২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনা আতংকে মানুষ যখন এমনিতেই দিশেহারা তার মধ্যেও গ্যাস সিলিণ্ডার থেকে সৃষ্ট আগুন গ্রাস করে নিল ৫টি পরিবারের সবকিছুই।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের আমির হামজার টেক নামক স্থানে আগুন লাগার ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে মোহাম্মদ রবিউল আলমের বাড়ির রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তে
আগুনের লেলিহান শিখা পাশের আরো একটি বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়দের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
তিনি বলেন, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়দের তৎপরতায় রবিউলের বাড়িতে থাকা একজন প্যারালাইসিস রোগী অল্পের জন্য রক্ষা পেয়েছে। তাছাড়া আগুনে ২টি বাড়ির অন্তত ৫ পরিবার খুব ক্ষতিগ্রস্থ হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্থ মোহাম্ছমদ রবিউল আলমের পরিবার জানায়, করোনার কারণে এমনিতেই আমরা ঘরবন্দি। খুব কষ্টে ছিলাম। যা কিছু সঞ্চয় ছিল এবং সংগ্রহে ছিলো আগুনে তাও পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ও বেশ কিছু স্বর্ণালংকার পুড়ে গেলে বলে তারা জানায়।
অন্যদিকে একই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ অন্য পরিবারের ৪ ভাইয়ের মজুদ করা চলতি বোরো মৌসুমের মোট ৬০০ আঁড়ি ধান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
তাছাড়া তাদের ৪ পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
২৪ ঘণ্টা/আর এস পি