Tag: খাদ্য বিতরণ

  • লোহাগাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৩ জেলে পরিবারে আমিনুল ইসলামের নগদ অর্থ ও খাদ্য বিতরণ

    লোহাগাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৩ জেলে পরিবারে আমিনুল ইসলামের নগদ অর্থ ও খাদ্য বিতরণ

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া ইউনিয়নের জলদাশ পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৩ জেলে পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

    মঙ্গলবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় আমিনুল ইসলামের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী মিরান হোসেন মিজান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

    এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ নুরুল হক কন্ট্রাক্টর, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আকতার কামাল পারভেজ, যুবলীগ নেতা জাকারিয়া বাবুল, পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান মানিক, উপজেলা ছাত্রলীগের গণ শিক্ষা বিষয়ক উপ-সম্পাদক মোশাররফ হোসেন জিদানসহ দলের নেতাকর্মীরা।

    এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বলেন, মানুষের সেবা করার জন্য আমরা রাজনীতি করি। লোহাগাড়া-সাতকানিয়ার সর্বস্তরের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। লোহাগাড়ার পদুয়ায় ১৩ জেলে পরিবারের বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়ার খবরটি পাওয়ার পর আমার ব্যক্তিগত সহকারী মিরান হোসেন মিজানের মাধ্যমে কিছু খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ পাঠিয়েছি। তবে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের যেকোন প্রয়োজনে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান।

    উল্লেখ্য, গত ১৮ জানুয়ারী উপজেলার পদুয়া জলদাশ পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩ জেলে পরিবারের বসতঘর পুড়ে সম্পুর্ণ ছাই হয়ে যায়।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • ঠাকুরগাঁওয়ে ইসলামিক রিলিফ’র উদ্যেগে খাদ্য বিতরণ

    ঠাকুরগাঁওয়ে ইসলামিক রিলিফ’র উদ্যেগে খাদ্য বিতরণ

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে ৪৪৮ পরিবারের মাঝে রমজান ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইসলামিক রিলিফ ।

    ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ঠাকুরগাঁও শাখার আয়োজনে বুধবার (২০ মে) প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে নিরাপদ দুরত্ব বজায় রেখে এ খাদ্য বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

    খাদ্য বিতরণ অনুষ্ঠানের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম।

    এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।

    এছাড়াও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কর্মসূচী কর্মকর্তা ও ইনচার্জ শাহজাহান সিরাজ, ও ফিল্ড কর্মকর্তা সামছুল হক।

    ২য় অধিবেশনে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন পুলিশ সুপার মো: মনিরুজ্জামান (পিপিএম)।

    উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ তাদের খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রতিটি ব্যাগে ১৮ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি ছোলা, ৩ কেজি চিনি, ২ লিটার ভোজ্য তেল বিতরণ করেন।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম

  • দিনমজুরদের খাদ্য বিতরণ করলেন পুলিশ সুপার

    দিনমজুরদের খাদ্য বিতরণ করলেন পুলিশ সুপার

    অ আ আবীর আকাশ লক্ষ্মীপুর প্রতিনিধি : বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাস আক্রান্তের ফলে বেকার হয়ে পড়া অসহায় দিনমজুর মানুষদের কথা ভেবে তাদের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার। লক্ষ্মীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অসহায় ও দুস্থ্যদের খাবার বিতরণ করছেন পুলিশ সুপার ড. এএইচ এম কামরুজ্জামান।

    রবিবার ও সোমবার দুদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ খাবারের বস্তা ও মাস্ক পৌঁছে দিচ্ছেন তিনি।

    পুলিশ সুপার জানান, নবেল করোনা ভাইরাস রোধে সারাদেশে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এসময় সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।এতে দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তাদের সহায়তা দিতে এ আয়োজন। এসময় সকলকে খাদ্য সামগ্রী নিয়ে বাড়ী চলে যাওয়ার অনুরোধ করেন পুলিশ সুপার।

    পুলিশ সুপার ডক্টর এএইচ এম কামরুজ্জামান লক্ষ্মীপুরে যোগদানের পর থেকে একদিকে যেমন আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে তেমনি গরীব অসহায় মানুষের পাশে নিঃসংকোচে দাঁড়িয়েছেন। এতে করে তিনি বঞ্চিত অসহায় মানুষের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়েছেন।