Tag: খাদে পড়ে

  • কুমিল্লায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

    কুমিল্লায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

    কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।

    মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে দিকে উপজেলার বাঙ্গারাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ এবং ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

    নিহতরা হলেন, নোয়াখালী জেলার কবিরহাট এলাকার আবুল বাশারের ছেলে আব্দুর রহমান (চালক), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের দোলাইপাড়া গ্রামের সাদ্দাম হোসেন ও তার স্ত্রী পারভিন আক্তার।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম হোসেন তার শ্বশুর আবু বকরের মৃত্যুর সংবাদ শুনে মঙ্গলবার সকালে স্ত্রী পারভিন আক্তারকে নিয়ে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাগাউড়া শ্বশুরবাড়িতে যাচ্ছিল।

    দুপুরে মাধবপুর-দৌলতপুর সড়কের কোরবানপুর বাজার এলাকার মোড়ে এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়।

    খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার পরিদর্শক তদন্ত অমর চন্দ্র দাস জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

     

  • সিরাজগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

    সিরাজগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

    সিরাজগঞ্জের কামারখন্দে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন বাসযাত্রী।

    নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- গাইবান্দার সাঘাটা উপজেলার শিমুলবাড়ি গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী শাপলা খাতুন (২৭)।

    আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    সিরাজগঞ্জ সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মনজিল হক জানান, বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে ঢাকা যাওয়ার পথে মহাসড়কের তালুকদার বাজার এলাকায় শাহ ফতে আলী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

    এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

    আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।