Tag: খাগড়াছড়ি সেনা রিজিয়ন

  • জাতির জনক’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে খাগড়াছড়ি সেনা রিজিয়নের শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সহায়তা প্রদান

    জাতির জনক’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে খাগড়াছড়ি সেনা রিজিয়নের শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সহায়তা প্রদান

    খাগড়াছড়ি প্রতিনিধি : জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধীন সকল জোনের উদ্যোগে একযোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

    রোববার সকালে খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া হাইস্কুল মাঠে সদর জোন আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্কুল মাঠের উত্তর পাশের গুছিয়ে রাখা শীতবস্ত্র’র সম্ভার থেকে যে যার পছন্দমতো শীতবস্ত্র সংগ্রহ করে নিজেদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবাও গ্রহণ করেন পাহাড়ি জনগণ।

    খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা পিএসসি এবং সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম পিএসসি, সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

    কর্মসূচি চলাকালীন সকলে করোনা স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এলাকার মোট ১’শ ৪০ জন দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল তুলে দেয়া হয়। এছাড়া প্রায় ২’শ ৫০ সাধারণ মানুষকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

    এসময় খাগড়াছড়ি রিজিয়নের জি-এসও (টু-আই) মেজর মো: সালাউদ্দিন, সদর জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাফিন, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, পেরাছড়া হাইস্কুলের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা এবং স্থানীয় ইউপি সদস্য কান্তি চাকমা উপস্থিত ছিলেন।
    কর্মসূচির সুবিধাভোগী এবং সাধারণ মানুষরা খাগড়াছড়ি রিজিয়নের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • বাঘাইহাটের প্রত্যন্ত এলাকায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের খাদ্য সহায়তা প্রদান

    বাঘাইহাটের প্রত্যন্ত এলাকায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের খাদ্য সহায়তা প্রদান

    খাগড়াছড়ি প্রতিনিধি:ঈদ পরবর্তী সময়ে করোনা পরিস্থিতির কারণে কর্মহীনদের মাঝে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বাঘাইহাট জোনের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক মানুষদের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সেনা সদস্যরা।

    শুক্রবার (২৯ মে) সকালে বাঘাইহাট জোন অধিনায়ক লে: কর্ণেল মো: হুমায়ুন কবিরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত সাধারণ মানুষের কছে চাউল, আটা, আলু, ডাল, পেঁয়াজ, লবনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌছে দেন।

    চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র সার্বিক নির্দেশনায় সেনা সদস্যের নিজস্ব রেশন থেকে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

    সেনাবাহিনীর সূত্র জানায়, দূর্গম এলাকাগুলোতে সাধারণ মানুষের কাছে ত্রাণ পাঠানো খুবই কঠিন ও কষ্টসাধ্য। আর এই কাজটিই সম্ভব করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যরা। এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি দূর্গম এলাকার বাসিন্দারা।

    এ সময় বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ