Tag: খাদ্য সামগ্রী বিতরণ

  • মাদামবিবিরহাটে বাকের ভুঁইয়ার ব্যবস্থাপনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

    মাদামবিবিরহাটে বাকের ভুঁইয়ার ব্যবস্থাপনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকার ৫শত গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়ার ব্যবস্থাপনায় মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার দুপুরে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃষক লীগের আহবায়ক ইঞ্জিঃ আজিজুল হক, উপজেলা ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম ইউসুফ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াদ জিলান, সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহীদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল কালাম, সালেহ আহম্মদ, শামীম ইউসুফ,সাইফুল ইসলাম রনি, ফাহাদ কাউছার, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা সাদ্দাম, আরমান, মুছা, রায়হান, নিজাম, মারুফ, মাহিম,ইকবাল প্রমুখ।

    ২৪ ঘণ্টা/দুলু

  • লোহাগাড়া-সাতকানিয়ায় ড. আবু রেজা নদভী এমপি’র খাদ্য সামগ্রী বিতরণ

    লোহাগাড়া-সাতকানিয়ায় ড. আবু রেজা নদভী এমপি’র খাদ্য সামগ্রী বিতরণ

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : লোহাগাড়া-সাতকানিয়ায় তালিকাভূক্ত দুঃস্থ-দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সৌদি আরবের রাজকীয় দাতা সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ১৪ জানুয়ারী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম -১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

    এতে উপস্থিত ছিলেন দাতা সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রতিনিধি আব্দুল্লাহ খালেদ আল ওতেহীন, আবু বকর মোহাম্মদ খালেদ, ইলতানাজী মোহাম্মদ আহমদ মোহাম্মদ।

    সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা কায়সারুল আলম চৌধুরী, সাংসদের একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফানুল করিম চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, যুগ্ম আহবায়ক হারেজ মোহাম্মদ, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিচ, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, সাংসদের সহকারী একান্ত সচিব এস এম সাহেদ, দেলোয়ার হোসেন বেলাল, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচ ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ এমরান প্রমুখ।

    একইদিন বিকেল তিনটায় লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, আব্দুল জব্বার, মিয়া মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান ইউনুচ, পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহির, কলাউজান ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, লোহাগাড়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গাজী আমজাদ, আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান সোবহান ও বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল হারুন সায়দী প্রমুখ।

    উল্লেখ্য, কিং সালমান রিলিফ হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ছাড়াও সাতকানিয়া ও লোহাগাড়া এবং দেশের বিভিন্ন স্থানের বিশাল দুঃস্থ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • শিশু শিক্ষার্থীদের মাঝে হাটহাজারী উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

    শিশু শিক্ষার্থীদের মাঝে হাটহাজারী উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

    হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারীতে ৮৫ জন দরিদ্র শিশু শিক্ষার্থীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

    বুধবার ( ৫ আগস্ট) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন উপজেলার সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির মোট ৮৫ জন দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, করোনা পরিস্থিতে শিশুদের পড়ালেখায় উৎসাহিত করতে সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৮৫ জন শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

  • করোনার টেস্টে অনিয়মে বিশ্ব থেকে বিচ্ছিন্নতার আশঙ্কা বাংলাদেশের: চট্টগ্রাম মহানগর যুবদল

    করোনার টেস্টে অনিয়মে বিশ্ব থেকে বিচ্ছিন্নতার আশঙ্কা বাংলাদেশের: চট্টগ্রাম মহানগর যুবদল

    পাহাড়তলী থানা যুবদলের উদ্যোগে করোনা মহামারীর দুঃসময়ে অসহায় ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৩টায় ১২ নং সরাইপাড়া ওয়ার্ড এলাকায় উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব শামছুল আলম, প্রধানবক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

    খাদ্য সামগ্রী বিরতণ করছেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতৃবৃন্দ।

    এ সময় বক্তারা বলেন, একদলীয় শাসন ও বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক দুর্নীতির ঘটনা ঘটছে। করোনা মহামারীতেও আওয়ামী লীগের দুর্নীতি থেমে নেই। জনগণের ত্রাণের চাউল, সহায়তার অর্থ, চিকিৎসার অর্থ লুটেপুটে খাচ্ছে। করোনা ভাইরাস প্রকোপ শুরু হওয়ার পর থেকেই সরকার যথাযথ উদ্যোগ না নিয়ে মিথ্যা বিবৃতি দিয়েছে। জনগণকে বিভ্রান্ত করেছে। করোনা মহামারীতে দেশের সাধারণ জনগণ চিকিৎসা পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে শুধু সরকার ঘনিষ্ঠ লোকজন। করোনা মহামারীকে ব্যবসা হিসাবে নিয়েছে শাসকদল।

    নেতৃবৃন্দ আরো বলেন, মিথ্যা টেস্টের নামে জিকেজি ও রিজেন্ট হাসপাতালের নামে লীগের নেতা-কর্মীরা ধনকুবের হয়েছে। প্রবাসীরা ভূয়া করোনা সার্টিফিকেট নিয়ে বিদেশে গিয়ে ধরা খেয়েছে। এ কারণে কুয়েত, কোরিয়া এবং সর্বশেষ ইতালি থেকে বাংলাদেশীদের ফেরত পাঠিয়েছে।

    এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি আজমল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, এম এ গফুর বাবুল, জসিমুল ইসলাম কিশোর, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, নগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, গিয়াস উদ্দিন টুনু, পাহাড়তলী থানা যুবদলের আহবায়ক কুতুব উদ্দিন, সদস্য সচিব শওকত খান রাজু, শফিকুল ইসলাম, মেজবাহ উদ্দিন, সাইফুল আলম, রাসেল খান, মোহাম্মদ ইউনুছ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চাকুরিহারা কর্ণফুলি জুট মিল শ্রমিকদের মাঝে তথ্যমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

    চাকুরিহারা কর্ণফুলি জুট মিল শ্রমিকদের মাঝে তথ্যমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

    চাকুরিহারা রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলি জুট মিল শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

    চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলি জুট, ফোরাত ও ডেকোরেটিভ ডেভেলপমেন্ট (কেএফডি) এর পাঁচ শতাধিক শ্রমিক কর্মচারিদের মাঝে তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্টান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কর্ণফুলি জুট মিল গেইটে তথ্যমন্ত্রীর পক্ষে শ্রমিক কর্মচারিদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

    এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কর্মকর্তা মাষ্টার আবদুর রউফ।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আবদুল হালিম, পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, নুরুল আবছার জসিম, সরফভাটা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আহসান হাবিব প্রমূখ।

    এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা মাষ্টার আবদুর রউফ জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ি সারাদেশের মতো রাঙ্গুনিয়ার কর্ণফুলি জুটমিলসহ কেএফডি বন্ধ হয়ে যাওয়ায় চাকুরি হারা হয়েছেন শতশত শ্রমিক। সরকারের কাছ থেকে পাওনা বুঝে পেতে আরো সময় লাগবে তাদের। তাৎক্ষণিকভাবে এসব শ্রমিক-কর্মচারীদের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তিনি প্রাথমিক ভাবে পারিবারিক প্রতিষ্টান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারীর মাঝে খাদ্য সামগ্র বিতরণ করেন। প্রতিটি প্যাকেটে চাল ডাল তেল চিনি পেঁয়াজসহ ১২ কেজি নানা খাদ্য সামগ্রী রয়েছে।

    তিনি বলেন, করোনা ভাইরাসের শুরু থেকে রাঙ্গুনিয়ার প্রতিটি গ্রামে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে তথ্যমন্ত্রী খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। সেই ধারাবাহিকতায় কর্মহারা জুট মিল শ্রমিকদের মাঝেও বিতরণ করা হচ্ছে। রাঙ্গুনিয়ার কর্মহীন মানুষের মাঝে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে তথ্যমন্ত্রীর মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আকবরশাহ থানা অনলাইন সোসাইটি কতৃক ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

    আকবরশাহ থানা অনলাইন সোসাইটি কতৃক ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

    মহামারি করোনা ভাইরাসে যখন গোটা পৃথিবী থমকে গেছে ঠিক এই সময়েও থেমে নেয় অনলাইন তরুনদের সেবামুলক কার্যক্রম। মাত্র একমাসে চট্টগ্রামের আকবরশাহ থানাধীন স্বেচ্ছাসেবী সংগঠন ও ফেসবুক গ্রুপ “আকবরশাহ থানা অনলাইন সোসাইটি” নামে যাত্রা শুরু করে।

    খুব অল্প সময়ে এই গ্রুপের সদস্যা সংখ্যা প্রায় আড়াই হাজারের উপরে উপনীত হয়। ইতিমধ্যে তাদের কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো।

    যেখানে যুব সমাজ অনলাইনে খারাপ ও অনৈতিক কার্যকলাপে দাবিত হচ্ছে ঠিক এই সময়ে করোনার মহামারি কঠিন পরিস্থিতিতে “আকবরশাহ থানা অনলাইন সোসাইটির” কার্যক্রম ছিলো সম্পূর্ন ব্যাতিক্রম।

    অনলাইন প্রুপের প্রতিষ্ঠাতা জাফর ইকবাল জনি ও তার সহযোগী এডমিন সকলে এগিয়ে আসে এই অনলাইন গ্রুপে বিভিন্ন সেবামুলক কাজ ও মানবতার বন্ধনে।

    মাত্র একমাসের মাথায় ৫০ টি পরিবারের গরীব অসহায় ও দিনমজুর মানুষের মাঝে ঈদ উপহার ও খাবার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়।

    উপহার সামগ্রীর মধ্যে ছিল: চাল, ডাল, তেল পেয়াজ, চিনি ও সেমাই।

    গ্রুপের অন্যান্যা সদস্য এইস.আর.রোবেল, ইমরান, সাইফুল ইসলাম, জিহাদ, শুভ, স্বাধীন, নেহাল, সাব্বির, তারেক, আসিফ, ফারহান, সায়মা, আখি, ও রবিন এর মানবিক এবং আর্থিক সহযোগীতায় এগিয়ে যাচ্ছে এই আকবরশাহ থানা অনলাইন সোসাইটি নামক স্বেচ্ছাসেবী ফেসবুক গ্রুপটি।

    আগামীতে তাদের সেবামুলক কার্যক্রম আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন গ্রুপের সকল এডমিন ও সদস্যবৃন্ধ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনায় কর্মহীনদের ত্রিপুরা চাকুরীজীবী কল্যাণ সমবায় সমিতির খাদ্য সামগ্রী বিতরণ

    করোনায় কর্মহীনদের ত্রিপুরা চাকুরীজীবী কল্যাণ সমবায় সমিতির খাদ্য সামগ্রী বিতরণ

    খাগড়াছড়ি প্রতিনিধি:বৈশ্বিক মহামারী (কোভিড-১৯) করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অসহায় দুঃস্থ ৫৫টি পরিবারের মাঝে খাগড়াছড়িতে ত্রিপুরা চাকুরীজীবী কল্যাণ সমবায় সমিতির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ রবিবার (২৪ মে) সকাল ১১টায় “সকল ধর্মের মর্ম কথা, সবার উর্ধ্বে মানবতা” প্রতিপাদ্যে জেলা সদর খাগড়াপুর কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি অলেন কান্তি ত্রিপুরা সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল ।

    এসময় প্রধান অতিথি পার্থ ত্রিপুরা জুয়েল সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক এ পরিস্থিতিতে সবাইকে সচেতন হতে হবে। শুধু ত্রাণের প্যাকেট বাড়িতে নিয়ে গিয়ে আরও পাবার ইচ্ছা থাকলে হবে না। আগে নিজেদের রক্ষা করতে হবে। নিজে যদি সতর্ক না থাকি তাহলে পরিবারের মধ্যে দ্রুত ছড়িয়ে থাকার সম্ভাবনা বেশি। নিজেকে রক্ষা মানে দেশকে রক্ষা করা। তারই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

    সভাপতি অলেন কান্তি ত্রিপুরা জানান, সংগঠনের সদস্যদের থেকে উত্তোলিত অর্থ দিয়ে চাল ১০কেজি, আলু ০১কেজি, লবন ০১কেজি, তৈল আধা লিটার, সাবান ০১টি করে ১৭টি গ্রামের ৫৫টি পরিবারকে বিতরণ করতে সমর্থ হয়েছে।

    বিতরণকালে বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত বিশিষ্ট লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সুধাকর ত্রিপুরা, সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি পরিমল জ্যোতি ত্রিপুরা, সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে কপিন্দ্র লাল ত্রিপুরা, কানকা নন্দ ত্রিপুরা, চন্দ্র কিশোর ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে সংগঠনের কোষাধ্যক্ষ যশি ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক চিরণ জিৎ ত্রিপুরা। আর খাদ্য সামগ্রী বিতরণের আগে দেশ ও জাতির কল্যানার্থে পবিত্র গীতাপাঠ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উর্মি ত্রিপুরা।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • কুমিরা ইউনিয়ন পরিষদে মৎস্যজীবী, ত্রিপুরাসহ আটশত গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    কুমিরা ইউনিয়ন পরিষদে মৎস্যজীবী, ত্রিপুরাসহ আটশত গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক এাণ সামগ্রী বিতরন করা হয়েছে।

    আজ শনিবার (১৬ মে) সকালে ইউপি কার্যলয়ে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    এসময় ৪২০ জন মৎস্যজীবী, ১৪০ জন ত্রিপুরা বাসিন্দা এবং এলাকার ২৯৫ জন গরীব-অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    এছাড়া ৩০০ পরিবারকে ১০ কেজি চাউল, ২ কেজি সবজি, এবং ভিজিডির আওতায় ১শত পরিবারকে ৩০ কেজি চাউল ও ২৫ পরিবারকে শিশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    এসময় ত্রাণগুলো তুলে দেন কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।

    ইউনিয়ন পরিষদ সচিব শোভন কান্তি ভৌমিক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বিভিন্ন কার্যক্রমেরর সাথে যুক্ত থেকে বিদেশ ফেরত ব্যক্তিদের সনাক্ত করণ, তাদের বাড়িতে লাল পতাকা লাগানোসহ তাদের তালিকা তৈরী, গৃহবন্দী অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদানের জন্য তালিকা প্রস্তুত, উপকার ভোগীদের তালিকা প্রস্তুত, এলাকার জনগনকে ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করণসহ উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশসহ প্রধানমন্ত্রীর নির্দেশে সকল কর্মসুচীর সফল বাস্তবায়নে চেয়ারম্যানকে সঠিক ও প্রত্যক্ষ সহযোগীতা করে যাচ্ছি।

    তিনি সরকারের ঘোষিত প্রনোদনাসহ সামাজিক সুরক্ষা সামগ্রী পাওয়ার আশা ব্যক্ত করেন।

    উপজেলা খাদ্য কর্মকর্তা প্রিয় কমল চাকমা, ইউপি সচিব শোভন কান্তি ভৌমিক, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজন কান্তি ঘোষ।

    ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হারুন অর রশিদ, খুরশীদ আলম, জসিম উদ্দিন, মোঃ আলাউদ্দিন, খোরশেদ আলম এবং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ আলী প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • সরকার মার্কেট, কারখানা খুলে মানুষকে মৃত্যু ঝুঁকিতে নিয়ে যাচ্ছে:ডা.শাহাদাত

    সরকার মার্কেট, কারখানা খুলে মানুষকে মৃত্যু ঝুঁকিতে নিয়ে যাচ্ছে:ডা.শাহাদাত

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, সাধারন ছুটির পর থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় চালকরা বিপাকে পড়েছে। তারা সবাই কর্মজীবী। বর্তমান পরিস্থিতির কারণে তারা সংকটে পড়েছে। কিন্তু করোনা ভাইরাস মহামারীকে পুঁজি করে সরকার সাধারন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। পরিবহণ শ্রমিকসহ সাধারন মানুষের মনে সুখ নেই,তারা অর্থ কষ্টে দিন পার করছে। সেই সাথে বেড়েছে মৃত্যু আতঙ্ক। এখন নতুন করে মার্কেট, শপিংমল, কারখানা খুলে মানুষকে আরো ঝুকির মধ্যে ফেলে দিয়েছে। সরকার জনগণের মাঝে খাদ্য সামগ্রীসহ ত্রাণ সহায়তা দিতে ব্যর্থ হয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য জনজীবন স্বাভাবিক করছে। এতে করে সরকার মানুষকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

    তিনি অসহায় মানুষের সাহায্যে বিত্তশালী ধনি ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

    তিনি আজ শুক্রবার (৮ মে) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিকদলের অসহায় চালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরনকালে এ কথা বলেন।

    এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর ও সিঃ সহ সভাপতি আবু সুফিয়ান।

    ডাঃ শাহাদাত হোসেন বলেন, স্বাস্থ্যমন্ত্রীও দোকান পাট, শপিংমল খুললে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা করোনা মোকাবেলায় জনগণকে সচেতন হওয়ার কথা বলছে। অথচ সরকার দোকানও খুলবে, আবার জনগণকে সচেতন হতেও বলবে। এ থেকে বোঝা যায় তাদের ভিতরে কোন সমন্বয় নেই। এসি রুমে নিজেদেরকে নিরাপদে রেখে তাদের যেমন খুশি তেমন কথা বলে জনগণকে বিপদের মুখে ফেলছে।

    আবুল হাশেম বক্কর বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সরকার প্রতিদিন আত্বঘাতী সিদ্ধান্ত নিচ্ছে। যে মুহুর্তে কঠোর হওয়ার কথা সে সময় সরকার নমনীয় হচ্ছে। এখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনাই করোনা আক্রান্ত হয়ে দেশের নাগরিকদের সাথে ভারসাম্যহীন আচরণ শুরু করেছে। করোনা দূর্যোগের শুরু থেকে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা ব্যক্তিগত ও দলীয়ভাবে অসহায় মানুষদের পাশে দাড়াচ্ছে।

    তিনি সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় শপিংমল, কারখানাসহ দোকানপাট আরো কিছুদিন বন্ধ রাখার জোর দাবি জানান।

    আবু সুফিয়ান বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখে। তাদের নিরাপদ রাখলে দেশ নিরাপদ থাকবে। অথচ সরকার এ শ্রমিকদের জীবন জীবিকাকে কঠিন করে তুলেছে।

    শ্রমিকরা এখন সময়মতো বেতন পাচ্ছে না, অনেক কারখানায় শ্রমিকদের ছাটাইও করা হচ্ছে। আওয়ামীলীগের কাছ থেকে জাতি ভাল কিছু আশা করে না।

    খাদ্যসামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সড়ক পরিবহণ শ্রমিকদলের রাজেন হোসেন সম্রাট, মোঃ মানিক মিয়া, মোঃ রফিক, আবদুস সামাদ, নুর মোহাম্মদ প্রমূখ।

    ২৪ ঘন্টা/এম আর

  • হাটহাজারীতে বর্ষা মাল্টিপারপাস লিঃ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

    হাটহাজারীতে বর্ষা মাল্টিপারপাস লিঃ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:::) বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় দেশের বিভিন্ন স্থানের মত হাটহাজারীতেও চলছে লকডাউন। এতে করে হতদরিদ্র, অস্বচ্ছল, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের দৈনিক খাবার-দাবার যোগাড় করতে বেশ হিমশিম খেতে হচ্ছে। জাতির এমন চরম সংকটে ক্ষুধাকাতর ১৫০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ষা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

    আজ সোমবার (৪এপ্রিল) হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন এ প্রতিষ্টানটি।

    এ ব্যাপারে বর্ষা মাল্টিপারপাস ডেভেলপমেন্ট সোসাইটি লিঃ এর চেয়ারম্যান লিটন মহাজন জানান, করোনাভাইরাস সংকট মোকাবেলায় গরিব-দুঃখী-অভাবী মানুষের জন্য এ সংকটময় মুহূর্তে খেয়ে-পরে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। জাতির এমন দূর্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে দাঁড়ানো সবার কর্তব্য। সে ধারাবাহিকতায় আমাদের এ আয়োজন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে খেটে খাওয়া হতদরিদ্র, অস্বচ্ছল, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫০ শতাধিক পরিবারের কাছে উপহার স্বরূপ ‘ভালোবাসার ত্রাণ সামগ্রী’ দেয়া হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব (একাংশ) এর সভাপতি কেশব কুমার বড়ুয়া,হাটহাজারী উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কুমার নাথ,হাটহাজারী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সুলতানুল আলম চৌধুরী,স্থানীয় ইউপি সদস্য শফিউল আজম,হাটহাজারী সাংবাদিক সমিতির সভাপতি বাবলু দাশ,বর্ষার উপদেস্টা টিটু বনিক,সুভাষ নাথ,বিধান বনিক ও হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের যুগ্ন- সম্পাদক ছোটন দাশ প্রমূখ।

    ২৪ ঘণ্টা/এম আর/জাবেদ

  • জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সীতাকুণ্ডে দিনমজুর ও এতিমদের খাদ্য সামগ্রী বিতরণ

    জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সীতাকুণ্ডে দিনমজুর ও এতিমদের খাদ্য সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি::‘ঘরে থাকুন সুস্থ থাকুন, নিজে বাঁচুন দেশ বাঁচান-এই শ্লোগান নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের লক্ষ্যে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে দিনমজুর ও এতিম শিশুদের মাঝে সপ্তাহব্যাপি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    এছাড়া হাসপাতালে আগত রোগীদের পুষ্টিকর খাওয়ার ব্যাপারে পরামর্শমুলক লিপলেট বিতরণ করা হয়েছে।

    বুধবার সকালে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ১২০জন দিনমজুর ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    এসময় প্রতিটি প্যাকেটে ৫কেজি চাউল, ৩ কেজি আলু, ১লিটার তেল, ১ কেজি ডাল, ১কেজি লবণ, ১কেজি পেয়াঁজ দেওয়া হয়।

    খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ মোঃ নুর উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, বিশেষজ্ঞ ডা. শাহেদুল কবির, মেডিকেল অফিসার ডা. সনজিৎ, বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সীতাকুণ্ড শাখা সভাপতি সুরেশ চন্দ্র দাস, নাছির উদ্দীন শিবলু প্রমুখ।

    উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুর উদ্দিন জানান, প্রতিববছর পুষ্টি মেলা, র‌্যালি, আলোচনা সভা ও পুষ্টিকর খাদ্যের শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতার মাধ্যমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিবসটি পালন করে আসছে। এবার করোনা পরিস্থিতির জন্য তা না করে ১২০টি অস্বচ্ছল পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • ডা.শাহাদাতের পক্ষে সাংবাদিক কচি’র খাদ্য সামগ্রী বিতরণ

    ডা.শাহাদাতের পক্ষে সাংবাদিক কচি’র খাদ্য সামগ্রী বিতরণ

    চট্টগ্রাম মহানগর বিএনপির উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি বলেছেন, করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার পর থেকে সবকিছু বন্ধ থাকায় অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এ অবস্থায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে সবাইকে ঘরে থেকে বাহির না হয়ে নিজেকে নিরাপদ রাখতে হবে।

    তিনি আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগরীর প্রবর্তকস্ত ট্রিটমেন্ট হাসপাতালের সামনে গরীব অসহায় দু:স্থ শ্রমিকদের মাঝে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কালে এ কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী(মারুফ), প্রমুখ নেতৃবৃন্দ।

    এছাড়াও নগরীর বিভিন্ন ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে মাস্ক ও করোনা সচেতনার জন্য লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।