Tag: গণরায় দিন

  • শেখ হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়নের পক্ষে গণরায় দিন-সুজন

    শেখ হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়নের পক্ষে গণরায় দিন-সুজন

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : আসন্ন উপ নির্বাচনে শেখ হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়নের পক্ষে গণরায় দিতে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের ভোটারদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

    তিনি গতকাল ৮ই জানুয়ারি ২০২০ইং বুধবার বিকেল থেকে রাত অবধি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ এর সমর্থনে মোহরা ওয়ার্ডের ছোট বাকলিয়া এবং সানোয়ারা আবাসিক সংলগ্ন এলাকায় পদযাত্রায় উপরোক্ত মন্তব্য করেন।

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কর্তৃক ৫নং মোহরা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত এ নেতা বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত গত ১০ বছর শেখ হাসিনা সরকারের শাসনামলে দেশে প্রায় ২০ লাখ কোটি টাকারও বেশি উন্নয়ন হয়েছে। যা স্বাধীন বাংলাদেশের উন্নয়নের সর্বোচ্চ রেকর্ড।

    পদ্মা সেতু, পদ্মা সেতুতে রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, রামপাল বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, কক্সবাজার হয়ে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ, এলএনজি টার্মিনাল নির্মাণ, পায়রা গভীর সমুদ্রবন্দর এবং সোনাদিয়া গভীর সমুদ্রবন্দরের মতো বড় বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকরী দিকনির্দেশনায়।

    এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি, সম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শিশুমৃত্যুর হার কমানো, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সক্ষমতা অর্জন, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান বৃদ্ধি, জননিরাপত্তা, সামাজিক বৈষম্য নিরসনসহ প্রায় সব সূচকেই বাংলাদেশ বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে গিয়েছে।

    তাই উন্নয়নের এ অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে গিয়ে এ অঞ্চলকে একটি সমৃদ্ধ এলাকায় রূপান্তর করতে আগামী ১৩ই জানুয়ারি উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে ভোটার এবং নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

    পদযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আবু তাহের, মোহরা ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক যথাক্রমে নাজিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জসীম উদ্দিন, খালেদ হোসেন খান মাসুক, মোঃ আমিন, আলী রিয়াজ রক্সি, অনির্বাণ দাশ বাবু সহ বিপুল সংখ্যক আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগ নেতৃবৃন্দ।