Tag: খেলা অনুষ্ঠিত

  • রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত

    রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।

    ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন খেলা উদযাপন পরিষদের আহবায়ক, রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।

    যুগ্ম আহবায়ক তপন দে’র সঞ্চালনায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা”র সাবেক পরিচালক ও বিসিবি সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর।

    বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা”র কোষাধ্যক্ষ শাহাবুউদ্দিন মোঃ জাহাঈীর,খেলা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক সুমন দে, সদস্য সচিব আহসান হাবিব চৌধুরী। উপস্থিত ছিলেন সারজু মোহাম্মদ নাছের,শওকত হোসেন, আবু ছালেক, সেকান্দর,মোহাম্মদ আসিফ,নাছির উদ্দিন প্রমুখ।

    খেলায় ফটিকছড়ি ধর্মপুর খেলোয়াড় সমিতিকে ৩-০ গোলে পরাজিত করে চট্টগ্রাম নগরীর শতদল ক্লাব জয়লাভ করে।