Tag: খাগড়াছড়ি

  • খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত

    খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত

    খাগড়াছড়ি প্রতিনিধি : জাতির জনক’র জন্ম শতবর্ষ উপলক্ষে বুধবার বিকেলে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ৫ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

    সেনানিবাসের গিরিশোভায় দুই হাজার ৫’শ সৈনিক ও কর্মকর্তার অংশগ্রহণে আয়োজিত এই ম্যারাথনের উদ্বোধন করেন, স্থানীয় সংসদস সদস্য ও প্রতিমন্ত্রী পদ-মর্যাদার শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

    এসময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আলী রেজা, স্বাগত বক্তব্য রাখেন।

    উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার জন্ম না হলে স্বাধীনতার সংগ্রাম সূচিত হতো না। তাঁর নেতৃত্বেই এদেশের জাতি-ধর্ম-দল-মত নির্বিশেষে স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষ আত্মদান করেছেন। দুই লক্ষ মা-বোন সম্ভ্রম বিসর্জন দিতে কার্পণ্য করেননি।

    জাতির জনক’র জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’র এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ সেনাবাহিনী’র এই ম্যারাথন জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে।

    এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অধিনায়ক, ডিজিএফআই’র অধিনায়ক কর্ণেল মো: আব্দুল মালেক, এএসইউ’র অধিনায়ক লে: কর্ণেল সরদার আলী হায়দার পারভেজ, খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে: কর্ণেল জাহিদ, মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলমসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি প্রদীপ,সা: সম্পাদক সৈকত

    খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি প্রদীপ,সা: সম্পাদক সৈকত

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে/ রেজি. নং চট্ট- ২৮০৪)-এর ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (৩০ জানুয়ারি) সকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

    এতে নির্বাহী কমিটির সভাপতি পদে দৈনিক সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী, সহ-সভাপতি পদে ডেইলি অবজারভার-এর দুলাল হোসেন, সা: সম্পাদক পদে ডিবিসি’র সৈকত দেওয়ান, সহ-সা: সম্পাদক পদে সংবাদ প্রতিদিন’র লিটন ভট্টাচার্য্য রানা এবং কোষাধ্যক্ষ পদে চ্যানেল টুয়েন্টিফোর’র নুরুচ্ছাফা মানিক নির্বাচিত হয়েছেন।

    কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক নুরুল আজম’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, সংগঠনের বিদায়ী সা: সম্পাদক মাছরাঙা টিভি’র কানন আচার্য্য এবং বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন, কোষাধ্যক্ষ দুলাল হোসেন।

    দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি, সা: সম্পাদক এবং সহ-সা: সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্ধী না থাকায় সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ পদে ভোট গ্রহণ করা হয়নি।

    কেউইজে’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম নতুন কমিটির বিজয়ী ও বিজিত সকল কর্মকর্তা এবং সদস্যদের ঐক্যবদ্ধভাবে খাগড়াছড়ির সকল সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষার সংগ্রামে শামিল থাকার আহ্বান জানান।

    তিনি কেইউজে’র জন্মলগ্ন থেকে সহযোগিতা করার জন্য স্থানীয় সংসদ সদস্য, পার্বত্য জেলা পরিষদসহ সামরিক-বেসামরিক প্রশাসনের প্রতি প্রাতিষ্ঠানিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • খাগড়াছড়ি জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা’র মৃত্যু: সর্বমহলে শোকের ছায়া

    খাগড়াছড়ি জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা’র মৃত্যু: সর্বমহলে শোকের ছায়া

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা শনিবার সকাল সাড়ে নয়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পঞ্চাশোর্ধ এই যুবনেতা মৃত্যুকালে এক কন্যা-স্ত্রীসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

    যতন ত্রিপুরা’র মৃত্যু সংবাদে খাগড়াছড়ির সকল মহলে শোকের ছায়া নেমে আসে। তাঁর মরদেহ জেলা শহরের খাগড়াপুরস্থ বাসভবনে নিয়ে আসলে রাজনৈতিক-সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা ছুটে যান। নিজবাড়িতে এবং দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

    তাঁর মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্ষীয়াণ রাজনীতিক-বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্ক-এর সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র জাতীয় নির্বাহী পরিষদ সদস্য কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতি’র সভাপতি এড. আশুতোষ চাকমা, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সা: সম্পাদক জুয়েল চাকমা, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র সহ-সভাপতি সাংবাদিক নুরুল আজম, মারমা উন্নয়ন সংসদ-এর কেন্দ্রীয় সভাপতি মংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি প্রদীপ চৌধুরী ও সা: সম্পাদক সৈকত দেওয়ান, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর কেন্দ্রীয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা ও সা: সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতি’র সা: সম্পাদক এস. অনন্ত ত্রিপুরা এবং খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর সা: সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

    উল্লেখ্য, জেলার মানিকছড়ি উপজেলার প্রত্যন্ত সাপমারা এলাকার সত্তর দশকের শুরুর দিকে জন্ম নেয়া যতন কুমার ত্রিপুরা ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

    বিগত ২০০১ থেকে ২০০৫ সালে ‘বিএনপি-জামাত’ শাসনামলে জেল-জুলুম ও নির্যাতনের মুখোমুখি হন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • খাগড়াছড়ি সদরের দুর্গম নাথা পাড়ার শিশুদের হাতে বই পৌঁছে দিলেন খোকনেশ্বর ত্রিপুরা

    খাগড়াছড়ি সদরের দুর্গম নাথা পাড়ার শিশুদের হাতে বই পৌঁছে দিলেন খোকনেশ্বর ত্রিপুরা

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের সবচেয়ে পিছিয়েপড়া জনপদ নাথাপাড়া। এলাকার সব মানুষের জীবিকা হয় জুম নইলে দিনমজুরী। চলাচলে পথ উঁচুনিচু পাহাড়-টিলা আর পাহাড়ি ঝরনাই। সে জনপদে কচিৎ কোন সহৃদয়বান জনপ্রতিনিধি অথবা সমাজ অনুরাগী পা পড়ে। সেই নাথাপাড়াতে ২০১৩ সালে ফুলঝাড়ু বাগান করতে যান খাগড়াছড়ি সমাজকর্মী প্রণয়ন চাকমা। এলাকার মানুষের অনগ্রসরতা দেখে উদ্যোগ নিলেন, একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার। সেই স্বপ্নের ‘নাথাপাড়া ফুল আদাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’-এ শুক্রবার হয়ে গেল জমজমাট বই উৎসব।

    খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এবং জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক খোকনেশ্বর ত্রিপুরা। তাঁর উপস্থিতিতে এলাকার মানুষ দারুণ উদ্বেলিত এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

    বিদ্যালয়ের খোলা কক্ষে শিক্ষানুরাগী প্রণয়ন চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেস ক্লাব-এর সাবেক সা: সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, সমাজকর্মী আশীষ চাকমা এবং খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর সভাপতি প্রদীপ চৌধুরী।

    এসময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিপিন চাকমা এবং একাত্তর টিভি’র প্রতিনিধি সাংবাদিক রূপায়ন তালুকদার, এড. শ্বাশত চাকমা এবং সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খগেন্দ্র ত্রিপুরা।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা বিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের জন্য প্রণয়ন চাকমা’র প্রশংসা করে বলেন, এই দুর্গম গ্রামে একটি বিদ্যালয়ের প্রয়োজন ছিলো। এই বিদ্যালয় পরিচালনা জন্য এবং জাতীয়করণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তিনি সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন।

    বিশেষ অতিথি গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, বিদ্যলয়ের প্রয়োজনীয় আসবাবপত্র এবং সমাজকর্মী আশীষ চাকমা কর্মরত চার শিক্ষকের দুইমাসের বেতন প্রদানের ঘোষণা দেন।

    পরে প্রধান অতিথি বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের হাতে রঙিন মলাটের ঝকঝেকে নতুন বই তুলে দেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রণয়ন চাকমা।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • খাগড়াছড়িতে আ’লীগের নির্মলেন্দু চৌধুরী মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত

    খাগড়াছড়িতে আ’লীগের নির্মলেন্দু চৌধুরী মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত

    খাগড়াছড়ি প্রতিনিধি : শনিবার শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত সপ্তম পৌর পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী ‘নৌকা’ প্রতীকে বিজয়ী হয়েছেন।

    জেলা নির্বাচন অফিসার ও রিটার্নি কর্মকর্তা মো: রাজু আহমেদ ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী ‘নৌকা’ প্রতীকে নির্মলেন্দু চৌধুরী ৯ হাজার ৩২ ভোট এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো: রফিকুল আলম (বর্তমান মেয়র) ‘মোবাইল’ প্রতীকে ৮ হাজার ৭’শ ৪৯ ভোট পেয়ে নিকটতম প্রদ্দিন্ধী হয়েছেন। এছাড়া ‘ধানের শীষ’ প্রতীকে বিএনপি প্রার্থী মো: ইব্রাহিম খলিল ৪ হাজার ৩’শ ৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

    সকাল থেকে বিকেল পর্যন্ত ১৮ টি কেন্দ্রে প্রথমবারের মতো ‘ইভিএম’-এ অনুষ্ঠিত নির্বাচনে কোথাও কোন বড়ো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুপুর ২টার দিকে ৬ নং ওয়ার্ডের শালবন টেক্সটাইল ভোকেশনাল (মহিলা) কেন্দ্রে বিদ্রোহী প্রার্থী রফিকুল আলমের উপস্থিতিকে কেন্দ্র করে নৌকা’র সমর্থকদের সাথে মিনিট দশেক ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও আইন-শৃঙ্খলা বাহিনী তা ত্বরিৎ নিয়ন্ত্রণ করে।

    ৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা অতীশ চাকমা (দ্বিতীয়বার) আগেই বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন। এছাড়া ২নং ওয়ার্ডে যুবলীগ নেতা মানিক পাটোয়ারী, ৩নং ওয়ার্ডে বিএনপি নেতা শাহ আলম (দ্বিতীয়বার), ৪নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা বাচ্চুমনি চাকমা, ৫নং ওয়ার্ডে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)’ জেলা শাখার সভাপতি মো: আব্দুল মজিদ (দ্বিতীয়বার), ৬নং ওয়ার্ডে যুবলীগ নেতা রেজাউল ইসলাম, ৭নং ওয়ার্ডে যুবলীগ নেতা মংরে মারমা (দ্বিতীয়বার), ৮নং ওয়ার্ডে পৌর আওয়ামীলীগের সা: সম্পাদক পরিমল কর্মকার (দ্বিতীয়বার) এবং ৯নং ওয়ার্ডে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিটন তালুকদার নির্বাচিত হয়েছেন।

    সংরক্ষিত তিনটি মহিলা কাউন্সিলর পদে শাহিদা আক্তার, উক্রাঞো মারমা নির্বাচিত হয়েছেন।

    উল্লেখ, এবার খাগড়াছড়ি পৌরসভায় ৩৭ হাজার ৮৭ ভোট (পুরুষ ভোটার ২০ হাজার ৩’শ ৫১ এবং মহিলা ভোটার ১৬ হাজার ৭’শ ৩৬।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • খাগড়াছড়িতে প্রার্থীদের অভিযোগ দিয়ে পৌর নির্বাচনের ভোটগ্রহণ শুরু

    খাগড়াছড়িতে প্রার্থীদের অভিযোগ দিয়ে পৌর নির্বাচনের ভোটগ্রহণ শুরু

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে মেয়র প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ি পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়েছে।

    শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৮ টা থেকে ৯ ওয়ার্ডের ১৮ টি কেন্দ্রে একযোগে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।

    সকালে ৮ নং ওয়ার্ডের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে মেয়র প্রার্থী রফিকুল আলম অভিযোগ করে বলেন, নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন পৌর এলাকার বিভিন্ন এলাকায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি সুষ্ঠু ভোটগ্রহণ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

    অন্যদিকে, ৯নং ওয়ার্ডের খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোট দেয়া শেষে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী নির্মলেন্দু চৌধুরী এ অভিযোগ অস্বীকার করে পাল্টা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকরা চেষ্টা করছেন বলে দাবি করেন।

    খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। কেন্দ্র ভিত্তিক পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের টহল রয়েছে।

    তবে, এবার প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে খাগড়াছড়ি পৌরসভায়। এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

    প্রসঙ্গত, খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন ও সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন। নারী ভোটার ১৬ হাজার ৭ শ ৩৬ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ২০ হাজার ৩ শ ৫১ জন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • খাগড়াছড়িতে পাহাড়ি নেতা মংসাজাই চৌধুরী’র ৩২-তম স্মরণ বার্ষিকী অনুষ্ঠিত

    খাগড়াছড়িতে পাহাড়ি নেতা মংসাজাই চৌধুরী’র ৩২-তম স্মরণ বার্ষিকী অনুষ্ঠিত

    খাগড়াছড়ি প্রতিনিধি : জেলার গুইমারা এলাকার জননন্দিত ব্যক্তিত্ব ও সমাজসেবক মংসাজাই চৌধুরী’র ৩২-তম স্মরণ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

    এ উপলক্ষে জেলা শহরের মিলনপুরস্থ ‘মারমা উন্নয়ন সংসদ (মাউস)’-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় মংসাজাই চৌধুরী’র জীবনের অসমাপ্ত চিন্তা ও দর্শনকে কাজে লাগিয়ে মারমা সমাজের নতুন প্রজন্মকে পথ চলার আহ্বান জানান।

    ‘মাউস’র কেন্দ্রীয় সভাপতি মংপ্রু চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মংসাজাই চৌধুরী’র সন্তান ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও ‘মাউস’র সাবেক কেন্দ্রীয় সভাপতি চাইথোঅং মারমা, সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মংক্যচিং চৌধুরী এবং মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ম্রাগ্য মারমা।

    খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ক্যজরী মারমা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মংসাজাই চৌধুরী’র জীবন ও কর্ম নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন, বিশিষ্ঠ লেখক ও গবেষক অংসুই মারমা।

    সভা শুরুর আগে মংসাজাই চৌধুরী’র প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি, প্রদীপ প্রজ্জলন ছাড়াও তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    উল্লেখ্য, উল্লেখ্য গুইমারা অঞ্চলের দুটি মৌজার হেডম্যান ও গুইমারা বাজারের বাজার চৌধুরী মংসাজাই চৌধুরী ১৯৩৬ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ১৯৮৯ সালের ১৩ জানুয়ারি অজ্ঞাত দুর্বৃত্তদের দুই সহযোগীসহ গুমের শিকার হন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

    খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে ট্রাক-থ্রী হুইলারের সংঘর্ষে নুসরাত জাহান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

    বুধবার দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

    নিহত নুসরাত জাহান জেলার মাটিরাঙ্গা উপজেলার ভূইয়াপাড়ার হারুনুর রশীদের মেয়ে। কলেজে ভর্তির কাজে মায়ের সাথে খাগড়াছড়ি সদরে আসছিল। আহতরা হলো, জেলার মাটিরাঙ্গা উপজেলার ভূইয়াপাড়ার মোছা. তৈয়বা, রামগড়ের গর্জনতলীর হৈমন্তী শীল, খোকন চন্দ্র শীল, জেলা সদরের খাগড়াপুরের আলো রাণী ত্রিপুরা ও কুসুম রাণী ত্রিপুরা।

    পুলিশ সদর থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, আলুটিলা বড়ব্রিজ এলাকায় ট্রাক-থ্রী হুইলারের সংঘর্ষে নিহত কলেজ শিক্ষার্থীর মরদেহ সদর হাসপতালে রয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। পাহাড়ী ঢালু রাস্তায় অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ট্রাক ও থ্রী হুইলারের চালকরা পলাতক রয়েছে।

    খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, আহতদের মধ্যে কুসুম রাণী ত্রিপুরাকে উন্নত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের প্রেরণ করা হয়েছে। বাকীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    ২৪ ঘণ্টা/প্রদীপ

  • নানা আয়োজনে খাগড়াছড়িতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    নানা আয়োজনে খাগড়াছড়িতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    খাগড়াছড়ি প্রতিনিধি : নানা আয়োজনে খাগড়াছড়িতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

    দিনটি উপলক্ষে সোমবার(০৪ জানুয়ারী) সকালে নারিকেল বাগান এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে টাউন হল প্রাঙ্গনে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।

    পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

    প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরাসহ সাবেক ও বর্তমান ছাত্রলীগ এবং আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    জেলার বিভিন্ন উপজেলাতেও ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

    ২৪ ঘণ্টা/প্রদীপ

     

  • পাহাড়ে বেকারত্ব ঘুচাতে সরকার সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা

    পাহাড়ে বেকারত্ব ঘুচাতে সরকার সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির সংসদ সদস্য ও প্রতিমন্ত্র পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, সরকার পাহাড়ের কর্মক্ষম যুব ও যুবাদের বেকারত্ব ঘুচাতে প্রতিটি উপজেলা সদরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করছে। এরিমধ্যে জেলার দীঘিনালা ও রামগড়ে দুটি কেন্দ্রের নির্মানকাজ চলমান রয়েছে। খুব শিগগির বাকী ৭ উপজেলাতেও নির্মাণের প্রক্রিয়া চলছে। এর মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা স্বল্প খরচে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত হয়ে দেশে ও বিদেশে যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ পাবেন।

    তিনি সোমবার বিকেলে খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের ছোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশ ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র প্রদানকালে এসব কথা বলেন।

    ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি সঞ্জীব ত্রিপুরা।

    এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, সা: সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা, প্রবীন সমাজসেবক মংশি মারমা, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, উল্টাছড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক বিজয় কুমার দেব, ভাইবোনছড়া হাইস্কুলের প্রধান শিক্ষক তাতুমনি চাকমা ও জেলা আওয়ামীলীগ নেতা অপূর্ব ত্রিপুরা উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সভাপতি ও এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের উন্নয়নে কাজ করছেন। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকার শিশুদের শতভাগ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত, নারী ও শিশু মৃত্যুর হার কমাতে গ্রামে গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। সড়ক যোগাযোগ এবং বিদ্যুতায়নকে কাজে লাগিয়ে উন্নত জীবন বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে।

    তিনি ত্রিপুরা জনগোষ্ঠির মাঝে বাল্য বিবাহ প্রতিরোধ এবং সুশিক্ষা নিশ্চিত করার জন্য সমাজের সচেতন মহলের ভূমিকা গ্রহণের আহ্বানও জানান।

    সভাশেষে তিনি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ৮টি গ্রামের পাঁচ শতাধিক দরিদ্র নারী-পুরুষের হাতে উন্নত কম্বল তুলে দেন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • নেত্রীর সিদ্ধান্ত অগ্রাহ্যকারীরা কখনো আর আ’লীগের সদস্য পদ পাবে না: খাগড়াছড়িতে নানক

    নেত্রীর সিদ্ধান্ত অগ্রাহ্যকারীরা কখনো আর আ’লীগের সদস্য পদ পাবে না: খাগড়াছড়িতে নানক

    খাগড়াছড়ি প্রতিনিধি : বাংলাদশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হওয়া মানে নেত্রীর সিদ্ধান্ত অগ্রাহ্য করা। যারা নেত্রীর সিদ্ধান্ত অমান্য করবে তারা কখনো দলের সদস্য পদ পাবেনা, আওয়ামীলীগের নৌকায় উঠতে পারবেনা।

    শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিদ্রোহী প্রার্থীর বিষয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, দলে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে। তবে নেত্রী যাকে চূড়ান্ত ভাবে মনোনিত করবেন তার পক্ষে কাজ করতে হবে। দলে আভ্যন্তরিন কোন্দল থাকতে পারবেনা। যারা আওয়ামীলীগ করবে, তাদের সকলকে নেত্রীর সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করতে হবে। দলকে নিয়ম শিংখলার মধ্যে আনতে, দলের সভানত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। কোন বিদ্রোহী আওয়ামীলীগ প্রার্থী আর নৌকায় চড়তে পারবেনা। যারা বিদ্রোহ করবে, প্রতিবাদ করবে তারা দলর সদস্য পদ আর পাবেনা বলেও জানান তিনি।

    শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র সভাপতিত্বে এসময় আরা উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনর নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।

    সমাবেশে শেষে তিনি নৌকা প্রতীকের পক্ষে খাগড়াছড়ি শহরে গণসংযাগ করেন জাহাঙ্গীর কবির নানক।

    ২৪ ঘণ্টা/প্রদীপ

  • খাগড়াছড়িকে ‘আধুনিক নগরী’ হিশেবে গড়ে তুলতে চান বর্তমান মেয়র রফিকুল

    খাগড়াছড়িকে ‘আধুনিক নগরী’ হিশেবে গড়ে তুলতে চান বর্তমান মেয়র রফিকুল

    খাগড়াছড়ি প্রতিনিধি : অসমাপ্ত কাজ শেষ করে পরিবেশবান্ধব, যানজট মুক্ত এবংং পরিচ্ছন্ন পর্যটন নগরী গড়তে চান, খাগড়াছড়ি পৌরসভার দু’বারের মেয়র এবং এবার আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ রফিকুল আলম।

    পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হলে সুপরিসর সড়ক-বাণিজ্যিক-আবাসন অবকাঠামো ব্যবস্থাপনার মাধ্যমে খাগড়াছড়ি শহর ‘আধুনিক নগরী’-তে পরিণত হবার দ্বারপ্রান্তে। ১৬ জানুয়ারির নির্বাচনে যিনিই জিতে আসবেন, তাঁর পক্ষে পৌরসভা পরিচালনা অনেক সহজ হবে।

    শুক্রবার সকালে পানখাইয়া পাড়ায় নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

    তিনি বলেন, খাগড়াছড়ি পৌরসভা জরাজীর্ণ প্রতিষ্ঠান ছিল। সেখান থেকে উন্নয়নমুখী একটি প্রতিষ্ঠানের সক্ষমতা অর্জন করেছে। পরিকল্পিত আধুনিক শহর করতে মাস্টার প্ল্যান অনুযায়ী উন্নয়ন কাজ চলছে।

    অন্য প্রার্থীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, পৌর কর আদায়ের হার নিম্নে ৭৫ ভাগের নিচে হলে পৌর পরিষদ বাতিল হয়। তাই বার্ষিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করেই কর নির্ধারণ করতে হয়। দেশী বিদেশী সকল প্রতিষ্ঠান প্রকল্প দেয়ার আগে পৌরসভার কর আদায়কে গুরুত্ব দেয়।

    ইভিএম নিয়ে সাধারণ মানুষের মধ্যে আশংকা রয়েছে জানিয়ে প্রশাসনকে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজনের অনুরোধ জানান তিনি।

    এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হোসেন আহম্মদ চৌধুরী, এডভোকেট আকতার উদ্দিন মামুন, তাজুল ইসলাম বাদল এবং আবদুল মোমিন উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী