Tag: খাদ্যসামগ্রী বিতরণ

  • লকডাউন শিথিল করে দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে সরকার:ফজলুল হক

    লকডাউন শিথিল করে দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে সরকার:ফজলুল হক

    বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেছেন, করোনা দূর্যোগের সবচেয়ে গুরুতর সময়ে এসে সরকার লকডাউন শিথিল করে গণহারে করোনাভাইরাস সংক্রমণের পথ খুলে দিয়েছে। ভয়ানক এই সিদ্ধান্তের পরিণতির জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী থাকতে হবে। বিনা ভোটে সরকার গঠন করার কারণে আওয়ামী লীগের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। যার কারণে লকডাউন শিথিল করে দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।

    তিনি করোনার এই দূর্যোগকালে হতদরিদ্র কর্মহীন মানুষকে সহায়তায় সমাজের বিত্তশালী ধনিব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

    তিনি আজ শনিবার (১৬ মে) বিকালে হাটহাজারী শিকারপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনী উচ্চ বিদ্যালয় মাঠে করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরনকালে এসব কথা বলেন।

    তিনি বলেন, সারাদেশে অসহায় মানুষের জন্য সরকার যে ত্রাণ বরাদ্ধ দিয়েছে তা পর্যাপ্ত ছিল না, তার উপরে এসব ত্রাণ থেকে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান, মেম্বাররা তা আত্মসাত করছে। অপরদিকে বিএনপি দীর্ঘ এক যুগ ক্ষমতার বাহিরে থাকার পরও সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নে কর্মহীন মানুষদের পাশে দাড়িয়েছে। জনগণের দল হিসাবে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে দাড়িয়েছে। করোনা শুরু থেকে চট্টগ্রামে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

    এই সময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া,
    চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি এম.ইলিয়াছ আলী, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক ডায়মন্ড, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তফা মনোয়ার মুন্না, বিএনপি নেতা জসিম উদ্দিন তালুকদার, শেখ মহিউদ্দিন চেয়ারম্যান, ইমাম হোসেন মেম্বার, সাবেক ছাত্রনেতা এডভোকেট আইযুব, রবিউল হোসেন, শিকারপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.শওকত আলী, মোহাম্মদ ইলিয়াস, রিফাতুল ইসলাম শাওন, মোহাম্মদ সুমন, মোহাম্মদ নিশান, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ সানি, মোহাম্মদ নাদিম, মোহাম্মদ আশিক প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ঠাকুরগাঁও‌য়ে পত্রিকা হকারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    ঠাকুরগাঁও‌য়ে পত্রিকা হকারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    গৌতম চন্দ্র বর্মন,
    ঠাকুরগাঁও প্রতিনিধিঃবৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘদিনের কর্মহীনতায় সাধারণ মানুষের পাশাপাশি আয় রোজগার বন্ধ হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের পত্রিকা হকারদেরও। চলমান সমস্যার কথা মাথায় রেখে ঠাকুরগাঁওয়ে এসব হকারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

    ঠাকুরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগীতায় বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

    প্রেসক্লাব সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম।

    এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু ও সাবেক সাধারন সম্পাদক বদরুল ইসলঅম বিপ্লব, ক্রিড়া সম্পাদক আসাদুজ্জামান শামীম।

    খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের ৪০ জন পত্রিকা হকারদের মাঝে জরুরী খাদ্য চাল ,ডাল, তেল সহ নানা ধরনের সবজি দেওয়া হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম

  • সীতাকুণ্ডে এস.এল গ্রুপের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    সীতাকুণ্ডে এস.এল গ্রুপের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি:::সীতাকুণ্ডে দুইশত পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেছে শিল্প প্রতিষ্ঠান এস.এল গ্রুপ।

    আজ শনিবার (১৮ এপ্রিল) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সীতাকুণ্ডের উত্তর সোনাইছড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের এস.এল. ষ্টীল শীপ-ব্রেকিং ইয়ার্ডের সংলগ্ন এলাকায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের হাতে উক্ত খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

    এ সময় এস.এল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন হেলাল, মোহাম্মদ আজাহারুল ইসলাম বাদল, মোহাম্মদ নুরুল ইসলাম মন্তা প্রমুখ।

    খাদ্য সামগ্রী বিতরণকালে এস.এল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লোকমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ) এর পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের নিকট মানবিক সহায়তা হিসেবে তিন হাজার প্যাকেট শুকনো খাবার প্রদান করা হয়েছে। যাতে এ দুঃসময়ে সীতাকুণ্ডের কর্মহীন কিছু মানুষের কিছুটা হলেও কষ্ট লাগব হয়। খাবার পায়। এরই ধারাবাহিকতায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়ার্ড এলাকায় মানুষের মধ্যে এস,এল গ্রুপের পক্ষ থেকে প্রায় ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

    আগামীকাল আরো তিনটি ইয়ার্ডের পক্ষ থেকে ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড জাহানাবাদ গ্রামে ৭শত পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।