Tag: গরু চোর

  • বোয়ালখালীতে গরু লুটের প্রতিবাদে মানববন্ধন

    বোয়ালখালীতে গরু লুটের প্রতিবাদে মানববন্ধন

    বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে গরু লুটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাশের দিঘির পাড়ে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বোয়ালখালী শাখা।

    সম্প্রতি একের পর এক গরু লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

    সংগঠনের সভাপতি শ্যামল বাবুর সভাপতিত্বে শিক্ষকনেতা আমির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মেম্বার, দাশের দিঘির পাড় ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল ফারুক মোর্শেদ, সোপান খেলাঘরের সাধারণ সম্পাদক সুদর্শন দাশ, কৃষকনেতা রফিক ভান্ডারী,শিক্ষক মফিজুর রহমান, যুবনেতা সাজ্জাদ হোসেন, ইকবাল হোসেন, ছাত্রনেতা রুপন দাশ, আবুল কাশেম বুলবুল, কৃষকনেতা নুরুল ইসলাম ও শ্রমিকনেতা অসিম শীল।

    এ ব্যাপারে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.মহিউদ্দিন সুমন বলেন, চোরাই গরু উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি এ বিষয়ে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

  • বোয়ালখালীতে ৭টি গরু লুট

    বোয়ালখালীতে ৭টি গরু লুট

    বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহল্লা শেখ চৌধুরী পাড়া থেকে ৭টি গরু লুট করে নিয়ে গেছে অস্ত্রধারীরা।

    শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শেখ চৌধুরী পাড়ার চৌধুরী বাড়ীতে হানা দেয় সংঘবদ্ধ অস্ত্রধারীরা।

    ক্ষতিগ্রস্ত শাহাজাহান চৌধুরীর ছেলে মো. রেজাউল জানান, রাত সোয়া দুইটার সময় মো. শাহজাহান চৌধুরীর গোয়াল ঘর থেকে ২টি ও আবুল কাশেম চৌধুরীর গোয়াল ঘর থেকে ৫টি দেশিয় জাতের গরু মিনি ট্রাকে তুলে নিয়ে গেছে অস্ত্রধারী লোকেরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

    এ ঘটনায় বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো.মহিউদ্দিন সুমন।

    পুলিশের এ কর্মকর্তা বলেন, গরু চুরি ঘটনায় ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • মিরসরাইয়ে গভীর রাতে লক্ষ টাকার গরু চুরি

    মিরসরাইয়ে গভীর রাতে লক্ষ টাকার গরু চুরি

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::::মিরসরাইয়ে চুরি থামচেই না প্রতিরাতে কিছু না কিছু চুরি হচ্ছেই। ৩ দোকান, ৪ মোটরসাইকেল, ১টি অটোরিক্সা ও ইউনিয়ন পরিষদের মালামাল চুরির পর এবার লক্ষ টাকার গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। গত ১মাসের মধ্যেই ঘটেছে এসব চুরির ঘাটনা।

    বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ৩টায় মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড পুর্ব খৈয়াছড়া থেকে একটি গরু চুরি হয়।

    জানাগেছে, পূর্ব খৈয়াছড়ার জাবেদ আলি ভূইয়া বাড়ির আবুল কালাম প্রকাশ কেরানি এর একটি গরু রাত ৩টার সময় গোয়াল ঘর থেকে চুরি হয়ে যায়। আবুল কালামের ছেলে আলমগীর জানান, বাবা রাত তিনটায় গোয়াল ঘরে গেলে তখনও গরু গোয়ালে ছিল। ৩টার পর আমরা ঘুমিয়ে পড়লে কোন একসময় তিনটি গরুর মধ্যে আবাল গরুটি নিয়ে যায়। ওই গরুটি আমরা সামনের কোরবানীর উদ্দেশ্যে মোটাতাজা করছিলাম। এটার বর্তমান মূল্য আনুমানিক ১লক্ষ টাকা হবে।

    মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনকে ফোন করা হলে তিনি বলেন, একটি বিট পুলিশিং মিটিং এ আছেন গরুচুরির খবর তার জানা নেই।

  • বোয়ালখালীতে কৃষাণীর ঘরে ছিটকিনি দিয়ে গরু চুরি

    বোয়ালখালীতে কৃষাণীর ঘরে ছিটকিনি দিয়ে গরু চুরি

    বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে চোরের দল নাছিমা আকতার নামের এক কৃষাণীর ঘরে ছিটকিনি লাগিয়ে দিয়ে নিয়ে গেছে গরু।

    আজ রবিবার (১৩ নভেম্বর) ভোরে বোয়ালখালী পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের রেজা মিয়া চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

    নাছিমা আকতার জানান, গোয়াল ঘরের তালা ভেঙে গরুটি নিয়ে গেছে চোরের দল। এর আগে তার ঘরের দরজা বাইরের থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। অথচ রাত তিনটার দিকেও তিনি গোয়াল ঘরে গরুটিকে দেখে গিয়েছিলেন। গরুটির বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা হবে।

    বোয়ালখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, নাছিমা আকতার নামের এক মহিলার গরু চুরি হয়েছে বলে শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

    ২৪ঘণ্টা/এসএ

  • গরু চুরির অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

    গরু চুরির অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

    ছাত্রলীগ ঢাকা জেলা উত্তরের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তার। বুধবার (০২নভেম্বর) রাতে ধামরাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ চোরেরা বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে তার হেফাজতে রেখে বিক্রি করতেন।

    বাবলী আক্তার সাভার পৌরসভার নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে ও সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্রী।

    মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাবলীসহ পাঁচ গরু চোরকে প্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাবলী তার বন্ধু শামিমের মাধ্যমে গরু চোরদের সঙ্গে পরিচয় ঘটে। এরপর থেকে চোরাইকৃত গরু বাবলী তার বাড়িতে নিজের হেফাজতে রেখে গরুগুলো বিক্রি করতেন। এ পর্যন্ত পাঁচটি গরু তার হেফাজতে রেখে বিক্রি করা হয়েছে। সর্বশেষ একটি ষাড় গরু জবাই করে কশাইয়ের কাছে মাংস বিক্রি করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

    ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ধামরাইয়ে সম্প্রতি অনেক গরু চুরির ঘটনা ঘটেছে। একটি মামলা তদন্ত করতে গিয়ে দেখা যায় বাবলী চোরাই গরু তার হেফাজতে রেখে বিক্রি করতেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    গরু চুরির ঘটনায় বাবলীর সম্পৃক্ততার বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা। অনৈতিক কাজে জড়িত থাকায় কিছুক্ষণের মধ্যে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ জানিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে পত্র দেওয়া হচ্ছে। এ ছাড়া তাকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’

    উল্লেখ্য, গত শনিবার রাতে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ড গ্রামের আবদুল লতিফের একটি ষাড় ও একটি গাভি চুরি করে নিয়ে যায় চোরেরা। এ সময় জনতার হাতে আটক হন বরিশালের মুলাদি থানার গলইভাঙ্গা গ্রামের কদম আলী সরদারের ছেলে হাবুল সরদার। এ ঘটনায় গরুর মালিক আবদুল লতিফ মামলাকরেন। এর আগে গত এক সপ্তাহে ধামরাইয়ের বিভিন্ন গ্রাম থেকে অন্তত ২০টি গরু চুরি হয়ে গেছে।

    ২৪ঘণ্টা/এনআর

  • মিরসরাইয়ে দিন-দুপুরে প্রাইভেটকারে করে গরু চুরি

    মিরসরাইয়ে দিন-দুপুরে প্রাইভেটকারে করে গরু চুরি

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে দিন-দুপুরে প্রাইভেটকারে করে গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জনার্দ্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

    খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে একটি প্রাইভেটকার এসে ওই এলাকার আশরাফুল হাসান চৌধুরী বাড়ির দরজায় অপেক্ষা করে। এলাকার লোকজন ভেবে ছিলেন প্রাইভেটকার কাউকে নিতে এসেছে। নামাজের জন্য সবাই যখন মসজিদে অবস্থান করছিলেন তখন প্রাইভেটকারে তুলে আশরাফুল হাসান চৌধুরীর একটি গরু নিয়ে চলে যায়। গরুর রং ধুসর মাথার উপরে লাল।

    এর আগে গত ১৬ সেপ্টেম্বর দিন-দুপুরে উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রাম থেকে একটি ও ২০ সেপ্টেম্বর উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের মহালংকা গ্রামে একই কায়দায় আরেকটি গরু চুরির ঘটনা ঘটেছে।

    দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের সদস্য সুজাউল হক নিজামী বলেন, দুপুরে আমার এলাকার আশরাফুল হাছান চৌধুরীর একটি গরু চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যায়। ওই কারটি সাদা রংয়ের ছিলো। চুরি যাওয়া গরুর মূল্য প্রায় ৪০ হাজার টাকা হবে। সংঘবদ্ধ একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের নজর দেয়া প্রয়োজন।

    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, গরু চুরির বিষয়ে আমি অবগত নই। কেউ এ বিষয়ে থানায় কোন অভিযোগ দেয়নি।

  • মিরসরাইয়ে ৩ চোরাই গরু উদ্ধার ২ চোর গ্রেফতার

    মিরসরাইয়ে ৩ চোরাই গরু উদ্ধার ২ চোর গ্রেফতার

    মিরসরাই প্রতিনিধিঃ গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় মিরসরাই থানা পুলিশ ৩টি চোরাই গরু সহ ২ জনকে আটক করেছে। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

    সোমবার (২৭ জুন) ভোর রাত সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই কলেজ রোডের সামনে অভিযান চালিয়ে গাড়ির চালক ও সহকারিকে আটক করে মিরসরাই থানা পুলিশ।
    আটককৃতরা হলো গাড়ির চালক মো. জসিম উদ্দিন (৩৩)। সে লক্ষীপুর জেলার কমলনগর থানার চরজাঙ্গালীয় গ্রামের মৃত আববুল কাশেমের ছেলে। চালকের সহকারি মো. রানা (২০)। সে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মজুমদার পাড়া এলাকার মৃত আবু তাহেরে ছেলে। তাদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

    মিরসরাই থানার উপ-পরিদর্শক খায়রুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহাসড়কে সোমবার ভোর রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা ৩ জন পালিয়ে যায়। পরবর্তীতে গাড়ীর চালক মো. জসিম উদ্দিন ও সহকারি মো. রানাকে গ্রেপ্তার করা হয়। এসময় ১টি গাভী, ১টি ষাঁড়, ১টি ষাঁড় বাচুর উদ্ধার করা হয়। আটককৃত দু’জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চট্টগ্রাম নেওয়ার উদ্দেশ্যে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে গরুগুলো গাড়িতে তোলা হয়েছিলো।
    মিরসরাই থানা পুলিশ পৃথক গরুর মালিকে খুঁজছে।

  • রাউজানে রাতের আঁধারে প্রতিবন্ধী যুবকের তিনটি গরু চুরি

    রাউজানে রাতের আঁধারে প্রতিবন্ধী যুবকের তিনটি গরু চুরি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ইকবাল নামের এক প্রতিবন্ধী যুবকের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। ১ ডিসেম্বর (বুধবার) দিবাগত রাতের কোনো এক সময় ইকবালের গোয়ালঘর থেকে বাছুরসহ একটি গাভী ও ষাড় চুরি করে নিয়ে যায়। তিনটি গরুর বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা। গরু চুরি হওয়ার পর দিশেহারা হয়ে পড়েছেন ইকবাল।

    স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার ৭নং রাউজান সদর ইউনিয়নের পশ্চিম রাউজান জারুলতলা এলাকার ভুইয়ালা বাড়ীর মৃত শফির পুত্র ইকবাল শারীরিক প্রতিবন্ধী। নিজ বসতভিটেয় গরু লালন-পালন করে অসহায় মাকে নিয়ে দুঃখ-কষ্টে জীবন যাপন করে আসছিল সে। গরু বিক্রী করে সংসারের হাল ধরতে চেয়েছিল সে। কিন্তু চোরের দল তার স্বপ্ন পূরণ হতে দেয়নি।

    সন্তানের গরু চুরির বিষয়ে বৃদ্ধা ভেদুরা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার প্রতিবন্ধী সন্তান কারো মুখাপেক্ষী না হয়ে নিজে অনেক কষ্ঠ করে গরু গুলো লালন-পালন করে বড় করেছে। তার স্বপ্ন ছিল একটি গরু বিক্রী করে সংসারের ভরণ-পোষন মেটাবে। গরু তিনটি চুরি হওয়ায় আমরা কেমন করে পরিবারের খরচ যোগাবো। গরুগুলো ফিরে পেতে আমরা প্রশাসনের সহায়তা চাই।
    এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য জহির উদ্দিন বলেন, প্রতিবন্ধী ইকবালের তিনটি গরু চুরির পর আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও হদিস পাইনি।

    রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, গরু চুরির ঘটনার অভিযোগ পেলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।

    এন-কে

  • অটোরিকশায় গরু চুরি করে তারা

    অটোরিকশায় গরু চুরি করে তারা

    বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশায় চোরাই গরু নিয়ে যাওয়ার সময় তিন চোরকে আটক করেছে পুলিশ।

    আজ শুক্রবার (১২ মার্চ) এ ঘটনায় মামলা দায়েরের পর আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।

    তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার অংসাচিং মারমার খামার থেকে একটি গরু চুরি করে অটো রিকশায় পালিয়ে যাওয়ার সময় বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম সড়কে পৌঁছলে পুলিশ স্থানীয়দের সহায়তায় চোরদের আটক করে। এ সময় চোরাইকৃত একটি লাল রঙের গরু ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে পুলিশ।

    আটককৃতরা হলেন, পটিয়া উপজেলার নলান্দা কোলাগাঁওয়ের মজিদ তালুকদার বাড়ীর বশির আহমদের ছেলে রাশেদুল আলম (২৭), একই উপজেলার ভাটিখাইন এলাকার চিত্ত রঞ্জন দে’র ছেলে বাবুল দে (৩৫) ও বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী গোয়াজ তালুকদার বাড়ীর মো. ইউনুছের ছেলে মো. ইলিয়াছ (২৫)।

    এ ব্যাপারে অংসাচিং মারমা বাদী হয়ে আটককৃত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

    ২৪ ঘণ্টা/পূজন

  • লোহাগাড়ায় গণধোলাইয়ের পর পাঁচ গরু চোরকে পুলিশে দিল জনতা

    লোহাগাড়ায় গণধোলাইয়ের পর পাঁচ গরু চোরকে পুলিশে দিল জনতা

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় আটকে গণধোলাইয়ের পর দুই কিশোরসহ ৫ গরু চোরকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (২ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ওসি জাকের হোসাইন মাহমুদ।

    আটকৃতরা হল- উপজেলার চুনতি বনপুকুর এলাকার কালো সিকদার পাড়ার মৃত আশরাফ মিয়ার পুত্র মোহাম্মদ আজাদ (১৬), চুনতি সোলতান মাওলানা পাড়ার আলমগীরের পুত্র মোহাম্মদ সাকিবুল ইসলাম (১৬), চুনতির আবুল হাশেম প্রকাশ গুইট্টা হাশেমের পুত্র শওকত বাবু (১৮), চুনতি শুক্কুর মেস্ত্রীর পুত্র মোহাম্মদ শাহজাহান (১৮) ও চুনতি রহমানিয়া পাড়ার গুরা মিয়ার পুত্র মোহাম্মদ রফিক প্রকাশ সোনা রফিক।

    জানা যায়, রবিবার (১ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার চুনতি কালু সিকদার পাড়ার আশ-পাশে তাদের দেখতে পান এলাকাবাসী। গতিবিধিতে সন্দেহজনক মনে হলে তাদেরকে ধরে গণধোলাইয়ের এক পর্যায়ে স্বীকার করেন তারা দীর্ঘদিন ধরে লোহাগাড়ার আশ-পাশের বিভিন্ন এলাকায় গবাদি পশু চুরি করে আসছে এবং একই এলাকায় পূর্বেও তারা একাধিকবার গরু চুরি করেছে। পরে খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজওয়ানুল ইসলাম ও এএসআই ইউনুস তাদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।

    লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, আটককৃতদের গতকাল সোমবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।আমরা বাকিদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ডিমলায় ৯টি ভারতীয় গরু সহ গ্রেফতার ৭ (ভিডিওসহ)

    ডিমলায় ৯টি ভারতীয় গরু সহ গ্রেফতার ৭ (ভিডিওসহ)

    মহিনুল সুজন, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা ৯টি ভারতীয় গরু ট্রাকে করে পাচারের সময় আটক করেছে থানা পুলিশ।

    এ ঘটনায় চোরাকারবারির সাথে জড়িত থাকার অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ৭ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আরও ১ চোর ও মাদক মামলার ১ ওয়ারেন্টভুক্ত আসামী সহ মোট ৯ জনকে শনিবার(২৭ জুন)বিকেলে আদালতে সোপর্দ করেছেন ডিমলা থানা পুলিশ।

    গরুর ব্যাপারে গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মোজাম্মেল হকের ছেলে চোরাকারবারি সাজু ইসলাম(৩৫), একই ইউনিয়নের ঠাকুরগঞ্জ মাঝিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম(৩৬), ঠাকুরগঞ্জ জালিয়া পাড়ার মৃত কেশব দাশের ছেলের গনেশ দাশ(২৮), ঠাকুরগঞ্জ মাঝি পাড়ার মৃত আব্দুল হকের ছেলে তপন হক(২৭), ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের তাতীপাড়া গ্রামে ঝাইয়ারু দেবনাথের ছেলে জীবন দেবনাথ ওরফে কাত্তিক(২৭), গরু বহনকারী ট্রাকটির ড্রাইভার ও সিরাজগঞ্জ বন্যাকান্দি উল্লাপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম(৩৫), ট্রাকটির সহযোগী(হেলপার) ও সিরাজগঞ্জ শলঙ্গার চড়িয়াকান্দি গ্রামের সামসুল আলমের ছেলে সেলিম রেজা(২৪)।

    জানা যায়, শুক্রবার (২৬ জুন) বিকেল পাঁচটার পর ভারতীয় গরু পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট বাজারের পাশে ডোমার গোমনাতী রোডের একটি ব্রিজ সংলগ্ন এলাকায় ডিমলা থানার এসআই বাকিনুর ইসলাম,মাসুদ মিয়া,এএসআই জহুরুল হক,মাহবুবুল ইসলাম সঙ্গীয়ফোর্স সহ অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ড-১৩৫৫৬০ নম্বরের একটি ট্রাকে থাকা ৯টি গরুর ৬টি গরু আটক করেন।

    পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কিছু দুস্কৃতকারীরা ট্রাকে থাকা ৯টি গরুর মধ্যে ৩টি গরু আত্মসাতের জন্য অন্যত্রে সরিয়ে নেয়ার খবরে পুলিশ আশ-পাশের এলাকায় তল্লাশি চালিয়ে ওই ৩টি গরুও উদ্ধারের পর ৯টি গরু সহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসেন। গরু গুলোর বাজার মুল্য আনুমানিক ৬ লাখ টাকা। এ ঘটনায় চোরাকারবারির সাথে জড়িত থাকার অপরাধে পুলিশ রাতেই উল্লেখিত ৭ জনকে গ্রেফতার করে।

    শনিবার ডিমলা থানার এসআই বাকিনুর ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত ৭ ব্যক্তি সহ নামীয় ১০জন ও অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা নং-২১,তারিখ ২৭/৬/২০২০ইং দায়ের করেন।

    অপরদিকে শনিবার দুপুরে ডিমলা থানার এএসআই শাহিন আলম উপজেলার দক্ষিন সোনাখুলি ইউনিয়নের মৃত হবিবর রহমানের ছেলে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আসাদুর রহমান(২৫)কে উক্ত ইউনিয়নের বাজার থেকে গ্রেফতার করেন ও থানা পুলিশ ডিমলা সদরের পোস্ট অফিস মোড়ের একটি বাড়ি চুরির ঘটনায় নুরুজ্জামান(৩৪)নামের এক যুবককে গ্রেফতারের পর বিকেলে গ্রেফতারকৃত মোট ৯ জনকেই আদালতে সোপর্দ করেন।

    আটককৃতরা জানান, গরু গুলো পশ্চিম ছাতনাই ইউনিয়নের সাজু ইসলামের কাছ থেকে ট্রাকে করে টাঙ্গাইল মধুপুরের গরু ব্যবসায়ী জৈনিক আশরাফুলের কাছে যাচ্ছিল।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ বলেন,
    ট্রাক সহ ৯টি ভারতীয় গরু আটক ও ৭ জন গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
    গরুর ঘটনায় গ্রেফতারকৃত ৭ জন,বাড়ি চুরির ঘটনায় ১ জন ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন আসামী সহ মোট গ্রেফতারকৃত ৯ জনকে আদালতে পাঠানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ফটিকছড়িতে জনতার হাতে গরু চোর আটক,পুলিশে সোপর্দ

    ফটিকছড়িতে জনতার হাতে গরু চোর আটক,পুলিশে সোপর্দ

    ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :  ফটিকছড়িতে বেলাল উদ্দিন নামের এক গরু চোর’কে আটক করে পুলিশে দিল জনতা।

    ২ ডিসেম্বর সকালে উপজেলার খিরাম গ্রাম হতে ওই চোরকে আটক করা হয়।

    ধৃত বেলাল উদ্দিন রোশাংগীরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মুন্সেফ বাড়ির সোনা মিয়ার পুত্র।

    খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ধৃত বেলাল গরু নিয়ে খিরাম চৌমুহনী বাজার দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

    প্রথমে অস্বীকার করলেও পরে চুরির কথা স্বীকার করে সে জানায়, লেলাং ইউনিয়নের কুতুবছড়িস্থ তার ভাইয়ের খামার থেকে গরুটি চুরি করে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। উক্ত গরুটির বাজার মূল্য আনুমানিক ৭৫হাজার টাকা হবে।

    পরে গরুর মালিককে গরুটি হস্তান্তর করে গ্রাম পুলিশ দিয়ে বেলালকে ফটিকছড়ি থানায় সোপর্দ করে স্থানীয় জনতা।