Tag: খাওয়াল

  • ভাষা দিবসে ছিন্নমূলদের পেট ভরে খাওয়াল পুলিশ

    ভাষা দিবসে ছিন্নমূলদের পেট ভরে খাওয়াল পুলিশ

    মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গভীর রাতে ছিন্নমূল, গরীব ও অসহায় লোকজনকে পেট ভরে খাবার খাওয়াল জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ।

    বৃহস্পতিবার রাতে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় গরীব ও অসহায়দের জন্য এ পিকনিকের আয়োজন করা হয়।

    সেখানে শতাধিক ছিন্নমুল ও অসহায় ব্যক্তিদের খাবার বিতরণ করেন পাঁচবিবি থানার পুলিশ সদস্যরা।

    এসময় থানার তদন্ত কর্মকর্তা রাইসুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই ফারুক হোসেনসহ থানার পুলিশ সদস্যরা তাদের সঙ্গে বসে খান।

    গভীর রাতে অসহায়দের খাবার খাইয়ে প্রশংসায় ভাসছে পাঁচবিবি থানা পুলিশ। গভীর রাতে এই দৃশ্য দেখে এক ট্রেনযাত্রী জানান, ভাষা দিবসে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভাষা শহীদদের আত্মার মাগফেরাতে এমন কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে।

    স্টেশন এলাকার হতদরিদ্র মনিরা বেগম বলেন, ‘পুলিশ স্যাররা আমাদের আজ পেট ভরে খাওয়ালেন। আমরা তাদের জন্য ও শহীদদের জন্য প্রাণ ভরে দোয়া করব।’

    পৌর এলাকার দানেজপুর মহল্লার হোটেল কর্মচারী মান্নান মন্ডল বলেন, ‘এবার পাঁচবিবিতে ভাষা শহীদদের শুধু ফুল দিয়েই শ্রদ্ধা জানানো হয়নি, তাদের রূহের মাগফেরাত কামনায় ওসি শতাধিক গরীবকে পেট ভরে খাইয়েছেন। এমন উদ্যোগ দেশের সব থানার নেয়া উচিত।’

    থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, ‘এসব গরীব-অসহায় লোকগুলো অর্থের অভাবে সব সময় ভালো খেতে পারেন না। এ কারণে থানার সব পুলিশ সদস্যদের সহযোগিতায় মুজিববর্ষ ও ভাষার মাসে তাদেরকে একবেলা পেট ভরে খাওয়ানো হয়েছে।’