Tag: গভীর শোক প্রকাশ

  • এটলী ও মাজহারুল’র মৃত্যুতে রেজাউল করিম চৌধুরীর শোক প্রকাশ

    এটলী ও মাজহারুল’র মৃত্যুতে রেজাউল করিম চৌধুরীর শোক প্রকাশ

    জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সাধারন সম্পাদক কাজী মাহবুবুল হক এটলী ও কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়ারপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

    শোকবার্তায় রেজাউল করিম চৌধুরী বলেন, কাজী মাহবুবুল হক এটলী একজন সৎ, দক্ষ, মেধাবী ও চৌকস রাজনৈতিক ব্যক্তি ছিলেন। দীর্ঘদিন শ্রমিকদের স্বার্থ ও অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর অকাল মৃত্যুতে চট্টগ্রামের শ্রমিক জনতার অপূরণীয় ক্ষতি হলো।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩০নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রেজাউল করিম চৌধুরী বলেন, মাজহারুল ইসলাম একজন জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ গভীর ভাবে শোকাহত।

    শোকবার্তায় তিনি বলেন, আমি মহান সৃষ্টিকর্তার কাছে কাজী মাহবুবুল হক এটলী ও মাজহারুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা তাঁদেরকে জান্নাতবাসী করুন আমিন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ৩৭নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ এর মৃত্যুতে সুজনের শোক প্রকাশ

    ৩৭নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ এর মৃত্যুতে সুজনের শোক প্রকাশ

    ২৪ ঘণ্টা ডট নিউজ:৩৭নং হালিশহর মুনির নগর ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেন মুরাদ আজ বুধবার (১৩ মে) সকাল ৭.৪৫ মিনিটে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্রসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

    তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

    এক বিবৃতিতে তিনি বলেন মরহুম মো. হোসেন মুরাদ আওয়ামীলীগের দায়িত্ব থাকাকালীন অবস্থায় সবসময় দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে কাজ করতেন। সম্প্রতি স্থগিত হওয়া সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে দলীয় প্রার্থী ছিলেন মো. হোসেন মুরাদ।

    জনাব মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ৩৯নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক শফিউল আলম’র মৃত্যুতে সুজনের শোক প্রকাশ

    ৩৯নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক শফিউল আলম’র মৃত্যুতে সুজনের শোক প্রকাশ

    প্রবীন রাজনীতিবিদ ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শফিউল আলম আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

    তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

    এক বিবৃতিতে তিনি বলেন মরহুম হাজী শফিউল আলম জাতির জনক বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বাস্তবায়নে একজন নিবেদিতপ্রাণ হিসেবে সবসময় কাজ করতেন। তিনি দীর্ঘদিন নিষ্ঠার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করে গেছেন। তাঁর মৃত্যু নিঃসন্দেহে দলের জন্য ক্ষতি।

    সুজন মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • জামিলুর রেজা চৌধুরীর ইন্তেকালে চুয়েট উপাচার্যের শোক প্রকাশ

    জামিলুর রেজা চৌধুরীর ইন্তেকালে চুয়েট উপাচার্যের শোক প্রকাশ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :::জাতীয় অধ্যাপক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, দেশের প্রকৌশল জগতের কিংবদন্তী ব্যক্তিত্ব, বিশিষ্ট প্রকৌশল শিক্ষাবিদ অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

    অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর গৌরবময় অবদানের কথা উল্লেখ করে এক শোকবাণীতে চুয়েট উপাচার্য বলেন, “একুশে পদক পাওয়া এই সিভিল ইঞ্জিনিয়ার বাংলাদেশে গত কয়েক দশকে যেসব বড় বড় ভৌত অবকাঠামো হয়েছে, তার প্রায় সবগুলোতেই কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। ১৯৯৩ সালে যাঁদের হাত দিয়ে বাংলাদেশের ইমারত বিধি তৈরি হয়েছিল, জামিলুর রেজা চৌধুরী তাঁদের একজন। দেশের প্রথম মেগা প্রকল্প বঙ্গবন্ধু সেতু নির্মাণে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান ছিলেন তিনি। এখন দেশের সবচেয়ে বড় যে পদ্মা সেতু তৈরি হচ্ছে, সেই প্রকল্পের আন্তর্জাতিক পরামর্শক প্যানেলেরও নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ চলমান নানা উন্নয়ন প্রকল্পেও বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্ব দিয়ে আসছিলেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।”

    চুয়েট পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে মাননীয় উপাচার্য শোকবাণীতে আরো বলেন, “অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন এই প্রতিষ্ঠানের একজন অতি আপনজন। তিনি সাবেক বিআইটি, চট্টগ্রাম (বর্তমান চুয়েট) এর গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে গৌরবময় ভূমিকা পালন করেন। চুয়েট-এর অগ্রযাত্রায়ও তিনি শুভাকাঙ্ক্ষী হিসেবে আমৃত্যু সবসময় পাশে ছিলেন। এই প্রতিষ্ঠানের প্রতি তাঁর অবদান চুয়েট পরিবার চিরদিন কৃতজ্ঞচিত্তে ম্মরণ করবে।”

    উপাচার্য পরম করুণাময় আল্লাহপাকের নিকট অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর আত্নার মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।