Tag: খুচরা বাজার

  • পেঁয়াজের বাজারে সিন্ডিকেট কাজ করছে-ম্যাজিস্ট্রেট

    পেঁয়াজের বাজারে সিন্ডিকেট কাজ করছে-ম্যাজিস্ট্রেট

    চট্টগ্রামের পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে দ্বিতীয় দিনের মত খুচরা বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার ১৬ অক্টোবর সকাল ১১ টায় নগরীর চৌহমুনী বাজারে অভিযান পরিচালিত হয়।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীণ আক্তার ও মাসুদ রানা দ্বিতীয় দিনের অভিযানের নের্তৃত্ব দেন। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বেঁধে দেওয়া নির্ধারিত মূল্যের চেয়ে ১৫ টাকা বেশি বিক্রি করায় তাদের জরিমানা করা হয়।

    অভিযান শেষে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করতে একটি সিন্ডিকেট কাজ করছে বলে গণমাধ্যমকে জানিয়েছে ম্যাজিট্রেট। পরে সেখানকার ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে নগরীর পাহাড়তলি বাজারে অভিযান চালানো হয়।

    এর আগে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে মঙ্গলবার দেশের বৃহৎ পাইকারী বাজার খাতুনগঞ্জে অভিযানে যায় ভ্রাম্যমান আদালত।

    অভিযানে গিয়ে দেখা যায়, খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে পেঁয়াজের বিপুল সরবরাহ রয়েছে। এরপরও আমদানি ক্রয়ের চাইতেও বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ২টি আড়তকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এছাড়াও বিভিন্ন আড়তে পেঁয়াজ বিক্রির দর নির্ধারণ করে দেন জেলা প্রশাসন।

    নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে বুধবার ২য় দিনে খুচরা বাজারে অভিযানে নামে ভ্রাম্যমান আদালতের টিম।

    অভিযানের নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ২য় দিনের অভিযানে খুচরা বাজারেও পেঁয়াজের কোন ঘাটতি দেখা যায়নি। পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে।

    বাজার মনিটরিংয়ে গিয়ে দেখা যায় সাধারণ ক্রেতাদের ঠকানোর জন্য একটি অসাধু চক্র সিন্ডিকেট তৈরি করেছে। পাইকারী বাজার এবং খুচড়া বাজারে মনিটরিংয়ের পর বিষয়টি স্পষ্ট।

    তিনি বলেন, এর আগের দিন খাতুনগঞ্জে পাইকারী আড়াতদারদের মিয়ানমারের পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং ভারতের পেঁয়াজ কেজিতে ৬০ থেকে ৬৫ টাকা দর নির্ধারণ করে দিলেও খুচরা বাজারে তার কোন প্রভাবও দেখা যায়নি। বরং বাজারের বিভিন্ন দোকানে মঙ্গলবারের মূল্য তালিকায় ভারতীয় পেঁয়াজ ৮২ থেকে ৮৩ টাকা কেজি দরে এবং মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ টাকা কেজিতে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। খুচরা বাজারের প্রতিটি দোকানের পাইকারি রশিদ সংগ্রহ করে ছবি তুলে নিয়েছি।

    এছাড়া খুচরা বাজারে বিভিন্ন ব্যবসায়িদের কাছ থেকে পাওয়া তত্য সূত্র ধরেই পাইকারী বাজাওে ফের অভিযানে যাবে বললেন এ ম্যাজিস্ট্রেট।