Tag: খাদ্য সামগ্রী

  • হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ

    হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের নাথ পাড়ায় করোনা পজেটিভ আসা অন্তৃু নাথের পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদ।

    এ সময় একই সাথে লকডাউন হওয়া আরও ৬ পরিবারকেও খাদ্য সহায়তা প্রদান করা হয়। আজ শনিবার (৩০মে) দুপুরে মেখল এলাকার নাথ পাড়ায় ৭ পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

    বিতরণকালে সংগঠনের সাধারণ সম্পাদক বাবলু দাশ বলেন, ‘করোনা সংকটের এই মুহুর্তে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়ানো কর্তব্য। আমরা সংগঠনের পক্ষ থেকে কর্মহীন পড়া মানুষের পাশে দাঁড়াইয়েছি।

    সবাই মিলে ছোট ছোট ভালো কাজ করলে একদিন এই সমাজ মানবিক হয়ে উঠবে। অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষকে সাহায্য করার শুভ প্রয়াস আমাদের অব্যাহত থাকবে।

    এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবলু দাশ, আইন বিষয়ক সম্পাদক এড. কৃষ্ণ প্রসাদ নাথ, যুগ্ন-সম্পাদক চন্দন নাথ ও নির্বাহী সদস্য শুভ দাশ প্রমূখ।

    ২৪ ঘণ্টা/পারভেজ/আর এস পি

  • রাউজানে আরও ৬৮ পরিবার পেল শ্যামল পালিতের উপহার

    রাউজানে আরও ৬৮ পরিবার পেল শ্যামল পালিতের উপহার

    ২৪ ঘণ্টা ডট সংগঠন সংবাদ : চট্টগ্রামের রাউজানে আরও ৬৮ টি গরীব, দুস্থ ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত।

    রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের গুজরা গ্রামের বিভিন্ন সম্প্রদায়ের গৃহবন্দি ও কর্মহীন ৬৮ পরিবারের মাঝে তিনি এ খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেছেন।

    আজ রবিবার সকাল ১০টায় রাউজান শ্রী শ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ মন্দিরের ফজলে করিম সরোবর সংলগ্ন মাঠে এসব পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আদ্যাপীঠ মন্দিরের পুরোহিত তপন চক্রবর্তী, বিশ্বজিত চৌধুরী, লিটন বিশ্বাস ও সাধন দাশ প্রমূখ।রাউজানে শ্যামল পালিতের উপহার

    খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি আটা, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সুজি, ১টি সাবান, চাপাতাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী।

    উল্লেখ্য, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল পালিত ব্যক্তিগত উদ্দ্যোগে উপজেলার চিকদাইর, সুলতানপুর, রাউজান ইউনিয়ন ও পূর্ব গুজরা ইউনিয়নের এপর্যন্ত ৪শতাািধক পরিবারের মাঝে এক মাসের এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    এছাড়াও পরবর্তীতে নোয়াপাড়া ও বিনাজুরী ইউনিয়নসহ আরো বেশ কিছু ইউনিয়নে খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা শ্যামল কুমার পালিত।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • করোনায় অসহায়দের পাশে দাড়ালেন মাষ্টার জসিম

    করোনায় অসহায়দের পাশে দাড়ালেন মাষ্টার জসিম

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি পৌরসভা এলাকায় লোক চক্ষুর আড়ালে থেকে রাতের অন্ধকারে ঘরে ঘরে অসহায় মানুষের কাছে উপহার সামগ্রী পৌছে দিয়ে অসহায়দের পাশে দাড়িয়েছেন ফটিকছড়ি করোনেশন সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দীন।

    সম্পুর্ণ নিজস্ব তহবিল থেকে এ সহায়তা দেন তিনি। তার এই মহৎ কাজটি জনগণের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে।

    নিজের উপার্জিত অর্থ দিয়ে অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল, আটা, সুয়াবিন তেল, চোলা, পেঁয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছেন তিনি।

    জানতে চাইলে এই প্রতিবেদকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষ গুলোর মধ্যে কেউ আছে দিন মজুর, কেউ আছে নিম্ম মধ্যবিত্ত, আবার কেউ আছে মধ্যবিত্ত। এদেরকে তিনটি ভাগে ভাগ করে আমার সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেছি।

    তিনি আরো বলেন, যেহেতু এটি একান্ত ব্যক্তিগত তহবিল থেকে দিচ্ছি, তাই আমি চাই এটি মানুষ না জানুক। আড়ালে থেকে গরিব অসহায়দের পাশে দাড়াতে চেষ্ঠা করেছি যা আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

    ২৪ ঘণ্টা/ এম জুনায়েদ/আর এস পি

  • রাউজানে ব্যাক্তিগত উদ্দ্যেগে খাদ্য সামগ্রী দিলেন উপজেলা আ:লীগ নেতা শ্যামল পালিত

    রাউজানে ব্যাক্তিগত উদ্দ্যেগে খাদ্য সামগ্রী দিলেন উপজেলা আ:লীগ নেতা শ্যামল পালিত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাউজানে উপজেলার পূর্ব চিকদাইর গ্রামের ৫১ টি গরীব দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    আজ ৮ মে শুক্রবার সকালে পূর্ব চিকদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার পালিত।

    সম্পূর্ণ ব্যক্তিগত উদ্দ্যোগে বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য ছিলো ১০ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি আটা, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সুজি, সাবান ও ২০০ গ্রাম চাপাতাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।

    এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ইউপি সদস্য প্রদীপ দাশ, শিক্ষক নরেন্দ্র লাল সরকার, দিপংকর চৌধুরী, বিধু রানী ধরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • রাঙ্গুনিয়ায় ২য় দফায় আরো ৫ হাজার পরিবার পাবে তথ্যমন্ত্রী’র খাদ্য সামগ্রী

    রাঙ্গুনিয়ায় ২য় দফায় আরো ৫ হাজার পরিবার পাবে তথ্যমন্ত্রী’র খাদ্য সামগ্রী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দ্বিতীয় পর্যায়ের পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লী‌গের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

    এরআগে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটে প্রথম পর্যায়ে তিন হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেন তথ্যমন্ত্রী।

    আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে রাঙ্গুনিয়া পৌরসভা প্রাঙ্গণে তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এন এন কে ফাউন্ডেশনের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়।

    এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং তথ্যমন্ত্রীর ছোটভাই খালেদ মাহমুদ ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার উপস্থিত থেকে করোনা ভাইরাসের কারণে সমস্যাগ্রস্থ পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, পৌরসভার কাউন্সিলর মো. সেলিম, নুরুল আবছার, শিক্ষক রঞ্জন বড়ুয়া প্রমুখ।

    এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে আজ রাঙ্গুনিয়া পৌরসভা, মরিয়মনগর ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নে দ্বিতীয় পর্যা‌য়ের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, পেয়াঁজ ও চিনিসহ ১০ কেজির নিত্যপণ্য রয়েছে। ইউনিয়ন পর্যায়ে এসব ত্রাণ সামগ্রী নিরাপদ দুরত্ব বজায় রেখে বিতরণ করা হচ্ছে।

    করোনার কারণে সৃষ্ট সঙ্কটে রাঙ্গুনিয়ার মানুষের জন্য তথ্যমন্ত্রী’র খাদ্য সামগ্রী বিতরণ পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • বোয়ালখালীতে ২শত পরিবারে খাদ্য সামগ্রী উপহার

    বোয়ালখালীতে ২শত পরিবারে খাদ্য সামগ্রী উপহার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ২শত পরিবারে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়া সমাজ সমিতি ও মুজাহিদ আদর্শ সংঘ ক্লাব।

    সোমবার (২৭ এপ্রিল) সংগঠন দুইটির যৌথ উদ্যােগে এ খাদ্য সামগ্রী পবিত্র রমজান ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় অসহায় হয়ে পড়া পরিবারগুলোর মাঝে দেওয়া হয়।

    প্রতিটি পরিবারকে ১৫কেজি চাউল, ৩ কেজি আলু,১কেজি সেমাই, ১ কেজি পেঁয়াজ, ১লিটার সয়াবিন,১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১কেজি চিনি, ১কেজি মুড়ি উপহার হিসেবে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

    এ খাদ্য সামগ্রী বিতরণে অংশ নেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার ম্যানেজার, মুক্তিযোদ্ধা আমির হোসেন, ইসমাইল হোসেন চৌধুরী মুন্সি, মো.শহিদুল্লাহ চৌধুরী, সংগঠনের সভাপতি হাজী মো. ইসহাক চৌধুরী, সহ-সভাপতি মো.একরাম, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর, সেলিম, সাধারণ সম্পাদক মো.আলী আকবর, সদস্য ইউছুফ, মাসুদ,আবুল কাসেম,বাহাদুর শাহ, সাদ্দাম,পারভেজসহ সকল সদস্যবৃন্দ।

    সংগঠনের সভাপতি হাজী মো. ইসহাক চৌধুরী বলেন, এ সংকটময় সময়ে যার যার অবস্থান থেকে ব্যক্তিগত বা সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবতার হাত বাড়াতে হবে অসহায় পরিবারগুলোর দিকে। এ দূর্যোগ থেকে পরিত্রানের জন্য পবিত্র মাহে রমজানের উছিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে প্রার্থনা করুন।

    ২৪ ঘণ্টা/পূজন/আর এস পি

  • সাতকানিয়া- লোহাগাড়ায় ঘরবন্দি দেড় হাজার শ্রমজীবি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    সাতকানিয়া- লোহাগাড়ায় ঘরবন্দি দেড় হাজার শ্রমজীবি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। লোহাগাড়া প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারী নির্দেশনা অনুযায়ী ঘরে আটকে থাকা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার দেড় হাজার শ্রমজীবি, খেটে খাওয়া মানুষ, হতদরিদ্র ও নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ ১ এপ্রিল বুধবার দুপুর ১২টায় সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা গ্রাম থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়।

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত আর্থিক সহায়তায় এসব খাদ্য সামগ্রী হতদরিদ্র ও শ্রমজীবি মানুষদের বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: নেজাম উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ফারুক আহমদ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস.এম আজিজ, স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা মো: সেলিম উদ্দিন ও যুবলীগ নেতা জাবেদুর রশীদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

    এদিকে, লোহাগাড়া উপজেলায় আমিনুল ইসলামের পক্ষে ঘরে আটকে থাকা হতদরিদ্র ও শ্রমজীবিদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী আওয়ামী লীগ নেতা মিরান হোসেন মিজান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক রানা বড়ুয়াসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    ২৪ঘণ্টা/

  • ভাটিয়ারীতে ২’শ গরীব মানুষকে খাদ্য সামগ্রী দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

    ভাটিয়ারীতে ২’শ গরীব মানুষকে খাদ্য সামগ্রী দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের তরুণ সমাজ সেবক ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইলিয়াছ ২’শ খেটে খাওয়া মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন।

    খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি চাউল, ১ কেজি সোয়াবিল তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল ও ৩ কেজি আলু।

    আজ ২৯ মার্চ রোরবার বিকেলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় খাদ্য সামগ্রী পরিদর্শণ করেন এবং এক প্রতিবন্ধি ও একজন দিনমজুরের হাতে এসব সামগ্রী তুলে দিয়ে অনুষ্ঠানিকতা শুরু করেন।

    এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মঞ্জুরুল করিম জুয়েল, দিদারুল আলম, আবুল বশর, মহিউদ্দিন ও সাবের আহমদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    পরবর্তীতে দরিদ্র খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হয়।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/আর এস পি