Tag: খতিব

  • পানিতে ডুবে আন্দরকিল্লাহ্ শাহী জামে মসজিদের খতিব আল্লামা তাহির জাবেরীর নাতি ও নাতনির মৃত্যু

    পানিতে ডুবে আন্দরকিল্লাহ্ শাহী জামে মসজিদের খতিব আল্লামা তাহির জাবেরীর নাতি ও নাতনির মৃত্যু

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রায়পুরের হায়দরগঞ্জে শুক্রবার সকাল ১১টায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

    নিহতরা হচ্ছেন চট্টগ্রামের চট্টগ্রাম আন্দরকিল্লাহ্ শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (সাঃ) আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী আল মাদানীর নাতি ও নাতনি। যথাক্রমে- মুফতি সাইয়্যেদ তাহের ইজ্জুদীন জাবেরীর মেয়ে আরিয়া (৬) এবং ছাইয়্যেদ ফয়সাল জাবেরীর ছেলে ফাইয়াজ হোসেন(৭)।

    পুলিশ ও নিহত দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘর থেকে দুই শিশু বের হয়ে আর ফিরেনি। তাদের খোঁজ না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখোঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশু ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষনা করেন।

    ঘটনাটি ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মসজিদুল হারাম ও মসজিদে নববীতে নতুন খতিব ও ইমাম নিয়োগ

    মসজিদুল হারাম ও মসজিদে নববীতে নতুন খতিব ও ইমাম নিয়োগ

    সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম ও মদীনার মসজিদে নববীতে বেশ কয়েকজন নতুন খতিব ও ইমাম নিয়োগ দেয়া হয়েছে।

    শনিবার মসজিদুল হারামাইন বিষয়ক অধিদফতরের প্রধান ড. আবদুর রহমান সুদাইস নতুন ইমাম-খতিবদের নাম প্রকাশ করেন। নতুন নিয়োগপ্রাপ্ত খতিবরা আগে থেকে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানা গেছে।

    মসজিদে হারামে খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ ও শায়খ ডা. আবদুল্লাহ বিন আওয়াদ আল জুহানি। তারা দীর্ঘদিন ধরে মসজিদে হারামের বিভিন্ন ওয়াক্তের নামাজের ইমামতি করে আসছিলেন।

    আর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. ইয়াসির আদ দাওসারি। তিনি কয়েকবছর আগে তারাবির ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন থেকে ইমামতির দায়িত্বও পালন করবেন তিনি।

    অন্যদিকে মদীনার মসজিদে নববীতে একজনকে নতুন খতিব ও দুইজনকে নতুন ইমাম ঘোষণা করা হয়েছে। খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. আহমদ বিন তালিব হুমাইদ। তিনি আগে থেকেই মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।

    আর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. আহমদ বিন আলী হুজাইফি (মসজিদে নববীর বর্তমান প্রবীণ ইমাম ও খতিব শায়খ হুজাইফির সন্তান) ও শায়খ ডা. খালেদ বিন সুলাইমান মুহান্না।

    তারাও বেশ কয়েক বছর ধরে তারাবির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।