Tag: খাদ্য সহায়তা

  • রাউজানে প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    রাউজানে প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চোধুরী এমপি নিজের হাতে প্রতিবন্ধী ও এতিমদের খাদ্য সহায়তা প্রদান করেন।

    রাউজান সেন্ট্রাল বয়েজ অব রাউজান এবং ব্রাদার্স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় গতকাল ১০ মে রবিবার উপজেলা অডিটোরিয়ামে অসহায় সাড়ে ৩শ এতিম ও প্রতিবন্ধীর মধ্যে এসব খাদ্য সহায়তা তুলে দেন তিনি। 

    জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশে সাংসদ ফজলে করিম চৌধুরীর পৃষ্টপোষকতা ও তরুণ রাজনীতিক ফারাজ করিম চৌধুরীর ব্যবস্থাপনায় রাউজান উপজেলার প্রতিবন্ধী ও এতিমদের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের উদ্দ্যেগ নেন রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

    এরই অংশ হিসেবে গতকাল রবিবার রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে করিম। এসময় তিনি অসহায় প্রতিবন্ধিদের সাহায্যার্থে  সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে প্রায় সাড়ে তিনশ এতিম ও প্রতিবন্ধীদের হাতে খাদ্য তুলে দেন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জুনায়েদ কবির সোহাগ, ছাত্র নেতা দীপলু দে দীপু।

    ব্রাদার্সের সাধারন সম্পাদক শোয়েব ইমরানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, ব্রাদার্স সভাপতি শাহাদাত রিফাত, পৌর যুবলীগ সেক্রেটারী জিয়াউল হক রোকন, আবু ছালেক, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ, শাওন দে, ইমতিয়াজ জামাল, নকিব, চিশতি, ফাহিম, নয়ন, মিনহাজ, সোহেল, রিয়াদ, এরফান সৌরভ, সাইমন, সাজ্জাদ, হাসান মির্জা ফাহিম, সাকিব রাজিন, কায়সার প্রমুখ।

    ২৪ ঘণ্টা/নেজাম রানা/ আর এস পি

  • মিরসরাই প্রেসক্লাবের উদ্দ্যেগে পত্রিকা বিক্রেতাদের খাদ্য সহায়তা

    মিরসরাই প্রেসক্লাবের উদ্দ্যেগে পত্রিকা বিক্রেতাদের খাদ্য সহায়তা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাই প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা বিক্রেতাদের (হকার) মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

    আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে প্রেস ক্লাব কার্যালয়ে হকারদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

    এসময় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, কার্যনির্বাহী সদস্য আশরাফ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদমান রহমান সময়, সহ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন।

    মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু বলেন, করোনা ভাইরাসের মহামারির কারণে সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা আর্থিক সংকটে ভুগতেছে। বিত্তশালীরা অসহায়দের সহায়তা করলেও হকারদের কেউ খোঁজ রাখেন না। তাই প্রেস ক্লাবের পক্ষ থেকে হকারদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

    রবিবার মিরসরাই ও বারইয়ার এলাকার প্রায় ৪৫ জন হকারকে চাল, আলু, তেল, ছোলাসহ প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/আশরাফ উদ্দিন/আর এস পি

  • বোয়ালখালী’তে পুষ্টি সপ্তাহে খাদ্য সহায়তা দিলেন ডা.জিল্লুর

    বোয়ালখালী’তে পুষ্টি সপ্তাহে খাদ্য সহায়তা দিলেন ডা.জিল্লুর

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০টি এতিমখানায় ১শত কেজি করে চাউল ও অসহায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জিল্লুর রহমান।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা.জিল্লুর রহমান জানান, উপজেলার ১০টি এতিমখানায় ১শত কেজি করে চাউল দেওয়া হয়েছে। এছাড়া ৫০টি অসহায় পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি ছোলা, ১ লিটার তৈল, এবং ১কেজি করে লবণ বিতরণ করা হয়েছে।

    সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস.এম. সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফারহানা কাদেরী।

    ২৪ ঘণ্টা/পুজন সেন/ আর এস পি