ সালের ২৯শে অক্টোবর পর্যন্ত তার নিষেধাজ্ঞা থাকবে।

    এরপর তার স্থগিত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে যেখানে সাকিবকে সন্তুষ্ট করতে হবে যে তিনি আর অপরাধের পুনরাবৃত্তি করবেন না।

    আইসিসির দেয়া বিবৃতিতে সাকিব আল হাসান বলেন, “আমি খুব দুঃখিত, আমার নিষেধাজ্ঞার জন্য। আমি খেলাটি ভালোবাসি, তবে আমার বিরুদ্ধে আনা দায় আমি মেনে নিয়েছি। দুর্নীতির বিরুদ্ধে আইসিসির যে অবস্থান সেখানে আমি আমার দায়িত্ব যথাযথ পালন করতে পারিনি।”

    অ্যালেক্স মার্শাল, যিনি আইসিসির জেনারেল ম্যানেজার, তিনি বলেন, ” সাকিব অভিজ্ঞ একজন ক্রিকেটার, সে অনেক প্রশিক্ষণের মধ্য দিয়ে গিয়েছেন, এটা তার দায়িত্ব ছিল এই প্রস্তাবগুলো রিপোর্ট করা।”

    আইসিসির জেনারেল ম্যানেজার আশা করছেন, সাকিব আর এই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবেন না এবং ভবিষ্যতে আইসিসির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবেন।

  • বিসিবি সাকিবের পাশে থাকবে : প্রধানমন্ত্রী

    বিসিবি সাকিবের পাশে থাকবে : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে সর্বাত্মক সহযোগিতা করবে। তার পাশে দাঁড়াবে। এখানে আমাদের পক্ষ থেকে হয়তো তেমন কিছুই করার নেই।’

    আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রী বলেন, ‘সাকিবও এখানে একটা ভুল করেছে। সে হয়তো বিষয়টি আমলে নেয়নি, বুঝতে পারেনি। তার উচিত ছিল সঙ্গে সঙ্গেই বিষয়টি আইসিসিকে জানানো। এখানে একটি ভুল হয়ে গেছে তার।’

    অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার জীবনে শুনিনি, ক্রিকেটাররা এভাবে আন্দোলনে যায়। বিষয়টি সমাধান হয়ে গেছে। আমরা যেভাবে ক্রিকেটকে সমর্থন দিয়ে যাচ্ছি, বিশ্বের অনেক দেশও হয়তো এটা দেয়নি।’

    আজারবাইজানের বাকুতে গত ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত ন্যাম সম্মেলনে অংশ নিয়ে রোববার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ওই সফর নিয়েই আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।

    ন্যাম সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালাহসহ ন্যামের সদস্য রাষ্ট্রের বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করেন।

    এ ছাড়া আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ভবনে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে তাঁরা পারস্পরিক সুবিধার জন্য ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক দৃঢ়করণে কাজ করবেন বলে সম্মতি দেন।

  • ঢাকায় ডোমিঙ্গো-ভেট্টোরিরা

    ঢাকায় ডোমিঙ্গো-ভেট্টোরিরা

    জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে কাজ করার জন্য বাংলাদেশে এসে পৌঁছেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। এছাড়া তার সাথে বাংলাদেশে পা রেখেছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও সীমিত ওভারের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি।

    শুক্রবার (২৫ অক্টোবর) সকালে তাদের বহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

    ডমিঙ্গোর অধীনে টাইগাররা ইতোমধ্যে একটি সিরিজ খেললেও কোচিং স্টাফে নিয়োগ পাওয়ার পর ভেট্টোরি এবারই প্রথম বাংলাদেশে এলেন।

    ডমিঙ্গো-ভেট্টোরি-ম্যাকেঞ্জির বাংলাদেশে পৌঁছানোর দিন থেকেই থেকেই শুরু হচ্ছে জাতীয় দলের ভারত সফরের প্রস্তুতি। সেই প্রস্তুতিতে যোগ দিচ্ছে টি-টোয়েন্টি দল। আগেই জানা গিয়েছিল, ভারত সফরের প্রস্তুতিতে দলের সাথে যোগ দেবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

    বিসিবিতে রিপোর্টিং শেষে ভেট্টোরিসহ সব কোচ খেলোয়াড়দের সাথে দেখা করবেন বলে জানা গেছে।

    গত জুলাইয়ে বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে ভেট্টোরির নাম ঘোষণা করা হয়। চলতি মাস থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব-মিরাজদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

    নিউজিল্যান্ডের কিংবদন্তী স্পিনিং অলরাউন্ডার ভেট্টোরি ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অবসরের আগে নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ। নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে গণ্য করা হয় তাকে।

    অলরাউন্ডার হিসেবে ব্যাটসম্যানের ভূমিকায়ও থাকতেন দুর্দান্ত। তাকে স্পিন কোচ হিসেবে পেলে তাই ব্যাটিং অভিজ্ঞতার ভাগীদারও হবেন ক্রিকেটাররা।

    তার বামহাতি অর্থোডক্স স্পিনের ঘূর্ণিতে টেস্টে ৩৬২টি, একদিনের ক্রিকেটে ৩০৫টি ও সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে ৩৮টি উইকেট শিকার করেন। অবসর নেওয়ার সময়ে ভেট্টোরি ছিলেন অষ্টম টেস্ট ক্রিকেটার যিনি ৩০০ উইকেট শিকারের পাশাপাশি ৩০০০ এর অধিক রান করেন। সাকিব আল হাসানের উত্থানের সময়ে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ভাবা হত ভেট্টোরিকে।

  • দেশের ক্রিকেট নিয়ে চক্রান্ত চলছে : পাপন

    দেশের ক্রিকেট নিয়ে চক্রান্ত চলছে : পাপন

    দেশের ক্রিকেটারদের ১১ দফা দাবিদাওয়া নিয়ে ধর্মঘটের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

    তার অভিমত, দেশের ক্রিকেট নিয়ে চক্রান্ত চলছে এবং ক্রিকেটারদের এমন অবস্থান চক্রান্তেরই অংশ।

    যদিও ক্রিকেটারদের সবাই জেনেবুঝে এমন কাজ করছেন বলে মনে করেন না তিনি।

    ক্রিকেটারদের দাবির বিষয়ে সংবাদ সম্মেলনে পাপন তুলে ধরেন- তিনি দায়িত্বে আসার পর দলের বা বোর্ডের কী কী উন্নতি হয়েছে।

    তিনি বলেন, ‘আমি আসার পর আইসিসি সভাগুলোতে বলা হতো জিম্বাবুয়ে ও বাংলাদেশকে টেস্টে চাই না।’

    বোর্ডকে নিয়ে চক্রান্ত চলছে জানিয়ে পাপন বলেন, ‘চক্রান্ত চলছে। কে এসব করছে এগুলো জানি। আপনারাও সব জানেন।’

    খেলোয়াড়দের ধর্মঘটের পেছনে অক্রিকেটীয় কারণ আছে জানিয়ে তিনি বলেন, ‘তারা জানত দাবি দিলেই মেনে নিব,এজন্য যোগাযোগ করেনি। এটা পরিকল্পনার অংশ। ওরা কেন আমাদের কাছে চাচ্ছে না? খেলা কেন বন্ধ করল? ক্যাম্প কেন বন্ধ করল? সবকিছুর পেছনেই একটা কারণ আছে।’

    ‘এটা ঐ ষড়যন্ত্রেরই অংশ। সব খেলোয়াড় এটা জেনেশুনে করছে বলে আমি মনে করি না। তবে হাতেগোনা ২-১ জন হয়ত জানে। বাকি না জেনেই (ধর্মঘটে) এসেছে।’

    এ সময় পাপন সবার কাছে কিছুদিন সময় চান। শীঘ্রই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

    ‘কারা দেশের বিরুদ্ধে কাজ করছে এটা খুঁজে বের করতে হবে। এটা খুবই জরুরী। আমি আপনাদের কাছে কিছুদিন সময় চাচ্ছি। দৃঢ় বিশ্বাস, কারা এসব করছে আমরা বের করতে পারব।’

    ভারত সফর বানচালের জন্য এমনটি করা হচ্ছে বলেই উল্লেখ করে পাপন। তিনি আরও জানান, ‘দেশের বাইরে থেকে করা হচ্ছে। আমাদেরও ২-১ জন জড়িত থাকতে পারে, খেলোয়াড়দের কেউই জড়িত থাকতে পার।’

  • বিভিন্ন দাবিতে আন্দোলনে ক্রিকেটাররা

    বিভিন্ন দাবিতে আন্দোলনে ক্রিকেটাররা

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে মতের অমিল ও বোর্ডের কাজে ক্রিকেটাররা সন্তুষ্ট না হওয়ায় ধর্মঘটের ডাক দিয়েছেন।

    জাতীয় দল ও ঘরোয়া লিগের ক্রিকেটাররা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দাবিদাওয়া তুলে ধরেছেন। যেখানে উঠে এসেছে ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের আরও টুর্নামেন্ট আয়োজনের কথা।

    সোমবার (২১ অক্টোবর) হঠাৎ করেই শোনা যায়, ধর্মঘটের ডাক দিতে যাচ্ছেন ক্রিকেটাররা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব-মুশফিকদের মতো জাতীয় দলের ক্রিকেটাররাসহ জুনায়েদ-নাইমদের মতো ঘরোয়া লিগের অভিজ্ঞ ও নিয়মিত পারফর্মাররা তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকবেন বলে জানিয়েছেন।

    এখানে তারা লিখিত বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। যেখানে ক্রিকেটারদের আট (৮) ও নয় (৯) নম্বর দাবির কথা জানান এনামুল হক বিজয় ও নুরুল হাসান সোহান। বিজয়ের বক্তব্যে উঠে এসেছে অন্তত আরও একটি করে ৫০ ওভার ও ২০ টুর্নামেন্ট আয়োজন করা। বিপিএল ছাড়াও শুধু দেশি ক্রিকেটারদের নিয়েই ২০ ওভারের আরেকটি টুর্নামেন্টের দাবি করা হয়েছে।

    বিজয়ের ভাষ্যমতে, ‘ঘরোয়া লিগে আমরা দুইটা চারদিনের টুর্নামেন্ট খেলি, বিসিএল এবং এনসিএল। কিন্তু ৫০ ওভারের সংস্করণে আমরা একটা মাত্র টুর্নামেন্ট পাই। এখানে আমাদের অন্ততপক্ষে আরও একটা টুর্নামেন্ট বাড়ানো দরকার।

    এছাড়া আমরা বিপিএল খেলি, সেটা টি-টোয়েন্টি সংস্করণ। বিপিএল ছাড়া আমাদের আর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয় না। বিপিএলের শুরুর আগে আমাদের একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট হওয়া জরুরি।’

    তিনি আরও যোগ করেন, ‘ওয়ানডের কথা যেটা বলছিলাম, আমাদের কিন্তু আগে ৫০ ওভারেরও একটা জাতীয় লিগ খেলা হত। পাঁচ বছর আগেও এটা হয়েছে। চারদিনের ম্যাচের পরে আমরা একটা ৫০ ওভারের ম্যাচ খেলতাম। এখন সেটা বন্ধ হয়ে গেছে।

    আমরা চাই, জাতীয় ক্রিকেট লিগে আবারো ওয়ানডে ম্যাচ চালু করা হোক যেন আমরা এই সংস্করণে আরও বেশি খেলার সুযোগ পাই।’

    এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান ঘরোয়া লিগের সূচি আগে থেকেই নির্দিষ্ট করার আবেদন জানান, ‘ঘরোয়া লিগের জন্য আমাদের একটা নির্দিষ্ট সূচি থাকতে হবে। এটা যদি নির্দিষ্ট করা হয় তাহলে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকতে পারি।’

    দেশের ক্রিকেটের স্বার্থেই তারা এই দাবি তুলে ধরেছেন। তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণায় সংশয়ের মুখে পড়েছে বাংলাদেশের ভারত সফর।

  • নিউজিল্যান্ডে যুবাদের সিরিজ জয়

    নিউজিল্যান্ডে যুবাদের সিরিজ জয়

    সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাহমুদুল হাসান জয়ের অপরাজিত ১০৩ রান, তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয়ের অর্ধশতকে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

    এ জয়ের ফলে দুই ম্যাচ বাকি থাকতেই ৫ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা।

    প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৩ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের দাপুটে ব্যাটিংয়ে ৭৯ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় পায় বাংলাদেশের যুবারা।

    লিঙ্কনে বাংলাদেশের ইনিংসে আজও পুনরাবৃত্তি ঘটল যেন দ্বিতীয় ওয়ানডের । রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারানো। তামিম-জয়ের ব্যাটে প্রতিরোধ আর শেষদিকে জয়-হৃদয়ের দৃঢ়তা জয় নিশ্চিত। আগের দিনের মতো সবই হলো তাই। তবে আগের দিনকে ছাপিয়ে আজ ছিল বেশি কিছু ব্যতিক্রম ঘটনাও।

    দ্বিতীয় ওয়ানডেতে ১ রানের জন্য শতক বঞ্চিত হয়েছিলেন জয়। তবে আজ আর তা হতে দেননি। যদিও শঙ্কা জেগেছিল আজও শতক হাতছাড়ার। বাংলাদেশের প্রয়োজন যখন ৫ রান, জয়ের সেঞ্চুরির জন্য দরকার ছিল তখন ৭ রান। এমন অবস্থায় আজও তার শতক হাতছাড়ার শঙ্কা থাকলেও তা আর হতে দেননি তিনি। পরপর দুই বলে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে শতক পূর্ণ করেন তিনি। সাথে নিশ্চিত করেন দলের সিরিজ জয়ও।

    ৯৫ বলে ক্যারিয়ারের তৃতীয় শতক পূর্ণের পথে ১৬ চার ও ১ ছক্কা হাঁকান তিনি। তার সাথে তৃতীয় উইকেটে ১২৮ রানের জুটি গড়ার পথে অর্ধশতকের দেখা পান হৃদয়ও। শেষ পর্যন্ত জয় ১০৩ ও হৃদয় অপরাজিত থাকেন ৫১ রানে।

    বার্ট সার্টক্লিফে এর আগে টস জিতে কিউইদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা। লিলম্যান ও ডিকসন ছাড়া পুরো ইনিংসে প্রত্যাশামত ব্যাট করতে পারেনি কিউই আর কোনো ব্যাটসম্যান।

    লিলম্যান ও ডিকসনের মধ্যকার নবম উইকেটের অবিচ্ছিন্ন ৬০ রানের জুটিতে ২২৩ রানের পুঁজি পায় স্বাগতিকরা। দলকে লড়াইয়ে ধরে রাখার পথে অপরাজিত ১১৬ রানের ইনিংস খেলেন লিলম্যান। ৭ চার ও ৫ ছক্কায় এ রান করেন তিনি। কিউইদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন দশ নম্বরে ব্যাট করতে আসা ডিকসন। তিনি খেলেন অপরাজিত ২৩ রানের ইনিংস।

    সফরকারী বোলারদের মধ্যে তানজীম হাসান সাকিব, অভিষেক দাস, হাসান মুরাদ প্রত্যাকেই নেন দুটি করে উইকেট। এছাড়া শরিফুল ইসলাম পান এক উইকেট।

    জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১১ রানে অনিক সরকার আউট হলেও ম্যাচে এর প্রভাব পড়তে দেননি তামিম ও জয়। দ্বিতীয় উইকেট জুটিতে পরিস্থিতি সামাল দেন তারা। দু’জনে মিলে গড়েন ৯০ রানের জুটি।

    অর্ধশতক পূর্ণের পর আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকা তামিমকে থামান অশোক। ডিকসনের হাতে ক্যাচ দিলে ব্যক্তিগত ৬৫ রানে শেষ হয় তামিমের ইনিংস। ৮ চার ও ১ ছক্কায় ৬৪ বল থেকে এ রান করেন তিনি। তার বিদায়ে দলীয় ১১১ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা।

    তামিমের সাজঘরে ফেরার পর তৌহিদ হৃদ‍য়ের সাথে জুটি গড়েন জয়। অবিচ্ছিন্ন থেকে দুজনে মিলে যোগ করেন ১২৮ রানের জুটি। আর এতেই ৭ উইকেটের জয় পায় সফরকারীরা।

    সংক্ষিপ্ত স্কোর-
    নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল: ২২৩/৮ (৫০ ওভার)
    লিলম্যান ১১৬* ডিকসন ২৩*; অভিষেক ১০-২-২৮-২, সাকিব ১০-১-৪৬-২, হাসান ১০-১-৫৬-২।

    বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: ২২৯/২ (৩৬.৫ ওভার)
    জয় ১০৩*, তামিম ৬৫, হৃদয় ৫১*; অশোক ৭-০-৪০-১।

    ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
    সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে।

  • পাকিস্তান পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

    পাকিস্তান পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

    সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল পৌঁছেছে পাকিস্তানে। যদিও ১০ বছর আগে লাহোরে সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কার ক্রিকেট দলটি। তার পর এই প্রথম পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এলো শ্রীলঙ্কা।

    মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে করাচি বিমানবন্দরে নামে লঙ্কান ক্রিকেটাররা।

    শ্রীলঙ্কার পাকিস্তান সফর ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল এক সময়। নিরাপত্তার কারণে শ্রীলঙ্কা দলের প্রথম সারির ১০ জন ক্রিকেটার পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন। এর পর পাকিস্তান সরকার লঙ্কান ক্রিকেটারদের রাষ্ট্রপ্রধানের সমান নিরাপত্তা দেওয়ার আশ্বাসে পাকিস্তানে খেলতে যেতে রাজি হয় শ্রীলঙ্কা ক্রিকেট দল।

    তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হতে যাচ্ছে ২৭ সেপ্টেম্বর। ম্যাচ তিনটিই হবে করাচিতে। এর পর লাহোরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান-শ্রীলঙ্কা।

    যদিও এই পাকিস্তান সফরে যাননি শ্রীলঙ্কার ওয়ানডে দলের অধিনায়ক দ্বিমুথ করুণারতেœ এবং টি-২০ দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা।