Tag: খেলার মাঠ

  • চট্টগ্রামে প্রথমবারের মতো হচ্ছে নারীদের আলাদা খেলার মাঠ

    চট্টগ্রামে প্রথমবারের মতো হচ্ছে নারীদের আলাদা খেলার মাঠ

    চট্টগ্রাম মহানগরীতে প্রথমবারের মতো হচ্ছে নারীদের আলাদা খেলার মাঠ। নগরীর বাকলিয়া এলাকায় এরই মধ্যে মাঠের স্থান নির্ধারণ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (১৫ মার্চ) দুপুরে বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা আয়োজিত প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ ঘোষণা দেন।

    তিনি বলেন, দেশের প্রত্যেক খাতে নারীদের অবদান ঈর্ষণীয়। তাদের প্রকৃত ক্ষমতায়ন করতে হলে তাদের অর্থনৈতিক স্বাধীনতার ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে নারীরা সামনের দিকে অগ্রসর হতে পারবে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    এসময় তিনি বাকলিয়ায় প্রথম নারীদের জন্য খেলার মাঠ নির্মাণে খাস জমি নির্ধারণের কার্যক্রম শুরু করার এবং দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশনা দেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। উপমন্ত্রী তার বক্তব্যে দেশ ও জনগণের উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, প্রকল্প পরিচালক ও বাংলাদেশ সরকারের যুগ্ন-সচিব প্রভাষ চন্দ্র রায়। উদ্বোধক হিসেবে ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। অনুষ্ঠানে সদর প্রশিক্ষণ কেন্দ্রের ৭টি ট্রেডের ৩১২ জন নারীকে চেক ও সনদ বিতরণ করা হয়।