Tag: গণসংবর্ধনা

  • সীতাকুণ্ডে জেলা পরিষদ সদস্য দিলসাদকে গণসংবর্ধনা দিয়েছে চক্রবাক ক্লাব

    সীতাকুণ্ডে জেলা পরিষদ সদস্য দিলসাদকে গণসংবর্ধনা দিয়েছে চক্রবাক ক্লাব

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলায় চট্টগ্রাম জেলা পরিষদের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে বিশেষ অবদান রাখায় জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চক্রবাক ক্লাব।

    শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ঘোড়ামরা বেড়ীবাঁধ সংলগ্ন মাঠে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    চক্রবাক ক্লাবের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম আল মামুন।

    তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকারের উন্নয়নের পরিধি বাড়াতে জেলা পরিষদ সদস্য পদটি গঠন করা হয়। প্রথমবারের মতো জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়ে আ.ম.ম দিলসাদ ইতোমধ্যে সীতাকুণ্ড ও মীরসরাই (আংশিক) ব্যাপক উন্নয়নমূলক কাজ করে দুই উপজেলাবাসীর জনপ্রিয়তা অর্জন করেছেন।

    ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সালাম এর সঞ্চালনায় অনুুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চক্রবাক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ৮ নং সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, এডিশনাল পিপি এডভোকেট ভবোতোষ নাথ, ইম্পেরিয়াল হাসপাতালের সিএফও ও কোম্পানি সচিব এম মনোয়ারুল হক (এফসিএমএ), ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন খোকন, সাবেক সভাপতি একরামুল হক আজাদ, ফেরদাউস আকবর, মফিজুর রহমান সাজ্জাদ, সুফিউর রহমান টিপু, সাবেক সাধারণ সম্পাদক এটিএম এনায়েত উল্লাহ, আ ম ম জায়াদ, আজীবন সদস্য নাজমুল হাসান,পৃষ্ঠপোষক সদস্য শমসের আলী চৌধুরী, ইউপি সদস্য মোঃ জহুরুল আলম, ছাত্রনেতা শাহরিয়ার রাশেদ প্রমূখ।

    ২৪ ঘণ্টা/দুলু

  • চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার গণসংবর্ধনা, নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন মীর মহিউদ্দিন

    চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার গণসংবর্ধনা, নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন মীর মহিউদ্দিন

    কেন্দ্রীয় যুবলীগের নব নির্বাচিত তথ্য ও গবেষণা সম্পাদক চট্টগ্রামর কৃতি সন্তান মীর মো:মহিউদ্দিন ভালোবাসায় সিক্ত হলেন নেতাকর্মীদের।

    আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে নগরীর পুরাতন রেল স্টেশন এলাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর আয়োজিত গণসংবর্ধনায় তিনি নেতাকর্মীদের এমন ভালোবাসায় সিক্ত হন। কয়েক হাজার নেতাকর্মীর জমায়েতে ভরপুর লাভ করে রেলস্টেশন মাঠ। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। ফুল হাতে প্রিয় নেতাকে বরণ করে নেন সবাই।

    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আ ম ম টিপু সুলতানের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় গণসংবর্ধনা।

    এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম আল মামুন।

    সংবর্ধিত নব নির্বাচিত কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মীর মো. মহিউদ্দিন বলেন, দীর্ঘ একবছর নানাভাবে যাচাইবাচাই করে স্বচ্ছ যাদের পেয়েছে তাদের দিয়ে কমিটি গঠন করেছে। এই কমিটিতে আমাকে জায়গা দিয়েছে, এজন্য কৃতজ্ঞতা। নতুন কমিটি গঠন করার পর অনেক আনন্দ মিছিল হয়েছে। এখানে এতো বড় মিছিল হয়েছে, কোথাও এমন মিছিল হয়নি। যুব সমাজের কাছে আমি কৃতজ্ঞ।

    যুব সমাজকে নিয়ে কাজ করার একাগ্রতার কথা জানিয়ে মীর মো. মহিউদ্দিনবলেন, বিশেষ একটি সময়ের মধ্যে এই কমিটি ঘোষণা দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে দেশকে আধুনিক জাযগায় নিয়ে যেতে চায়। এই যাত্রায় যুব সমাজকে সামিল হতে হবে। যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে আগামীর পথচলায়।

    সংবর্ধনা সভায় চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, মীর মহিউদ্দিন আমাদের গর্বিত সন্তান। তার নেতৃত্বে চট্টগ্রামের এই জনপদে যুবকদের সুপ্ত জাগরণ হবে। আমরা মীর মহিউদ্দিনকে স্বাগত জানাই। সম্বৃদ্ধ দেশগড়ার নেতৃত্বে মীর মহিউদ্দিনকে আমরা পেয়েছি। আশা করি তিনি আমাদের স্বপ্নকে আরো এগিয়ে নিয়ে যাবেন।

    দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আ ম ম টিপু সুলতান বলেন, মীর মহিউদ্দিন বীরের বেশে রাজনীতি করে। আগামীকে সাম্প্রদায়িক আস্ফোলন, অপশক্তির বিরুদ্ধে এবং দারিদ্রমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ নির্মানের স্বপ্ন বাস্তবায়নে যুব সমাজকে কাজ করতে হবে।

    অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি জয়ন কুমার ত্রিপুরা, রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, গাজী জাফর উল্লাহ্, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য হাসান মুরাদ বিপ্লব, শাখাওয়াত হোসেন স্বপন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য শেখ ফরিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক হাজী সেলিম উদ্দিন, মহানগর যুবলীগের সদস্য খোরশেদ আলম রহমান, তানভীর আহমেদ রিংকু, শিবু প্রসাদ চৌধুরী, পটিয় উপজেলা যুবলীগ আহবায়ক হাসান উল্লাহ, চন্দনাইশ উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক এ. এস. এম. মুসা তসলিম, যুগ্ম আহ্বায়ক মুরিদুল আলম মুরাদ, চন্দনাইশ পৌরসভা যুবলীগের সভপতি এম. সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এম. লোকমান হাকিম, আমিনুল ইসলাম কায়সার প্রমুখ।

  • বিএনপি মেয়র প্রার্থী শাহাদাত আসছেন কাল : চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনে গণসংবর্ধনা

    বিএনপি মেয়র প্রার্থী শাহাদাত আসছেন কাল : চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনে গণসংবর্ধনা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চসিক নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ২৬ ফেব্রুয়ারী বুধবার বেলা ২ টায় ঢাকা থেকে রেল যোগে চট্টগ্রাম আসছেন।

    তার আগমন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হবে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর বিএনপি, থানা, ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং কাউন্সিলর প্রার্থীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ও সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান। আরো খবর : চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত

    আজ ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে চসিক নির্বাচন বিষয়ে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় এ আহবান জানান নেতাকর্মীরা।

    এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। কোন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেই তারা মনে করছে নির্বাচিত হয়ে গেছেন।

    আমরা বলতে চাই, এ ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এত ভোট ডাকাতি ও কারচুপির পরও বিএনপি প্রতিটি নির্বাচনে অংশ নিয়ে আসছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে ব্যালটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় বিশ্বাস করে।

    তিনি বলেন, ভোট হচ্ছে জনগণের পবিত্র আমানত। আমরা নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই। ভোট ডাকাতদের প্রতিহত করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। তাই চসিক নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি চট্টগ্রাম পুরাতন রেলষ্টেশন চত্ত্বরে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের গণসংবর্ধনায় চট্টগ্রামবাসীকে যোগ দেয়ার আহবান জানান।

    সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, বিএনপির স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে ডা. শাহাদাত হোসেনকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়নকে চট্টগ্রামবাসী ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা স্বাগত জানিয়েছে।

    বুধবার চট্টগ্রাম পুরাতন রেলষ্টেশন চত্ত্বরে আমরা তাকে বরণ করে নেব। তাই এই বরণ অনুষ্ঠানকে লোকে লোকারণ্য করে প্রমাণ করতে হবে চট্টগ্রামের মাটি বিএনপি ও বেগম খালেদা জিয়ার ঘাঁটি। তিনি সাহসিকতার সাথে যে কোন পরিস্থিতি মোকাবেলা করে বিএনপি প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনার আহবান জানান।

    চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন’র পরিচালনায় প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা একরামুল করিম, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মিয়া ভোলা, সামশুল আলম, হাজী মোহাম্মদ আলী, নাজিমুর রহমান, মাহবুবুল আলম, অধ্যাপক নুরুল আলম রাজু, ইকবাল চৌধুরী, এস এম আবু ফয়েজ, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, জাহাঙ্গির আলম দুলাল,
    মনজুর আলম মনজু, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু, মো. কামরুল ইসলাম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, সম্পাদকবৃন্দ মোহাম্মদ আলী মিঠু, মাঈন উদ্দিন মোহাম্মদ শহিদ, মাহমুদ আলম পান্না, হামিদ হোসেন, ফাতেমা বাদশা, ইব্রাহিম বাচ্চু, হেলাল চৌধুরী, ইয়াকুব চৌধুরী, শহিদুল ইসলাম শহিদ, আবদুল বাতেন, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, কাউন্সিলর মো. আজম, আবদুল্লাহ আল হারুন, নগর বিএনপির সহসম্পাদকবৃন্দ এ কে এম পেয়ারু, রফিকুল ইসলাম, মো. ইদ্রিস আলী, জেলী চৌধুরী, মো. শাহজাহান, ইসমাইল বাবুল, আলমগীর নূর, আবুল খায়ের মেম্বার, আলী আজম, সালাহ উদ্দিন লাতু, জাসাস কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমিন, থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাকির হোসেন, শরীফ উদ্দিন খান, নূর হোসেন, মাঈন উদ্দিন চৌধুরী মাঈনু, নগর সদস্য ইউসুফ সিকদার, কাউন্সিলর জেসমিনা খানম, মহসিন আলী চৌধুরী, আইয়ুব খান, শাহেদা বেগম, শাহনেওয়াজ চৌধুরী মিনু, জিয়াউর রহমান জিয়া, মামুনুর রশিদ শিপন, ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, নবাব খান, এস এম মফিজ উল্লাহ, মো. সেকান্দর, জমির আহমেদ, মো. বেলাল, মনজুর আলম মঞ্জু, মো. হারুন, ফারুক আহমেদ, আবদুল্লাহ আল ছগির, ইলিয়াছ চৌধুরী, আলা উদ্দিন আলী নূর, মো. রফিক চৌধুরী, রাসেল পারভেজ সুজন, খাজা আলাউদ্দিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানচৌধুরী, এম এ হালিম বাবলু, জাহিদ উল্লাহ রাশেদ, হাজী মো. ইমরান, জসিম মিয়া, মোস্তাফিজুর রহমান মোস্তাক, নূর হোসেন নুরু, ফিরোজ খান, মামুন আলম প্রমুখ।