Tag: ক্ষতিগ্রস্থদের

  • আগস্ট পর্যন্ত করোনায় ক্ষতিগ্রস্থ কর্মজীবীদের বেতনের দায়িত্ব নিল কানাডা সরকার

    আগস্ট পর্যন্ত করোনায় ক্ষতিগ্রস্থ কর্মজীবীদের বেতনের দায়িত্ব নিল কানাডা সরকার

    ২৪ ঘণ্টা ডট আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া কর্মজীবীদের আগামী আগস্ট মাস পর্যন্ত বেতনের দায়িত্ব নিল দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

    করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের সহায়তায় জরুরি বেতন ভর্তুকি প্রকল্পের আওতায় ৭৫ শতাংশ মজুরির দায়িত্ব নিয়েছে কানাডার সরকার। প্রতিজনকে সপ্তাহে সর্বোচ্চ ৮৪৭ ডলার সহায়তার এ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল জুন মাসে।

    তবে সঙ্কট পুরোপুরি না কাটায় আগস্ট পর্যন্ত তা বাড়ানোর ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এছাড়া করোনার কারণে যারা চাকরি হারিয়েছেন সেসব কর্মজীবীদের আবারও চাকরি দিতে কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কানাডার সরকার।

    শুক্রবারের ঘোষণায় ট্রুডো বলেন, করোনার কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় বিরোধী দল ডেমোক্র্যাটের পক্ষ থেকে প্রস্তাবিত তিন ট্রিলিয়ন ডলারের সহায়তা বিল কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হয়েছে।

    সিনেটে পাস হলেই রাজ্য ও স্থানীয় সরকারে কর্মরত কর্মীরা ও তাদের পরিবারের সদস্যরা সহায়তা পাবেন। এই বিলের আওতায় সহায়তা পাবেন বেকার ও ভাড়াটিয়ারাও।

    একজনকে কমপক্ষে ১২০০ ডলার (প্রায় এক লাখ টাকা) করে দেয়া হবে। বিবাহিত হলে দ্বিগুণ পাবেন। এ ছাড়া তাদের ওপর নির্ভরশীল কেউ থাকলে তাদের জন্য একই পরিমাণ অর্থ দেয়া হবে। কমপক্ষে একজন মানুষ তিনজন নির্ভরশীলের জন্য অর্থ পাবেন। সিটিভি নিউজ ও সিএনএন।

    কানাডায় যেসব প্রতিষ্ঠানের আয় মার্চে ১৫ শতাংশ এবং এপ্রিল-মে মাসে অন্তত ৩০ শতাংশ কমে গেছে তারাই বেতন প্রকল্পের আওতায় সহায়তার যোগ্য বলে বিবেচিত হবে। তবে প্রয়োজনে এ নীতিতে পরিবর্তন আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • মির্জাপুলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মেয়র

    মির্জাপুলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মেয়র

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর শুলকবহর ওয়ার্ডের কাতালগঞ্জ মির্জাপুল এলাকার ডেকোরেশন গলিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।

    গতকাল শুক্রবার বিকেলে সিটি মেয়র ঘটনাস্থলে পৌছলে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থরা আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ অগ্নিকাণ্ডে প্রায় ২’শ পরিবার ক্ষতিগ্রস্থ হয়।

    ক্ষতিগ্রস্থ প্রায় ২শত পরিবারকে আপদকালীন নগদ অর্থ প্রদান করেন সিটি মেয়র। এছাড়া গৃহস্থালি সামগ্রী ও ভরণপোষণের ব্যবস্থা গ্রহণ করার জন্য চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

    তিনি ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগরীর বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

    এ সময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ডা. শেখ সফিউল আজম, সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি আবদুস সালাম, চসিক কাউন্সিলর মো. মোরশেদ আলম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি,নগর আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, কাতালগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ইমরানুল হক, সাধারণ সম্পাদক রফিক আহমদ, নুরুল আনোয়ার, মহিউদ্দিন, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চাল বিতরণ করল সীতাকুণ্ড সমিতির

    আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চাল বিতরণ করল সীতাকুণ্ড সমিতির

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডের মুরাদপুর বশরতনগর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে
    ১২ বান টিন ও ১১ বস্তা চাউল বিতরণ করা হয়।

    ক্ষতিগ্রস্তদের মধ্যে খুবই দরিদ্র ৩ টি পরিবারকে ৪ বান করে টিন এবং ১১ টি পরিবারকে ৫০ কেজি করে চাল দেওয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি রোটারিয়ান মুহাম্মদ মুসলিম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিলটন রায়, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সাবেক সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সমিতির সেক্রেটারী লায়ন নাছির উদ্দিন মানিক, সিনিয়র সহ-সভাপতি লায়ন আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, সহ-সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আলিম উল্লাহ মুরাদ, সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, সমিতির সদস্য মুরাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সেক্রেটারী লিটন চৌধুরী।

    অন্যান্যদের মধ্যে লিও রিজিওনাল ডিরেক্টর আরফাত ইলাহী, আবুতোরাব কলেজ শিক্ষক লিও নাজিমুজ্জামান রাশেদ, সীতাকুণ্ড পাবলিক স্কুল শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, লিও জুয়েল চৌধুরী সীতাকুন্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি এম কে মনির, মো. জায়েদ হোসেন, এডভোকেট আমিনুল ইসলাম প্রমুখ।

    উল্লেখ যে গত ২৪ নভেম্বর রোববার ভোররাতে রান্নার চুলা থেকে আগুনের লেগে ৭টি বসতিঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।