Tag: খাগড়াছড়ি

  • খাগড়াছড়িতে সহিংসতায় নিহত ৩, আহত ৯

    খাগড়াছড়িতে সহিংসতায় নিহত ৩, আহত ৯

    খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ জন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।

    শুক্রবার সকালে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব এই তথ্য নিশ্চিত করেছেন।

    নিহতরা হলেন- জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল (৩০)। জুনান চাকমা ও রুবেলের বাড়ি খাগড়াছড়ি সদরে এবং ধনঞ্জয় চাকমার বাড়ি দীঘিনালায়।

    নিহতদের মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রয়েছে। আহতদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা চলছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে (আনুমানিক সাড়ে ১০টা) জেলা শহরের নারানখাইয়া, স্বনির্ভর এলাকায় ব্যাপক গুলির শব্দ শোনা যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাতে ১২ জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।

    তবে কাদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

    খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, গুরুতর আহত চারজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। আহতদের কয়েকজন গুলিবিদ্ধ।

    খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, পরিস্থিতি শান্ত করতে জেলাজুড়ে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

    এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলার দীঘিনালায় দুইপক্ষের বিরোধের জের ধরে লারমা স্কয়ারের বাজারে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তাতে ৫০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। আহত হন পাঁচজন।

  • খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে দুই ইউপিডিএফ কর্মী নিহত

    খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে দুই ইউপিডিএফ কর্মী নিহত

    খাগড়াছড়ির মহালছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ইউপিডিএফ কর্মী আহত হয়েছেন।

    বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে খাগাড়ছড়ির মহালছড়ির দূর্গম দূরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)।

    পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানিয়েছেন মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন।

    এ ঘটনায় ইউপিডিএফ সংস্কারপন্থীদের দায়ী করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র সংগঠক অংগ্য মারমা বলেন, ঘটনার সময় আমাদের তিনজন ছিলেন। তাদের মধ্যে দুজনকে হত্যা করা হয়েছে।

    এর আগে গত বছরের ১১ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চারজন নিহত হন।

  • খাগড়াছড়িতে ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

    খাগড়াছড়িতে ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

    পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালের দিকে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

    মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

    মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শান্তিময় ত্রিপুরা ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালের দিকে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় ২টি মরদেহ দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশে খবর দেয়।

  • দেশের পরিবর্তন দেখে খালেদা জিয়ার অন্তর জ্বলে যাচ্ছে : তথ্যমন্ত্রী

    দেশের পরিবর্তন দেখে খালেদা জিয়ার অন্তর জ্বলে যাচ্ছে : তথ্যমন্ত্রী

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়-সমতলে আমূল পরিবর্তন হয়েছে।

    শনিবার (১১ মার্চ) দুপুরে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এ সময় খাগড়াছড়ি জেলা কৃষক লীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।

    ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। আওয়ামী লীগ কৃষক-শ্রমিকের দল। আওয়ামী লীগ রাজপথ থেকে গড়ে ওঠা দল। আমরা রাজপথ কাউকে ইজারা দিইনি। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। তবে বিএনপির পলাতক নেতা তারেক রহমানের দেশের পরিবর্তন সহ্য হচ্ছে না। খালেদা জিয়ার অন্তর জ্বলে যাচ্ছে আর মির্জা ফখরুল বকবক করছেন।

    এ সময় সম্মেলনে ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাসন্তি চাকমা এমপি, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম-সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আকবর আলী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়াও ত্রিবার্ষিক সম্মেলনে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, কৃষক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন বিষয়ক সম্পাদক রাবেয়া হক ও জাতীয় কমিটির সদস্য মোতাহার হোসেন বাবুর ছাড়াও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

    এদিকে পিন্টু আচার্যকে সভাপতি এবং খোকন চাকমাকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।

  • শেখ রাসেল প্রমিলা ফুটবল টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন চেঙ্গী একাদশ

    শেখ রাসেল প্রমিলা ফুটবল টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন চেঙ্গী একাদশ

    খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র অর্থায়নের শেখ রাসেল প্রমিলা টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।এতে অংশ নেন শক্তিশালী দুটি দল- খাগড়াছড়ি একাডেমী ও চেঙ্গী একাদশ।

    বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।এতে খাগড়াছড়ি একাডেমিকে ১-০ গোলে হারিয়ে টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন হন চেঙ্গী একাদশ। টুর্ণামেন্টে ১০গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হন ক্রানুচিং মারমা। এ ফাইনাল ম্যাচে ১গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হন মানুচিং মারমা।

    এসময় প্রধান ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন অংসা মারমা,সহকারী ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন খুশি চাকমা, নুনু মারমা। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ক্যহ্লাচাই চৌধুরী। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলকে ৩০হাজার এবং রানার্স আপ দলকে ২০হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়েছে।

    এসময় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

    ফাইনাল খেলায় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন-সাধারণ সম্পাদক আজহার হীরা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন,পড়ালেখার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন।খেলাধুলা আমাদের সুস্থ্য ও সবল থাকতে সাহায্য করে।সুস্থ্য দেহ এবং প্রশান্ত মনের জন্য খেলার কোন বিকল্প নেই।তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের মেয়েরা ক্রীড়াঙ্গনে অনেক অবদান রেখে চলেছে। এ ধারা অব্যাহত রাখতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যা যা করা প্রয়োজন তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,জেলা পুলিশ সুপার ও জেলা ফুটবল উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবদুল আজিজ, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম প্রমুখ।

    এদিন শেখ রাসেল প্রমিলা ফুটবল টুর্ণামেন্টে পুরো ম্যাচে প্রাথমিক চিকিৎসা টিমের দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি ইউনিটের যুব রেড ক্রিসেন্ট’র প্রশিক্ষণ প্রাপ্ত ৭জন যুব স্বেচ্ছাসেবকেরা।

  • খাগড়াছড়িতে রোলার চাপায় প্রাণ গেলো শ্রমিকের

    খাগড়াছড়িতে রোলার চাপায় প্রাণ গেলো শ্রমিকের

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পৌর শহরের সার্কিট হাউসের রাস্তার কার্পেটিং করা রোলারের ধাক্কায় প্রাণ গেলো কাজ করা শ্রামিক মোঃ জাফর আলী’র(৬৫)। একই ঘটনায় পর্বত আলী(৪০) নামে একজন গুরুতর আহত অবস্থায় রয়েছে।

    মৃত জাফর আলী সদর উপজেলার উত্তর সবুজবাগ এলাকার মৃত মোঃ বশির উদ্দিনের ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

    কাজের শ্রমিক রমজান আলী জানান, হঠাৎ করে টিলার উপর থেকে কার্পেটিং করার রোলারটি নিছের দিকে নেমে আসতেছে। এক পর্যায়ে ড্রাইভার নিয়ন্ত্রণ করতে না পেরে লাপ দিয়ে পড়ে যায়। গাড়িটি গিয়ে নিছে থাকা আরেকটি মেশিনের সাথে দুইজনের গায়ে ধাক্কা দিলে এতে তারা গুরতর আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।

    মৃত ব্যাক্তির ছেলে খোরশেদ আলম(২৪) জানান, আমরা অসহায় গরীব মানুষ। আমদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যে কাজে গিয়ে আমার বাবা মারা গেছে তারা যদি সমন্বয় করে আমাদের পরিবারের দিকে যেনো একটু সুদৃষ্টি দেয় এটাই আমার কাম্য।

    ২নং ওয়ার্ড কাউন্সিলর মানিক পাটোয়ারী জানান, এই ঘটনা খুবই মর্মান্তিক। মৃত ব্যক্তি আমার ওয়ার্ডের লোক। এটি পরিবারের জন্য দুঃখের বিষয়। এ বিষয়ে পৌর মেয়র ও ঠিকাদার সহ বসে একটা সমন্বয় করে এই পরিবারের জন্য যতোটুক সম্ভব করবো আমরা।

    খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, পোর এলাকায় রাস্তার কাজে গিয়ে এই লোকটি মারা গেছে। আমরা তার পরিবারের প্রতি শোক জানাচ্ছি। এই বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সাথে বসে শোকাহত পরিবারের জন্য যতোটুকু সম্ভব সহযোগিতা করবো।

    খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। হাসপাতালে লাশ পুলিশের হেফাজতে আছে। এখনো পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

    ২৪ ঘণ্টা/পি চৌধুরী

  • খাগড়াছড়িতে বিএফএফ-সমকাল বিতর্কে চ্যাম্পিয়ন নতুনকুঁড়ি হাইস্কুল

    খাগড়াছড়িতে বিএফএফ-সমকাল বিতর্কে চ্যাম্পিয়ন নতুনকুঁড়ি হাইস্কুল

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২১ এর জেলা পর্যায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শিল্পকলা একাডেমীর হলরুমে আয়োজিত বিতর্ক উৎসবে নতুন কুড়িঁ ক্যান্টমেন্ট উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে যুক্তিতর্কে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

    পরে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।

    খাগড়াছড়ি কুমিল্লাটিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আবু আনসারী মিঠুর সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের খাগড়াছড়ি প্রতিনিধি সমির মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সমকাল’র খাগড়াছড়ি প্রতিনিধি প্রদীপ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও দৈনিক কালের কণ্ঠ’র খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদ।

    বক্তারা বলেন, যুক্তি ও তর্কে শাণিত মানুষ আত্মনির্ভরশীল হিসেবে বেঁচে থাকতে শিখে। আগামী প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি নির্ভরশীলতার পাশাপাশি যুক্তি তর্কে পারদর্শী মানুষ হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগের বিকল্প নেই।

    বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পৌর শহরের ৪ টি বিদ্যালয় এ বিতর্কে অংশগ্রহণ করেন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • খাগড়াছড়িতে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ

    খাগড়াছড়িতে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের(টিএসসি) শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলাহয়েছে। দুপুরে খাগড়াছড়ি সদর থানায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে টেকনিক্যাল স্কুলএণ্ড কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে ছাত্রীর অভিযোগ গ্রহণ করে গত ১ মার্চ তদন্ত কমিটি গঠনকরেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

    শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধন থেকে, অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও আইনী প্রক্রিয়া শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানকেকলঙ্কমুক্ত করার দাবি জানানো হয়।

    খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশীদ মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এ ঘটনার তদন্ত শুরু হবে।

    প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারী দুপুরে ওই ছাত্রীকে অভিযুক্ত শিক্ষক সোহেল রানা অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন নীপিড়ন ও ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ২৮ফেব্রুয়ারী লিখিত অভিযোগ করার পর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে গত ১ মার্চ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের কর্মীদের পার্বত্য জেলা পরিষদের নিয়োগে প্রাধান্য দেয়া হবে(ভিডিও)

    ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের কর্মীদের পার্বত্য জেলা পরিষদের নিয়োগে প্রাধান্য দেয়া হবে(ভিডিও)

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি স্টেডিয়ামে বঙ্গবন্ধু জেলা ভলিবল লীগ ২০২১ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার সকালে ভলিবল লীগ এর উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

    এসময় তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে চেনে ক্রীড়া প্রতিভার জন্য। আবার সংস্কৃতির্চ্চার কারণেও বিশ্বের বহুদেশে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। লাল সবুজের পতাকার মর্যাদা প্রতিষ্ঠায় ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের ভূমিকা অনস্বীকার্য্য। তাই পার্বত্য জেলা পরিষদ, এখন থেকে নিয়োগের ক্ষেত্রে এই দুই পেশার মানুষদের বিশেষ গুরুত্ব দেবে।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ’র সভাপতিত্বে আইটার স্টেডিয়াম এলাকায় অনুষ্ঠিত ভলিবল উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, উপজেলা চেয়ারম্যান শানে আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।

    উদ্বোধনী খেলায় মারমা যুব কল্যান সংঘ ২-০ সেটে ফ্রেন্ডস৯৮ মহাজন পাড়া ক্লাবকে হারায়। উক্ত খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে।

    ২৪ ঘণ্টা/প্রদীপ

  • ত্যাগ আর নির্মোহ রাজনীতির জন্য যতন ত্রিপুরা’র স্থান অপূরণীয়

    ত্যাগ আর নির্মোহ রাজনীতির জন্য যতন ত্রিপুরা’র স্থান অপূরণীয়

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা’র স্মরণে শনিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    জেলা যুবলীগের সহ-সভাপতি মোমিনুল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে প্রয়াত যতন ত্রিপুরা’র আত্মার শান্তি ও মঙ্গল কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

    সভায় বক্তারা বলেন, খাগড়াছড়ির আওয়ামী রাজনীতিতে যে কজন মানুষ সাহস-ত্যাগ আর নির্মোহতার কারণে নির্ভীক নেতায় পরিণত হয়েছেন; প্রয়াত জেলা যুবলীগ সভাপতি যতন ত্রিপুরা তাঁর মধ্যে অন্যতম। বিগত ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ‘বিএনপি-জামাত’ দু:শাসন আমলে খাগড়াছড়িতে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই কালো সময়ে খেয়ে না খেয়ে জীবনবাজি রেখে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে খাগড়াছড়িতে সমুন্নত রাখতে যতন ত্রিপুরা অকুতোভয় ভূমিকা নিয়েছিলেন।

    প্রয়াত যতন কুমার ত্রিপুরা’র অসাম্প্রদায়িক চিন্তা চর্চার কারণে ‘পাহাড়ি-বাঙালি’ সকল মানুষের কাছে তাঁর ভিন্নরকম একটা গ্রহণযোগ্যতা ছিল।

    সভায় জেলা আওয়ামীলীগ’র সিনিয়র সহ-সভাপতি- বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সহ-সভাপতি তপন কান্তি দে, জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল ও জেলা আওয়ামী যুবলীগ’র সা: সম্পাদক কে এম ইসমাইল।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • মুজিববর্ষ: খাগড়াছড়ির ১০ গণপাঠাগারকে ৫ লক্ষ টাকার বই দেবে জেলা পরিষদ

    মুজিববর্ষ: খাগড়াছড়ির ১০ গণপাঠাগারকে ৫ লক্ষ টাকার বই দেবে জেলা পরিষদ

    খাগড়াছড়ি প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি জেলার ১০টি বেসরকারি গণপাঠাগারকে পাঁচ লক্ষ টাকার বই প্রদান করবে পার্বত্য জেলা পরিষদ।

    শুক্রবার জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জেলা গণগ্রন্থাগার হল রুমে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

    তিনি পর্যায়ক্রমে জেলার প্রত্যন্ত এলাকার সক্রিয় সব গণপাঠাগারের ভবন নির্মাণ, অসমাপ্ত কাজ শেষ করা এবং নতুন নতুন গণপাঠাগার সৃষ্টিতে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
    জেলা পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তাা টিটন খীসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃণা চাকমা।

    জেলা গ্রন্থাগার কর্মকর্তা ওয়েন চাকমা’র স্বাগত বক্তব্য দিয়ে সূচিত সভায় গণগ্রন্থাগারের নিয়মিত পাঠক, রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • সারা দেশের ন্যায় পার্বত্যঞ্চলেও উন্নয়নের জোয়ার বইছেঃ নব বিক্রম কিশোর ত্রিপুরা

    সারা দেশের ন্যায় পার্বত্যঞ্চলেও উন্নয়নের জোয়ার বইছেঃ নব বিক্রম কিশোর ত্রিপুরা

    খাগড়াছড়ি প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় পার্বত্যঞ্চলের ৩ জেলায়ও উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের এ ধারা থেকে পার্বত্যবাসীও বঞ্চিত হয়নি। উন্নয়ন সাধিত হচ্ছে এবং হবে। বর্তমান সরকারের গ্রাম হবে শহর শ্লোগানকে বাস্তবায়ন করতে দেশের অবহেলিত জনপদেও উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। আর এ উন্নয়ন থেকে পিছিয়ে থাকবে না আমাদের পার্বত্য চট্টগ্রাম।

    বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ভোধন ও ভিত্তি প্রস্থর স্থাপনকালে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।

    এ সময় তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় ভবনের উদ্ভোধন ও সিন্দুকছড়ি কেন্দ্রীয় কালী মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করে।

    এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের সহধর্মিণী মিস অনামিকা ত্রিপুরা,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মজিবুল আলম, প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) ড. প্রকাশ কান্তি চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রকল্প ব্যাবস্থাপক (ডিপিএম) মতিউর রহমান, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা, সাবেক চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

    ২৪ ঘণ্টা/প্রদীপ