Tag: খাদ্য সহায়তা প্রদান

  • রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে করোনা আক্রান্ত দুই পরিবারে খাদ্য সহায়তা প্রদান

    রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে করোনা আক্রান্ত দুই পরিবারে খাদ্য সহায়তা প্রদান

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে সংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে করোনা আক্রান্ত দুই পরিবারে নিত্যাপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেন রাউজান পৌরসভার প্যানেল রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

    বৃহস্পতিবার রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত ফকির তকিয়া মাজার সংলগ্ন এলাকার নাহিদা আকতার ও আলিখীল গ্রামের মুহাম্মদ রিমনের পরিবারে নিত্যাপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান কালে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, রাউজান উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, যুবলীগ নেতা হুমায়ন কবির কাঞ্চন, রাউজান উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক নাসির উদ্দিন, যুবলীগ নেতা নুরু, অনিক ভট্টাচার্য, জুয়েল তৌহিদ আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • বাঘাইহাটের প্রত্যন্ত এলাকায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের খাদ্য সহায়তা প্রদান

    বাঘাইহাটের প্রত্যন্ত এলাকায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের খাদ্য সহায়তা প্রদান

    খাগড়াছড়ি প্রতিনিধি:ঈদ পরবর্তী সময়ে করোনা পরিস্থিতির কারণে কর্মহীনদের মাঝে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বাঘাইহাট জোনের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক মানুষদের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সেনা সদস্যরা।

    শুক্রবার (২৯ মে) সকালে বাঘাইহাট জোন অধিনায়ক লে: কর্ণেল মো: হুমায়ুন কবিরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত সাধারণ মানুষের কছে চাউল, আটা, আলু, ডাল, পেঁয়াজ, লবনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌছে দেন।

    চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র সার্বিক নির্দেশনায় সেনা সদস্যের নিজস্ব রেশন থেকে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

    সেনাবাহিনীর সূত্র জানায়, দূর্গম এলাকাগুলোতে সাধারণ মানুষের কাছে ত্রাণ পাঠানো খুবই কঠিন ও কষ্টসাধ্য। আর এই কাজটিই সম্ভব করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যরা। এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি দূর্গম এলাকার বাসিন্দারা।

    এ সময় বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • মিরসরাইয়ে কর্মহারা পত্রিকা বিক্রেতাদের খাদ্য সহায়তা প্রদান

    মিরসরাইয়ে কর্মহারা পত্রিকা বিক্রেতাদের খাদ্য সহায়তা প্রদান

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::মিসরাইয়ে কর্মহারা ১৫ পত্রিকা বিক্রেতাকে খাদ্য সহায়তার করেছে উপজেলা পরিষদ।

    মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর ২টায় জোরারগঞ্জ, বারইয়ারহাট ও মিরসরাই সদরে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো: জসিম উদ্দিন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরসরাই প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    মহামারির পরিস্থিতিতে সব লকডাউন হওয়ায় হকারদের পত্রিকা বিক্রিও এখন বন্ধ। প্রতিদিন প্রত্রিকার বিক্রয় করে যা রোজগার হতো তাই দিয়ে চলতো তাদের পরিবার। কিন্তু পত্রিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের একমাত্র আয়ের পথ এখন বন্ধ। অনেকের ঘরে প্রয়োজনীয় খাবার নেই। এরকম ১৫ জন হকারকে খাদ্য সহায়তা দিয়েছে মিরসরাই উপজেলা প্রশাসন। খাদ্য সহায়তা পেয়ে কিছুটা হলোও আস্বস্থ হয়েছে কর্মহারা এসব পত্রিকা বিক্রেতা।