Tag: ক্লিনার

  • চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে ৩ ঘণ্টায় ৩ মৃত্যু/মারা গেছে পুলিশ,চিকিৎসক ও হাসপাতাল ক্লিনার

    চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে ৩ ঘণ্টায় ৩ মৃত্যু/মারা গেছে পুলিশ,চিকিৎসক ও হাসপাতাল ক্লিনার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রামে একদিনের মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ৩টি মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

    মৃত্যুবরণকারীদের মধ্যে একজন সিএমপি’র পুলিশ কনস্টেবল, একজন হোমিও চিকিৎসক ও অন্যজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চুক্তিভিত্তিক ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।

    আজ ১ জুন সোমবার সকাল ৮টা থেকে সকাল ১১ টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে এ তিনজনের মৃত্যু হয়।

    চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার ২ নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু জানান, আজ সোমবার সকাল ৮টার সময় তার ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক হোমিওপ্যাথি চিকিৎসকের মৃত্যু হয়েছে।

    তিনি বলেন, ওই চিকিৎসক জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর অফিসে নিয়মিত রোগী দেখতেন। সপ্তাহ খানেক আগে তার জ্বর ও সর্দি দেখা দিলে তিনি রোগী দেখা বন্ধ করে দেন।

    সর্বশেষ ২৭ এপ্রিল রোগী দেখেছিলেন তিনি। গত ৩১ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়। রিপোর্ট আসার আগেই আজ সকালে তার বাকলিয়াস্থ নিজ বাসায় তিনি মারা যান।

    দিনের ঠিক একই সময়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৬০ বছর বয়সী এক কর্মচারীর মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে। তিনি ওই হাসপাতালের করোনা ইউনিটে চুক্তিভিত্তিক ক্লিনারের দায়িত্বে নিযুক্ত ছিলেন। আরো পড়ুন : উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আয়ার মৃত্যু

    আজ ১ জুন সোমবার সকাল ৮ টার দিকে জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম।

    এর মাত্র ৩ ঘন্টা পর করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। আজ ১ জুন সোমবার সকাল ১১টার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

    নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কমকর্তা আবু বকর সিদ্দিক। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা জানা যাবে। আরো পড়ুন : উপসর্গ নিয়ে মারা গেল সিএমপির পুলিশ কনেস্টেবল

    এদিকে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে মারা যাওয়া ওই পুলিশ কনস্টেবলের জানাযা অনুষ্ঠিত হয়।

    নগরীর সিএমপির দামপাড়া পুলিশ লাইনে জানাজা শেষে সিএমপি’র ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বললেন সিএমপির জনসংযোগ শাখার এ কর্মকর্তা ।

    মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবলের বাড়ি ফেনী জেলার পরশুরামে এলাকায়। তিনি ২০১২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স