Tag: গঙ্গা ঘাট

  • গঙ্গা ঘাটে পা পিছলে পড়ে গেলেন মোদী(ভিডিও)

    গঙ্গা ঘাটে পা পিছলে পড়ে গেলেন মোদী(ভিডিও)

    নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে যখন আসামসহ ভারতজুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে। এমন সময়ে গঙ্গা ঘাটে পা পিছলে পড়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ ঘটনায় তেমন কোন আঘাত পাওয়ার আগেই নিজের হাত দিয়ে পতন সামলে নেন নিজেকে। না হলে বড় দুর্ঘটনাও ঘটতে পারত।

    শনিবার (১৪ ডিসেম্বর) কানপুরের গঙ্গা ঘাটে ‘নমামী গঙ্গে’ প্রজেক্টের দেখভাল করতে গিয়ে মোদি হোঁচট খেয়ে পড়ে যান। যার একটি ভিডিও টুইটারে ব্যাপক ভাইরাল হয়েছে।

    ভিডিওটিতে দেখা যায়, ঘাটের সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর পরে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেহরক্ষীরা তাকে টেনে তোলেন।

    ভারতীয় দৈনিক আজকাল পত্রিকা জানায়, গঙ্গার ঘাট থেকে নৌকা বিহারে গঙ্গা ঘুরে দেখার জন্য সিঁড়ি দিয়ে উঠছিলেন। এ সময় হঠাৎ বাঁ পায়ের পাতা শেষ সিঁড়িতে আটকে যাওয়ায় সামনের দিকে হুমড়ি খেয়ে পড়েন মোদি।

    মুহূর্তেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির সদস্যরা ছুটে আসেন। তবে তার আগেই নিজের হাত দিয়ে কোন রকমে পতন সামলে নেন মোদি।

    ভারতে নাগরিকত্ব বিল নিয়ে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে গঙ্গার ঘাটে মোদীর এই পপাতধরণীতলকে অনেকে ইঙ্গিত হিসেবে দেখছেন। মোদীর লৌহ কঠিন ব্যক্তিত্বে এই পা হড়কে যাওয়াকে রাজনৈতিক টেনশনের প্রতিক্রিয়া হিসেবে চিহ্নিত করতে দেখা গেছে মোদী-বিরোধীদের।

    ওই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে নানা রকম মন্তব্যের মধ্যে একজন বলেছেন- ‘‌তব মুকুট পড়িল পদতলে, হায় এ কী দশা!‌’‌

    https://twitter.com/TheRoshanRai/status/1205801716291010560?s=09