রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর জন্মদিন উপলক্ষে রাউজানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে খতমে কোরআন, দোয়া মাহফিল ও এতিম, গরীব ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সকালে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীসহ দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির জন্মদিন উপলক্ষে পৌরসভা যুবলীগ, ছাত্রলীগ, রাউজান উপজেলা যুবলীগ,ছাত্রলীগের পক্ষ থেকে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
সোশ্যাল সার্সেস ইউনিয়ন অব রাউজানের পক্ষ থেকে কদলপুর ইউনিয়নের কাদেরিয়া তৈয়বিয়া এতিমখানায় খতমে কোরআন এতিমদের মাঝে খাবার বিতর করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মহিউদ্দিন ইমন, যুগ্ম আহবায়ক দিদারুল আলম, আহমেদ সৈয়্যদ, সদস্য সচিব তপন দে, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন জামাল চিশতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ও রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, কলেজ ছাত্রলীগ সভাপতি আরমান সিকদার, সম্পাদক ফয়সাল মাহমুদসহ অন্যান্যরা উপসস্থিত ছিলেন।
উপজেলার হলদিয়া ইউনিয়নে অনলাইন এ্যাক্টিভিটিস গ্রুপ অব রাউজানের উদ্যোগে এতিমখানায় খাবার বিতরণ করেন আওয়ামীলীগ নেতা জিয়াউল হক চৌধুরী সুমন। তাছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাংসদের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।