Tag: ক্রিস গেইল

  • চট্টগ্রামের হয়ে খেলতে ঢাকায় গেইল

    চট্টগ্রামের হয়ে খেলতে ঢাকায় গেইল

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে ঢাকায় পা রেখেছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার ক্রিস গেইল।

    আজই (৬ জানুয়ারি) দলের সঙ্গে যোগ দেবেন গেইল। দুপুরে প্রথমবারের মত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে অনুশীলনে নামবেন। সবকিছু ঠিকঠাক থাকলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আগামী ম্যাচে মাঠে নামবেন তিনি।

    গেইলের বঙ্গবন্ধু বিপিএলে খেলা নিয়ে কম জলঘোলা হয়নি। প্লেয়ার্স ড্রাফট থেকে এই বিধ্বংসী ক্যারিবীয় ব্যাটসম্যানকে দলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু ড্রাফটের পর এক সাক্ষাৎকারে বিপিএলে দল পাওয়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন খোদ গেইল।

    গেইলের দাবি ছিল এমন- বিপিএলের ড্রাফটে আছেন বা দল পেয়েছেন এটা তিনি জানতেনই না। আবার বিপিএল কর্তৃপক্ষ বা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দাবি ছিল- সকল প্রক্রিয়া অনুসরণ করেই তাকে দলভুক্ত করা হয়েছে।

    পারস্পরিক সমঝোতায় সেই ঝামেলা চুকে গেছে। গেইলও জানান- বঙ্গবন্ধু বিপিএলে আসছেন। অবশেষে বিপিএল খেলতে বাংলাদেশে পা রেখেছেন ইউনিভার্স বস।

    সিলেট পর্বের খেলা শেষ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফিরেছে ঢাকায়। ৭ জানুয়ারি ফের শুরু হবে ঢাকা পর্বের খেলা। এদিন রাতের খেলায় চট্টগ্রামের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস। সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচেই গেইল মাঠে নামবেন।

    প্রসঙ্গত, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শেষ চারের লড়াইয়ে অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। ১০ ম্যাচে ৭ জয় পাওয়া দলটি রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

  • চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে ক্রিস গেইল

    চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে ক্রিস গেইল

    বিদেশি খেলোয়াড় কোটায় প্রথমে লটারিতে ডাকের সুযোগ পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেই সুযোগে তারা ক্রিস গেইলকে দলে ভেড়ায়। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা বিপিএলের পেছনের আসরগুলোতে সফল পারফর্মার। টি-টোয়েন্টির ইতিহাসের সেরা ব্যাটসম্যান মানা হয় তাকে। রেকর্ডই তার পক্ষে সেই কথা বলছে।

    বিদেশি খেলোয়াড় কোটায় রাজশাহী বেছে নেয় ইংলিশ অলরাউন্ডার রবি বোপারাকে। রংপুর প্রথম সুযোগে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে দলে টানে। কুমিল্লা বেছে নেয় শ্রীলঙ্কার কুশাল জেনিত পেরেইরাকে। খুলনা তাদের পুরনো মিত্র দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোকে দলে টানে। ঢাকা প্লাটুন শ্রীলঙ্কান অলরাউন্ডার তিশারা পেরেইরার নাম ঘোষণা করে। সিলেট বিদেশি কোটার প্রথম রাউন্ডের লটারিতে ওয়েস্ট ইন্ডিজের শারপিন রদারফোর্ড ও আফগানিস্তানের শফিকুল্লাহ সাফাতকে দলে নেয়।

    এই রাউন্ডের ফিরতি পর্বের লটারিতে ঢাকা বেছে নেয় ইংল্যান্ডের লরি ইভান্সকে। খুলনা দলে ভেড়ায় গেল মৌসুমে বিপিএল কাঁপানো দক্ষিণ আফ্রিকান রবি ফ্রাইলিঙ্ককে।

    আফগানিস্তানের অফস্পিনার মুজিবুর রহমানকে দলে নেয় কুমিল্লা। রংপুর ওয়েস্ট ইন্ডিজের তারকা সাঁই হোপকে দলে টানে। রাজশাহী আফগানিস্তানের মারকুটো ওপেনার হযরতউল্লাহ যাযাইকে দলে নেয়। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের পেস বোলিং শক্তি বাড়াতে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কেসরিক উইলিয়ামসকে দলের নেওয়ার সিদ্ধান্ত জানায়।