Tag: গরু চোর

  • এবার চোরাই ৪ গরুসহ গরুচোর ধরলো কোতোয়ালি পুলিশ

    এবার চোরাই ৪ গরুসহ গরুচোর ধরলো কোতোয়ালি পুলিশ

    মোবাইল চোরের পর এবার গরু চোর ধরলো কোতোয়ালি থানা পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টায় আহম্মদ হোসেন প্রকাশ জাপান নামে এক ব্যক্তি গরু চুরির অভিযোগ দায়েরের পর শাহ আমানত ব্রিজ (নতুন ব্রিজ) এলাকা থেকে পুলিশ ওই গরু চোরকে গ্রেফতার করে।

    এসময় তার কাছ থেকে চোরাইকৃত দুই লাখ টাকা মুল্যের চারটি গরু উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেন পুলিশ।

    গ্রেফতার গরুচোর ফয়সাল আহমেদ (৬০) ভোলা জেলার দৌলতখাঁ মিঝির হাট সিকদার বাড়ির মৃত স্বজন আলীর ছেলে।

    তথ্যটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. মোহসিন। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সোমবার বিকেলে এক বয়স্ক রাখাল এসে অভিযোগ করেন নগরীর কোতোয়ালী থানা ফিরিঙ্গী বাজারের ব্রীজঘাটস্থ খেঁয়া পারাপার ঘাটের সামনের মাঠ থেকে তার চারটি গরু চুরি হয়।

    অভিযোগ পেয়ে থানা পুলিশের একটি টিম নতুন ব্রিজ এলাকায় যায়। সেখানে চারটি গরু নিয়ে ট্রাক ভাড়া করার উদ্দ্যেশে দাড়িয়ে আছে বয়স্ক এক লোক। জিজ্ঞাসাবাদে গরু চুরির কথা স্বীকার করলে চোরাই গরুগুলো সহ গরুচোরকে থানায় নিয়ে আসে।

    পরবর্তীতে গরুগুলো মালিককে বুঝিয়ে দিয়ে গরুচোরকে দায়ের করা চুরির অভিযোগে গ্রেফতার দেখানো হয়।